PDA

View Full Version : একটি ট্রেড এন্ট্রি করার পূর্বে কি লক্ষ্য õ



amdad123
2015-09-03, 01:23 AM
আমরা যখন একটি ট্রেড এন্ট্রি করব তখন আমার সর্বপ্রথম দেখা উসিত মার্কেটের সাপোর্ট রেসিসট্যাঁন্স, এখানে দেখা উচিৎ মার্কেট একটি ভালো সাপোর্ট অথবা রেসিসট্যাঁন্স এ গিয়েছে কিনা। তারপর দেখা উচিৎ আমি যেই কারেন্সি নিয়ে ট্রেড করব সেটি অন্যান্য কারেন্সির সাথে কোন অবস্থানে আছে। এরপর দেখা উচিৎ যে এই কারেন্সিগুলোর নিউজ কেমন, কোনটি ভালো কোনটি খারাফ। তারপর দেখা উচিৎ যে আমি যেই কারেন্সি নিয়ে ট্রেড করব সেই দেশের অর্থনৈতিক অবস্থান কি অবস্থা। এসব যদি আমাকে ভালো ফলাফল দেয়, তাহলে একটি ট্রেড এন্ট্রি করা উচিৎ বলে আমি মনে করি। আর নাহলে না বুজে ট্রেড দিয়ে লস করবেননা। :ok:

MotinFX
2015-09-12, 04:24 PM
ভাই আমি নতুন ট্রেড করি এবং আমার অর্ধেক টাকা লস করে ফেলছি। সাপোর্ট এবং রেজিস্টেন্ট দিয়ে এনালাইসিস করব। কোন টাইম ফ্রেমে এনালাইসিস করব সিনিয়রদের থেকে সহায়তা চাচ্ছি ।

fxover
2015-09-13, 12:54 PM
ভাই আমি নতুন ট্রেড করি এবং আমার অর্ধেক টাকা লস করে ফেলছি। সাপোর্ট এবং রেজিস্টেন্ট দিয়ে এনালাইসিস করব। কোন টাইম ফ্রেমে এনালাইসিস করব সিনিয়রদের থেকে সহায়তা চাচ্ছি ।

ফরেক্স এ লস করার অনেক গুলো কারন আছে । এর মধ্যে প্রধান কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা । মানি ম্যানেজমেন্ট ফরেক্স সফলতার মূল চাবিকাঠি । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে আমাদের ৯৫% ট্রেড সফল হবে এবং আমরা ভালো প্রফিট করতে পারব । খুব সাধারন কিছু টেকনিক অনুসরন করে ট্রেড করলেই হবে আর সাথে থাকবে মানি ম্যানেজমেন্ট , তাহলেই আর লস হবে না , লাভের মুখ দেখতে পাওয়া যাবে ।

MotinFX
2015-10-04, 09:15 PM
ভাই আপনার মুল্যবান পারামর্শ গুলো আমার অনেক উপকারে আসবে। কারণ লস করতে করতে আমি হতাস হয়ে গেছি। আমি চেস্টা করব মানি ম্যানেজমেন্ট মেন চলার।

AbuRaihan
2015-10-06, 05:21 PM
ফরেক্স ট্রেড করতে হলে শুধু বাই / সেল দিলে হবেনা । কারণ ফরেক্স এর মার্কেট মুভমেন্ট প্রতিনিয়ত পরিবর্তনশীল । এখনো কোন সময় কি করতে হবে তা শুধু মাত্র অনেকটা নিশ্চিত হওয়া যায় এনালাইসিস করার মাধ্যমে । ফরেক্স এর ক্ষেত্রে টেকনিকেল এনালাইসিস অনেক গুরুত্বপূর্ণ । এছাড়াও ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস করার মাধ্যমে ট্রেড অর্ডার দেওয়া উচিত । এতে করে লাভ না হলেও লস বেশি হবে না ।

HKProduction
2015-12-09, 10:57 AM
আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করাটাকে সবচেয়ে ভাল বলে মনে করি। কেননা এতে শিখার মত ও নির্ভর করার মত যথেষ্ট কিছু রয়েছে যা দ্বারা আমরা অনায়াসে এই মার্কেট থেকে আয় করতে পারি। প্রতিটি ট্রেডের ক্ষেত্রে আমাদের সেন্টিমেন্টকে যথেষ্ট ঠান্ডা রেখে মার্কেটকে পর্যবেক্ষণ করে তা্রপরেই অর্ডার প্লেস করতে হবে।

sayem11
2015-12-10, 01:12 AM
আমরা সবাই কত প্ল্যান করি কত রকম মার্কেটে ধারণা নিয়ে যখন মার্কেটে ট্রেড করতে যায় তখন আর পিচনের ধারনাগুলো মনে থাকেনা, আর এজন্যই মার্কেটে ট্রেড করতে গেলে ওভার ট্রেড করে থাকি আর সেই ওভার ট্রেডই লসের বড় কারন হয়ে দাড়ায় । তাই আমাদের সকলের উচিৎ ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড দেওয়া ঠিক হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া । তার পাশাপাশি ব্যালেন্স দেখে মানি ম্যানেজমেন্ট করে হিসেব করে দেখা যে মার্কেটের কতটুকু মুভমেন্ট করতে পারে, আর মুভমেন্ট করলেও আমার ব্যালেন্স ঠিক থাকবে কিনা ।

hasan019
2015-12-10, 01:30 PM
শুধু বাই / সেল দিলে আমাদের লাভ হবে না আমাদের প্রতি ট্রেড করতে হবে বুঝে সুনে। আমাদের নিউজ দেখতে হবে আর ত্রেন্দ দ্র্ব করতে হবে। ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করা উচিত আমাদের।

maziz6989
2015-12-20, 08:32 AM
আসলে আমরা যারা নতুন তারা এত কিছু না বুঝে খালি বাই সেল দিতে চাই আর এজন্যই আমরা লস করি। আমাদের মনে রাখা উচিত এটা একটা ব্যবসা আর সব ব্যবসার যেমন কিছু নিয়ম থাকে এখানে কিছু নিয়ম আছে। তাই আমার মনে হয় যারা ট্রেড করেন অন্তত কিছু জিনিসের দিকে খেয়াল করুন, চোখ কান বুঝে বাই সেল করলে আখেরে লস আপনারই হবে।

Realifat
2015-12-20, 09:40 AM
একটি ট্রেড এন্ট্রি অপেন করার পূর্বে অণেক বিষয় ভাবার প্রয়োজন রয়েছে। যেমন -
১. ভালোমতো অ্যানালাইসিস করার প্রয়োজন
২. কোথায় স্টপলস সেট করবো আর কোথায় টেকপ্রফিট সেট করবো তা ভাবার প্রয়োজন
৩. ট্রেডটি প্রথমে লসে গেলেও কতটুকুন লসে যাওয়ার পর আবার মার্কেট ঘুরবে
৪ যতটুকু পর্যন্ত লসে যাবে সেই পরিমান ব্যালেন্স অ্যাকাউন্টে আছে কিনা?

RUBEL MIAH
2016-02-26, 07:27 PM
ফরেক্স ট্রেড করার আগে অবশ্যই আপনাকে যে জিনিসটি লক্ষ্য রাখবেন সেটা হল দক্ষতা । ট্রেড করার আগে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে , মার্কেট কোন দিকে মুভমেন্ট করে । তাহলেই সফলকাম হতে পারে ।

Marufa
2016-02-27, 09:55 AM
ট্রেডে এন্ট্রি নেয়ার পূর্বে দেখে নিতে হবে ট্রেডটি আপনার ট্রেডিং প্লান অনুসারে সব কিছু ঠিক আছে কি না । আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোন ট্রেডিং সেটআপ আছে কি না । যদি ভাল কোন ট্রেডিং সেটআপ না থাকে যেমন ক্যান্ডেলিস্টিক, প্যাটার্ণ ইত্যাদি তাহলে ট্রেড এ এন্ট্রি না করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি ।

Md Akter Hossain
2016-02-27, 10:11 AM
একটি ট্রেড এন্ট্রি ওপেন করার পূর্বে যে জিনিসগুলো চেক করে দেখা দরকার সেটা হলো আপনার ট্রিগার পয়েন্ট ঠিক আছে কিনা সেটা জানা । আপনাকে খেয়াল রাখতে হবে অাপনার ওয়েনিং রেশিও যাতে মিনিমাম ১ঃ২ এর কাছাকাছি হয় । তাছাড়া আপনাকে রিক্স ম্যানেজমেন্ট কত সেটা খেয়াল রাখতে হবে ।

abdulguffer
2016-02-28, 09:48 PM
আমি মনে করি একটি ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য প্রথমে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করে, ট্রেনড বুঝে, অন্তত 2/3 টা ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেট এনালাইসিস করে , লোভ ও ইমোশন কে কনট্রোল করে, ছোট লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে যাতে ভালো মার্জিন থাকে।বেশি মার্জিন রেখে ,ট্রেনড লাইন এর দিকে ট্রেড এন্ট্রি নিলে উইন হওয়ার চান্স বেশি থাকে।

imran987
2016-02-29, 06:47 PM
পস্ট টা পড়ে আমার খুব ভালো ধারনা হল।

fatemaakhter
2016-02-29, 09:07 PM
আমি সব সময় ট্রেডে এন্ট্রি নেয়ার আগে টেকনিক্যাল এনালাইসিস করি ।কারন ফরেক্স মার্কেট এর মুভমেন্ট বোঝার জন্য টেকনিক্যাল এনালাইসিস খুব খুব গুরুত্বপুর্ন । টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে মার্কেট এর পরবর্তী প্রাইস কেমন হবে বা মার্কেট কেমন হবে এ নিইয়ে পুর্বাভাস পাওয়া যায় । তাই ট্রেন্ড বুঝে ট্রেড করতে হলে আমাদেরকে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস খুব ভালো ভাবে শিহতে হবে এবং সফল হতে হলে টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডমেন্টাল এনালাইসিসো করতে হবে ।

basaki
2016-03-09, 10:21 AM
একটি ট্রেড এন্ট্রি করার পূর্বে কি কি লক্ষ করতে হবে এটা একমাত্র আপনার নিজের উপর নির্বর করবে কারন একেকজন একেক টা ফল্মুলা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে। আপনি যদি মনে করেন যে ইন্ডিকেটর দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে আপনার ভাল করে ট্রেড করতে পারবেন।

Rahat015
2016-03-11, 10:17 AM
টেকনিকাল এনালাইসিস এ কোন কোন বিষয় কে গুরুত্ব দিতে হবে বলে আপনি বিবেচনা করেন? আর টেকনিকাল এনালাইসিস এ কি কি বিষয় এর প্রতি খেয়াল রাখতে হবে যদি জানান ।।

Fasor
2016-03-12, 12:08 AM
প্রথমে ট্রেড করার পূর্বে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। যখন তখন ট্রেড খুললে লস হওয়ার সম্ভাবনাই বেশী থাকে। টেকনিক্যাল এনালাইসিস করে নিতে হবে কোন ট্রেড খুলার সময়। সবকিছু মিলে যদি থিক থাকে তাহলেই কেবল ট্রেড খুলা উচিৎ। তার আগে না।

rahmot255
2016-03-16, 09:21 PM
আমি বলব ফরেক্স ট্রেড করতে হলে শুধু বাই / সেল দিলে হবেনা । কারণ ফরেক্স এর মার্কেট মুভমেন্ট প্রতিনিয়ত পরিবর্তনশীল । এখনো কোন সময় কি করতে হবে তা শুধু মাত্র অনেকটা নিশ্চিত হওয়া যায় এনালাইসিস করার মাধ্যমে । ফরেক্স এর ক্ষেত্রে টেকনিকেল এনালাইসিস অনেক গুরুত্বপূর্ণ । এছাড়াও ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস করার মাধ্যমে ট্রেড অর্ডার দেওয়া উচিত । এতে করে লাভ না হলেও লস বেশি হবে না ।

yasir arafat
2016-04-01, 02:39 AM
আমি মনে করি একটি ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে লাভের চেয়ে কত লস হবে তা দেখে নিতে হবে।কারণ প্রকূত ট্রেডাররা লাভের আগে লসের কথা চিন্তা করে।আর সেজন্য তারা একেকজন সফল ট্রেডার নামে সকলের কাছে পরিচিত।সুতরাং আমি লসের কথা চিন্তা করি।

sharifulbaf
2016-05-21, 08:52 PM
ফরেক্স মার্কেটে আমরা যখন একটি ট্রেড এন্ট্রি নিব তার আগে আমাদের ফরেক্স মার্কেটের ট্রেন্ড দেখতে হবে,মার্কেটের কোন নিউজ আছে কিনা তা দেখা,তার পরে মার্কের মুভমেন্ট দেখতে হবে,তার পরে মার্কেটের ট্রেড অপেনিং করতে হবে,ট্রেড অপেনিং করার পরে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।

maziz6989
2016-05-30, 12:40 PM
আসলে একটা ট্রেড এ এন্ট্রি নেওয়ার আগে অনেক কিছুই দেখতে হয় যা আমরা কেউ তেমন একটা মানি না এবং মানতে চাইও না। যখন লসের দিকে যেতেই যেতেই থাকে তখন মনে মনে বলি ইস এই জিনিসটা দেখলে হয়ত বা আজ এই দিন দেখা লাগত না। তাই আমি বলব নিজের সিস্টেম এর বাইরে কখনও ট্রেড নিবেন না। সবাইকে ধন্যবাদ।

dwipFX
2016-06-07, 06:16 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি তবে সব কিছু দেখে ট্রেড করলেই লস করতে বুল হয়না যেভাবে ট্রেড দিই সেভাবে লস হয় তাই আমি এখনো মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করি তাই কিছু টাকা একনো আছে তবে কিছু ট্রেড প্রপিট হয় বলে এখনো মার্কেটে টিকে অাছি।

Rahat015
2016-06-09, 01:08 PM
কোন ট্রেড এ এন্ট্রি নেওয়ার আগে দেখতে হবে ওই কারেন্সি কোন পজিশন এ আছে। সাপোর্ট রেসিস্টেন্স এ থাকলে দেখতে হবে ব্রেক করতেছে কিনা? আর ব্রেক না করলে সাপোর্ট রেসিস্টেন্স অনুসারে ট্রেড এ অন্ট্রি নিবেন।। আর ব্রেক করলে ফলস নাকি রিয়াল ব্রেক দেখে নিবেন।। তারপর দেখা উচিৎ আমি যেই কারেন্সি নিয়ে ট্রেড করব সেটি অন্যান্য কারেন্সির সাথে কোন অবস্থানে আছে। এরপর দেখা উচিৎ যে এই কারেন্সিগুলোর নিউজ কেমন, কোনটি ভালো কোনটি খারাপ।।

Sahed
2016-07-28, 07:15 PM
ফরেক্স *মার্কেটে একটি ট্রেড নেওয়ার আগে অবশ্যই আপনাকে মার্কেট ভালভাবে এ্যানালাইসিস করে নেওয়া উচিত । মার্কেটের সাপোর্ট এবং রেসিস্ট্রেন্ট কোথায় তা নির্ধারণ করা দরকার । তাছাড়া আপনি ট্রেডটিতে কতটুকু রিক্স এবং কতটুকু প্রফিট করতে চান তাও নির্ধারণ করা উচিত ট্রেডটি ওপেন করার অাগে ।

md mehedi hasan
2016-11-30, 11:13 AM
আমি ফরেক্স মার্কেটে সবসম লেভেল থেকে ট্রেড ওপেন করে থাকি।যখন দেখি প্রাইস সাপোর্ট লেভেল না ভেঙ্গে আবার উর্দ্ধমূখি হয়।তখন ভালো কোন সিগনাল পেলে ট্রেড ওপেন করি।আমি লেভেলের মাঝখান থেকে ট্রেড ওপেন করার চেষ্টা করিনা।

Mamun13
2017-11-07, 11:42 PM
প্রত্যেক ট্রেডে এন্ট্রী করার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করে নিশ্চিত হতে হবে৷আপনার ট্রেডিং চার্টে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার চিনতে হবে এবং প্রাইস ঐ মুহূর্তে কোথায় অবস্হান করছে ? তা দেখতে হবে৷মার্কেট সেন্টিমেন্ট বুলিশ না বিয়ারিশ ? তা বুঝতে হবে৷নির্দিষ্ট কারেন্সী পেয়ারের নির্দিষ্ট সেসন দেখে ট্রেডে বসতে হবে৷প্রতিদিনই নিউজ ইমপেক্টগুলো দেখে নিতে হবে৷মানি মেনেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও সঠিক ভাবে ফলো করে ট্রেডে এন্ট্রী করতে হবে৷স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে সেট করতে হবে৷