PDA

View Full Version : কো রিলেশন কি? এবং কেন?



Talha
2015-09-03, 12:19 PM
কো রিলেশন কি এবং কেন হয় অভিজ্ঞরা বিস্তারিত বলবেন তাহলে সবার উপকার হবে জানতে পারব যিনি লিখবেন তার শিখাটা স্বার্থক হবে কারন তার পোষ্টের উপর ভিত্তি করে অনেক ট্রেডার পরিষ্কার ধারনা পাবে

amdad123
2015-09-04, 11:31 PM
আমি যতটুকু জানি, কোরিলেশান হচ্ছে কারেন্সিগুলো একটার সাথে আরেকটির সম্পর্ক। একটি কারেন্সির ফান্ডামেনটাল নিউজ খারাফ আসলে এবং এই কারেন্সির বিপক্ষে মার্কেট চলে গেলে আরও কিছু কারেন্সির বিপক্ষে মার্কেট যায়, অথবা এই কারেন্সির কারনে অনেক কারেন্সি কিসুক্ষন উঠানামা করে। আর এই কারনে কারেন্সিগুলোকে কোরিলেশান কারেন্সি বলা হয়।

fxover
2015-09-15, 04:41 AM
আমি যতটুকু জানি, কোরিলেশান হচ্ছে কারেন্সিগুলো একটার সাথে আরেকটির সম্পর্ক। একটি কারেন্সির ফান্ডামেনটাল নিউজ খারাফ আসলে এবং এই কারেন্সির বিপক্ষে মার্কেট চলে গেলে আরও কিছু কারেন্সির বিপক্ষে মার্কেট যায়, অথবা এই কারেন্সির কারনে অনেক কারেন্সি কিসুক্ষন উঠানামা করে। আর এই কারনে কারেন্সিগুলোকে কোরিলেশান কারেন্সি বলা হয়।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার মুল্যবান মন্তব্য পোস্ট করার সাথে । আসলে ভাই আমি কোরিলেশন এর ব্যাপারটা বুঝতাম কিন্তু এটাকেই যে আমরা খুব সাধারন ভাবেই ফরেক্স মার্কেটে কো রিলে সন বলতাম তা জানতাম না। তবে আপনার এই পোস্টটির কারনে জেনে গেলাম । হ্যাঁ ফরেক্স মার্কেট এ এমন অনেক কারেন্সি পেয়ার আছে যেগুল একটি অন্যটির উপর নির্ভর করে । একটির দাম কমলে অন্যটির দাম কমে , আবার একটির দাম বাড়লে অন্যটির দাম বাড়ে।

AbuRaihan
2015-10-05, 04:15 PM
ফরেক্সে কো রিলেশন বলে কিছু আছে তা আমি আগে জানতাম না । এটা অবশ্যই আমার একটা অজ্ঞতা । তবে এই থ্রেডে অভিজ্ঞ ভাইদের মাধ্যমে বিষয়টা বুঝতে পারব আশা করি । কো রিলেশন সম্পর্কে অভিজ্ঞ ব্যাক্তিরা রিপলাইয়ের মাধ্যমে অামাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানালে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব । ধন্যবাদ ।

Md Akter Hossain
2016-01-25, 10:49 PM
কো রিলেশন পেয়ার হলো একটি পেয়ারের সাথে অপর পেয়ারের মিল । যেমন auduad and nzdusd একটি কো রিলেশন পেয়ার । সাধারণতো auduad পেয়ার যদি আপ থাকে তাহলে আমরা nzdusd কে সাধারণ ভাবেই আপ আশা করতে পারি । তবে নিদিষ্ট কোনো নিউজের কারণে মুভমেন্ট নাও মিলতে পারে ।

MotinFX
2016-02-10, 01:20 PM
আমার কাছে কো রিলেশান সম্পর্কে কোন ধারনা নেই। তারপরও আপনাদের লিখা পড়ে বুঝতে পারলাম একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সির সম্পর্কে কে কো রিলেশান বলে। যখন কোন নিউজ খারাপ হয় তখন সে নিউজের উপর নির্ভর করে বিভিন্ন কারেন্সিতে প্রভাব পরে।

md mehedi hasan
2016-02-10, 02:20 PM
ফরেক্স মার্কেটে একটি কারেন্সি পিয়ারের সাথে আর একটি কারেন্সি পিয়ারের সম্পর্কে কোরিলেশন বলে।যেমন eur/usd পিয়ারের সাথে usd/chf পিয়ারের ৭৫% মিল আছে।আপনি লক্ষ করে দেখবেন যখন eur/usd পিয়ারটি আপ ট্রেন্ড হয় তখন একই সাথে usd/chf পিয়ারি সেল অর্থাৎ ডাউন্ড ট্রেন্ড হয়।আপনি যদি eur/usd তে বা করেন এবং usd/chf পিয়ারের ও বাই করেন তাহলে আপনার একটি ট্রেড লাভে থাকবে আর একটি ট্রেড লসে থাকবে।

maziz6989
2016-02-11, 09:20 PM
সোজা বাংলায় কো রিলেশান হল আন্তঃ সম্পর্ক। মানে একটা বাড়লে অন্যাটা কতটুকু বাড়তে পারে বা কমতে পারে। এটা খুবই ইফেক্টিব একটা বিষয় কেননা এটার উপর নির্ভর করে অনেক ট্রেডিং সিস্টেম তৈরী করা হয়েছে। তাই আমি প্রিফার করি সেই জিনিসটা যা আমি খুব ভাল ভাবে বুজি। সবাইকে ধন্যবাদ।

abdulguffer
2016-02-11, 09:39 PM
কো রিলেশন কি এবং কেন হয় ? এই বিষয়ে অভিজ্ঞ ব্যাক্তিরা রিপলাইয়ের মাধ্যমে অামাদেরকে বিস্তারিত জানালে উপকৃত হব

poly khatun900
2016-02-12, 05:50 AM
আমি যতটুকু জানি, কোরিলেশান হচ্ছে কারেন্সিগুলো একটার সাথে আরেকটির সম্পর্ক। একটি কারেন্সির ফান্ডামেনটাল নিউজ খারাফ আসলে এবং এই কারেন্সির বিপক্ষে মার্কেট চলে গেলে আরও কিছু কারেন্সির বিপক্ষে মার্কেট যায়, অথবা এই কারেন্সির কারনে অনেক কারেন্সি কিসুক্ষন উঠানামা করে। আর এই কারনে কারেন্সিগুলোকে কোরিলেশান কারেন্সি বলা হয়।

Marufa
2016-02-12, 07:22 PM
ফরেক্স মার্কেট এ বিভিন্ন কারেন্সি রয়েছে । এসব কারেন্সি একটি আর একটির সাথে গভীর ভাবে সম্পর্কিত । মেজর পেয়ার গুলো মূলত ইউএসডি এর সাথে সম্পর্কেত । একটি পেয়ার এর দাম উঠানামা করলে তার প্রভাবে অন্যান পেয়ার এর ও দাম উঠানামা করে । এটি কো রিলেশন বলা হয় । কারেন্সির কো রিলেশন এর জন্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ।

biswas90
2016-02-12, 09:57 PM
ফরেক্স কারেন্সি কো-রিলেশন: আমরা জানি যে একটি কারেন্সির সাথে আরেকটি কারেন্সির সম্পর্ক মিলে একটি পেয়ার হয় । এই পেয়ারের দুটি কারেন্সিই প্রত্যেকের বিপরীত দিকে চলে । যেমন ধরুন, eur/usd একটি পেয়ারে দুটি কারেন্সি । এখন ইউরোর দাম যতটুকু বাড়বে ঠিক তার বিপরীতে ততটুকুই ইউ এস ডি-এর দাম কমবে । এবং এর পাশাপাশি অন্য পেয়ারের কারেন্সিতেও তার প্রভাব পরবে । এই প্রভাবের কারনে অন্য কারেন্সিও এর সাথে সাথে একটি বাড়বে এবং অন্যটি কমবে । একটি কারেন্সির সাথে অপর কারেন্সির এইযে সম্পর্ক এটিকেই বলা হয় কো-রিলেশন । আশাকরি সবাই বুঝতে পারছেন । ধন্যবাদ সবাইকে ।

basaki
2016-02-13, 09:34 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক অনেক চিন্তা ভাবনা করতে হয়।আর কোরিলেশন ট্রেড করতে পারবেন। যদি আপনি ভাল ট্রেড করতে পারলে আপনি ফরেক্স মার্কেটে অনেক ভাল করতে পারেন তবে কো রিলেশনেত ট্রেড গুলো অনেক ভাল হয় বলে সবাই অনেক পছন্দ করে থাকে আমিও তাই করি।

maziz6989
2016-02-13, 01:39 PM
আমরা যারা নতুন এই মার্কেট এ আছি তারা অনেক সময় একটা জিনিস বুঝি না বা খেয়াল করি না যে কোন কারণে ইউরো আপ হলে এবং জেপিই ডাউন হলে ইউরো/জেপিই কোন দিকে যাবে। এটাই হল কো রিলেশান বা আ্ন্ত সম্পর্ক। তাই যদি কেউ এই মার্কেট এ সাকসেস ফুল হতে চান তাকে অবশ্যই এই বিষয়ে সম্যক ধারনা রাখতেই হবে।

yasir arafat
2016-04-07, 01:49 AM
কারন্সি কো রিলেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন কারেন্সি পেয়ারের সাথে অন্য কারন্সি পেয়ারের চার্টের এবং ক্যান্ডেলের মধ্যে মিল বা রিলেশন থাকে।একে কারেন্সি কো রিলেশন বলা হয়।যেমন eur/usd এবং usd/chf এর মধ্যে বিপরীতমুখী কো রিলেশন দেখা যায়।যখন একটা উপরের দিকে অন্যটা দেখবেন নিচের দিকে যাবে।এটাই হচ্ছে প্রক্রিয়া।

dwipFX
2016-05-10, 09:29 PM
কো - রিলেশান কি সেই সম্পর্কে আমার কোন ধারনা নেই। অভিজ্ঞাররা কো রিলেশান সম্পর্কে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন কারন অামরা ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি তাই আমাদের কে ফরেক্স মার্কেটে অনেক কিছু জানতে হবে।

sharifulbaf
2016-05-18, 04:49 PM
ফরেক্স মার্কেটে কোরিলেশন বলতে আমরা কারেন্সি পেয়ারের সম্পর্কে বুঝে থাকি,একটি কারেন্সি পেয়ারের সাথে অন্য কারেন্সি পেয়ারের সাথে সুসম্পর্ক বিদ্যামান কারন এক কারেন্সির দাম কমলে অন্য কারেন্সির দাম বারে তাই আমরা ট্রেডিং করতে হলে কো রিলেশন আছে সেই কম্পানি গুলি ভালভাবে দেখে নিয়ে ট্রেডিং করতে হবে।

Md Masud
2017-05-25, 02:40 PM
যখন কোন নিউজ খারাপ হয় তখন সে নিউজের উপর নির্ভর করে বিভিন্ন কারেন্সিতে প্রভাব পরে । কো রিলেশন সম্পর্কে অভিজ্ঞ ব্যাক্তিরা রিপলাইয়ের মাধ্যমে অামাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানালে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব । এই কারেন্সির কারনে অনেক কারেন্সি কিসুক্ষন উঠানামা করে। আর এই কারনে কারেন্সিগুলোকে কোরিলেশান কারেন্সি বলা হয় ।

mahbubhb
2017-08-13, 12:37 AM
ফরেক্সর কোরিলেশন হচ্ছে একদেশের কারেন্সির সাথ আরেক দেশের কারেন্সির একটা সম্পর্ক থাকে। যেখানে একটি দেশের মুদ্রার মান বাড়লে অপর দেশটির মুদ্রার মান ও বেড়ে যায়। তাই ফরেক্স মার্কেট এ কোরিলেশন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

DhakaFX
2019-05-30, 04:54 PM
কারেন্সি কো রিলেশন এর কারনে Eur/usd বাই ট্রেড দেওয়া হলে eur সাথে অন্য কোন কারেন্সিগুলো সেল এন্টি করা ঠিক হবে না, কারন eur শক্তিশাল হচ্ছে বলেই আপনি Eur/usd পেয়ারে বাই ট্রেড দিয়েছিলেন। আবার eur তে সেল এন্টি দেওয়া হলে আপনার সিন্ধান্তের বিপরীত হবে। ফলে অন্য কোন কারেন্সির সাথে eur তখন বাই দেওয়া যাবে কিন্তু সেল এন্টি না। আর এই বিষয়টাকে কারেন্সি কো-রিলেশন বলে।

Rokibul7
2019-08-28, 01:37 AM
আমি ফরেক্স ভূবনে একেবারেই নতুন। কোরিলেশসান বলতে ফরেক্সএ কি বোঝায় বা কি এগুলা কিছুই জানতাম না। আজ আপনাদের কাছ থেকে নতুন কিছু বুজতে পারলাম।এটা আমার একটা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হয়ে গেল।আপনাদের সাবইকে ধন্যবাদ

amreta
2020-01-25, 11:49 AM
আমি আপনার এসি সূচক সম্পর্কে বুঝতে পারি না। আপনি কি এটি পরিষ্কার করতে চান যে এটি কি? প্লাটফর্মটিতে আমার বিল্ডে এটি পাইনি। আমি এটি ব্যবহার করতে আগ্রহী। আমি দেখতে পাচ্ছি আপনি প্রচুর পরিমাণে বাণিজ্য ব্যবহার করে বিশাল লাভ করেছেন। আপনি কি সবসময় সেই সূচক অনুসরণ করেন যা আপনি আপনার পোস্টে কথা বলছেন? আমি আমার চার্টে কেবল স্টোক ইন্ডিকেটর ব্যবহার করছি। তবে বেশিরভাগ সময় এটি আমাকে ভাল তথ্য দেয়নি। আমি সে সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারি না হতে পারে।

FREEDOM
2020-06-18, 12:24 AM
কো রিলেশন কি এবং কেন হয় অভিজ্ঞরা বিস্তারিত বলবেন তাহলে সবার উপকার হবে জানতে পারব যিনি লিখবেন তার শিখাটা স্বার্থক হবে কারন তার পোষ্টের উপর ভিত্তি করে অনেক ট্রেডার পরিষ্কার ধারনা পাবে

আমরা ফরেক্স মার্কেটে দুধরনের পেয়ার দেখে থাকি একটি মেজর পেয়ার এবং আরেকটি ক্রস পেয়ার। এখন মেজর পেয়ারগুলোর উপর অনেকটাই ডিপেন্ড করে ক্রস পেয়ারগুলো। যেমন ইউরো-ইউএসডি পেয়ারটি যদি স্ট্রং থাকে এবং জিবিপি-ইউএসডি পেয়ারটি যদি দুর্বল থাকে তবে ক্রস পেয়ার ইউরো-জিবিপেতে কো রিলেশন বিষয়টা ঘটবে। মুলত ক্রস কারেন্সী পেয়ারে ট্রেড করার আগে তার মেজর কারেন্সী গুলো ভালো করে এনালাইসিস করে নিতে হবে।