Log in

View Full Version : সুদের হার বাড়াচ্ছে ব্যাংকগুলো



SumonIslam
2023-07-26, 03:45 PM
একদিকে উচ্চ মূল্যস্ফীতি অন্যদিকে আমানতের সুদের হার কমের কারণে আমানতকারীদের অনেককেই ব্যাংকে টাকা রাখতে আগ্রহ দেখাচ্ছে না। আবার সরকারি ও বেসরকারিও ঋণ বাড়ায় ব্যাংকগুলোয় তারল্য ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি মেটাতে ব্যাংকগুলো সুদের হার বাড়াচ্ছ। ব্যাংক ভেদে সুদের হারের ভিন্নতা আছে। তবে সার্বিকভাবে, মে মাসে আমানতের বিপরীতে গড় সুদের হার বেড়ে ৪ দশমিক ৪১ শতাংশ হয়। এটি আগের ১ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ১ মাস আগেও আমানতের গড় সুদের হার ছিল ৪ দশমিক ৩৮ শতাংশ।
http://forex-bangla.com/customavatars/714673205.jpg