PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এ সিগনার এর গুরুত্ব!!



BD ONLINE
2015-09-03, 01:06 PM
অনেক ট্রেডারই বিভিন্ন ওয়েব সাইটের সিগনাল দেখে ট্রেড করে থাকেন। আমি ও আগে বিভিন্ন সাইটের সিগনাল দেখে ট্রেড করতাম। আমার মনে হয় এটা ঠিক নয়। নিজের কেৌশলে লস করা ও ভাল। কারন এই লস থেকেই আমি শিখতে পারব কিভাবে ট্রেড করতে হয়।

meherulla
2015-09-08, 01:35 PM
সিগ্নাল হলো ফরেক্স ট্রেডিং রূপচিত্র এটি দেখে ব্যবসায়ের গতিপ্রকৃতি বোঝা যায়। তবে সুধু সিগন্যাল দেখে ইনে।স্ট করা যাবে না সার্বিক দিক বিবেচনা করতে হবে।

Marufa
2015-09-14, 01:13 PM
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত । প্রথম দিকে যখন ট্রেড করতাম । একজন সিগন্যাল দেখেছিলাম । বেশ কিছুদিন ভালই লাভ হচ্ছিল । কিন্তু একমাস যাওয়ার পর দেখি লাভের চেযে লসই বেশি । তারপর থেকে আর সিগন্যাল না দেখে নিজের সিস্টেমমত ট্রেড করি ।

Harun1650
2015-09-18, 05:27 PM
আপনি সিগনাল দেখবেন তবে যেই সিগনাল আপনার ট্রেডকে লস দেখায় ঐ সব সিগনাল না দেখায় ভাল তবে বিভিন্ন নিউজ সিগনাল কারন এগুলো এর প্রভাব কিন্ত মার্কেটে অনেক পরে আর আপনি যদি এই সকল সিগনাল না দেখে ট্রেড আরম্ভ করেন তাহলে কিছুক্ষন পর মার্কেট আপনার বিপরীতে চলে যেতে পারে।তবে আমার মতে এই সবকিছু দেখার পর নিজে আরেকটু বিশ্লেষন করবেন তারপর একটা ট্রেড ওপেন করেবন নিজের বুদ্ধিতে হারলেও আপনি কিছু শিখতে পারবেন।

smartroni1996
2015-09-23, 06:31 PM
আমি মনে করি এটা সম্পূর্ন ঠিক নয়।কারন ট্রেড করতে হয় অনেকগুলো পরিস্থিাতর কম্বিনেশণে

Momen
2015-09-24, 11:13 AM
সিগন্যাল একটা বড় বিষয় নয়। নিজে জানুন শিখুন, নিজের মত করে স্ট্রেটেজি ডেভেলপ করুন দেখবেন আপনি সফলতা পাবেন।

joynew
2015-10-11, 02:12 AM
ব্যাংকের ফরেক্স ট্রেডাররা, অপশন ট্রেডাররা এবং হেজ তহাবিলের ট্রেডাররা ট্রেডিং বন্ধকালীন বা কম ভলিউমে ট্রেড এর সময়ে অনেক সুবিধা পায়। তারা মুদ্রার মুল্যমান পরিবর্তন করতে পারে যখন কোন ট্রেডই চলে না। এবং সবশেষ ফলাফল হচ্ছে নতুন ট্রেডাররা ধোঁকা খায় ট্রেড সিগনাল অনুসরন করতে গিয়ে। মার্কেট বন্ধের সময় বা খুব কম ভলিউমের সময় যখন শুধুমাত্র একটি সিগন্যাল থাকে, তখন মাকের্ট থেকে দূরে থাকাই ভাল বুদ্ধিমানের কাজ।

nayonbd24
2015-10-11, 09:14 PM
ফরেক্স করার আগে ফরেক্স বুঝে নেওয়া টা শ্রেয়

Fxaziz
2015-10-15, 06:51 PM
ভাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় কারো সিগন্যাল অনুস্মরণ করিনা।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমি আমার নিজের এনালাইসিস কে কাজে লাগাই।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় নিজের এনালাইসিস কে কাজে লাগানো ভালো হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি।এই তিন এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি এবং ফরেক্স মার্কেট থেকে আয় করি।

joynew
2015-10-25, 01:38 AM
আসলে, আমি যখন নতুন ফরেক্স ট্রে ডার ছিলাম তখন, আমি নিজেও ফরেক্স সিগনাল ফলো করতাম। তবে বেশির ভাগ ফরেক্স সিগনাল ই কাজ করে না। পরে আমি GCI Financial ট্রেডিং ব্রোকার আর ফ্রি Forex সিগন্যাল ফলো করা শুরু করি, এবং আমি প্রফিত করতে শুরু করি। এই ফরেক্স সিগনাল যে কেউ ফলো করতে পারে।

iqbalearth
2015-11-23, 10:13 AM
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত । প্রথম দিকে যখন ট্রেড করতাম । একজন সিগন্যাল দেখেছিলাম । বেশ কিছুদিন ভালই লাভ হচ্ছিল । কিন্তু একমাস যাওয়ার পর দেখি লাভের চেযে লসই বেশি । তারপর থেকে আর সিগন্যাল না দেখে নিজের সিস্টেমমত ট্রেড করি ।

amdad123
2015-11-23, 01:21 PM
আসলে ট্রেড করার জন্য কারো বুদ্ধি কাজে না লাগিয়ে নিজের বুদ্ধি কাজে লাগানো অনেক ভালো, কেননা ফরেক্স ট্রেডিং এ সিগনাল হল অন্যজনের বুদ্ধি । কিন্তু মার্কেটের বর্তমান অবস্থা ও বিশ্বের বর্তমান অবস্থার উপর নির্ভর করে মার্কেট এখন কোন দিকে যেতে পারে সেই সিদ্ধান্ত আমি নিজেই নিতে হবে । এক্ষেত্রে সিগনালের কোন ভুমিকা কাজে লাগেনা । তবে যারা টেকনিক্যাল এনালাইসিস করে তাদের জন্য সিগ্নাল কিছু উপকারে আসলেও বেশিরভাগ ক্ষেত্রে মিস হওয়ার সম্ভবনাই থাকে ।

HKProduction
2015-12-12, 05:57 PM
সিগনাল ফলো করে ট্রেড করাটা সাময়িকভাবে মেনে নেওয়া যায়। কিন্তু এমন একটা সময় আসে যখন আপনি কোন সিগনাল পাচ্ছেন না কিন্তু মার্কেটে ট্রেড করার একটি দারুন সুযোগ সৃস্টি হয়েছে। আপনি এ সময় ট্রেড থেকে বঞ্চিত হবেন। নিজের শেখা ট্রেড আপনাকে সব সময় শান্তি দেবে আর সিগনাল আপনাকে সবসময় টেনশন দিয়ে ঘিরে রাখবে।

basaki
2015-12-13, 09:19 AM
যেকোন ব্যবসাই কোন নিউজ ব্যবসার মুমেন্টন নির্ভ্র করে । তেমনেই ফরেক্স ব্যবসায় ট্রেডিং করতে গেলে প্রত্যেক ট্রেডারকে অবশ্যই ফরেক্স নিউজগুলোর দিকে নজর রাক্তে হবে।কারন ফরেক্সে কোন পিয়ার এর উপর কোন নিউজ আসে তখন এই পেয়ারের মুবমেন্ট খুব বেশি হয়।তাই সিগ্নাল গুলো দেখে ট্রেড করা উচিত।

yasir arafat
2016-04-03, 08:07 PM
তাহলে এবার চিন্তা করে দেখুন ফরেক্সের নাম উচ্চারণ করতে যত সোজা তার চেয়ে তার গভীরতাটা কতটুকু।আমাদের উচিত এ ব্যাপারে আরো জানা।এভাবে ফরেক্স সম্বন্ধে জানতে জানতে আমরা একসময় আমাদের ঞ্জানটাকে সফলতার সাগরে বয়ে দিতে পারব।

askam
2016-04-04, 10:25 AM
সিগ্নালের গুরুত্য আছে ফরেক্স এ । সিগ্নাল না বুঝলেও অনেক সময় লস হয় । তবে একেবারে সিগ্নাল নিরভরতা না থাকাও ভালো । আমরা বেশিরভাগ সময় ই সিগ্নাল ফলো করি তাতে আমাদের মাঝে কিছুটা হলেও ধারনা জন্ম নেই। ফরেক্স পুরোপুরি শিখতে অনেক সময় লাগে তাই ভালভাবে শিখার আগে সিগ্নাল্কে ফলো করলে ক্ষতি কি ।

RUBEL MIAH
2016-05-01, 05:06 PM
ফরেক্স সিগন্যাল দেখে ট্রেড করা অভিজ্ঞ ট্রেডারের কাজ নয় । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় এই ব্যবসা করার জন্য নিজের দক্ষতা , কৌশল , মেধা এবং শ্রম কাজে লাগায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতাকে কাজে লাগব ।

dwipFX
2016-05-07, 11:26 AM
আমি আগে বিভিন্ন সিগনাল দেখে ট্রেড করতাম এখন আর সেটা করিনা কারন সিগনাল দেখে ট্রেড করলে একাউন্ট জিরো করার জন্য এটাই যথেস্ট তাই আমাদের কে নিজের একটা ট্রেডিং প্লেন তৈরি করতে হবে। তাহলে ফরেক্স মার্কেটে দীর্ঘ দিন ট্রেড করতে পারব আর নাহয় জিরো করার জন্য অপেক্ষা থাকতে হবে।

Sahed
2016-07-23, 02:42 PM
আপনি ঠিকই বলেছেন। আমিও আপনার সাথে একমত । ফরেক্স মার্কেটে যারাই সিগনাল দেখে ট্রেড করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই সব সিগনাল যদি কাজে দিত তাহলে যারা সিগনাল দেয় তারা তো আপনার কাছে সিগনাল বিক্রয় না করে মার্কেটে ট্রেড করে বিলিয়নার হয়ে যেতে পারত । তাই আমি এগুলো ভূযা মনে করি । ধন্যবাদ ।