PDA

View Full Version : টেক প্রফিট / স্টপ লস



BD ONLINE
2015-09-03, 01:28 PM
ফরেক্স ট্রেডিং এ টেক প্রফিট বা স্টপ লস এর গুরুত্ব কতটুকু? ট্রেডিং এ ভাল প্রফিট পেতে হলে কিংবা অধিক লসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য এটা কি ব্যবহার করা উচিত?

swadip chakma
2015-09-12, 11:57 PM
হ্যা ফরেক্স এ টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা একান্ত দরকার একজন ভাল ট্রেড এর জন্ন্য ।কারন একজন ভাল ট্রেডার জানে যে কি করলে ভাল ফল আসবে।তবে শুদু যে ভাল ট্রেডারদের জন্ন্য ব্যবহার তা নয় এতি আসলে যার নতুন ট্রেডার তাদের জন্ন্য বেশি উপকারি বলে আমি মনে করি।নতুন ট্রেডার যদি স্টপ লস ব্যবহার করে তাহলে সে অবসস্যই অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাবে।

Fxaziz
2015-09-16, 09:56 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার পিছনে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার গুরুত্ত অনেক।টেক প্রপিট এবং স্টপ লস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এগুলকে অনুসরণ করে ট্রেড করি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হয়।

Kawsar700
2015-10-02, 08:42 AM
হ্যা ফরেক্স এ স্টপ লস ও টেক প্রপিট দুটাই সমান। কারণ দুটার সমান গুরুত্ব দিলে লস থেকে বাচবেন এবং লাভবান হবেন । ধন্যবাদ

joynew
2015-10-03, 01:15 AM
ষ্টপ লস/ টেক প্রফিট সব সময় কম দেয়া উচিৎ তবে মার্কেট অ্যানালাইসিস করে বেশি দেওয়া যায় সেক্ষেত্র অনেক অভিগ্গতার প্রয়োজন

HasanXM
2015-10-11, 04:30 PM
আমি মনে করি যে টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

Shariar
2015-10-11, 11:56 PM
121219 19171211 1713141719 11 12131718 1612 10131310131814 1714191618,121017 1419111716 1713141719 11 171418 1512191218

joynew
2015-10-12, 02:10 AM
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Diction Barua
2015-10-14, 04:01 PM
স্টপ লস এবং টেক প্রফিট একজন ট্রেডারের একাউন্টকে নিরাপদে রাখতে সহায়তা করে।নতুন ট্রেডারদের জন্য স্টপ লস এবং টেক প্রফিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে ধরণের ট্রেডার হোন না কেন ট্রেডে সফলতা জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করাটাই উত্তম বলে আমি মনে করি।

mazharfx
2015-10-14, 07:55 PM
টেক প্রফিট ও স্টপ লস হল ফরেক্স এর মানি ম্যানেজমেন্টের অংশ... ভাল মানি ম্যানেজমেন্ট প্ল্যান ছাড়া ফরেক্সে লাভবান হওয়া অসম্ভব... আর ভাল মানি ম্যানেজমেন্টের জীবন হল এই টেক প্রফিট ও স্টপ লস প্ল্যান... risk-reward ratio ফরেক্স ট্রেডার প্রফিটেবল হবে কি না তা বলে দেয়... আর এই risk-reward ration টেক প্রফিট ও স্টপ লসের উপর নির্ভর করে... তাই টেক প্রফিট ও স্টপ লসের ব্যবহার ছাড়া ফরেক্স ট্রেডিং করা উচিত না...

Momen
2015-10-16, 07:31 PM
ফরেক্স থেকে ভাল প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ঠিক মতো সেট করতে হবে। তা না হলে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে।

hasan019
2015-10-27, 12:19 AM
এর গুরুত্ব অনেক কারন সবসময় আমাদের নেটে বসে থাকা হয় না। কিন্তু আমাদের ট্রেড ওপেন থাকে। আমরা যদি স্টপ লস ঠিক করে দেই তাহলে আমরা লাভাবান হব। আর টেক প্রফিট হল আপনার লাভে থাকা ট্রেডটি আপনি যে প্রাইসে বন্ধ করবেন।

Fxaziz
2015-10-30, 04:38 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস এবং টেকপ্রপিট এর গুরুত্ব অপরিসীম।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ভাবে ট্রেড করতে পারি।আমরা যদি ট্রেড করে ঘুমাই পরি তাহলে এই জিনিসটি আমাদের ট্রেড কে সফল ভাবে ক্লোজ করে দিবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে হলে এই দুইটি জিনিস ব্যাবহার করতে হয়।এতে আমাদের ফরেক্স একাউন্ট সেফ থাকে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই দুইটির সমন্বয়ে ট্রেড করি।এতে আমি আমার একাউন্ট সেফ রাখতে পারি।

amdad123
2015-11-23, 12:35 AM
আসলে আমি মনে করি টেকপ্রপিট ও স্টপ লস ব্যবহার করা হয় মুলত যারা ট্রেড করে ট্রেডের সামনে থাকতে পারেনা, অথবা যারা লং টাইম ট্রেড করে । একটি ট্রেড এন্ট্রি দেওয়ার পর সবার একটি টার্গেট থাকে মার্কেট কতটুকু যেতে পারে, আর সে পর্যন্ত গেলে আমার ট্রেড লাভে থাকবে তখন ট্রেড ক্লোজ করবে, কিন্তু মার্কেট সেখানে গিয়ে আবার হয়তো ফিরে আসল, কিন্তু আমার ট্রেডে লাভ হলনা, তাই এমন সময়ের জন্য টেকপ্রপিট দেওয়া হয় । যাতে করে আমার ট্রেডে কাংখিত লাভ করে নিতে পারি । আবার আমি ট্রেড দেওয়ার পর যদি মার্কেটের সামনে না থাকা অবস্থায় মার্কেট আমার ট্রেডের বিপরীত দিকে চলে যায় এভাবে এক্ত অবস্থায় গেলে আমার একাউন্ত জিরো হওয়ার সম্ভবনা থাকে, আর ঠিক সেই অবস্তায় নিদিষ্ট একটি সময়ে বেসি লস যেন না হয় যেন একটি অবস্থানে যাওয়ার পর আমার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়, আর সে জন্যই স্টপ লস ব্যবহার করা হয় ।

iqbalearth
2015-11-23, 10:15 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার পিছনে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার গুরুত্ত অনেক।টেক প্রপিট এবং স্টপ লস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এগুলকে অনুসরণ করে ট্রেড করি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হয়।

iqbalearth
2015-11-23, 06:44 PM
হ্যা ফরেক্স এ টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা একান্ত দরকার একজন ভাল ট্রেড এর জন্ন্য ।কারন একজন ভাল ট্রেডার জানে যে কি করলে ভাল ফল আসবে।তবে শুদু যে ভাল ট্রেডারদের জন্ন্য ব্যবহার তা নয় এতি আসলে যার নতুন ট্রেডার তাদের জন্ন্য বেশি উপকারি বলে আমি মনে করি।নতুন ট্রেডার যদি স্টপ লস ব্যবহার করে তাহলে সে অবসস্যই অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাবে।

iqbalearth
2015-11-24, 11:08 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার পিছনে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার গুরুত্ত অনেক।টেক প্রপিট এবং স্টপ লস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এগুলকে অনুসরণ করে ট্রেড করি।

sharifulbaf
2015-12-13, 05:45 PM
ফরেক্স মার্কেট এ টেক প্রফিট /স্টপ লস বলতে আমরা মনেকরি মানি ম্যানেজমেন্ট এর একটি অংশ।ফরেক্স মার্কেট এ একটি ট্রেড ওপেনিং করার পরে কি পরিমান লাভ করতে চাই,এএবং মার্কেট ট্রেডের বীপরিতে গেলে কি পরি মান লস দিতে পারব,সেই ভাবে আমরা মানি রিস্ক বসিয়ে দেই নিদৃষ্ট কোন পয়েন্টে।

HKProduction
2015-12-15, 12:46 PM
আমি বর্তমানে টেক প্রফিট ছাড়া কোন ট্রেড করি না। আমি সাধারণত 5 পিপস থেকে 10 পিপস টেক প্রফিট দিয়ে থাকি। আমি যেহেতু স্ক্যাল্পিং করে ট্রেড করি সেহেতু আমি স্টপ লস ব্যবহার করি না। কেননা আমি খুবই ছোট লটে ট্রেড করি যা মানি ম্যানেজমেন্টের আওতায় পড়ে বলে মনে করি।

basaki
2016-03-15, 12:39 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হিলে আগে আপনাকে ভাল করে জানতে হবে স্টপ লস কি করে ব্যবহার করতে হয় আর টেইক ফ্রফিট কিবাবে ব্যবহার করতে হয়।আপনি যিদি এই দুটু ব্যবহার না করেন তবে আপনি আপনার কাংকিত লসের ছেয়ে বেশি লসে পরে যাবেন যা আপনার জন্য ক্ষতি।

yasir arafat
2016-04-06, 01:33 PM
স্টপ লস আর টেক প্রফিট ছাড়া কোন একটি ভাল স্ট্রাটেজি হতে পারে না।আমরা যদি স্টপ লস ব্যবহার না করি তাহলে মার্কেট স্পাইক করা মাত্র আমাদের একাউন্ট জিরো হয়ে যেতে পারে।আর একটি ভাল মানের স্ট্রাটেজিতে স্টপ লস এবং টেক প্রফিট থাকে।আবার যারা সফল ট্রেডার হতে পেরছেন তারা দেখবেন স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করে।তাই আমার মতে এটা আবশ্যিকভাবে ব্যবহার করা উচিত।

dwipFX
2016-05-15, 11:43 AM
আমাদের কে ট্রেড করার আগে বের করতে হবে কোথায় স্টপ লস এবং টেক প্রপিট বের করতে হবে।কারন স্টপ লস এবং টেক প্রপিট যারা সঠিক ভাবে ব্যাবহার করত পারে তারা ফরেক্স মার্কেটে ভাল লাভ করত পারবে।তবে আমাদের কে সব সময় স্টপ লস ব্যাবহার করে ট্রেড করতে হবে।

saiful977
2016-05-28, 06:18 PM
টেক প্রফিট স্টপ লস এইটা খুব দরকার কারণ অনেক সময় ট্রেডে থাকা হয় না সেই সময় এইটি খুব কাজে লাগে

ikhtiikhti
2016-06-12, 08:09 PM
ফরেক্স এ স্টপ লস এবং টেক প্রফিট খুব ভাল একটি পদ্ধতি। স্টপ লস সেটাপ করা থাকলে বড় ধরনের লসের হাত থেকে বাচা যায়।আর টেক প্রফিট সেটাপ করা থাকলে কম্পিউটার থেকে দুরে থাকলেও প্রফিট তুলে নেওয়া যায়। তাই সবার উচিত স্টপ লস টেক প্রফিট এর সঠিক ব্যাবহার করা।

Wajih Toushif
2016-06-12, 08:31 PM
আপনি যদি ডেইলি ট্রেড করে থাকেন তাহলে স্টপ লস এর অনেক গুরুত্ব আছে। এটি আমাদের ছট ছট ট্রেডআর এর জন্য অনেক উপকারি। তবে যারা লং টার্ম ট্রেডআর তাদের জন্য স্টপ লস অতটা ভালো নয়।

Rahat015
2016-06-15, 12:23 AM
স্টপ লস এবং টেক প্রফিট একজন ট্রেডারের একাউন্টকে ব্যালেন্সড রাখতে সহায়তা করে। সকল ট্রেডারদের জন্য স্টপ লস এবং টেক প্রফিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাভ যাতে হাত ছাড়া না হয়, আর অতিরিক্ত লসের হাত থেকে বাচানো মূলত এই ২ টার কাজ।।

Md. Tariqul Islam
2016-06-16, 04:47 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার পিছনে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার গুরুত্ত অনেক।টেক প্রপিট এবং স্টপ লস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এগুলকে অনুসরণ করে ট্রেড করি। নতুন ট্রেডারদের জন্য স্টপ লস এবং টেক প্রফিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে ধরণের ট্রেডার হোন না কেন ট্রেডে সফলতা জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করাটাই উত্তম বলে আমি মনে করি।

Md. Tariqul Islam
2016-06-22, 12:03 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার পিছনে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার গুরুত্ত অনেক।টেক প্রপিট এবং স্টপ লস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এগুলকে অনুসরণ করে ট্রেড করি।

Md. Tariqul Islam
2016-06-22, 02:40 PM
স্টপ লস ব্যবহার করা একান্ত দরকার একজন ভাল ট্রেড এর জন্ন্য ।কারন একজন ভাল ট্রেডার জানে যে কি করলে ভাল ফল আসবে।তবে শুদু যে ভাল ট্রেডারদের জন্ন্য ব্যবহার তা নয় এতি আসলে যার নতুন ট্রেডার তাদের জন্ন্য বেশি উপকারি বলে আমি মনে করি।নতুন ট্রেডার যদি স্টপ লস ব্যবহার করে তাহলে সে অবসস্যই অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাবে। আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার পিছনে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার গুরুত্ত অনেক।টেক প্রপিট এবং স্টপ লস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এগুলকে অনুসরণ করে ট্রেড করি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হয়।

Rahat015
2016-06-24, 02:21 PM
ট্রেডিং লাইফে টেক প্রফিট আর স্টপ লস এর গুরুত্ব অপরিসীম। মূলত নিজের অর্জিত লাভ টাকে পুঞ্জিভূত করা হচ্ছে টেক প্রফিট এর কাজ। আর অতিরিক্ত লস থেকে নিজের একাউন্ট কে বাচানো হচ্ছে স্টপ লস এর কাজ। তাই এই দুইটার ব্যবহার যথাযথভাবে করা উচিত।

Sahed
2016-07-25, 07:25 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।

fxinfo
2016-07-25, 07:51 PM
টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স মাকেট এ টিকে থাকার ঢাল সরূপ । এখানে টিকে থাকতে হলে অবশ্যই একটি যুক্তিসংগত টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে হবে । যদি না বুঝে ইচ্ছে মত টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা হয় তবে সেইটি কোন কাজে আসবে না বলে আমার মনে হয় ।

Md. Tariqul Islam
2016-07-26, 09:16 AM
হ্যা ফরেক্স এ টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা একান্ত দরকার একজন ভাল ট্রেড এর জন্ন্য ।কারন একজন ভাল ট্রেডার জানে যে কি করলে ভাল ফল আসবে।তবে শুদু যে ভাল ট্রেডারদের জন্ন্য ব্যবহার তা নয় এতি আসলে যার নতুন ট্রেডার তাদের জন্ন্য বেশি উপকারি বলে আমি মনে করি।নতুন ট্রেডার যদি স্টপ লস ব্যবহার করে তাহলে সে অবসস্যই অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাবে।

milonkhanfx1993
2016-10-01, 09:06 PM
ফরেক্স ট্রেডিং এ টেক প্রফিট বা স্টপ লস এর গুরুত্ব কতটুকু? ট্রেডিং এ ভাল প্রফিট পেতে হলে কিংবা অধিক লসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য এটা কি ব্যবহার করা উচিত?

আমি সাধারনত ১ঃ২ এই রেশিও ব্যাবহার করি কারন অনেক সময় দেখি মারকেট আমার দিকে যায় ঠিকই কিন্তু আমার এস এল হিট করার পর এর চেয়ে কষ্টের কিছু থাকে না তাই ভেবে রেখেছি যে আমি বেশি করে স্টপ লস দিয়ে রাখব সেটা সাপোরট রেসিস্টান্স দেখে।

shariful
2016-10-02, 12:59 PM
আপনি ফরেক্স করে থাকলে স্টপ লস আর টিপি শুনে থাকবেন,মানে একটি ট্রেড ওপেন করার পর আপনি সেইটাতে কতটুকু লস করবেন বা কতটুকু লাভ করবেন সেটা ঠিক করে রাখতে পারেন তবে আপ্নি এর পাশাপাশি ট্রেলিং স্টপ ব্যাবহার করতে পারেন

MoinFX
2016-10-03, 08:05 PM
আমার কিছু স্টপ লস ব্যাবহার করার কারনে হয়েছে তবে কিছু ট্রেড আবার বেশি লস থেকে বেচে গেছে এই স্টপ লস ব্যাবহার করার কারনে। কম ভলিউমে ট্রেড করে স্টপ লস ব্যাবহার না করায় ভাল হবে আর এই ক্ষেত্রে আপনাদের কিছু বলার থাকলে বলবেন।টিপি ব্যবহার করতে হবে।

Mamun13
2017-09-13, 11:55 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট পেতে হলে অর্থাৎ পেশাদার ট্রেডার হতে চাইলে অবশ্যই আপনাকে সঠিক ভাবে স্টপলস এবং টেকপ্রফিট ব্যাবহার করতে হব৷এজন্য স্টপলস এবং টেকপ্রফিট অনেক গুরুত্বপূর্ণ বিষয়৷স্টপলস এবং টেকপ্রফিট সঠিক ভাবে ব্যাবহার করতে হলে আপনাকে প্রথমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার ভাবে চিনতে হবে৷

Parvejdu
2017-09-20, 11:13 PM
ফরেক্স-এ স্টপ লস ও টেক প্রফিট একটি গুরুত্বপূর্ন বিষয়। যারফলে ট্রেডাররা তাদের পছন্দের দামে ট্রেড ক্লোজ ও ওপেন করতে পারে। স্টপ লস হল লসে থাকা ট্রেডটি নির্দিষ্ট ক্লোজ করা। স্টব লস ও টেক প্রফিট মাধ্যেমে ট্রেডাররা তাদের নির্দিষ্ট পিপ প্রফিট করে থাকে।

Nishpap Papi
2017-09-22, 05:21 PM
স্টপ লস ব্যবহার না করলে আপনি বোজতেই পারবেননা কখন যে আপনার ব্যালান্স জিরো হয়ে গেছে

FREEDOM
2020-08-24, 04:14 PM
টেক প্রফিট ও স্টপ লস হল ফরেক্স এর মানি ম্যানেজমেন্টের অংশ... ভাল মানি ম্যানেজমেন্ট প্ল্যান ছাড়া ফরেক্সে লাভবান হওয়া অসম্ভব... আর ভাল মানি ম্যানেজমেন্টের জীবন হল এই টেক প্রফিট ও স্টপ লস প্ল্যান... risk-reward ratio ফরেক্স ট্রেডার প্রফিটেবল হবে কি না তা বলে দেয়... আর এই risk-reward ration টেক প্রফিট ও স্টপ লসের উপর নির্ভর করে... তাই টেক প্রফিট ও স্টপ লসের ব্যবহার ছাড়া ফরেক্স ট্রেডিং করা উচিত না

sagar0835
2020-08-30, 12:17 AM
টেক প্রফিট (Take Profit বা TP) : মনে করুন, আপনি একটি বায় ট্রেড ওপেন করেছেন ১.৩৫০০ । এই ট্রেড থেকে যদি আপনি ৫০ পিপস প্রফিট করেন তাহলে আপনাকে ১.৩৫৫০ আসার পর ক্লোজ করতে হবে, এখন এমন অবস্থা যে আপনি ট্রেডের সামনেও বসে থাকার মত সময় নাই ঠিক তখন আপনাকে ট্রেডটি মডিফাই করে ১.৩৫৫০ তে সেভ করে দিতে হবে, ব্যাস এইবার আপনাকে আর ম্যানুয়ালি ট্রেডটি ক্লোজ করতে হবে না, প্রাইস যখনই আপনার টার্গেট রেইট টাচ করবে ট্রেডটি ৫০ পিপস প্রফিট নিয়ে নিজে নিজে ক্লোজ হয়ে যাবে ।

স্টপ লস (Stotp Loss বা SL) : ঠিক একই ভাবে আপনি চিন্তা করলেন যে আপনার ট্রেডটি যদি লস এ যায় তাহলে ৩০ পিপস লস করে তা অটোমেটিক ক্লোজ হয়ে যাক, সেইক্ষেত্রেও আপনাকে ট্রেডটি মডিফাই করে আপনার ওপেন রেইট থেকে কমিয়ে অর্থাৎ ১.৩৪৭০ তে সেভ করে দিতে হবে । আপনার সেল অর্ডার আর ক্ষেত্রে একইভাবে প্রফিট এর জন্য ওপেন প্রাইস এর নিচে টেক প্রফিট সেট করুন এবং ওপেন প্রাইস এর উপরে স্টপ লস সেট করুন।

sss21
2020-08-31, 03:39 PM
এর গুরুত্ব অনেক কারন সবসময় আমাদের নেটে বসে থাকা হয় না। কিন্তু আমাদের ট্রেড ওপেন থাকে। আমরা যদি স্টপ লস ঠিক করে দেই তাহলে আমরা লাভাবান হব। আর টেক প্রফিট হল আপনার লাভে থাকা ট্রেডটি আপনি যে প্রাইসে বন্ধ করবেন।

Md.shohag
2020-12-03, 06:46 AM
স্টপ লস এবং টেক প্রফিট একজন ট্রেডারের একাউন্টকে নিরাপদে রাখতে সহায়তা করে।নতুন ট্রেডারদের জন্য স্টপ লস এবং টেক প্রফিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে ধরণের ট্রেডার হোন না কেন ট্রেডে সফলতা জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করাটাই উত্তম বলে আমি মনে করি।

zubair
2021-01-28, 02:42 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট পেতে হলে অর্থাৎ পেশাদার ট্রেডার হতে চাইলে অবশ্যই আপনাকে সঠিক ভাবে স্টপলস এবং টেকপ্রফিট ব্যাবহার করতে হব৷এজন্য স্টপলস এবং টেকপ্রফিট অনেক গুরুত্বপূর্ণ বিষয়৷স্টপলস এবং টেকপ্রফিট সঠিক ভাবে ব্যাবহার করতে হলে আপনাকে প্রথমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার ভাবে চিনতে হবে৷

zubair
2021-01-30, 04:42 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট পেতে হলে অর্থাৎ পেশাদার ট্রেডার হতে চাইলে অবশ্যই আপনাকে সঠিক ভাবে স্টপলস এবং টেকপ্রফিট ব্যাবহার করতে হব৷এজন্য স্টপলস এবং টেকপ্রফিট অনেক গুরুত্বপূর্ণ বিষয়৷স্টপলস এবং টেকপ্রফিট সঠিক ভাবে ব্যাবহার করতে হলে আপনাকে প্রথমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার ভাবে চিনতে হবে৷

zubair
2021-02-05, 10:05 AM
এর গুরুত্ব অনেক কারন সবসময় আমাদের নেটে বসে থাকা হয় না। কিন্তু আমাদের ট্রেড ওপেন থাকে। আমরা যদি স্টপ লস ঠিক করে দেই তাহলে আমরা লাভাবান হব। আর টেক প্রফিট হল আপনার লাভে থাকা ট্রেডটি আপনি যে প্রাইসে বন্ধ করবেন।

Mas26
2021-04-02, 11:27 PM
টেক প্রফিট এবং স্টপ লস আমরা সাধারণত অনেকেই ব্যবহার করি না। যার ফলে আমাদের লসের পরিমাণ হয় বেশি কিন্তু যখন আমাদের লাভ হয় তখন আমরা অংক লাভ নেই কেটে দিয়ে থাকে। তাহলে আমরা সেই টার্গেট অনুযায়ী কাজ করে টেক প্রফিট বসিয়ে দিতে পারি এবং স্টপ লস টা বুঝিয়ে দিতে পারি তাহলে লস হওয়ার সময় আমাদের লসের পরিমাণটা কম হলো এবং লাভের সময় আমরা অনেক সময় ঠিকঠাকভাবে পেলাম লাভ।

Ahmedali
2021-04-22, 12:49 AM
স্টপ লস / টেক প্রফিট কি সম্ভব? উত্তর হলো,,,,,,
জী হ্যা সম্ভব। প্রথমে আসি স্টপ লস,,,,,,,
আপনি যখন ট্রেড করবেন তখন চার্টের দিকে লক্ষ্য করবেন ভালো করে। চার্টে কতো দুর পর্যন্ত নিচে নেমে এসেছে এবং আনুমানিক আরও কতো দুর পর্যন্ত নামতে পারে, সে অনুযায়ী অল্প করে ট্রেড করবেন। তাহলে লস কম হবে।
এবার আসি দ্বিতীয়ত টেক প্রফিট,,,,,,,,,,,,,,
এটা আমরা সবাই কম বেশি বুঝি তার পরেও বলছি,,,,,, আবারও সেই চার্টের দিকে লক্ষ্য করবেন যে প্রফিটের দিকে, যে এটা কি পরিমান ওঠা নামা করছে এবং কত সময় ধরে অবস্থান করছে। তবে আপনার উচিত হবে অল্প করে ট্রেড করা।

Mas26
2021-05-26, 10:46 PM
আমি মনে করি যে টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারব lফরেক্স এ টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা একান্ত দরকার একজন ভাল ট্রেড এর জন্ন্য ।কারন একজন ভাল ট্রেডার জানে যে কি করলে ভাল ফল আসবে।তবে শুদু যে ভাল ট্রেডারদের জন্ন্য ব্যবহার তা নয় এতি আসলে যার নতুন ট্রেডার তাদের জন্ন্য বেশি উপকারি বলে আমি মনে করি।নতুন ট্রেডার যদি স্টপ লস ব্যবহার করে তাহলে সে অবসস্যই অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাব