PDA

View Full Version : অবসর সময়ে কি করেন?



BD ONLINE
2015-09-03, 07:54 PM
যারা ফরেক্স ট্রেডার আমি জানি তারা ফরেক্স ট্রেডিং নিয়েই দিনের বেশির ভাগ সময় পার করেন। কিন্তু আপনি যখন ফ্রি থাকেন তখন আপনি কি করেন? অর্থাৎ অবসর সময়ে আপনি কি করেন?

RUBEL MIAH
2015-10-10, 10:30 PM
আমি আমার অবসর সময়ে ফরেক্স স্কুল নিয়ে বসি । কারণ ফরেক্স স্কুলে নিয়মিত কিছু সময়ের জন্য ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করলে অবশ্যই সুফল আশা করা যায় । কেননা অবসর সময়ে যদি আমরা এই ফরেক্স নিয়ে বসি তাহলে অবশ্যই সফলতা আশা করা যায় । পরিশ্রম ছাড়াতো কোন সময়ে উন্নতি আশা করা যায় না । যে জাতি যত বেশী পরিশ্রমই সে জাতি তত বেশী উন্নত । তাই অবসর সময়ে আমরা বেশী বেশী করে এই ফরেক্স নিয়ে বসলে জীবনে উন্নতি আশা করা যায় ।

Kawsar700
2015-10-10, 11:14 PM
অবসর সময়ে আমি একটা সপ্টওয়ারে কাজ করি। তার নাম Whaff rewards এবং সেখান থেকে আয় করি। জানতে চাইলে রিপলাই এ বলবেন

joynew
2015-10-12, 01:57 AM
কোথাও ঘুরতে যাওয়া, movie দেখা, গান শোনা, আড্ডা দেয়া আর সবচাইতে মজার হচ্ছে ঘুমানো - তাইনা? হে আমি সেটাই করি - বেশী বেশী ঘুমাই। ছুটির দিনে ঘুমানোর মজাই আলাদা। আগের রাতে দেরিতে ঘুমানো তার পর দিন সকাল ১০ - ১১ টার দিকে উঠে নাস্তা করে আবার টানা ঘুম ২ টা পর্যন্ত, ওঠে খাওয়া TV দেখা, ঘুম - মাথা ব্যাথা করবে নিশ্চিত, এবারে গোধুলী বেলায় বাহিরে একটু বেরিয়ে আসতেই হবে না হলে শরীরের নিশ্চিত ১২ টা বাজবেই। সারাদিন "বন্ধি" থাকার পর যখন চলে যাওয়া বিকেলের মৃদু আলো যখন চোখে লাগে তখন পৃথিবীটাকে স্বর্গ মনে হয়। মন ফিরে পায় প্রাণ

selena
2015-10-14, 02:21 PM
অবসর সময়ে আমি একটা স্কুলে কাজ করি। তার নাম হল ওথ শিশু একাডেমি তা ছাড়া কোথাও ঘুরতে যাওয়া,গল্প করা বই পরা ফরেক্স করা ।

Fxaziz
2015-10-19, 10:44 AM
আমি একজন ছাত্র । আমার হাতে ক্লাস টাইম চাডা ওঁ অনেক সময় থাকে । যা দিয়ে অনেক কিছু করতে পারি । তবে আমি টাইম নষ্ট না করে ফরেক্স মার্কেট নিয়ে বসি ।এই খানে কিছু সময় অতিবাহিত করি। আমি মনে করি আমার এই সময় তা বীফোলে যাবে না । কারণ আমি এর আগে ফরেক্স সম্পর্কে অনেক ধারণা নিয়েছি । যে সব ধারণা আমাকে ফরেক্স এ কাজ করতে আগ্রহী করে তুলেচে। তবে আমার মতে আপনি ফরেক্স এ কাজ করলে আপনার সময় টা বৃথা যাবে না।

AbuRaihan
2015-10-22, 04:31 PM
ফরেক্স করার আগে আমি আমার অবসর সময়গুলো হেলায়ধুলায় কটিয়ে দিতাম । আমি একজন ছাত্র তাই পড়ালেখার পাশাপাশিও কিছু সময় থাকে । কিন্ত আমি আগে সে সময় এর সঠিক ব্যবহার করতাম না । কিন্ত এখন আমি আমার অবসর সময়টা ফরেক্স এর পিছনে ব্যায় করতে চাই । কেননা ফরেক্স এর পিছনে সময় ব্যায় করলে নিশ্চিতভাবে সেখান হতে আমি ভালো কিছু অর্জন করতে পারব । এছাড়াও ফরেক্স করা মানে নতুন কিছু শিখা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করা ।

mlbasumata
2015-10-25, 02:42 PM
অবসর সময়েয় খুব সামান্য অংশ দিয়ে এতদিন ফরেক্স শিখলাম। টেস্টও হয়ে গেল, অর্থাৎ বিভিন্ন ব্রোকারে ডেমো একাউন্টে ট্রেড করলাম। সফলতা ও ব্যর্থতার মধ্যদিয়ে অনেক কিছু শিখলাম। শুরু হল ফাইনাল পরীক্ষা, রিয়াল একাউন্টে ট্রেড শুরু করলাম। সফলতা লাভও করছি। এখন অবসর সময়ে ট্রডিং ছাড়া কিছু ভাবতে পারি না। কয়দিন আগেই এই ফোরামে যুক্ত হলাম। পরের মাস থেকে ইন্সটা ফরেক্সেও শুরু হবে আমার ট্রেডিং জিবন।

Fxaziz
2015-10-30, 11:16 PM
অবসর সময়ে আমি ফরেক্স সময় দিয়ে আয় করার চেস্টা করি। কারন আমি মনে করি যে সময় টা অবসর থেকে আমি সময় নষ্ট করবো তাতে আমি ফরেক্স কাজ করে কিছু টাকা ইনকাম করতে পারবো। অবসর থাকলে অনেক সপময় মাথার মধ্যে খারাফ চিন্তা আস্টে পারে । এতে আমি খারাফ কাজে ওঁ জরিয়ে পরতে পারি তাই এই খানে কাজ করি এবং আয় করার পাশাপাশি আমি নিজেকে টিক রাখার চেস্টা করি। আমি মনে অবসর সময়ের জন্য এটা একটা উপযুক্ত কাজ।

mzkhanom
2015-11-26, 05:55 PM
অবসর সময়ে আমি আমার বাচ্চা টাকে সময় দেই । যে দিন থেকে ফোরেক্স এ কাজ শুরু করেছি সে দিন থেকে বাচ্চাটাকে পাশে বসিয়ে রেখে কাজ করি ।

Alif777
2015-11-27, 11:35 PM
আমি যখন ফ্রি থাকি তখন আমি টিভি দেখি, বন্ধুদের সাথে আড্ডা দেই, ঘুরতে যাই ইত্যাদি। আগের থেকে এখন একটু কম ফ্রি হবার সুযোগ পাই কারন ফ্রি টাইম পেলেই আমি ফোরামের সাথে কাজ করার চেস্টা করি

PrinCe
2015-12-01, 10:56 PM
একা বসে নিটার টা নিয়ে টুকটাক সুর টিউন করি আর নিজের মতন করে গান ।

Meghla
2015-12-05, 09:03 PM
অবসর সময়ে আমি ছোট বাচ্চাদের একটা স্কুলে খেলাধুলার মাধ্যমে পড়াই। অনেক ভালো সময় কাটে ওদের সাথে যেটা লিখে প্রকাশ করা সম্ভব নাহ।

Biplob72
2016-03-31, 01:03 PM
আমি অবসর সময়ে ডেমো প্রার্কটিস করি।

jessoreit
2016-05-07, 12:54 PM
আমি অবসর সময়ে পরিবারে সাথে কাটায়, আবার কখনো মোটর বাইল নিয়ে ঘুরে বেড়ায়।

milonkhanfx1993
2016-09-18, 11:36 PM
সত্য বলতে নিজের পড়াশুনা বাদ দিয়ে অবসর সময় শুধু ফরেক্স নিয়েই পরে থাকি,সুধু মাত্র এই আশাই যে একদিন ভাল ট্রেডার হব।

shariful
2016-09-20, 11:22 AM
অবসর সময় ঘিরে থাকে আমার কক, আর ককের বিভিন্ন অ্যাটাক। রাতেউ মাঝে মাঝে এটা আমারে ঘুমাতে দেই না। তবে এখন ফরেক্স এই সময় দেই বেশি। কারন এটিই আমার নেশা।