PDA

View Full Version : ভয়কে জয় করুন



zobairi007bd
2015-09-04, 02:11 AM
মানুষই ফরেক্স নিয়ে খেলা করে। তারা পারলে আপনি কেন পারবেন না?
আমার কিছু পরামর্শ ঃ
১। আমি ফরেক্সকে ক্রিকেট খেলা মনে করি, ভাবি আমাকে ব্যাট নিয়ে অনেক সময় থাকতে হবে। তারা নেই। গুটি গুটি রান করার করার চেষ্টা করি, ১ডলার বা ২ডলার কামাতে। কিছুটা পারি, আবার ছুটেও যায়।
২। ধৈয্য, মাথা ঠান্ডা এবং কৌশল বাস..।
আমি কিছু বন্ধু খুজছি। ১০ মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
ইন্সটাফরেক্স একাউন্ডধারি দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন।
০১৭১০০৮৫৮৭০

Fxaziz
2015-09-04, 06:08 AM
ফরেক্স মার্কেট এ আমরা যদি ভই করে কোন ট্রেড করি তাহলে আমরা হইত ফরেক্স মার্কেট এ লস করবো। ফরেক্স মার্কেট এ ভই এবং লোভ এই দুইটি জিনিস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ আয় করাতে পারবো এবং ট্রেড করে সফল হতে পারবো। ফরেক্স মার্কেট এ যদি আমরা ট্রেড করতে চাই তাহলে আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে এবং ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হতে হবে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স কে ভালবাবে জানুন।ধন্যবাদ।

Imran1995
2015-09-04, 01:26 PM
ফরেক্স মার্কেট এ আমরা যদি ভই করে কোন ট্রেড করি তাহলে আমরা হইত ফরেক্স মার্কেট এ লস করবো। ফরেক্স মার্কেট এ ভই এবং লোভ এই দুইটি জিনিস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ আয় করাতে পারবো এবং ট্রেড করে সফল হতে পারবো। ফরেক্স মার্কেট এ যদি আমরা ট্রেড করতে চাই তাহলে আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে এবং ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হতে হবে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স কে ভালবাবে জানুন।ধন্যবাদ।

pips
2015-09-04, 10:55 PM
ফরেক্স নিয়ে ভয় পাবার কিছু নেই আর যদি ফরেক্স নিয়ে আপনার ভয় লেগেই থাকে। তাইলে সেই ভয়কে আপঅনাকেই জয় করতে হবে। আর তার জন্য আপনাকে ফরেক্স এর উপর প্রচুর পুড়াশুনা করতে হবে। প্রতিনিয়ত ডেমো প্রাক্টিস করতে হবে। ফরেক্স সম্পকে আরো ভাল মত জানতে হলে নিজেকে হতে হবে পরিশ্রমি। তাইলেই আর ফরেক্স নিয়ে ভয় এর কিছু থাকবে না। ভিয়কে জয় করতে হবে আপনারই।

BDPEOPLE
2015-09-13, 09:18 AM
ফরেক্স সম্পূর্ণ একটি মাইন্ড প্রেসার গেইম ! যেখানে পূর্বে থেকেই সকল পরিকল্পনা প্রস্তুত করে রাখতে হয় যাতে পরে নিজের কাজের জন্য অনুশোষনা করতে না হয় । সেই সাথে এটিও মনে রাখতে হবে, ওপেন ট্রেডে থাকার সময় কখনও অন্যের কথা শুনে ম্যানুপুলেট হওয়া যাবে না ! আমাদের মধ্যে অধিকাংশ ট্রেডার মনে হয় অথবা যাবে দিয়েই ট্রেড ওপেন করেন, অন্যদিকে ওপেন ট্রেড থাকলে m1 থেকে mn সকল টাইম ফ্রেম ঘুরে ঘুরে দেখেন কিন্তু শুধুমাত্র লং টাইম ফ্রেম দেখে ট্রেড দিলে সকল প্রেসারকে একটি নিদির্ষ্ট পয়েন্টে বেঁধে রাখা যায় । আর ফরেক্সের প্রফিটকে নয়, এর লসকেও ভালোবাসতে হবে অন্যথায় এই লস টেনশন শান্তির ঘুম কেড়ে নেয়ার জন্য যথেষ্ট ।

সাথে থাকার জন্য ধন্যবাদ ।

Marufa
2015-09-13, 09:21 AM
আমার মনে হয ফরেক্স কোন খেলাধুলার বিষয় নয় । ফরেক্স নিয়ে খেলাধুলা করাটাও বিপদজনক । সাময়িকভাবে হয়ত একটু ভাল করা যায, আবার হঠাৎ করেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে । ট্রেডিং এন্ড গেমিং দুটো আলাদা বিষয় ।

AbuRaihan
2015-10-05, 05:26 PM
অাপনার দেয়া উদাহরণটা যথেষ্ট ভালো হয়েছে । ফরেক্সকে আমাদেরকে অবশ্যই একটা ক্রিকেট মাঠের মত মনে করে এখানে ধৈর্য্যর সাথে এবং মাথা ঠান্ড করে খেলতে হবে এবং টিকে থাকার চেষ্টা করতে হবে । একবার লস করলে হতাশ না হয়ে পরবর্তী ট্রেডের জন্য প্রস্ততি গ্রহণ করতে হবে । এছাড়া ফরেক্সে ট্রেড করতে হলে আমাদেরকে কৌশলি হতে হবে । এমন অনেক কৌশল আছে যার মাধ্যমে আপনি সহজেই এখান হতে ভালো লাভ করতে পাররবেন । তবে সবকিছু হতে হবে ধাপে ধাপে ।

RUBEL MIAH
2015-10-05, 05:49 PM
ফরেক্স ব্যবসা করতে হলে সর্বদা ধৈর্য ধারনা করতে হবে ।তাই মন থেকে ভয় সরে যাবে ।এছাড়া ফরেক্স ব্যবসা করতে কেৌশলি হতে হবে ।

MotinFX
2015-10-05, 06:22 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি। তাই ট্রেড করতে আমার থেকে খুব ভয় লাগে কারণ আমি প্রথমিক অবস্থায় অনেক লস করে ফেলসি। লস কবার করার চেস্টা করতেচি।

Rina akter
2015-10-11, 02:27 PM
আমাদরে সবার জীবন একটা পরিক্ষা আর এর জন্য সর্ব সময় আমরা ভয়ে থাকি। শুধু তাই নয় যখন আমরা কোথাও ইনটারফিও দিতে যাই বা পরিক্ষার হলে যাই তখন আমাদের সকলের খুবই ভয় করে তাই বলে কি আমরা ভয় করে বসে থাকি না সামনে এগিয়ে যাই।সেই রকম আমাদেরকে ফরেক্স মার্কেটে ভয় না করে ভালো করে জেনে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে এবং ফরেক্স মার্কেট সম্বন্ধে অনেক কৈাশল আছে যা আমাদেরকে জানা দরকার।তবে সব কিছু হবে ধাপে ধাপে । আর এভাবেই আমাদের ফরেক্স মার্কেট জয় করতে হবে।

raihanuddin
2015-10-11, 09:47 PM
ফরেক্স মাকেটে ট্রেড করতে হলে আপনাকে ভয় পরিহার করে ট্রেড করতে হবে।আপনি যদি ভয়ে ভয়ে ট্রেড অপেন করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভবনা বেশী থাকবে।তবে আমি যখন ট্রেড করি তখন সেন্টিমেন্টাল ভাবে স্টং থাকি।আপনিও ট্রেড করার সময় লস বা লাভ যাই হোক না কেন সেন্টিমেন্টাল ভাবে স্টং থাকবেন।এভাবেই আপনি ভয়কে জয় করতে পারবেন।ধন্যবাদ

shakawath
2015-10-28, 02:04 PM
জুবায়ের কে ধন্যবাদ। ফরেক্স অনেকটাই ক্রিকেটের টেষ্ট ম্যাচের মত। উইকেট টিকিয়ে ধীরে ধীরে স্কোর বাড়ানই উদ্দেশ্য আর একটারর পর সেঞ্চুরি করার মত ফরেক্সে ট্রেড করতে হয়। প্রতিটা ডলার কুরিয়ে ১০০$ এ পৌছুনো আর তারপরই উইথড্র। সবচেয়ে বেশি মজা লাগে যখন প্রফিট টা হাতে আসে। য়খন কষ্টগুলো স্বার্থক মনে হয়। একবারে গাছে উঠতে চাইলে নিচে পড়ার সম্ভাবনাই এখানে ৯৯%।

yasir arafat
2015-10-28, 07:51 PM
ফরেক্স করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।সে সমস্যাগুলো হতে পারে শারীরিক কিংবা মানসিক।বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সমস্যা বেশি হয়।যেমন ক্যাপিটাল হারানোর ভয়,ট্রেড ওপেন করার ভয় এবং লসে ভারসাম্য হারিয়ে ফেলা।তাই ভয় এড়ানোর জন্য আমাদেরকে ফরেক্সে অভিঙ্গতা অর্জন করতে হবে এবং ধৈর্য ধরে ট্রেড করে যেতে হবে।

mlbasumata
2015-10-28, 07:59 PM
"আমরা করব জয়, নিশ্চয়।" আমার জ্ঞান, শিক্ষা, পরিশ্রম, দক্ষতা, সাহস, ধৈর্য্য আর পরিকল্পনা আমাকে একদিন সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যাবে। "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।" কে কোন দিকে যায় যাক, আমি আমার লক্ষ্য স্থির রেখেছি, আমাকে আটকাবে কে?

মো: রিরিফাত
2015-10-28, 08:10 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটকে আমরা অনেকটা ক্রিকেট খেলার সমান ভাবতে পারি বিশেষ করে ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় প্রয়োজনীয় গুন হল ধৈর্য্য আবার ক্রিকেট খেলার সময় সবচে প্রয়োজনীয় গুন হলো ধৈর্য্য। ধৈর্য্য ছাড়া যেমন ফরেক্স ভাবা যায় না আবার তেমনি ধৈর্য্য ছাড়া ক্রিকেট খেলার কথা ভাবা যায় না।

monorom
2015-10-29, 12:04 AM
আমি ফরেক্স নিয়ে খেলা করি না আমি ফরেক্স কে আমার ব্যবসা হিসেবে নিয়েছি । আমি যদি ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমি এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে পারবো । আর আমি ফরেক্স দেখে ভয় পাই না আমি ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাই । এই জন্য আমাদের সফলতা অর্জন করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । আমরা যদি সফলতা অর্জন করতে পারি তাহলে এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে পারবো ।

skemon5747
2015-10-29, 12:12 AM
আমিও আপনার সাথে একমত কারন আমি ও মনে করি যে ভয়কে জয় করে অগ্রসর হতে পারলেই আপনি ফরেক্স ট্রেডিংয়ে সফলতার সাথে অগ্রসর হতে পারবেন। অনেকেই মনে করে ফরেক্স ট্রেডিং অনেক কঠিন ব্যাবসা এখানে প্রফিট করা খুব কঠিন এই ধরনের ভয়কে জয় করে সামনের দিকে ট্রেডিং দক্ষতা এবং পারদর্শিতা নিয়ে এগিয়ে যাওটাই হল ভাল প্রফিট অর্জন।

raju0000
2015-10-29, 10:42 AM
আসলেই আমরা অনেকেই অনেক ভয় করি, ভয় করা উচিত না, এত ভয় করলে তো আমরা কখনো সফল হতে পারব না, ভয় করার কারণেই আমরা অনেকে লং টাইম ট্রেড করতে নিরুত্সাহিত হই, আসলে ভয় কে জয় করতে হবে, এবং সেই ভয় থাকা সত্তেও যখন আপনি ট্রেড অ লাভবান হবেন ঠিক তখন এ হলো আপনার ট্রেডিং এ ভয় কে জয় করা.

basaki
2016-01-10, 02:25 PM
ভয় যে কন কাজের জন্য খারা ফল বয়ে নিয়ে আসে। আর আপনি যদি কাজের বেলায় ভয় করেন তাহলে আপনার কাজের সফলতা আসবেনা। ফরেক্স মার্কেটে আপনি যদি ভায় পান তাহলে আপনি মনের মত করে ট্রেড করতে পারবেন না। তাই ভয় না করে ট্রেড করতে পারলে আপনি সফল হবেনেই।

fatemaakhter
2016-01-10, 02:34 PM
কোন কাজ করতে গেলে আমরা যদি ভ্য় পাই তাহলে আমরা সাকসেস হতে পারব না ।ভয় কে জয় করতে হবে ।আর এ জন্য দরকার নিজেকে দক্ষ করে তোলা ।আমরা যতো বেশি শিখব তত বেশি ভয় কে দূর করতে পারব।

Mdalam
2016-01-10, 02:39 PM
ফরেক্স একটি ব্যবসা যেখানে ভই পেলে চলবেনা। ফরেক্স ব্যবসাই যদি আপনি ভই পেয়ে ট্রেড করেন তাহলে লস করবেন। ফরেক্স ব্যবসা করতে হলে ভই কে জই করে ভালো ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে। তাহলে আপনি এক সময় সফলতা অর্জন করতে পারেন।

Talha
2016-01-10, 02:48 PM
অবশ্যই ভয়কে জয় করতে হবে তাহলে ফরেক্স এ সফলতা অাসবে আপনি সফল হতে চান? ফরেক্স শিখেন ইনভেষ্ট করেন ট্রেড করেন আয় করেন আপনি সফল হবেন আর যদি ভয়।নিয়ে বসে থাকেন তাহলে আমি বলব ফরেক্স আপনার জন্য নয় এখানে ট্রেড করতে হলে ভয় কে জয় করতে হবে

force22
2016-03-13, 04:35 PM
একটা জিনিস সবসময় জেনে রাখা ভালো,যে কোন কিছুই অজ্ঞতার মদ্ধে থাকলে তা নিয়েএক্টা অনিশ্চত ভয় সব সময় ই কাজ করে।তাই আমার মনে হয় ফরেক্স সম্বন্ধে ভালো করে পরাশনা করে ট্রেডিং শুরু করতে পারলে ভয় থাকার কথা না।

Realifat
2016-03-13, 04:55 PM
ফরেক্স একটা ব্যবসা যেখানে ধৈর্য্য বিকল্প কিছুই নেই।ধৈর্য্য ধারনের মাধ্যমে ট্রেড করে অল্প অল্প করে প্রফিট করে নেওয়ার চেষ্টা করতে হবে। এজন্য মনের ভয়কেজয় করতে হবে। কখনই ভীত হয়ে ট্রেড করা যাবেনা। কারন ভয়ের কারনে ট্রেডে লাভ বেশি করতে পারবেন না। তাই লাভ করতে হলে ভয়কে জয় করার চেষ্টা করুন।

Md Akter Hossain
2016-03-13, 07:21 PM
ফরেক্স মার্কেটে কিছু জিনিস আছে যেগুলো কখনোই রাখতে নাই । যেমন ইমুশনাল ও ভয় । আপনি যদি সঠিক কোন এন্ট্রি পয়েন্ট পাওয়ার পরেও ভয়ের কারণে ট্রেড করতে পারলেন না সেটা আপনার জন্যে খুবই খারাপ দিক । তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারকে ভংয় ডরহীন ভাবে ট্রেড করা উচিত ।

ASADUR RAHMAN
2016-03-13, 10:40 PM
এখানে ধৈর্য্যর সাথে এবং মাথা ঠান্ড করে খেলতে হবে এবং টিকে থাকার চেষ্টা করতে হবে । আমাদেরকে ফরেক্স মার্কেটে ভয় না করে ভালো করে জেনে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে এবং ফরেক্স মার্কেট সম্বন্ধে অনেক কৈাশল আছে যা আমাদেরকে জানা প্রয়োজন। ফরেক্স সম্পকে আরো ভাল মত জানতে হলে নিজেকে হতে হবে পরিশ্রমি।আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে এবং ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হতে হবে।

Badiul
2016-03-13, 11:23 PM
ফরেক্স বিজনেস একটি আন্তর্জাতিক মানের বিজনেস।ফরেক্স মার্কেট আপনাকে ভয়কে জয় করে স্বফলতা অর্জন করতে হবে।ফরেক্স বিজনেসে আপনাকে ম্যানিমেনেজ ম্যান্ট ফলো করে ট্রেড করতে হবে।ফরেক্স সম্পর্কে অনেক বেশি পড়াশুনা করতে হবে।ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করতে হলে ধৈর্য সহকারে ট্রেড ওপেন করতে হবে।

Sakar Sorkar
2016-03-14, 03:34 PM
যে কোন জিনিস করার আগে দ্বিধা আসতেই পারে তবে তা পেছনে রেখে এগিয়ে যেতে হবে। ভয় নয় সাহস এবং আস্থা রেখে এগিয়ে যান প্রাথমিক অবস্থায় হয়তবা লস করবেন কিন্তু
আপনি যখন এটা সম্পর্কে ভালভেবে জেনে যাবেন তখন দ্বিধা বা কোনটাই আর সামনে আসবে না।।।।।।।

MD ALAMIN ARIF
2016-03-14, 04:06 PM
ভয় কে জয় করতে পারেলেই সে ব্যক্তি অতি সহজে সামনের দিকে অগ্রসর হবে।এজন্য কোন কাজে ভয় পাওয়া যাবে না। ভয়ের মধ্যে জয় নিহিত আছে।এ জন্য ভয় কে অতিক্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমার মনে হয় ফরেক্স সম্বন্ধে ভালো করে পরাশনা করে ট্রেডিং শুরু করতে পারলে ভয় থাকার কথা না।

sharifulbaf
2016-03-22, 06:11 PM
ফরেক্স মার্কেট কে অনেক গেম খেলা মনে করে কিন্তু আসলে যদি আমাদের মনে হয় তা ঠিক না, তাই আমাদের ফরেক্স মার্কেটের মুভমেন্ট বুঝিতে হবে,তার পরে ফরেক্স মার্কেটের ট্রেন্ডের সাথে থাকিতে পারলে ফরেক্স মার্কেট হতে অনেক প্রফিট করা যায়,মার্কেট মুভমেন্ট করে দেশের অর্থনৈতিক কারনে।

Md Sanuwar Hossain Hossai
2016-03-22, 06:24 PM
ফরেক্স আমাদের একান্ত একটা ব্যাবসা।। আমাদের এককে জনের সিদ্ধান্ত ও একেক রকম।। তাই আমি মনেকরি ,, ফরেক্স ব্যাবসা সবাই একত্রিত ভাবে করা সম্ভব নয়।। ফরেক্সে নজে দক্ষ হুন অন্যকে দক্ষ হতে সহায়তা করোন তাহলেই সবাই উপকৃত হবে বলে আমি মনেকরি।।।

Md Akter Hossain
2016-03-22, 10:42 PM
ফরেক্স এমন একটা জায়গা যেখানে ভয়ের কোন স্থান নেই । কেননা মনে করুন আপনি মার্কেট অ্যানালাইসিস করে খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট পেলেন তবে ভয়ের কারণে ট্রেড নিলেন না । এভার ভাবুন তো কত বড় ভুলটাই করলেন আপনি । তাই ভয় না করে ট্রেড করা উচিত ।

Moon
2016-06-28, 09:43 PM
ভালো পরামর্শ । তবে আমি ফরেক্সকে খেলা মনে করতে নারাজ । কেননা ফরেক্সকে শুধুমাত্র খেলা মনে করতে পারে জুয়াড়িরা । আর ফরেক্স একটা ব্যবসা হিসেবে নতুনদের কাছে অনেক বেশি পরিমানে কঠিন মনে হলেও শুরুর দিকে যদি ধৈর্য্য সহকারে থাকা যায় তবে অবশ্যই লাভবান হওয়া যাবে । আর ধৈর্য্যচ্যুত হলে শুধুই হতাশা থেকে যাবে । তার সাথে সাথে দক্ষতারও প্রযোগ ঘটাতে হবে ।

uzzal05
2016-06-28, 09:55 PM
ফরেক্স এ লাভ লস হবেই। এটাই ফরেক্স এর এক্তটি নিয়ম। তাই বলে ভয় পেয়ে ট্রেড না করলে চাওল্বে না। সব সময় ভয়কে আপ্ননার জয় করে ট্রেড অপেন করতে হবে। আর ফরেক্স মার্কেট অনিশ্চিত তাই লাভ বা লস সাভাবিক ভাবেই মেনে নিতে হবে।

motiar
2016-06-28, 11:13 PM
ভয় অবস্য থাকতে হবে কেননা ভয় থেকে জয় । লসের ভয় থাকলে না বুঝে কেউই ট্রেড দেবেনা । আর বুঝে সুনে ট্রেড দিলেই প্রাফিট এতে কোন সন্দেহ নাই । তাই ক্রিকেটের মত উইকেট হারানোর মত ভয় তাকলেই জয় অনিবারয ।

HKProduction
2016-06-29, 04:26 PM
ফরেক্স মার্কেটে লস খেতে খেতে আমাদের অবস্থা এমন হয়ে যায় যে আমরা দই দেখলেও চুন ভেবে ভয় পাই। আসলে এটাই স্বাভাবিক। আমাদের ট্রেডিংটা এখান থেকেই শুরু হয়। এখান থেকেই আমরা শিখতে আরম্ভ করি। আর এখানেই যদি আমরা মুখ থুবড়ে পড়ে থাকি তাহলে সব শেষ। তাই এমন অবস্থায় সাথে সাথে আমাদেরকে ডেমোতে গিয়ে ট্রেড করা উচিত। আর সেখানেই আমাদের সব ভুলের সমাধানের পথ খুঁজে খুঁজে দেখা উচিত।

Challange
2016-08-21, 09:33 PM
ভয়কে জয় করতে হলে আগে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ভয় করা মানে নিজের সাথে বোকামি করা । কেননা ভয় মানুষের মানসিকতার উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে । তাই নিজের সাহসকে শক্তি ভেবে এনালাইসিস নির্ভর ট্রেড করলে লাভবান হওয়া যাবে । এছাড়াও ফরেক্সে যে বিষয়টা বেশি নজর দিতে হবে তা হল নিজেকে তৈরী করা ।

fxinfo
2016-08-21, 09:50 PM
আমি মনে করি যে ফরেক্স মাকেট এ ভয়কে জয় করা এত সহজ নয় । কারন এখানে প্রতিনিয়তই আপনাকে ভয় তাড়া করে বেরাবে । তাই ভয়কে জয় করার জন্য সব সময় একটি নিয়মের মধ্যে থেকে চেষ্টা করে যেতে হবে । তাহলেই আমি মনে করি সহজেই ভয়কে জয় করা যাবে এবং সফলতা পাওয়া যাবে ।

md arif khan
2016-08-22, 01:27 AM
ফরেক্স ব্যাবসায় লাভ লস থাকবেই।কিন্তু আমি মনে করি লস করার কারনে হতাশ হওয়া ঠিক না।কারন এখানে লস হওয়াটা স্বাভাবিক।তাই ভয় পেলে চলবে না।আপনি লস কে দূরে সরিয়ে ফরেক্স এ লেগে থাকুন।যখন ফরেক্স ব্যবসায় আপনি দক্ষ হতে পারবেন তখন হয়ত আর লসের মুখ দেখতে হবে না।

monirapk
2016-08-22, 09:11 AM
অনেক মানুষ ও ট্রেডার ফরেক্স ব্যবসা করতে ভয় পায় । কারন ফরেক্স আসলেই খুব কঠিন ব্যবসা । তবে অনেল লসের জন্য আমাদের ভয় পেলে চলবে না । আমাদের ভয়কে জয় করতে হবে । আমি মনে করি ভয়কে জয় করতে হলে ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি অবশ্যই প্রয়োজন ।

sujon30
2016-08-22, 09:11 AM
আমাদের কোন কিছুতে ভয় পাওয়া যাবে না। কারন ভয় আমদের সাফল্য করতে দেয় না ও অনেকটা নেতিবাচক করে দেয়। তাই ভয়কে জয় করতে হবে। ঠিক তেমনি ফরেক্স ক্ষেত্রে আমাদের ভয়কে জয় করতে হবে। যেহেতু আমরা অনেক টাকা দিয়ে ফরেক্স এ কাজ করব। তাই ভয় হয়েই থাকে। আর এই ভয়ের ও ঝুঁকির মধ্যেই ফরেক্স এ কাজ করলে সাফল্য আসবেই।

SHOYEB
2016-08-22, 09:22 AM
ফরেক্স মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই আপনি নিজের বিবেক বুদ্বি খাটিয়ে ট্রেড করুন সামনে এগিয়ে যান । ফরেক্স ব্যবসায় অাপনি স্বাধীন ভাবে ট্রেডিং করতে পারেন এই রকম আ কোন ব্যবসা আছে বলে আমি মনে করি না । এই ব্যবসায় সফল হওয়ার জন্য কিছু করার দরকার নেই শুধু আপনার চেষ্টা থাকতে হবে ।

Md Sanuwar Hossain Hossai
2016-08-22, 09:49 AM
ফরেক্স করতে হলে ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে।। ফরেক্স ট্রেডিং এ দক্ষতা না থাকলে ফরেক্স থেকে প্রফিট করা খুবই কঠিন ব্যাপার।। শুধু দক্ষ হলেই হবে না ফরেক্স ট্রেডিং করার জন্য যথেষ্ট মনমানসিকতা সম্পন্ন হতে হবে।

uzzal05
2016-08-22, 10:06 AM
ফরেক্স ট্রেড করতে যেয়ে ভয় করলে চলবে না। আমাদের ট্রেড করতে হবে। তা না হলে আমরা লাভবান হতে পারবো না। আর আমাদের নিজেদের উপর ও বিস্বাস রাখতে হবে যেন আমরা ট্রেড এ লস না করি। সব সময় গুরুত্ত সহকারে মারকেট দেখতে হবে। তারপর ট্রেড নিতে হবে।

Md Sanuwar Hossain Hossai
2016-08-22, 01:45 PM
আমি মনেকরি,, ফুরেক্সে অনেক দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার আছে যারা শিধুমাত্র ভয়ের কারনে এখনো ফরেক্সে ট্রেডিং এ লস খেয়ে থাকে। তাই আমি বলবো।। ফরেক্স ট্রেডিং এ দক্ষতা থাকা সত্যেও আমরা যেন ভয়কে জয় করতে পারি।। ভয় কে জয় করতে না পারলে আমরা কখনো ঈ সফল হতে পারব না।।।
ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করে আমাদের কে কনফিডেন্স নিয়ে ট্রেড করতে হবে।।

Rana mollah
2016-08-22, 01:55 PM
ফরেক্স একটা অনলাইন বিজনেস এখানে টাকা ভরে কাজ করলে সেই টাকা আর কোন দিন পাওয়া যাবে কিনা সেই ভয় পেয়ে ফরেক্স থেকে দূরে থাকলে হবে না । ভয়কে জয় করা শিখতে হবে , অর্থাৎ ফরেক্সে কাজ করতে হবে । অনেকের ধারনা ফরেক্সে কাজ করে বা টাকা ইনভেস্ট করে তা আর ফিরে পাওয়া যায় না । কিন্তু ফরেক্সে বুঝে কাজ করতে পারলে যে টাকা ইনভেস্ট করে কাজ শুরু করা হয় , এক সময় তার থেকে বেশি টাকা লাভ করা যায় । তাই ফরেক্স কে ভয় করলে হবে না ।

mithun30
2016-10-05, 01:39 PM
আসলে ফরেক্স মার্কেট এ রোবটের কোন শেষ নেই। আপনি গুগলে সার্চ দিন হাজার হাজার ফ্রি রোবট পাবেন। তবে আমি রোবট দিয়ে ট্রেড এর ঘোর বিরোধী। কেননা যদি রোবট দিয়ে হিউজ প্রফিট করাই সম্ভব হত তবে কেন সেই রোবট ওয়াল তার রোবট বিক্রির ধান্দা করতে চাইবে। কেন ১০০ ডলারের বিনিময়ে তার রোবট বিক্রি করে দিবে।

MoinFX
2016-10-05, 04:10 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে দিতীয় ধাপ হল ভয় কে জয় করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।কারন আমার ভয় লাগছে এখনো যদি মার্কেট আমার বিপরীতে চলে যায় তাহলে ১০ পিপস চলে যাবে এই ভয় গুলো আমাদের লসের আরেক কারন তাই আমাদের এই গুলো জয় করতে হবে।

udaydebnath
2016-10-05, 05:13 PM
লস করলে ভয় লাগে লাভ করলে খুশি লাগে। তবে ফরেক্সে সব সময় লাভ হয়না। বলতে গেলে খুব কম লাভ হয়। যদি অবিজ্ঞ ট্রেডার হন তবে লাভ বেশি হবে। লস হলেই ভয়ে ব্যবসা গুটিয়ে নেয়া যাবে না। ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে।

sumon72
2016-10-05, 05:55 PM
ফরেক্স একটা ব্যবসা যেখানে ধৈর্য্য বিকল্প কিছুই নেই।ধৈর্য্য ধারনের মাধ্যমে ট্রেড করে অল্প অল্প করে প্রফিট করে নেওয়ার চেষ্টা করতে হবে। এজন্য মনের ভয়কে জয় করতে হবে। কখনোই ভীত হয়ে ট্রেড করা যাবেনা। কারন ভয়ের কারনে ট্রেডে লাভ বেশি করতে পারবেন না। তাই লাভ করতে হলে ভয়কে জয় করার চেষ্টা করুন।

মোঃ সামসুদ্দিন
2016-10-05, 10:00 PM
ফরেক্স কে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে খুব পড়াশুনা করতে হবে আপনার ভযকে জয় করতে হবে। ফরেক্স এত সোজা না তাই আলসামি বাদ দিয়ে পড়াশুনা করুন এটা কাজে দিবে ।

shimul77ss
2016-10-05, 10:13 PM
আমাদরে সবার জীবন একটা পরীক্ষা আর এর জন্য সর্ব সময় আমরা ভয়ে থাকি। শুধু তাই নয় যখন আমরা কোথাও ইনটারফিও দিতে যাই বা পরিক্ষার হলে যাই তখন আমাদের সকলের খুবই ভয় করে তাই বলে কি আমরা ভয় করে বসে থাকি না সামনে এগিয়ে যাই।

shukumar8099
2016-10-05, 11:42 PM
হ্যা আপনি চাইলে ফরেক্স এ নিউজ ট্রেড করতে পারেন। ফরেক্স এ সফলতা লাভ এর মূল চাবিকাঠি হল আপনি কিভাবে ট্রেড করছেন সেইটা। ফরেক্স এ সফলতা অজন এর জন্য আপনাকে এনালাইসিস করে ট্রেড অপেন করতে হবে। যদি আপনি একজন ভাল ট্রেডার হতে চান তাইলে আমি বলব যে লোভ আপনার জন্য না। আপনাকে অবশ্যই লোভ ত্যাগ করতে হবে।

nisho5533
2016-10-06, 04:59 PM
হ্যাঁ আমাদের দেশের জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের বড়ই অভাব । আআমদের দেশের এই বেকার সমস্যার সমাধান ফরেক্স এর মাধ্যমে করা সম্ভব । ফরেক্সে কাজের কোন অভাব নাই তারমানে আমি বলতে চাচ্ছি যে আমি এখানে আপনার ইচ্ছা মত ট্রেড করতে পারবেন । এর কোণ সংখ্যা বেধে দেয়া হয় নি যে আপনি এতটির বেশি ট্রেড করতে পারবেন না । তাই আমইরা যদি ভালো এবং দক্ষ ট্রেডার হতে পারি তাহলে ফরেক্স থেকে ভালো উপার্জন করতে পারব । আর আমদের বেকার সমস্যার সমাধান অনায়াসেই দূর করা যাবে ।

Competitor
2016-10-06, 09:05 PM
ইংরেজীতে একটা প্রবাদ আছে অনেকটা এরকম যে ফেয়ার ইজ নট গ্র্যাট ফোর গুড । জীবনের যে কোন ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে ভয় অন্যরকম একটা বাঁধা । তাই বাঁধাকে জয় করতে না পারলে কার্যক্ষেত্রে কোন আশানুরুপ ফল আশা করা যায় না । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হওয়ার সবচাইতে সেরা উপায় হল নিজেকে দক্ষতার সাথে একধাপ এগিয়ে রাখা ।

Shimul77
2016-10-06, 09:26 PM
ভয়কে জয় করা এসব ফরেক্সে এ খাটে না।আপনি মার্কেট নিয়ে কাজ করেন মার্কেটের পিছনে সময় দেন বুঝে শুনে ঠান্ডা মাথায় ট্রেড করেন আমি বলছি আপনি সাফল্য পাবেনই।

jinman
2016-10-06, 10:39 PM
আমি মনে করি ফরেক্স মাকেটে ট্রেড করতে হলে আপনাকে ভয় পরিহার করে ট্রেড করতে হবে।আপনি যদি ভয়ে ভয়ে ট্রেড অপেন করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভবনা বেশী থাকবে।তবে আমি যখন ট্রেড করি তখন সেন্টিমেন্টাল ভাবে স্টং থাকি।আপনিও ট্রেড করার সময় লস বা লাভ যাই হোক না কেন সেন্টিমেন্টাল ভাবে স্টং থাকবেন।এভাবেই আপনি ভয়কে জয় করতে পারবেন।

shukumar8099
2016-10-07, 12:19 AM
ফরেক্স মার্কেটে অনেকেই দ্রুত লাভ করে কোটিপতি হবার আশায় ট্রেড শুরু করে যা ভুল একটি সিদ্ধান্ত। ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনাকে অভিজ্ঞতার জন্য বেশি বেশি ডেমো ট্রেডিং করতে হবে। দ্রুত লাভ করার আশা বাদ দিয়ে ট্রেডিং শিখতে হবে। মার্কেট সম্পরকে প্রতিদিন পড়াশোনা করতে হবে।

tarekbsl101
2016-10-08, 01:50 PM
যাক ভাল একটি জিনিশ বুঝলাম আপনার কাছ দিয়ে

Md Masud
2017-03-26, 10:51 PM
ফরেক্স মার্কেটে অবশ্যই ভয় বলে কোন কথা নেই । অামরা যদি ভালোভাবে এ্যানালাইসিস করতে পারি তাহলেই অামরা লাভবান হতে পারব । যার যত বেশী মার্কেটে অবস্থান সে তত বেশি অগ্রসার হতে পারবে । অামাদের সকলকে অবশ্যই এই কাজে মন দিতে হবে তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-03-26, 11:23 PM
যেকোনো কাজে ভয় পাওয়া হলো একপ্রকার কঠিন রিপু৷এই ভয়ের কারনেই আমরা অনেক সহজ কাজেও ব্যার্থ হই৷ফরেক্স ট্রেডিং এ দুই-একবার লস করলেই আমরা ভয় পেয়ে হতাশ হয়ে পড়ি৷তাই লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷এজন্যই দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷

asaa
2017-03-27, 07:45 AM
আমার মতে অাপনার দেয়া উদাহরণটা যথেষ্ট ভালো হয়েছে । ফরেক্সকে আমাদেরকে অবশ্যই একটা ক্রিকেট মাঠের মত মনে করে এখানে ধৈর্য্যর সাথে এবং মাথা ঠান্ড করে খেলতে হবে এবং টিকে থাকার চেষ্টা করতে হবে । একবার লস করলে হতাশ না হয়ে পরবর্তী ট্রেডের জন্য প্রস্ততি গ্রহণ করতে হবে । এছাড়া ফরেক্সে ট্রেড করতে হলে আমাদেরকে কৌশলি হতে হবে । এমন অনেক কৌশল আছে যার মাধ্যমে আপনি সহজেই এখান হতে ভালো লাভ করতে পাররবেন । তবে সবকিছু হতে হবে ধাপে ধাপে ।

shohanjacksion
2017-03-27, 09:09 AM
এই মার্কেটে লসের একটি বড় কারন হলো রিয়েল ব্যালেন্স নিয়ে ট্রেড করে খুব ভয় পাই। আর প্রফিটে গেলেই ক্লোজ করে ফেলি। অথচ লস ট্রেডগুলো দীর্ঘদিন পর্যন্ত রেখে দিয়ে ব্যালেন্স জিরো না হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে থাকি। নিজস্ব এনালাইসিসে বিশ্বাসী থাকতে হবে।

yasir
2017-03-27, 10:37 AM
আপনার পরামর্শগুলো আমার কাছে খুবই ভালো লাগছে।কারন এই পরামর্শগুলো কিছুটা হলেও কাজে লাগবে আমাদের আমরা যখন কোন কোন ট্রেড ওপেন করি তখন ধৈর্য্য না হারিয়ে বুঝেশুনে সেই ট্রেড নিয়ে এগিয়ে যাওয়া উচিত যদি লসও হয় তবে হতাশ না হয়ে আবার শুরু করতে হবে।

uzzal05
2017-05-29, 08:44 PM
ফরেক্স ট্রেড যদি নাই করুন তাহলে ফরেক্স এ লাভ এবং লস কোনটাই হবে না। ভয় করে ট্রেড থেকে দূরে সরে থাকলে হবে না। ভয়কে আমাদের জয় করতে হবে। ভীতু ব্যাক্তিরা ফরেক্স এ আসলে কিছু করতে পারবেন না। কারন ভয় করে যদি ট্রেডি না করে থাওলে কিভাবে কি হবে।