PDA

View Full Version : আড়াই লাখ গাড়ি প্রত্যাহার করছে নিশান



DhakaFX
2023-08-21, 04:59 PM
যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ৩৬ হাজারের বেশি ছোট গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নিশান। মেরামতের জন্য এসব গাড়ি বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে। মূলত গাড়ির সামনের সাসপেনশনের টাই রডগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালে যে মডেলগুলো বাজারে ছিল সেগুলো ছিল সেন্ট্রা কমপ্যাক্ট গাড়ি। টাই রড মূলত গাড়ির স্টিয়ারিংকে চাকা সরাতে সহায়তা করে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশ ের নথিতে নিশান জানায়, যদি টাই রডগুলো বাঁকানো হয়, তবে সেগুলো ভেঙে যেতে পারে এবং স্টিয়ারিংকে প্রভাবিত করতে পারে। যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। গাড়ির স্টিয়ারিং হুইল যদি বন্ধ থাকে তাহলে গাড়ির মালিকদের ডিলারদের সঙ্গে যোগাযোগ করা উচিত। প্রথমে, ডিলাররা কোনো বাঁকানো বা ভাঙা টাই রডগুলো পরিদর্শন করবে এবং তা প্রতিস্থাপন করবে। এরপর কোনো নতুন ডিজাইন এলে তারা মালিকদের বিনা খরচে বাম ও ডান উভয় টাই রড প্রতিস্থাপন করে দেবে। আগামী ৫ অক্টোবর থেকে মালিকদের অবহিত করার জন্য ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে বলে সূত্রে জানা গেছে। টাই রডগুলো হাতে এলে গাড়ির মালিকদের কাছে দ্বিতীয় চিঠি চলে যাবে বলেও কোম্পানি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। নথিগুলোতে আরো বলা হয়, একই সমস্যা সমাধানের জন্য ২০২১ সালে অনেকগুলো একই যানবাহন ফিরিয়ে আনা হয়েছিল। আগের রিকলের অধীনে মেরামত করা গাড়িগুলো প্রস্তুত হলে নতুন টাই রডগুলো সরবরাহ করা হবে।
http://forex-bangla.com/customavatars/2021489347.jpg