Rassel Vuiya
2023-08-23, 01:19 PM
চীনের অন্যতম গাড়ি নির্মাতা গিলি অটোমোবাইলসের আয় বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ১ শতাংশ বেড়ে ১৫৭ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় বেশি। এছাড়া প্রতিষ্ঠানটির আয় ২৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৩১৮ ইউয়ানে দাঁড়িয়েছে। গিলি জানায়, তারা এখনো আশাবাদী ১৬ লাখ ৫০ হাজার ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। প্রতিষ্ঠানটি জুনের শেষ পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ৪৫টি গাড়ি সরবরাহ করেছে। বিশ্বে চলমান মূল্যযুদ্ধ বেশির ভাগ প্রতিষ্ঠানকে তাদের কিছু মডেলের গাড়ির দাম কমাতে বাধ্য করেছে।
http://forex-bangla.com/customavatars/1509015542.jpg
http://forex-bangla.com/customavatars/1509015542.jpg