PDA

View Full Version : অর্থনীতি সম্প্রসারণে ইভিতে ঝুঁকছে অস্ট্রেলিয়া



Rassel Vuiya
2023-08-28, 05:00 PM
অর্থনীতি সম্প্রসারণে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতাদের জন্য দেশীয় শিল্প গড়ে তুলছে অস্ট্রেলিয়া। দেশটির ব্যাটারি উপাদান প্রস্তুতকারক অস্টভোল্ট পশ্চিম অস্ট্রেলিয়ার বেন্টলিতে সম্প্রতি ল্যাব চালু করে। স্থানীয় সরকার থেকে ল্যাবটির জন্য ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের তহবিল সংগ্রহ করা হয়েছে, যার মূল লক্ষ্য কোম্পানিকে বৈদ্যুতিক গাড়ির প্রিকার্সর ক্যাথোড অ্যাক্টিভ ম্যাটেরিয়াল (পিসিএএম) তৈরিতে সহযোগিতা করা। দেশটি বহুদিন ধরে খনি ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক ঘটনাটিকে পরিপূর্ণ উৎপাদন কারখানা নির্মাণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ২০২৪ সালের মে মাসে নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালে উৎপাদন শুরু হবে। প্লান্টটি ২ হাজার ৫৫০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
http://forex-bangla.com/customavatars/437103804.jpg