PDA

View Full Version : ১২ সেপ্টেম্বর আসতে পারে আইফোন ১৫



Montu Zaman
2023-08-30, 01:48 PM
আগামী ১২ সেপ্টেম্বর অ্যাপল পার্কে তাদের বার্ষিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। 'ওয়ান্ডারলাস্ট' শিরোনামের আমন্ত্রপত্র থেকে অনেকের ধারণা ওই দিন চলতি বছরের নতুন পণ্যের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে আইফোন ১৫ সিরিজের ঘোষণা আসতে পারে। অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট, অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হবে। আইফোন ১৫ সিরিজ থাকছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো-ম্যাক্ট এই ৪টি মডেল। আইফোন ১৫ প্রো ম্যাক্সে একটি পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এআই১৭ বায়নিক প্রসেসর থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
http://forex-bangla.com/customavatars/19927089.jpg