Log in

View Full Version : যুক্তরাজ্যে ইভি উৎপাদনে বড় বিনিয়োগ করবে বিএমডব্লিউ



SumonIslam
2023-09-13, 02:38 PM
http://forex-bangla.com/customavatars/201134561.jpg
ব্রিটেনে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরিতে কয়েক মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে জার্মানিভিত্তিক গাড়ি জায়ান্ট বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির নিজস্ব মিনি প্লান্টে এ বিনিয়োগ করবে বলে গতকাল জানিয়েছে লন্ডন প্রশাসন। লন্ডন নগর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অর্থ দিয়ে দক্ষিণ ইংল্যান্ডের অক্সফোর্ডে বিএমডব্লিউর কারখানার সংস্কার ও উন্নতি সাধন করা হবে। ২০৩০ সালের মধ্যে বিএমডব্লিউর সব মিনি প্লান্টকে ইভি উৎপাদন উপযোগী কারখানার হিসেবে রূপান্তর করা হবে। অন্তত চার হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘ভবিষ্যতের গাড়ি তৈরির জন্য যুক্তরাজ্য কতটা উপযুক্ত, তার আরো একটি উজ্জ্বল উদাহরণ বিএমডব্লিউর এ বিনিয়োগ। গাড়ি উৎপাদন শিল্পের প্রসারের মধ্যমে আমরা হাজার হাজার কর্মসংস্থান নিশ্চিত করছি এবং দেশব্যাপী আমাদের অর্থনীতিকে বড় করছি।’