PDA

View Full Version : প্রতিদিন আপনার টার্গেট কত?



BD ONLINE
2015-09-04, 05:39 PM
জিবনে যাই করেন না কেন, সব সময়ই একটা টার্গেট নির্ধারন করে রাখবেন। টার্গেট নিধারন করার প্রধান সুবিধা হল আপনি যদি আপনার টার্গেট মত লক্ষে পৌছাতে না পারলেও তার কাছাকাছি পৌছাতে পারবেন। ঠিক তেমনি ফরেক্স মার্কেটেও আপনার একটা টার্গেট থাকা উচিত। এরকম ভাবে যে, প্রতিদিন আপনি কত ডলার আয় করতে চান? সব সময়ই আপনি টার্গেট নিধারন করবেন আপনার মূলধনের উপর। কখনোই অতিরিক্ত রিক্স নিয়ে টার্গেট পূরন করতে যাবেন না।

AbuRaihan
2015-09-04, 07:08 PM
আপনি ঠিকই বলেছেন জীবনে যেকোন ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । কারণ লক্ষ্য নিদ্দিষ্ট থাকলে গন্তব্য পৌছাতে বেশি সময় লাগেনা । তাই আমাদরেকে ফরেক্স এর ক্ষেত্রেও একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । পাশাপাশি একটা পরিকল্পনামাফিক ট্রেড করতে হবে । ফরেক্স লক্ষ্য হতে হবে প্রতিদনি কতটুকু লাভ করবেন ? কয়টা ট্রেড করবেন এবং ট্রেডটা ঠিক কতক্ষণ স্থায়িত্ব হবে ..? ইত্যাদি । ফরেক্স এর ক্ষেত্রে সবাই লক্ষ্য ঠিক রাখলেও সবাই সে অণুসারে কাজ করতে পারেনা । কিন্ত এক্ষেত্রে যারা ধৈর্য্যর পরিচয় দিবে তারা সবাই সফল হবে ।

pips
2015-09-05, 08:45 AM
লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

naim
2015-09-05, 01:01 PM
জীবনে যেকোন ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে ।লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন,তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়।ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না।ফরেক্স লক্ষ্য হতে হবে প্রতিদনি কতটুকু লাভ করবেন ? কয়টা ট্রেড করবেন এবং ট্রেডটা ঠিক কতক্ষণ স্থায়িত্ব হবে ..? ইত্যাদি । সব সময়ই আপনি টার্গেট নিধারন করবেন আপনার মূলধনের উপর।ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

hmnayem
2015-09-05, 01:46 PM
আমি আপনার সাথে একমত হতে পারলাম না । কারণ জীবনের অন্য সব কিছুর সাথে ফরেক্স কে তুলনা করলে সেটা ভুল হবে । আর ফরেক্স মার্কেট কারর মন মত চলে না । তাই টার্গেট এর প্রশ্নই ওঠে না । কোন দিন মার্কেট এর মুভ বেশি থাকবে আবার কোন দিন মার্কেট এ তেমন কোন মুভ ই হবে না । তাহলে আপনি কিভাবে টার্গেট নির্ধারণ করবেন । ধরলাম আপনি টার্গেট নির্ধারণ করলেন ও । কিন্তু মার্কেটে মুভ হল না । কিন্তু টার্গেত ফুল ফিল করার জন্য আপনি ট্রেড করলেন আর ট্রেড আপনার বিপরীতে গেল । তাহলে ? তাই ফরেক্স মার্কেটে কখনই টার্গেট নিয়ে কাজ করা উচিত না ।

Foyazur
2015-09-05, 03:12 PM
ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করতে হলে একটি টার্গেট নির্ধারণ করা উচিত।আপনে ফরেক্স মার্কেট প্রতিদিন কত পিপস কালেকশন করবেন সেটা নির্ভর করবে।আপনার দক্ষতার উপর।তবে আমার টার্গেট আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখা।তারপর রিয়েল ট্রেড করে প্রতিদিন ১০-২০ ডলার আয় করা।

MotinFX
2015-09-05, 03:35 PM
যেকোন কাজের পর্বে আপনাকে লক্ষ ঠিক রাখতে। মাঝি বিহীন নৌকার কুল নাই তেমনি লক্ষ ছাড়া আপনি সফল হতে পারবেন না। আমার টার্গেট ৩-৫ ডলার।

Marufa
2015-09-05, 04:54 PM
প্রতিদিনের টার্গেট মূলধনের সর্বচ্চো ৫% হওয়া উচিৎ বলে আমি মনে করি । অনেকই অতিরিক্ত রিস্ক নিয়ে কয়েকদিনেই মূলধন দ্বিগুন করতে পারে । তবে তারা আবার হঠাৎ করে একাউন্ট জিরো করে । মার্কেটে টিকে থাকতে হলে ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিৎ ।

amdad123
2015-09-05, 05:33 PM
ফরেক্স ট্রেডিং মার্কেট হল পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডিং মার্কেট । এই মার্কেট থেকে অনেক অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন অনেক ইনকাম করে । তবে এই মার্কেট থেকে টার্গেট নিয়ে ইনকাম করা কিছুটা কঠিন তবে সে জন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে । তবে আমি প্রতিদিন ৩০-৫০ পিপ্স টারগেট রাখি যা আমাকে ভাল একটা ইনকাম মাস শেষে এনে দেয়।

lima1
2015-09-05, 09:17 PM
ত।ফরেক্স মারকেটে প্রতিদিন একটি টারগেট থাকা ভাল কারন ভাল কন টারগেট না থাকলে ফরেক্স ট্রেড করে সফলতা আসবে কন কাজে টারগেত না রেখে করতে গেলে এই কাজ করে ভাল সফলতা অরজন জায় না তাই ফরেক্স মারকেটে আমি প্রতিদিন টারগেট করি ৫০ থেকে ৬০ পিপ করে নেয়ার জন্য।

FxAhsan
2015-09-05, 10:16 PM
প্রতিদিন আমার টার্গেট খুব বেশি না,১০ পিপ্স হলেই আমি খুশি,আমি যখন প্রথম একাউন্ট খুলেছিলাম তখন না বুঝে অনেক বেশি প্রফিটের চিন্তা করতাম,আর পরিণাম ও ছিল ভয়াবহ।

joy rahman
2015-09-05, 10:36 PM
ফরেক্স এ একেকজন এর টার্গেট একেক রকম জার ইনভেস্ত যত তার ইনকাম ও তত বেশি ,আমার ফরেক্স এ ইনভেস্ত কম তাই আমার প্রতিদিন টার্গেট কম আমার টার্গেট ৫$ ।কিন্তু আম্নাকে আগে বুজতে হবে এই $ ইনকাম করতে হলে আপনাকে কি কি করতে হবে ভাল করে ফরেক্স যানতে হবে

Imran1995
2015-09-06, 01:34 AM
আপনি ঠিকই বলেছেন জীবনে যেকোন ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । কারণ লক্ষ্য নিদ্দিষ্ট থাকলে গন্তব্য পৌছাতে বেশি সময় লাগেনা । তাই আমাদরেকে ফরেক্স এর ক্ষেত্রেও একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । পাশাপাশি একটা পরিকল্পনামাফিক ট্রেড করতে হবে । ফরেক্স লক্ষ্য হতে হবে প্রতিদনি কতটুকু লাভ করবেন ? কয়টা ট্রেড করবেন এবং ট্রেডটা ঠিক কতক্ষণ স্থায়িত্ব হবে ..? ইত্যাদি । ফরেক্স এর ক্ষেত্রে সবাই লক্ষ্য ঠিক রাখলেও সবাই সে অণুসারে কাজ করতে পারেনা । কিন্ত এক্ষেত্রে যারা ধৈর্য্যর পরিচয় দিবে তারা সবাই সফল হবে ।

Nishat Tasnim
2015-09-19, 04:45 PM
ফরেক্সে আমি অনেক পুরাতন .তাই আমার ডিপোজিটের পরিমাণ ও অনেক বেশী . আমি প্রতিদিন ২০-২৫ ডলার ইনকাম করতে চায়

Harun1650
2015-09-19, 06:10 PM
আমি ওই রকম ভাবে টার্গেট নিয়ে ট্রেড ওপেন করি না কারন এক এক দিন এক রকম হয়ে থাকে কারন এক দিন দেখা গেল ৩০ পিপ প্রফিট করলাম কিন্ত অন্য দিন দেখা গেল ট্রেড ওপেন করার পর মার্কেট আমার বিপোরীতে চলে গেছে আর তাই আমাকে এক দিন কি দুই দিনও অপেক্ষা করতে হয়েছে এমনকি একটা ট্রেড এর জন্য এক সপ্তাহ পর্যন্ত অপক্ষা করতে হয়েছে। তাই আমার মতে একটা ট্রেড এর উপর কত পিপ প্রফিট করব এটা মার্কেট দেখে যাচাই করেই বসানো ভাল কারন আগে থেকে ডিসাইড করে রাখলে দেখা গেল সব গোল্লায় গেল।

Imran2
2015-09-19, 06:15 PM
জীবনে যেকোন ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ না থাকলে কখনই এগিয়ে যাওয়া সম্ভব নয় । আর লক্ষ্য নিদ্দিষ্ট থাকলে গন্তব্য পৌছাতে বেশি সময় লাগেনা । তাই আমাদরেকে ফরেক্স এর ক্ষেত্রেও একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । পাশাপাশি একটা পরিকল্পনা মত ট্রেড করতে হবে । ফরেক্স লক্ষ্য রাখতে হবে প্রতিদিন কতটুকু লাভ করতে চাই কয়টা ট্রেড করতে চাই এবং ট্রেডটা কতক্ষণ করতে চাই তার সবটুকই বিবেচনা করে কাজ করতে হবে । এক্ষেত্রে যারা অধিক ধৈর্য ধারণ করে কাজ করতে পারবে তারাই শফলতা পাবে অনেক ।

swadip chakma
2015-09-19, 08:12 PM
আমি একজন নিউ ট্রেডার হিসেবে আসলে একনও কোন টারগেট করিনি।তবে ইচ্ছা আছে ৫০০ ডলার দিয়ে প্রতিদিন ১৫ডলার আয় করা,আপনারা যারা ট্রেড করেন আমি কি সত্যি ১৫ ডলার আয় করতে পারব?নাকি কোন সমসস্যা হবে যদি কোন সমসস্যা হয় একটু জানাবেন যেন আমি লস করে ফরেক্স থেকে ছিটকে না পরি।

Jobless
2015-09-20, 10:21 AM
:rules:প্রতিটা কাজের জন্য আমাদের একটি পরিকল্পনা থাকা অত্যাবস্যক যার মা্ধ্যমে আমরা সামনের দিকে এগোতে পারি আমাদের ভবিষ্যত কে উজ্জ্বল করতে পারি।ঠিক তেমনি ফরেক্স এর জন্য আমাদের একটি টার্গেট থাকা দরকার যে আমি প্রতিনিয়ত এই পরিমান প্রফিট অর্জন করবো কিংবা মাসে এই কয় ডলার ইনকাম করবো।তাহলে ফরেক্স আমাদের লাইফের একটা অংশ হয়ে যাবে আর আমারাও এর সঠিক মূলায়ন করতে পারবো।তাই আমাদের ফরেক্স জন্য একটি সঠিক লক্ষ্য থাকা প্রয়োজন।

shakawath
2015-09-20, 02:13 PM
আমি মনে করি আমার দৈনিক ২০$ লাভ থাকলে মাসিক টার্গেট পুরন করতে পারব। তাই এজন্য আমাকে অনেক ধৈর্য ধরতে হবে। তবে পিপ এর হিসেবে দৈনিক ৩০/৪০ পিপ আমার জন্য অনেক মনে হয়। আসলে পিপ হিসেবে লাভ করটাই ট্রেডারের মুল লখ্য হওয়া উচিত। এর ফলে ভবিষ্যতে বড় ইকুয়িটি নিয়ে ট্রেড করলে সুবিধা পাওয়া যাবে।

Breakout
2015-09-20, 02:46 PM
প্রতি মানুষ এর একটি নিদ্দিষ্ট লক্ষ্য থাকে । কারণ লক্ষ্য নিদ্দিষ্ট থাকলে গন্তব্য পৌছতে বেশি সময় লাগে না । তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবস তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না।তবে আমার টার্গেট আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখা।তারপর রিয়েল ট্রেড করে প্রতিদিন ১০-২০ ডলার আয় করা।

shaown
2015-09-20, 02:56 PM
সব সময়ই একটা টার্গেট নির্ধারন করে রাখবেন। টার্গেট নিয়ে ইনকাম করা কিছুটা কঠিন । অনেক অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন অনেক ইনকাম করে ।

sopon
2015-09-20, 09:37 PM
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য প্রতিদিন একটি টার্গেট থাকে যে ফরেক্স মার্কেট থেকে আমি প্রতিদিন ২০ থেকে ৩০ ডলার আয় করতে চাই কারন ফরেক্স করে আয় করা জায় ভাল প্রতিদিন ২০ থেকে ৩০ ডলার আয় করা জায় তবে ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান অর্জন করা দরকার তাহলে ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে ।

swadip chakma
2015-09-21, 01:45 AM
জীবনে যা করি না কেন একটা লক্ষ্য টিক করে ফেলেছি ,চিন্তা করেছি জীবনে যদি কোন লক্ষ্য টিক না করি তাহলে সফলতা আনা যাবে না।সেজন্য এত একটা সুন্দর জগত পেয়ে যদি লক্ষ্য টিক না করে কাজ করি তা হবে বোকামি ,তা আমি একন নিউ ট্রেডার হিসেবে ফোরাম এ পোস্ট করে প্রতিদিন ১০ ডলার আর ডেমো লার আয় করি যা আমার রিয়াল একাউন্ট তে ভাল কাজে আসবে।

shojibur
2015-09-21, 05:42 AM
ফরেক্স এ আমি একজন লং টারম ট্রেডার , তাই আমার টার্গেট মাসিক । মাসে ফরেক্স থেকে ২৫ % যদি পাই , তাতেই আমি খুশি এবং এ থেকেই আমি জা পাব আসা করি এটাতেই আমার লিভিং চলে আসবে । কারন আমার ডিপসিট ৫০০ ডলার ,

Aunik
2015-09-21, 07:26 AM
সব কিছুরি একটা টার্গেট থাকে , তেমনি ফরেক্স মার্কেট এও আমার বা আপনার একটা টার্গেট আছে ।। টার্গেট ছাড়া সফলতা আসেনা ঠিকি কিন্ত ফরেক্স মারকেতে টার্গেট টা একটু অন্য রকম হয়া উচিত ।। আমার প্রতি দিনের কোন নিদ্রিস্ট টার্গেট নাই , যে আমাকে আজ ১০ ডলার প্রফিট করতেই হবে ।। তা না হলে সবকিছু তস নস করে ফেল্বো।। আমাকে করতেই হবে এমনটা নই ।। তবে আমি যখন ট্রেদ করি তখন সেখান থেকে ভালো রকমের প্রফিট আশা করি ।। আর এটাই আমার টার্গেট , আমি যদি দিনে একটা ট্রেড অ করি আমাই প্রফিট করতে চাই ।। আমিযদি সপ্তাহে একটা ট্রেড অ করি সেখান থেকে প্রফিট করতে চাই ।। আর এটাই আমার ফরেক্স মার্কেট এ টার্গেট ।।

sumon37
2015-09-21, 08:31 AM
আমাদের ম্যানেজম্যান্ট এর ভাসায় প্রটিতি কাজের জন্য লক্ষ হই। লক্ষ ছাড়া কনো কাজ সম্পন্ন করা সম্ভব না। তাই যেকোন কাজের আগে লক্ষ ঠিক করে নেওয়া উচিত। ফরেক্স মার্কেট এ আপনি যখন ট্রেড করতে জাবেন তখন আপনাকে অবশ্যই লক্ষ ঠিক করে নেওয়া উচিত।

onlyfx
2015-11-01, 10:36 AM
আমি এই মাসে প্রায় ৬০ ডলার ডিপোজিট করতে যাচ্ছি আর মাস শেশে আমার আমার একাউন্ট ব্যালেন্স ১০০ ডলার দেখতে চাই অর্থাত আমি মাসে প্রায় এই অবস্থায় ৪০ ডলার লাভ করতে চায় । আমি অনেক বেশি লাভের স্বপ্ন দেখে বেশি রিস্ক নিয়ে ট্রেড করে একাউন্ট জিরো করে ফেলেছি । তাই আমি আর বড় রিস্ক নিতে চাই না । এখন আমি নিয়ম মেনেই ট্রেড করতে চাই । আশা করি এভাবেই সফল হতে পারব ।

Md Mirazul
2015-11-01, 11:29 AM
জীবনে কোন কিছু পেতে গেলে আগে তা লক্ষ বা টার্গেট করতে হয় । তেমনি আমিও ফরেক্স এর ফোরাম পোষ্টে কাজ করি এবং আমার প্রতিদিনের টার্গেট ৪ ডলার । প্রতিদিন যদি আমি ৪ ডলার করে আয় করতে পারি তাহলে আশা করা যায় মাস শেষে আমি ভালো একটা টাকা অর্জন করতে পারবো বলে মনে করি । যদি প্রতিদিন আমি আমার টার্গেট পূরন করতে পারি তাহলে আমি নিজেকে সফল মনে করবো । আমি চেষ্টা করে যাব প্রতিদিন ৪ ডলার করে তুলতে ।

amdad123
2015-11-01, 05:40 PM
ফরেক্স মার্কেট হল এমন একটা বাবসা যা কোন ব্যক্তি বা দলের আথবা আপনার আমার মন মত চলেনা । তাই এখানে টার্গেট পুরন করা সবসময় সম্ভব না । ধরুন আপনি অনেক ভাল এনালিসিস করে ঠিক করলেন ইউ এস ডলার শক্তিশালী হবে কিন্তু সেটি না হয়ে উল্টো হল কারন একটা অর্থনৈতিক নিউজ রিলিস হল যার মাধ্যমে ডলার দুর্বল হয়ে গেল। যার ফলে আপনার টার্গেট পুরন হল না বরং লসের সম্মুখীন হলেন । তাই আমি মনে করি টার্গেট নির্ধারণ করতে হলে অবশ্যই টেকনিক্যাল ও ফান্ডামেনটাল এনালাইসিস করে টার্গেট নির্ধারণ করতে হবে এবং মার্কেটের সাথে ল্যাগিং থকে কাজ করতে হবে ।

Md Mamun Khan
2015-11-02, 08:58 AM
আমার প্রতিদিনের টারগেট ২-৩ ডলার। টারগেট হলো কোনো কিছুকে লখ্য করে সেই কাজটা সফল করা। টারগেট নিয়ে কোনো কাজ করলে তাহলে সেই কাজটা সফল হয়। টারগেট ছারা জীবনের উন্নতি হয় না। টারগেট নিয়ে কোনো কাজ করলে সফল না হলেও সেই কাজের কাছাকাছি পৌছানো যায়।

abu
2015-11-02, 07:16 PM
যে কোন কাজ সাফল্য অর্জন করতে হলে প্রথমে আপনাকে ঠিক করতে হবে একটি লক্ষ্য। যে কোন কাজ পরিপুন্ন ভাবে অর্জন করতে হলে তার লক্ষের দিকে তাকিয়ে এগোতে হবে। আমার যদি লক্ষ্য না থাকে তাহলে আমার পক্ষে কোন কাজে সফলতা আনা সম্ভব নয়।

fxmomo
2015-11-02, 10:14 PM
ফরেক্স এ ব্যাবসা করতে হলে সব সময় টার্গেট করে রাখতে হবে।টার্গেট অনুযায়ী কাজ করলে সফলতা সম্ভব।আমার টার্গেট প্রতিদিন প্রায় ১০ ডলার।

nasir7
2015-11-02, 10:34 PM
ফরেক্স র্মাকেটে আয় করা সহজ কিন্তু প্রতিদিন আয়করতে হলে নিদৃষ্ট একটি টারগেট থাকা আবশ্যক । কারন একটি টারগেটের উপর থাকলে ভাল একটা প্রফিট করা সম্ভব। টারগেট কত হতে পারে যেমন 50/60 পিপস ।

syed_rana
2015-11-03, 05:57 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে লক্ষ্য স্থির করাটা জরুরী । এবং সেই সাথে এই মার্কেটে টিকে থাকতে হলে কঠিন পরিশ্রম এবং লোভ পরিহার করা বাঞ্ছনীয় । অনেকেই ফরেক্স মার্কেট থেকে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন এবং খুব শীগ্রই তারা ক্ষতির স্মমুখিন হন । আমি প্রতিদিন এই মার্কেট থেকে ২০০ ডলার লাভের টার্গেট করি ।

Naju
2015-11-03, 06:32 PM
ফরেক্স মার্কেট এ যার ক্যাপিটাল যত বেশি ঠিক টার্গেটও তার তত বেশি ,যার ক্যাপিটাল কম তার টার্গেট ও কম, তবে সবাই চাই একটা টার্গেট পুরন করতে কিন্ত চাইলে কি আর সব কিছু সম্ভব ,আমার টার্গেট রেগুলার মিনিমাম ৫ ডলার কারন আমার ক্যাপিটাল কম তাই কম টার্গেট করাই ভাল মনে করি......

RUBEL MIAH
2015-11-03, 08:17 PM
আমি প্রতিদিন আমার টার্গেট অনুসারে কাজ করি । প্রথমে আমি ট্রেড করার আগে ট্রাগেট করি আজ কমপক্ষে ২০ ডলার আয় করব । যেভাবে ট্রাগেট করি ঠিক সেই ভাবে সফলতা অর্জন করতে না পারলেও মোটামুটি লক্ষ্যে পৌছানো যায় । সুতরাং আমি বলব আপনারা সকলে অনন্ত ট্রেড করার আগে চিন্তা ভাবনা করুন কিভাবে আয় করা সম্ভব ।

WALID HASAN
2015-12-20, 07:07 PM
সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

basaki
2015-12-20, 07:12 PM
ফরেক্স মার্কেটে প্রতিদিন কত ডলার ইনকাম করা যাবে তা বলাটা খুবই মুসকিল।আমি মনে করি যদি আমার ফরেক্স একাউন্টে ১০০ ডলার থাকে তাহলে আমি প্রতিদিন ৩ ডলার থেকে ৫ ডলার ইনকাম করার টার্গেট থাকবে। জানিনা এটা করা যাবে কি না।

HKProduction
2015-12-20, 07:16 PM
একজন নতুন ট্রেডার হিসেবে আমি ডলারে টার্গেট হিসাব না করে পিপসে হিসাব করাটাই সবচেয়ে ভাল বলে মনে করি। সবাই যখন দৈনিক ৫০/৬০ পিপস পাওয়ার কথা ভাবে আমার তখন খুব কষ্ট হয়। কেননা আমি সারা মাসে শুধু ১০০ পিপসের জন্য সাধনা করে যাচ্ছি। আর আমি যদি নিশ্চিতভাবে মাসে ১০০ পিপস নিতে পারি তবে আমি নিজেকে সবচেয়ে সফল ট্রেডার বলে মনে করব।

tonmoy7
2015-12-20, 08:52 PM
আমি মনে করি লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

uzzalbd
2015-12-20, 09:21 PM
ফরেক্স এ আপনি যদি প্লায়নিং মাফিক কাজ করতে পারেন তবে আপনি একাহ্নে ভালো প্রফিট করতে পারেন। আম্র মতে সবার একটা টারগেট নিয়ে ট্রেড করা উচিত। তাহলে ফরেক্স সফলতা তারাতারি পাওয়া যায়। আমি চাই সপ্তাহে আমার ১৫০-২০০ পিপ্স হলে যথেস্ট।

Sahed
2016-02-07, 10:15 PM
ফরেক্স মার্কেটে আপনি একটি লক্ষমাত্রা নিয়ে *আগানো উচিত বলে আমি মনে করি । লোভ না করে আপনি একটি টার্গেট নিয়ে ট্রেড করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়ুন । ফরেক্স মার্কেটে আমার টার্গেট হচ্ছে প্রতিদিন মার্কেট থেকে ৫০ থেকে ৬০ পিপস নেওয়া । প্রতিদিন আমি মার্কেট থেকে এই পিপস নিতে পারলে সন্তষ্ট থাকবেন ।

md mehedi hasan
2016-02-07, 11:13 PM
ফরেক্স মার্কেট প্রত্যেকের একটি টার্গেট থাকা উচিত যে প্রতিদিন কত টাকা ইনকাম করবে।আমার ডিপোজিট ছোট আর তাই আমার টার্গেটও আনেক ছোট।আমি ফরেক্স মার্কেট প্রতিদিন লাবের আশা করিনা।আমি ফরেক্স মার্কেট থেকে ১ মাসে ১০ থেকে ১৫ ডলার লাভ করতে চাই।তবে আমি জোর করে টার্গেট ফিলাপ করিনা।কারন এতে লাভের চেয়ে লসের পরিমান বেশ হয়।

razu777
2016-02-07, 11:33 PM
আমি মনে করি জীবনে যেকোন ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । কারণ লক্ষ্য নিদ্দিষ্ট থাকলে গন্তব্য পৌছাতে বেশি সময় লাগেনা । তাই আমাদরেকে ফরেক্স এর ক্ষেত্রেও একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । পাশাপাশি একটা পরিকল্পনামাফিক ট্রেড করতে হবে । ফরেক্স লক্ষ্য হতে হবে প্রতিদনি কতটুকু লাভ করবেন ? কয়টা ট্রেড করবেন এবং ট্রেডটা ঠিক কতক্ষণ স্থায়িত্ব হবে ..? ইত্যাদি । ফরেক্স এর ক্ষেত্রে সবাই লক্ষ্য ঠিক রাখলেও সবাই সে অণুসারে কাজ করতে পারেনা । কিন্ত এক্ষেত্রে যারা ধৈর্য্যর পরিচয় দিবে তারা সবাই সফল হবে ।

Vision
2016-02-08, 12:12 AM
আসলে আমাদের একটা সব ক্ষেত্রে টার্গেট থাকতে হবে । কেননা একটা ভাল পরিকল্পনা ও টার্গেট অর্ধেক কাজ সম্পন্ন করার সমান । আমি একজন নতুন ট্রেডার তাই আমি এখনো তেমন কোন টার্গেট স্থির করতে পারি নি । তবে আমার এখন ধ্যান একটা বিষয়কে ঘিরে আর সেটা হল ফরেক্সে একজন ভালো ট্রেডার হওয়া । আর একজন ভালো ও মাসম্পন্ন ট্রেডার ট্রেডার হতে পারলে এখানে লাভের কোন অভাব হবে না তাই নিজেকে যোগ্য করে তোলার গুরুত্ব অসীম ।

mismismis
2016-02-08, 12:42 AM
জীবনের প্রতিটা ক্ষেত্ত্রেই লক্ষ্য থাকা উচিত ।তা না হলে ,জীবনে চলতে ফিরতে থাকে হোচট খেতেই হবে ।ফরেক্স মার্কেট এর ক্ষেত্রেও তাই ।কেউ যদি ফরেক্স সফল হতে চাই ,থাকে অবশ্যই আগে একটা লক্ষ্য ঠিক করতে হবে ।প্রতিদিন সে কি পরিমাণ সময় দিবে , কি পরিমাণ ডলার ইনকাম করতে চান ,সে গুলো সম্পর্কে স্পষ্ট ধারনা থাকতে হবে ।তবে ,ফরেক্স এ যেহেতু মার্কেট বিভিন্ন ভাবে মুভ করে ,তাই হয়ত প্রতিদিন এর টার্গেট আকিউরেট নাও হতে পারে ।

syed_rana
2016-02-08, 02:28 AM
প্রত্যেকটি কাজ করতে গেলেই লক্ষ্য নির্ধারণ করে করতে হয় । লক্ষ্য নির্ধারণ ব্যতীত কোন কাজ গুছিয়ে করা সম্ভব হয়না এবং সফলতা ও আসেনা । ঠিক তেমনি ফরেক্স মার্কেটে ও সফলতার জন্য লক্ষ্য নির্ধারন করা প্রয়োজন । আমি প্রত্যেক দিন ফরেক্স মার্কেট থেকে ১০ ডলার আয়ের টার্গেট করি ।

Fxaziz
2016-02-09, 05:44 PM
আমি প্রতিদিন ফরেক্স মার্কেট থেকে কত আয় করবো তার কোন হিসেব নাই।কারন ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আমরা আমাদের মেধা এবং পরিশ্রম এর মাধ্যমে ট্রেড করে আয় করি।ফরেক্স মার্কেট এ আমার কোন টার্গেট নাই।আমি যেদিন যা পারি সেদিন তা আয় করি।তবে আমার ইচ্ছা আছে আমি ফরেক্স মার্কেট এ আমার ক্যারিয়ার গঠন করবো।কারন আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা খুবই সহজ।এখানে অল্পতেই আয় করার সুযোগ রয়েছে।

Realifat
2016-02-10, 08:24 AM
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে প্রতিদিনের টার্গেটই যে পূরন হবে তা নয় কিন্তু তারপরও প্রতিদিন কিছু না কিছু প্রফিটের টার্গেট করতে হবে।নিজের মূলধনের বিবেচনায় এবং মার্কেটের মুভমেন্ট বিবেচনা করে দৈনিক টার্গেট করতে হবে এবং পজিশন বুঝে কম বা বেশি প্রফিট করে নিতে হবে।এজন্য প্রতিদিন জোর করে টার্গেট পূরনের চেষ্টা না করে কিছু কম হলেও খুশি থেকে দিন শেষ করতে হবে।

Sakar Sorkar
2016-03-06, 03:51 AM
প্রতিদিন এত পরিমান দৈনিক লাভ করতেই হবে তার কোন নিদ্দিষ্টতা নেই তবে মনে রাখবেন জোড় করে কখনো ট্রেড করতে যাবেন না তা হলে লসের স্ম্ভবনা প্রচুর

gmgmgm
2016-03-06, 07:08 AM
যেকোন কাজের সর্বনিম্ন একটা টার্গেট থাকা উচিত। অন্যথায় বিজয়ের পথে আগানো যায়না। তবে এই টার্গেট পুরন করতে গিয়ে মুলধন হারানোর রিক্স নেওয়া উচিত নয়। ফরেক্স এর ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। ফরেক্স এ আপনার একটা সর্বনিম্ন টার্গেট থাকা উচিত আপনি প্রতিদিন কত ডলার কামাবেন। তাহলে আপনি ভাল একটা যায়গায় পৌছাতে পারবেন। এই টার্গেট অবশ্যই আপনার মূলধনের সাথে সামনযস্য থাকতে হবে। তবে টার্গেট পুরন করতে গিয়ে কখন রিক্স নিবেন না। আজকে টার্গেট পূরন না হলে কালকেতো হবে। সুতরাং কখনও টার্গেট ফিলয়াপ করতে গিয়ে নিজের সর্বস্য হারাবেননা।

sharifulbaf
2016-03-24, 09:30 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে সে জন্য আমাদের ভাল করে ট্রেডিং করতে হবে,তার জন্য আমাদেরকে ফরেক্স। মার্কেট এনালাইসিস করতে হবে,তার পরে আমাদের ফরেক্স মার্কেট যদি আমরা যা ডিপোজিট করে থাকি তার ১০% টার্গেট নিলে অনেক ভাল হয়,রিস্ক অনেক কমে যায়।

Emon Khan
2016-03-24, 09:52 AM
আমার প্রতিদিন টার্গেট থাকে ৫ ডলার ইনকাম করা তবে। মাঝে মাঝে এর থেকে বেশী ও হয়। কখনো বা কম হয়। তবে মাস শেষে ১০০ ডলার মত ইনকাম হয়। আমি আমার এই ইনকাম নিয়ে খুশি

fatemaakhter
2016-03-24, 10:09 AM
আমি যেহেতু ফরেক্সে নতুন তাই প্রতিদিন ৪-৫ ডলার ইনকাম করতে চাই ।এর সাথে সাথে ফরামে পোস্ট করতে চাই ।তবে আমি শুধু এখন লস করছি ।তারপরও আমি চেষ্টা করছি এটি রিকভার করার জন্য । আর সেই সাথে ফরেক্সে জ্ঞান অর্জন করছি ।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-24, 10:56 AM
যে কোন কাজের টার্গেট নিয়া আগাইলে তা সফল হয়, টার্গেট বিহিন কাজ সফল হাই না। আমের টার্গেট প্রতিদিন ৩ ডলার।

md samsulhuq786
2016-03-24, 11:07 AM
ামি বলবো আপনি ঠিকই বলেছেন জীবনে যেকোন ক্ষেত্রে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । কারণ লক্ষ্য নিদ্দিষ্ট থাকলে গন্তব্য পৌছাতে বেশি সময় লাগেনা । তাই আমাদরেকে ফরেক্স এর ক্ষেত্রেও একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । পাশাপাশি একটা পরিকল্পনামাফিক ট্রেড করতে হবে । ফরেক্স লক্ষ্য হতে হবে প্রতিদনি কতটুকু লাভ করবেন ? কয়টা ট্রেড করবেন এবং ট্রেডটা ঠিক কতক্ষণ স্থায়িত্ব হবে ..? ইত্যাদি । ফরেক্স এর ক্ষেত্রে সবাই লক্ষ্য ঠিক রাখলেও সবাই সে অণুসারে কাজ করতে পারেনা । কিন্ত এক্ষেত্রে যারা ধৈর্য্যর পরিচয় দিবে তারা সবাই সফল হবে ।

opu
2016-03-24, 12:54 PM
যেহেতু ফরেক্স আন্তজাতিক মুদ্রা কেনা বেচার ব্যবসা সেহেতু আন্তজাতিক টাইমের সাথে মিল রেখে ফরেক্স ২০থেকে ২২দিন থাকে। তাই আমার এই ২০/২২ দিনে ২০ থেকে ৩০ ডলার আয় করতে চাই।

golam0000
2016-03-24, 01:55 PM
প্রতিদিন আমার টার্গেট ২-৩ ডলার.এইটি একটি অর্জনীয় টার্গেট.এবং আমি এমন টার্গেট ই নিয়ে থাকি যা আমি পূরণ করতে পারব.কারণ আমি বড় টার্গেট নির্ধারণ করে নিজেকে চাপে ফেলতে পছন্দ করিনা.চত চত টার্গেট নির্ধারণ করে তা পূরণ করার মাধ্যমে আমি নিজের কনফিডেন্স বৃদ্ধি করে থাকি.তাই আমার টার্গেট দৈনিক ২-৩ ডলার ই হয়ে থাকে.

Fxaziz
2016-03-24, 06:06 PM
আসলে লক্ষ নিয়ে কাজ করা দরকার।তবে এটা মনে রাখতে হবে যে লক্ষ পূরণ করতে গিয়ে যাতে খারাফ না হয়।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য অবশ্যই লক্ষ থাকতে হবে।কিন্তু আপনি যদি আপনার লক্ষ পূরণ করতে চান তাহলে আপনাকে অনেক কিছুর সম্মুখি হতে হবে।আপনি হয়তো আপনার লক্ষ পূরণ করার জন্য ফরেক্স মার্কেট এ লোবে পরে ট্রেড করবেন।তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য লক্ষ না থাকাই ভালো।এতে আপনি আপনার মত করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন।

monirapk
2016-08-25, 09:18 AM
ফরেক্স ব্যবসা খুব ভাল আয়ের মাধ্যম আমার জন্য । কারন আমি ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক এনালাইসিস জানি । আমি এনালাইসিস করেই ফরেক্স ট্রেড করে থাকি । আমি সত্যি ফরেক্স ব্যবসা থেকে অনেক টাকা আয় করতে পারি বা প্রফিট করতে পারি । আমার টার্গেট ২০ ডলার প্রফিট করা প্রতিদিন ফরেক্স মার্কেট থেকে । সত্যি আমি আমার টার্গেট পুরুন করেই ছাড়ি ।

Rana mollah
2016-08-25, 09:31 AM
প্রতিটা কাজের পেছনে একটা টার্গেট থাকে আর সেই অনুযায়ী কাজ করতে হয় । ফরেক্সে আমার প্রতিদিনের টার্গেট মাত্র ২ ডলার । আমি প্রতিদিন ২ ডলার আয় করতে পারলেই অনেক খুশি । তবে সবদিন ২ ডলার হবে কিনা জানি না কারন ফরেক্সের মার্কেট সবদিন ভাল থাকে না । তবুও আমি আশা রাখি যে মাস শেষে আমি ভালো একটা প্রফিট করতে পারবো । আমার প্রতিদিন্সের টার্গেট অনেক কম , আমি চায় না ফরেক্সে কোন প্রকার লোভ করতে । তাই আমি অল্প ডলারেই খুশি ।

uzzal05
2016-08-25, 09:34 AM
প্রত্যক ট্রেডার এর একটা টার্গেট থাকে। আমি প্রতিদিন ট্রেড করে থাকি। যদি আমার সিস্টেম এ ট্রেড পাই। আমার সাপ্তাহিক টার্গেট ২০০+ পিপস। তবে মার্কেট এ এটা করার চেষ্টা করি। মার্কেট সবসমইয় এক রকম যায় না। তাই টার্গেট পূরন অনেক সময় নাও হতে পারে।

motiar
2016-08-25, 09:41 AM
আমার মুলধন কম তাই আমার প্রতিদিনের টারগেট ২ ডলার । তবে আমার টারগেট পুরন না হলেও আমি বেশির ভাগ সময়ই টারগেটের কাছাকাছি যেতে পারি । তার পরে বেশি লোভ করে পুনরায় ট্রেড দেয়ে লস করি । এখন আমি নিজেকে কন্ট্রোল করার জন্ন আপ্রান চেস্টা করছি ।

nawfal
2016-08-25, 09:52 AM
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।

nawfal
2016-08-25, 09:54 AM
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।

nawfal
2016-08-25, 09:55 AM
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের

nawfal
2016-08-25, 10:06 AM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি

nawfal
2016-08-25, 10:08 AM
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার

nawfal
2016-08-25, 10:10 AM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।

SHOYEB
2016-08-25, 10:15 AM
আপনাকে মার্কেটের মুভমেন্ট দেখে টার্গেট নির্ধারন করতে হবে আগে টার্গেট নির্ধারন করলে সেই টার্গেট আপনি পূরন করতে পারবেন না । যাই হোক যেকোন কাজ করার আগে লক্ষ্য স্হির করা উচিত তাহলে আমরা সফলতা পাব । ভালভাবে ফরেক্স ব্যবসা শিখে ট্রেডিং করতে পারলে টার্গেট ঠিক রাখা যাবে ।

md arif khan
2016-08-25, 10:21 AM
আসলে সব সাফল্যের পিছনেই কিছু না কিছু লক্ষ্য রয়েছে।তেমনি ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অর্জন করা সম্ভব না।ফরেক্সে লক্ষ্য হতে হবে প্রতিদনি কতটুকু লাভ করবেন।কয়টা ট্রেড করবেন এবং ট্রেডটা ঠিক কতক্ষণ স্থায়িত্ব হবে ইত্যাদি ।সব সময়ই আপনি টার্গেট নির্ধারন করবেন আপনার মূলধনের উপর।

nawfal
2016-08-25, 10:22 AM
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।

nawfal
2016-08-25, 10:23 AM
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।

MD ALAMIN ARIF
2016-08-25, 01:15 PM
ফরেক্স এর ক্ষেত্রে লক্ষ্য নিদ্দিষ্ট থাকলে গন্তব্য পৌছাতে বেশি সময় লাগেনা । তাই আমাদরেকে ফরেক্স এর ক্ষেত্রেও একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে । পাশাপাশি একটা পরিকল্পনামাফিক ট্রেড করতে হবে । ফরেক্স লক্ষ্য হতে হবে প্রতিদনি কতটুকু লাভ করবেন ? কয়টা ট্রেড করবেন এবং ট্রেডটা ঠিক কতক্ষণ স্থায়িত্ব হবে ইত্যাদি ।

kholil
2016-09-21, 12:34 PM
ফরেক্স মার্কেট পতিনিয়ত পরিবর্তিত হতে থাকে , যার কারনে ট্রেড থেকে লাভ করা খুব কঠিন তাই ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে বুঝে ফরেক্সে কাজ করতে পারলে ফরেক্স থেকে প্রতিদিন কাক্ষিত টার্জেট পূরন করা যায় । ফরেক্স থেকে আমার প্রতিদিদের টার্গেট ২ ডলার । ফরেক্সে বেশি লোভ করতে নেই , তাই আমি ফরেক্সে ট্রেড করে অল্প অল্প করে লাভ করে মাস শেষে ভাল কিছু আশা করি ।

Forex Boy
2016-09-21, 01:41 PM
প্রতিদিন আমার টার্গেট থাকে ১৫-২০ ডলারের মত, কারন আমি সপ্তাহে মাত্র তিনদিন মার্কেটে কাজ করি, তাই প্রতিদিন ১৫-২০ ডলার প্রফিটের মাধ্যমে আমি আমার মাসের টার্গেট তথা ২০০-২৫০ ডরার পুরন করারর চেষ্টা করি। যদিওবা এমনটা করা অনেক রিস্কি হোয়ে যায় কিন্তু চেষ্টা করি ভাল কিছু করার। আমি কখনোই ফুল রিস্ক নেই না।

jamal191khan
2016-09-21, 02:13 PM
আমরা জানি লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

janasa
2016-09-21, 04:08 PM
আমি মোটা মুটি ভাল ট্রেডার । তাই আমি ভাল প্রফিট ও করে থাকি । কিন্তু আমি জানি টার্গেট ছাড়া কোন ভাবেই অনেক বেশি টাকা আয় করা যায় না । তাই আমি সব সময় টার্গেট নিয়ে কাজ করি ফরেক্স মার্কেটে । এই জন্য আমি অনেক এনালাইসিস করি ট্রেড করার আগে । আমি আমার অন্য সব ফরেক্স বন্ধুদের বলি প্রতিদিন আপনার টার্গেট কাজ করার জন্য । আমার প্রতিদিন টার্গেট ১০ ডলার প্রফিট করা ।

kazirasel
2016-10-16, 12:42 AM
ফরেক্স মারকেটে আয় করতে হলে প্রত্যেকেরই একটা টার্গেড থাকা উচিত । আর আপনি কত টার্গেড করবেন সেইটা নির্ভর করে আপনার স্টাটেজির উপর । আপনার মুলধনের উপর । আর টার্গেড না থাকলে আমি মনে করি কোন কাজে সফলতা সহজে আসে না । তাই ফরেক্স এ প্রতিদিন টার্গেড থাকা ভালো । আমি প্রতিদিন ৩০-৪০ পিপ আসা করি ।

blue
2016-10-16, 02:43 AM
আমরা জানি লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

ONLINE IT
2016-10-16, 04:12 PM
জীবনে চলার পথে আপনাকে আপনার লক্ষ ঠিক রাখতে হবে। কোন কাজে হাত দেয়ার আগেই আপনাকে আপনার লক্ষ নির্ধারন করতে হবে আগে। লক্ষবিহীন জীবন আর মাঝিহীন নৌকা একই কথা। দুটোই এক সময় সময়ের স্রোতে হারিয়ে যায়। তাই ফরেক্স এ ও আপনাকে একটি নির্দিষ্ট টার্গেট নির্ধারন করে নিতে হবে। আমার প্রথম টার্গেট হল সফল ফরেক্স ট্রেডার হওয়া।

sheam
2016-10-23, 11:28 AM
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য প্রতিদিন একটি টার্গেট থাকে যে ফরেক্স মার্কেট থেকে আমি প্রতিদিন ২০ থেকে ৩০ ডলার আয় করতে চাই কারন ফরেক্স করে আয় করা জায় ভাল প্রতিদিন ২০ থেকে ৩০ ডলার আয় করা জায় তবে ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান অর্জন করা দরকার তাহলে ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে ।

aida
2016-11-08, 01:05 AM
আমি একজন নিউ ট্রেডার হিসেবে আসলে একনও কোন টারগেট করিনি।তবে ইচ্ছা আছে ৫০০ ডলার দিয়ে প্রতিদিন ১৫ডলার আয় করা,আপনারা যারা ট্রেড করেন আমি কি সত্যি ১৫ ডলার আয় করতে পারব?নাকি কোন সমসস্যা হবে যদি কোন সমসস্যা হয় একটু জানাবেন যেন আমি লস করে ফরেক্স থেকে ছিটকে না পরি।

Shimul77
2016-11-08, 01:46 AM
ফরেক্স মার্কেতে কেউ কখনো টার্গেট করা আয় করতে পারে না।তবে আপনি যদি একজন ভাল ট্রেডার হতে পারেন তাহলে আপনি মাসে প্রচুর আয় করতে পারবেন।ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হতে গেলে আপনাকে মার্কেটে সময় দেওয়া লাগবে মার্কেট নিয়ে আপুনাকে অনেক লেখাপড়া করা লাগবে।

sujon30
2016-11-08, 11:20 AM
ফরেক্স মার্কেট এ প্রতিদিন আামার টার্গেট হল যে আমি প্রতিদিন ফরেক্স থেকে ৫ ডলার আয় করতে চাই। ফরেক্স মার্কেট এ যদি প্রতিদিন কমপক্ষে ২০ পিপস করে উঠানামা করে তাহলে আামার টার্গেট মত করে ট্টেড করে ৫ ডলার আয় করতে পারি তা আমি চেষ্টা করছি।

nisho5533
2016-11-08, 10:49 PM
আমি ফরেক্স কিছু দিন যবত করছি তবে আমার টাড়গেট অনেক কম আমি মনে করি আমার ৫ থেকে ৬ ডলার হলে আমি খুশি| ফরেক্স আমার জানা মতে বেশি লোভ ভাল না তাই আমি অল্পতে খুশি থাকতে চাই | ফরেক্স আমি যদি এভাবে থাকতে পারি তবে আমি ফরেক্স থেকে আয় করতে পারব |

Amit4040
2016-11-09, 02:26 PM
ফরেক্স কে আমরা আমাদের কর্মসংস্থান হিসেবে ধরে নিতে পারি।কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক ট্রেডাররাই আয় করছেন।ফরেক্স সম্পর্কে ভালোভাবে বুঝে ও জেনে দক্ষ হয়ে যদি ট্রেড করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়।অনেক বেকার ও ছাত্র ছাত্রী ফরেক্স এর মাধ্যমে নিজেদের কে সাবলম্বী করেছে।ছাত্র ছাত্রীরা তাদের পড়ালেখার পাশাপাশী ঘরে বসে ফরেক্স থেকে আয় করতে পারছে আর বেকাররাও পেয়ছে তাদের কাজ।তাই ফরেক্স কে কর্মসংস্থান হিসেবে ধরে নেওয়া যায়।এছাড়াও ফরেক্স এ জানার অনেক কিছু রয়েছে আর ফরেক্স এ বুঝে কাজ করতে পারলে ভবিষ্যৎ অবশ্যই উজ্জল হবে বলে আমি মনে করি।

cool razu
2016-11-09, 04:22 PM
আমি বলবো ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করতে হলে একটি টার্গেট নির্ধারণ করা উচিৎ। আপনে ফরেক্স মার্কেট প্রতিদিন কত পিপস কালেকশন করবেন সেটা নির্ভর করবে।আপনার দক্ষতার উপর।তবে আমার টার্গেট আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখা।তারপর রিয়েল ট্রেড করে প্রতিদিন ১০-২০ ডলার আয় করা।

Competitor
2016-11-09, 07:11 PM
একজন ভাল সফল ট্রেডারের একটা ট্রেডিং প্লান থাকে । আর সেই প্লানের আলোকেই সেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে । ফরেক্সে সফলতা লাভ করতে চাইলে নিদ্দিষ্ট টার্গেট রেখে এগিয়ে যেতে হবে । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে লাভবান হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে ।

sss426
2016-11-10, 10:23 PM
ভাই আমি একজন নতুন ট্রেডার এবং বর্তমানে ডেমু দিয়ে প্র্যাকটিস করতেছি প্রথম ২ মাস আমি কোন প্রফিট করতে পারিনি এখন টার্গেট করি প্রতিদিন কম করে হলে ও ১ পিপ্স প্রফিট করতে হবে এবং মোটা মোটি সফল ও হচি এখন গড়ে ১০ পিপ্স প্রফিট করতে পারি

RUBEL MIAH
2016-11-13, 06:05 PM
প্রতিদিন আমাদের টার্গেট হল ২০ ডলার আয় করা । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলে আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা করার জন্য প্রতিদিন ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার জন্য ফোরামে পোষ্ট দিব ।

sujon30
2016-11-13, 06:09 PM
ফরেক্স মার্কেট যার যার মত করে চয়েজ করে ট্টেড এর টার্গেট করে থাকে । আমার কাছে আমার টার্গেট হল আমি প্রতিদিন 2-3 ডলার আয় করা। ফরেক্স এর অনেকটাই মুভিং করে এবং অনেক পিপস উঠানামা করে থাকে । তাই আমার টার্গেট যে আমি সঠিক ট্টেড করে ফরেক্স মার্কেট এ 2-3 ডলার আয় করব।

MoinFX
2016-11-13, 07:03 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে যত অভিজ্ঞতা অর্জন করুক না কেন প্রতিদিন আয় করা যাবেনা। যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্র্রেড করে তারা সুযোগ বুজে ট্রেড করে। তাই আমাদের কে বেশি ট্রেড না করে কম ট্রেড বেশি লাভ করা যায় আর সেটা আমাদের কে অনুসরন করতে হবে।

nisho5533
2016-11-13, 07:51 PM
ভাই আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি ফরেক্স করছি কিছুদিন জাবত তাই আমার টারগেট ৫ ঠেকে ১০ এড় মধ্যে আছে আমি মনে করি ফরেক্স যে বেশি লোভ করবে যে ফরেক্স থেকে আয় করতে পারবে না তাই আমি এতে অনেক খুশি | আমি ফরেক্স করছি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করতে চায় অনেক দিন ধরে |

nisho5533
2016-11-19, 04:55 PM
ভাঈ আমাড় ফোড়েক্স মাকেট থেকে আয় করব ফরেক্স মাকেট থেকে আয় করতে চাই প্রতিদিন ৫ থেকে ৭ ডলার | যখন আমি দেখি আমার টাগেট পুরন হয়ে গেছে আমি তখন ট্রেডিং অফফ করে রাখি | আমার অভিগতা থেকে বলতে পারি ফরেক্স মাকেটে যে বেশি লোভ করবে সে লস করবে আমিও অনেক লস করছি তাই ফরেক্স মাকেট থেকে বেশি লাভের আশা করি না |

shimul77ss
2016-11-19, 05:10 PM
আপনি ঠিক কথা বলেছেন ফরেক্স মার্কেটে আমাদের আয় একটা টার্গেট থাকা উচিত।কারন লক্ষ না থাকলে কোন কাজে সফল হওয়া যাই না।কিন্তু ফরেক্স মার্কেট এ যদি আপনার হিসাবে একটা ভুল হয়ে যাই তাহলে আপনার লক্ষে পৌছাতে খুব কস্ট হবে।তাই আমাদের মার্কেটে দক্ষ হওয়া উচিত।

spring
2016-11-19, 05:11 PM
আমার মনে হয় লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

FOREX.NB
2016-11-19, 05:55 PM
কোনো কাজে ভালো ফলাফল পেতে হলে আগে টার্গেট করতে হয় । আমিও ফরেক্স এর ফোরাম পোষ্টে কাজ করি এবং আমার প্রতিদিনের টার্গেট ৫ ডলার । প্রতিদিন যদি আমি ৫ ডলার করে আয় করতে পারি তাহলে মাস শেষে ১০০-১১০ ডলার অর্জন করতে পারবো বলে মনে করি।তারপর এতা রিয়েল ট্রেড এ নিয়ে প্রতিদিন ৫-৬ পিপস লাভ করতে চাই।

sohrab
2016-11-19, 06:03 PM
ফরেক্স ট্রেডিং এ আমার প্রতিদিন টার্গেট হল ২৫-৩০ পয়েন্ট লাভ করা । কেননা ফরেক্স ট্রেডিং একটি অভিজ্ঞতা এবং দক্ষতার ট্রেড । এখানে লোভ করা যাবে না । কেউ লোভ করে বেশী লটে ট্রেড করলে বড় লসে পড়ার সম্ভবনা থাকে ।তাই নিজেকে দক্ষ করতে মার্কেট এনালাইসিস করে ট্রেড করি এবং ২৫-৩০ পিপস লাভ করতে পারলোই যথেষ্ট মনে করি ।

shaminfx
2016-11-19, 07:51 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রতিদিন ফিক্সড কোন টার্গেট করা যাবে না,আপ্নে যদি প্রতিদিন ১০ ডলার প্রফিট করার টার্গেট করেন, তাহলে সেটা ভুল হবে, মনে করেন আজকে আপনে টার্গেট করলেন ১০ ডলার প্রফিট করতেই হবে, তখন দেখা গেলো মার্কেট এমন একটা পজিসনে আছে আপনার ট্রেড নিয়ার কোন ইস্কব পাচ্ছেন না, কিন্তু এদিকে আপনার টার্গেট থো পুরন করতে হবেয়, তখন আপনে করলেন কি হুট করে ১ টা ট্রেড নিলেন মার্কেট না বুঝে, এতে আপনার লস টা হওয়ার সম্ভব বেশী থাকল, তাহলে এটা কি হল, সুতরাং ফিক্সড কোন টার্গেট করা যাবে না।

Amit4040
2016-12-25, 12:10 AM
ভাই ফরেক্স মাকেটে আমাড় প্রতিদিন টার্গেট ৫ থেকে ৭ ডলার আমি ফরেক্স থেকে বেশি আশা করি না আমি মনে করি ফরেক্স থেকে বেশি আয় করার মত যগ্যতা আমি অজন করতে পারি নাই তাই অল্পতে খুশি থাকি | ফরেক্স থেকে এক সময় দক্ষতা অজন করে বেশি বেশি আয় করব |

vampire
2016-12-25, 08:14 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি এখন আয়ের আশা করিনা।শুধু মাত্র এই টেন্ডেন্সি মাথাই রাখি যে আমার একাউণ্ট যেন ০ না হই।তাই মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করি।আর খুব কম রিস্ক নিই।কোন ট্রেডে লস করলে আমি লসের কারন খুজি।

the viper
2016-12-25, 09:49 AM
টার্গেট ছাড়া সফলতা আসে না ঠিকি কিন্ত ফরেক্স মারকেতে টার্গেট টা একটু অন্য রকম হয়া উচিত । আমার প্রতি দিনের কোন নিদ্রিস্ট টার্গেট নাই , যে আমাকে আজ ১০ ডলার প্রফিট করতেই হবে । তা না হলে সবকিছু তস নস করে ফেল্বো। আমাকে করতেই হবে এমনটা নই ।

eshahid
2016-12-25, 09:56 AM
জীবনে কোন নির্দিষ্ট লক্ষে পৌছতে চাইলে প্রতিনিয়ত একটা টার্গেট ফলো করা চাই। যদি আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌছতে চান তাহলে গন্তব্যে পৌছার জন্য নিদিষ্ট রাস্তা দিয়েই হাটতে হবে অার এই নিদিষ্ট গন্তব্যে হল ফরেক্স এ টার্গেট। তাই টার্গেট ঠিক করে কঠর পরিশ্রম করে যান দেখবেন অাপনি একদিন সফল।

Rony Hassan
2016-12-25, 11:03 AM
ভাই লক্ষ ছাড়া লক্ষে প্রোওছানো যায়না এটা ঠিক কিন্তু লক্ষটা কেমন হওয়া উচিত সেটাও হিসাব করা উচিত। ফরেক্স আপনার লক্ষ হবে এক সময় আপনি সফল ট্রেডার হবেন। আপনি যদি এখানে প্রতিদিন কত প্রফিট করবেন এটার নিধারন করেন তবে হবেনা । সব ট্রেড আপনার পক্ষে নাও আসতে পারে আবার প্রতিটি ট্রেডে আপনার প্রত্যাষিত পিপ মুভমেন্ট নাও করতে পারে তাই আপনি প্রতিদিনের টার্গেড র্পূণ করতে পারবেন না । লক্ষ নির্ধারন করতে হবে নিজের অভিজ্ঞতা দক্ষতা ডিপোজিট এর ভিত্তিতে দ্রিঘ্য মেয়াদী।

mithunsarkar
2016-12-25, 11:18 AM
ভাই ফরেক্স মাকেট আমি কিছু দিন ধরে করছি ফরেক্স থেকে আয় করার আগে আমি মনে করি আপনার বা আমার টাগেট থাকা উচিত | ফরেক্স মাকেট আমার টাগেট পড়োটীডীণ আমী ফোড়েক্স থেকে ১০ থেকে ১২ ডলার আয় করব |

RUBEL MIAH
2016-12-25, 11:49 AM
প্রতিদিন আমার টার্গেট ৫০ থেকে ৬০ ডলার । এ্ই টার্গেটের জন্য আজ এত লসে পড়েছি । আজ আমার লোভের কারণে আমি সফলকাম হতে পারিনি । সুতরাং আমরা টার্গেট সব সময় কম ধরব তাহল্ আমরা লসে কম পড়ব । আমরা ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লসে পড়ব না । আর তার সাথে সাথে টার্গেটটিও কম রাখতে হবে তাহলেই এ্যাকাউন্ট হারাতে হবে না ।

sujon30
2016-12-25, 02:07 PM
আমি প্রতিদিন ফরেক্স মার্কেট এর চার্ট দেখে ভাল করে শিন্ধান্ত নিয়ে আমি প্রতিদিন টার্গেট করে ট্টেড করি। কখানো ২০ পিপস, কখনো ৫০ পিপস আবার কখনো ৩০ পিপস বা তার ও বেশী টার্গেট করে ফরেক্স এ ট্টেড করি। তবুও আমার প্রতিদিন এ মোটামাটি ২০ এর মত করে টার্গেট করে ট্টেড করি।

Nodi roy
2016-12-25, 04:52 PM
সব কিছু টারগেট অনুযায়ি করতে হয়, টার্গেট ছাড়া জিবনে কনো কিছু সফল ভাবে করা যায় না জীবনে চলার পথে সব সময় টার্গেট নিয়ে চলতে হয়। আর ফরেক্স এ আপনার টার্গেট নির্ভর করে আপনার মুলধন এর উওপর। আপনার ম্নুলধন বেশি হলে টের্গেট বেশি হবে আর মুলধন কম হলে টার্গেট কম হবে।

abdulguffer
2016-12-25, 06:56 PM
আমার টার্গেট প্রতি দিন 10$ । কিন্তু আমার ব্যালান্স অনেক কম তাই সেই টার্গেট পুরন করা সম্ভব না । তবে বর্তমানে 2 $ প্রতি দিন এর টার্গেট রয়েছে । ব্যালেন্স বাড়লে টার্গেট বাড়বে।

pkboy
2016-12-25, 07:15 PM
আমরা জানি লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

md motin
2016-12-25, 07:17 PM
আমি মনে করি লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।

erafiqul
2016-12-25, 07:21 PM
প্রতিদিন কত আয় করবো তার একটা টাগেট ঠিক করে রাখতে পারলে খুব ভাল হয়। প্রত্যেক দিন কমপক্ষে 50-60 পিপস টার্গেট থাকা উচিৎ। প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু সংখ্যক পিপস আয় করলে মাস শেষে বেশ ভাল একটা এমাউন্ট হয়ে যাবে। এই মার্কেট থেকে অনেক অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন অনেক ইনকাম করে । আপনিও পারবেন শুধু মাত্র ধৈর্য এবং ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান এবং সে অনুযায়ি কাজ করা।

nazib72
2016-12-25, 07:54 PM
আমি প্রতিদিন টার্গেট করে ট্টেড করি। কখানো ২০ পিপস, কখনো ৫০ পিপস আবার কখনো ৩০ পিপস বা তার ও বেশী টার্গেট করে ফরেক্স এ ট্টেড করি। তবুও আমার প্রতিদিন এ মোটামাটি ২০ এর মত করে টার্গেট করে ট্টেড করি। এই মার্কেট থেকে অনেক অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন অনেক ইনকাম করে । তবে এই মার্কেট থেকে টার্গেট নিয়ে ইনকাম করা কিছুটা কঠিন তবে সে জন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

sujon30
2016-12-27, 03:54 PM
ফরেক্স মার্কেট এ কত টার্গেট করাটা অনেকটা কঠিন ব্যাপার। ফরেক্স মার্কেট এ কত সময়ে কত পিপস উঠবে নাকি নামবে তা ধারনা করা যায় না। তবে আমার প্রতিদিন আমি ২ থেকে ৩টা পেয়ারে আমি আমি টার্গেট করে ট্টেড করি এবং ফরেক্স এ ট্টেড করি। আমি প্রতিদিন অন্তত ২০ পিপস টার্গেট করে ট্টেড করি।

Skfarid
2016-12-27, 04:00 PM
ফরেক্স প্রতিদিন আপনি কত ডলাল আয় করবেন তা সম্পুর্ণ নিজের উপর নির্ভর করে। কেও ১০০০ টাকা করছে আবার কেও লাখ টাকা ইনকাম করছে। আর এই সব কিছু নির্ভর করছে আপনা ১. ইনভেস্ট, ২. অভিজ্ঞতা,৩. সময় দান । এই সব বিষয়ের উপর । হয়ত অনেকে লাভের পরিবর্তে লুজার হচ্ছে। একথায় ইনকামের নির্দিষ্ট কোন সীমা নাই।

msisohel
2016-12-27, 04:10 PM
প্রত্যেকটা কাজেই টার্গেট থাকা ভালো । ফরেক্স মার্কেটেও টার্গেট থাকলে আপনি টার্গেট পর্যন্ত পৌঁছতে না পারলেও টার্গেটের কাছে থাকবে । তবে মার্কেট বুঝে ট্রেড করতে হবে । নাহলে লস হবে ।

Rahamat123
2016-12-29, 11:47 PM
ভাই আমি ফরেক্স মাকেটে থেকে প্রতিদিন আয় করতে চাই ১০ থেকে ১৫ ডলার এর বেশি চাই না | ফরেক্স মাকেটে বেশি লোভ করলে ফরেক্স থেকে লস করতে হবে তাই আমি এতে খুশি | ফরেক্স থেকে আয় করতে হবে আমাকে ১০ থেকে ১৫ ডলার আশা করি আমি আয় করতে পারব |

sujon30
2017-01-11, 08:32 AM
আমার প্রতিদিনের টার্গেট ভিন্ন ধরনের হয়ে থাকে। আমার প্রতিদিনের টার্গেট অনুযায়ী হল আমি প্রতিদিন ১০ থেকে ২০ পিপস। আমি যদি টাইম অনুযায়ী টার্গেট করে থাকি তাহলে আমার অনেকটা সাফলতা পাই।

shukumar8099
2017-01-30, 05:03 PM
আসলে একাউন্ট জিরো করার আসল কারণ হল ওভার ট্রেডিং/ বড় লটে ট্রেড এবং মানি ম্যানেজমেন্ট ফলো না করা। তাই যারা চান একাউন্ট জিরো করবেন না তাদের উচিত হবে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করুন। সেদিন কোন এক ট্রেডারের একাউন্ট হিস্টোরী দেখে মাথা চক্কর দিয়ে উঠল। তার একাউন্ট ব্যালান্স হল ২০০+ ডলার কিন্তু এক সাথে রানিং আছে গোটা চারেক পজিশন হল একটা ইউরোডলার ট্রেড দেখলাম ৫.০০ লটে। মনে মনে ভাবলাম এরা পারেও বটে।

SheikhAshrafulIslam468
2017-01-30, 11:48 PM
প্রতিদিন আপনার র্টাগেট কত তা নির্ভর করে আপনার ব্যলেন্সের উপর এবং আপনি কি ধরনের মানি ম্যনেজমেন্ট করেছেন যেমন ১০০ ডলার থাকলে আপনি ৫০০ লিড হতে রেখে ৪০ পিপসের ট্রেড করলে আপনি ৮ ডলার লাভ করতে পারবেন , আপনার রিক্স ফ্রি মানি ম্যানেজমেন্ট করতে হবে তবে আপনার একাউন্ট হারানোর ভয় থাকবে না ।

Peace
2017-01-31, 01:41 AM
প্রতিদিন আমি আশা করি মোট ডিপোজিটের ২%। আমি মনে করি মোট ডিপোজিটের ২% আশা করা আমার কাছে গ্রহন যোগ্য মনে হয়। আমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে সিনিয়র ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি কত আশা করাটা আমার জন্য গ্রহন যোগ্য মনে হবে।

SkRasheduzzaman1990
2017-01-31, 01:44 AM
ফরেক্স থেকে প্রতিদিন প্রফিট লাভ করতে সকলের মত আমিও চাই তবে সেটির কোন নিদিষ্ট পরিমান আমার জানা থাকে না কারন মার্কেট মুভমেন্ট সব সময় একই ভাবে প্রভাবিত হয় না তবে আমি সব সময়ই চেষ্টা করি মানিম্যানেজমেন্ট ঠিক রেখে তার পর ট্রেড করতে।

Fxaziz
2017-01-31, 07:33 AM
যেকোনো কাজ করার জন্য লক্ষ থাকা দরকার।কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লক্ষ্য রাখেন যে আপনি এত ডলার আয় করবেন তাহলে আপনি ভুল করবেন।আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে কক্ষনো লক্ষ্য পুড়ন করা যাই না।ফরেক্স মার্কেট এ লাব লস নির্ভর করে আমাদের ট্রেড এর উপর।তাই আমরা যদি ভালোভাবে ট্রেড করতে পারি তাহলে ভালো আয় করতে পারবো। আর যদি খারাফ ট্রেড করি তাহলে আয় এর পরিমাণ কম হবে।

siddiquecec
2017-02-02, 12:17 PM
টার্গেট থাকা ভাল। কিন্তু দেখতে হবে ইহা একটি ফরেক্স মার্কেট আপনি পৃদিদিনের টার্গেট ফিলাপ করতে গিয়ে যে ভূল করে না বসেন। মানে লস রিকোভারী করতে গিয়ে ব্যালাসন্স 000000

siddiquecec
2017-02-02, 02:56 PM
প্রতিদিন *আমার টার্গেট 10 ডিপোজিট দিয়ে 10 মেরে নেওয়া। তবে এরকম কম হচ্ছে প্রফিট কিন্তু আসতেছে। আমি 100 ডিপোজিট করে অনেক 0000 হয়ে গেছে এখন 10 ডিপোজিট করছি আর প্রতিদিন কমপক্ষে 2 করে প্রফিট।

edottc
2017-02-03, 09:13 AM
ফরেক্স এ প্রতিদিন টার্গেট নিয়ে কাজ করা যাবেনা এটা এমন একেটি মার্কেট সপ্তাহে বা মাসে ইনকাম নাও হতে পারে । কিন্তু আপনাকে ধর্য্র ধরে বসে থাকতে হবে । কারন মার্কেট কোন াওক সময় আপনাকে পুরো মাসের ইনকাম দিবে।

riponinsta
2017-02-07, 08:25 PM
ফরেক্স মার্কেট এ প্রতিদিন টার্গেট করে কাজ করা ভাল আপনি যত বেশি ভাল ট্রেড করতে পারবেন আপনি তত বেশি টার্গেট করতে পারেন আমি ফরেক্স মার্কেট থেকে এখন ১০ ডলার করে টার্গেট করে কাজ করি যেদিন আমার সিস্টেম এ ট্রেড আসে না সেই দিন লাভ ১ ডলার ও হয় না আর যে দিন আমার সিস্টেম এ ট্রেড আসে সেই দিন আমার ২০ ডলার থেকে ৪০ ডলার এর ও বেশি লাভ হয় তাই বুঝে ট্রেড করলে ভাল লাভ হয় ফরেক্স মার্কেট এ

instasaiful
2017-02-07, 10:23 PM
আমার মতে ফরেক্স মার্কেট একটি ব্যাবসা প্রতিষ্ঠান। এখানে এক এক দিন লাভ এক এক রকম হবে। সব দিন একই রকম লাভ হবেনা। সুতরাং এখানে প্রতিদিনের টার্গেটের প্রশ্ন অাসবে কেন? তবে হ্যা একটা টার্গেট থাকা ভাল । কিন্তু সেটা প্রতিদিনের নয়, বরং সেটা মাসিক হবে। নূন্যতম 20% হতে পারে।

nbfx
2017-02-09, 10:54 PM
ফরেক্স মার্কেটে আমার দৈনিক কোন টার্গেট নেই। এনালাইসিস করে সুযোগ বুঝে ট্রেড করি কোন ট্রেড লস হয় কোন ট্রেডে লাভ করি। সব মিলিয়ে গড়ে লাভ হয়। সেটা মাস শেষে বুঝা যায়। আমার মতে দৈনিক টার্গেট নিয়ে কাজ করলে চাপ থাকবে পেরেশানি বাড়বে । নিজস্ব গতিতে ট্রেড করুন গড়ে লাভ হবে ।

Rana2017
2017-02-13, 12:23 AM
টার্গেট জিনিসটা লাইফে যেমন খুব দরকারি তেমনি ফরেক্সেও খুব গুরুত্বপূর্ণ। ভালো ট্রেডাররা সবসময় টার্গেট নিয়ে এগোয়। প্রথমে মান্থলি টার্গেট সেট করতে হবে আর সেটাকে ২২ দিয়ে ভাগ করে ডেইলি টার্গেট সেট করতে হবে। টার্গেট না থাকলে ট্রেড করে প্রফিট ধরে রাখা যায় না। তাই প্রতিদিনের টার্গেট এচিভ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর টার্গেট ফুলফিল হলে অই দিনের জন্য ট্রেড বন্ধ করে দিতে হবে।

Md Masud
2017-05-26, 09:20 AM
রতিদিন আপনি কত ডলার আয় করতে চান? সব সময়ই আপনি টার্গেট নিধারন করবেন আপনার মূলধনের উপর। কখনোই অতিরিক্ত রিক্স নিয়ে টার্গেট পূরন করতে যাবেন না । এই মার্কেট থেকে টার্গেট নিয়ে ইনকাম করা কিছুটা কঠিন তবে সে জন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

Srabon
2017-06-02, 02:15 PM
জিবনে আমরা যাই করি না কেন ,আমাদের কাজ এর উপর একটা টারগেট থাকতে হবে ,টারগেট ছারা জিববে কিছু করা সম্ভব নয় ।প্রথমে টারগেট নিতে হবে দিন আমি কত ডলার ইনকাম করবো ,ম্নে করুন ১৫ ডলার ইনকাম করবেন ,ওই প্রযন্ত না যেতে পারলেই ও তার কাছা কাছি যেতে পারবেন।

Srabon
2017-06-02, 02:24 PM
আমি আমার মুলধন এর প্রতি দিস্টি দিয়ে বলছি আমি প্রতিদিন ২০ ডলার করে ইনকাম করতে চাই।ফরেক্স এর জন্য আমি অনেক অভিজ্ঞা অরজ্জন করেছি ,তাই আমার প্রতি দিন এর টারগেট থাকবে ২০ ডলার ,এইভাবে আমি এই ফরেক্স থাকে ইনকাম করতে চাই।

Srabon
2017-06-06, 01:19 PM
জিবনে কন টাগেট না থাকলে সফলতা আসে না ,তাই জিবকে টারগেট হিসাবে নিতে হবে ।আপনি সপ কাজ প্রেন বুজলাম ত কন কাজ ই করেন না তাহলে আপনি জিবনে কন সফলতা আসবে না ।তাই টারগেট নিন আর জিবনের আশা পুরন করুন এই ফরেক্স দিয়ে ।

Nur Alam
2017-06-08, 09:30 PM
লক্ষ ছাড়া কোনো কাজেই তেমন সফলতা পাওয়া যায় না। সফলতার মুল চাবিকাঠী হল লক্ষ। আপনাকে ফরেক্সে কাজ করতে হলে সবার আগে একটা লক্ষ নির্ধারন করতে হবে। তারপর লক্ষ পুরনে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে আপনি ফরেক্স থেকে ভাল মানের প্রফিট পেতে পারেন। সুতরাং বলা যায় যে ফরেক্স ট্রেডিং এর জন্ন্য লক্ষ থাকা অনেক দরকার।

hasan019
2017-06-11, 10:21 AM
টার্গেট হবে মান্থলি। দিন তো খারাপ জেতেই পারে। আপনাকে দেখতে হবে মাস সেসে আপানার কত আসে। টার্গেট না থাকলে সফলতা আসে না তাই বলে আমাদের টার্গেট জেন আকাস সমান না হ্য জা পুরন করতে জেয়ে আমরা বেশি লটে ট্রেড দিয়ে সব লস করে ফেলি। আমার মান্থলি টার্গেট ৫০০ - ৮০০ পিপ্স। আমি নিউজ এ ট্রেড কম করি। ভাল ট্রেডার হলে প্রতিদিন ১০০ ২০০ পিপ্স কন বেপার না।

Srabon
2017-06-13, 01:51 PM
মারকেট এ প্রতিদিন আমাদের একটা টারগেট থাকা দরকার ।এই ফরেক্স মারকেট এ আমার টারগেট প্রতিদিন ১০ ডলার করে আমি ইনকাম করতে চাই,ঠিক এই ভাবে আমি আমার জীবন ফরেক্স এ সময় দিতে চাই্*।শুধু সফলতা আনার জন্য ।

Nur Alam
2017-06-13, 11:36 PM
লক্ষ ছাড়া কোনো কাজে তেমন সফলতা পাওয়া যায় না। ফরেক্সে ট্রেড করে সফলতা আনতে হলে আপনাকে সবার আগে লক্ষ নিতে হবে। এবং সেই লক্ষ অনুযায়ি আপনি যদি ট্রেড করেন তাহলে আপনার সফলতা অনেক দ্রুত আসবে। আর আপনি যদি বিনা লক্ষে ফরেক্সে কাজ করেন তাহলে আপনি ফরেক্সে তেমন উন্নতি করতে পারবেন না বলে আমি মনে করি।

uzzal05
2017-06-16, 08:31 PM
আমি প্রতিদিন এর টার্গেট করে ট্রেড করি না। আমি জানি প্রতিদিন টার্গেট পূরন হবে না। ফরেক্স লোয়ার টাইমঅফ্রেম দেখে ট্রেড করলে টার্গেট পূরন হতে পারে প্রতিদিনের। কিন্তু হাইয়ার টাইমফ্রেম দেখে মার্কেট এ প্রতিদিনের টার্গেট পূরন করা সইম্ভব হয় না।

Hoshen
2017-07-15, 11:51 PM
দুই হাজার ডলার ব্যলেন্স হলে মিনিমাম ১০০ ডলার প্রত্যেক দিন ইনকাম করা সম্ভব .

Zubaer54
2017-07-17, 10:05 PM
ফরেক্সে আমার প্রতিদিন কোনো টার্গেট নেই। আমি ফরেক্সে প্রতিদিনের মার্কেটের দেখে ট্রেড করি। ফরেক্স মার্কেটে এ যে যত বেশি সময় দিবে সে যত বেশি এ্যানালাইসিস করতে পারবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে।তবে ফরেক্সেে লোভ করা উচিত নয়।

Shadhin
2017-07-18, 08:10 PM
জিবনের যেকোন ক্ষেত্রে আপনার একটা লক্ষ্য থাকতেই হবে যার জিবনে লক্ষ্য নেই সে কখনোই জিবনে উন্নত হতে পারেনা আর ফরেক্স ট্রেড ব্যবসা এমন একটা ব্যবসা যদি আপনার টাগেট না থাকে তাহলে আপনি এখান থেকে আয় করতে পারবেন না তাই আমাদের সবার ফরেক্স এ একটা টার্গেট রাখতে হবে তবেই সাফল্য সম্ভব বলে আমি মনে করি

Momen
2017-07-22, 08:08 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ টার্গেট নিয়ে কাজ করেন তবে খুব সহজেই আপনি আপনার লক্ষে পৌঁছে যাবেন। এটি আপনার একাউন্ট কেও ভালো একটা মানি ম্যানেজমেন্ট এর আউতায় রাখে। যখনই আপনি একটা নির্দিষ্ট পরিমান লক্ষ পূরনের উদ্দেশ্যে ট্রেড করবেন তখন হয়তো আপনি লক্ষে পৌছাতে না পারলেও লক্ষের কাছাকাছি পৌঁছে যাবেন। তবে অবশ্যই, অতিরিক্ত রিস্ক নিয়ে কিছু করতে যাবেন না।