PDA

View Full Version : আসুন একটু চাপামারি!!



BD ONLINE
2015-09-05, 10:58 AM
ফরেক্স নিয়ে অনেক লিখালিখি করলাম। অনেক পড়াশুনা করলাম। অনেক এ্যানালাইসিস করলাম। মার্কেট নিয়েও অনেক ঘাটলাম। এখন একটু রিলাক্সের প্রয়োজন। আসুন এই ফাকে আমরা একটু চাপামেরে নি। কারন আমরা ফোরামে যারা আছি, তারা সবাই তো সফল তাই না! ফোরামের বিভিন্ন পোষ্ট পড়ে তো তাই বোঝা যায়। তাহলে এখানে সবাই সফল শুধু আমি বাদে। দেখি তাহলে পরীক্ষা করে। কে কে সফল। এই পোষ্টের মাধ্যমেই বোঝা যাবে যে, ফোরামে কতজন সফল ট্রেডার আছে। কেউই এড়িয়ে যাবেন না আমার এই পোষ্ট কে। এই পোষ্টের মাধ্যমে আমি প্রতি মাসে একটা জরিপ চালাতে চাই। আশা করি সবাই সবার কথা লিখবেন। প্রতি মাসের শেষ তারিখে একটা হিসেব প্রকাশ করা হবে যে, বাংলা ফোরামে কতজন সফল ও কতজন ব্যর্থ ট্রেডার আছে।

আমি আমার কথা দিয়েই শুরু করলাম:
ইনেক্সটাফরেক্স এ আমার বর্তমান ইনভেষ্ট: ২০০ ডলার, বোনাস ৬০ ডলার। সর্বমোট ব্যালেন্স ২৬০ ডলার। ০৫/০৯/২০১৫ তারিখ এর ব্যালেন্স ২৭০ ডলার।



:pআমি আশা করি এই পোষ্ট এ যে কয়টা ভিজিটর হবে সেই কয়টাই রিপ্লাই হবে।:p

Nishat Tasnim
2015-09-18, 11:32 AM
ভাই কি আর বলব আমি ৫ ডলার দিয়ে ফরেক্স শুরু করে দুই মাসের মধ্যে প্রায় ৫০০০০ ডলার ইনকাম করেছি . প্রতিদিন মাত্র ১ ঘন্টা কাজ করে।

Harun1650
2015-09-18, 12:36 PM
ভাই এই পোস্টটাতে কি সবাই চাপা মারতেছে নাকি সেটাই বুঝলাম না!!! ৫ ডলার ইনবেস্ট করে ৫০০০ ডলার ইঙ্কাম ইটস কোয়াইট ইম্পসিবল আবার সম্ভব যদি ভাল ট্রেডার হয়ে থাকেন। তবে ভাই আমি আসলে ২৩ ডলার নিয়ে ফরেক্স এ নামি এবং সেটাকে ১১৭ ডলার এ নিয়ে গিয়েছিলাম কিন্ত এর থেকে ৫০ থেকে ৬০ এর মত উত্তলন করলেও বাকি ডলার হারাতে হয়েছে এটাকে ধরে রাখতে পারি নি। এখন আমার ব্যালেন্স মাত্র ৫ ডলার আছে :p :p ।

swadip chakma
2015-09-18, 12:36 PM
ফরেক্স নিয়ে যখন কাজ করেছি তখন অনেক চিন্তা করেছি তবে অনেকে বলে এইটা নাকি চাপা মারার জায়গা আসলে কি সত্যি।আমি জানি ফরেক্স একটি মডেল ব্যবসা এটা কেন চাপামারার জায়গা হবে।যেকানে মানুষ আয় করে জীবন যাপন করতেছে তাহলে কোথায় আর চাপামারার জায়গা।বেপারটা হচ্ছে যখন টাকা আয় হবে তখন কাজের ফাকে ফাকে চাপামারা।

shakawath
2015-10-26, 10:52 AM
ভাই আমি তো দিনে ৫০০$ কামাই। একটু বেশি বলে ফেললাম মনে হয়। সরি আসলে এটা হবে ৫০$। এইবার ও চাপা মারলাম। এটা হবে ০.৫০$। এটাও চাপা। আমি আসলে বর্তমানে ট্রেড থেকে বিরত আছি। আর বাস্তবেই একদিনে সর্বোচ্চ ১০৮$ ইনকাম করেছিলাম। এটা কিন্তু চাপা না। বছর দুয়েক আগের কথা। যাই হোক যেদিন থেকে দৈনিক ৫০$ ইনকাম করব সেদিন শান্তি পাব।

mlbasumata
2015-10-26, 11:08 AM
১০০ ডলার আমি পাঁচটি ব্রোকারে ২০ ডলার করে ইনভেস্ট করে ট্রেড শুরু করি। ১০ শতাংশ বোনাস, তার মানে প্রতি একাউন্টে ২২ ডলার। তিনটি একাউন্টে শূন্যের মুখ দেখতে হয়েছে। বাকী দুটি একাউন্ট মিলে এখন ব্যালেন্স ৩১৫.৬৫ ডলার। আমি এইটা তিন সপ্তাহের পাঁচটি পরীক্ষামূলক ব্রোকারের কথা বললাম। অনেক দিন থেকে যে ব্রোকারে ট্রেড করে আসছি তা উল্লেখ করলাম না।

AbuRaihan
2015-12-25, 08:17 PM
ভাই এখানে তো চাপার কিছুই দেখলাম না ৤ আর আমি মনে করি আপনি অনেক বেশি সফল ৤ তবে আমি কিন্ত এই ফোরামের এমন একজন মেম্বার যে নিজেকে সফল বলতে লজ্জা করে ৤ কারণ আমি েএখানো পর্যন্ত আমার ট্রেডিং একাউন্ট হতে লাভ নিতে পারিনি ৤ তবে আমি মনে করি যে আমার ফরেক্স মার্কেটে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে আরে অনেক বছর লেগে যাবে ৤ কেননা আমি এই ফোরাম থেকে যা বোনাস পেয়েছি তার সবই এখান জিরোর পথে ৤ আল্লাহ বাঁচানে ওয়ালা ৤

basaki
2015-12-25, 08:52 PM
সত্যি কথা বলতে কি অনেক লোক আছে যে সারাদিন রাত চাপা মারতে পচন্দ করে। এক একটাই কারন কেউ কি বলতে পারবে। না পারলে আমিই বলে দিচ্ছি সেটা হচ্ছে চাপা মারতে পয়সা লাগে না।অনেক বলে আরে আমি ফরেক্স ট্রেডে কখনও লস করি না।

Selim BU
2015-12-25, 09:29 PM
ভাই কি চাপা মারলেন আর কি বোঝাইতে চাইলেন কিছুই বুঝলাম না :/ প্রথম কথা হলো এইটা চাপা মারার কোন জায়গা না। এইটা কাজের জায়গা। আপনাকে সবসময় কাজের কথাই বলতে হবে। চাপাবাজি করে আর যাই হোক ফরেক্স কখনো হয় না। বিষয়টা মাথায় রাখা উচিত।

Marufa
2015-12-25, 10:10 PM
আমি ৬১ ডলার বোনাস দিয়ে শুরু করেছিলাম । ব্যালেন্স টা কে ২২০ পযর্ন্ত নিয়ে যাই । এর মধ্যে দুইবার উইথড্র দেই । তারপর ক্রমাগত লস করি । ব্যালেন্স এখন ২০ ডলারের মত আছে । আশা করি আবার আগামী মাসে ভাল কিছু করতে পারব ।

sharifulbaf
2015-12-26, 08:31 AM
ফরেক্স যে আসলে লাভজনক পেশা তা বলার অপেক্ষা রাখেনা,ফরেক্স ট্রেড করে আমরা অনেক অর্থ উপার্জন করিতে পারি,ফরেক্স হল অনলাইনে যারা কাজ করে টাকা উপার্জন করি তার নিজের,ও পরিবারের,এবং দেশের উন্নত করে আমরা দেশকে অর্থশালী বানাতে পারব।

Realifat
2016-03-25, 04:31 PM
আমি ফরেক্স মার্কেটের একজন ব্যর্থ ট্রেডার।যদি ও পার্ট টাইম ফরেক্স করি তববুও অনেক সময় নিয়েই ট্রেড করার চেষ্টা করিরি। কিন্তু তারপরও এখন পর্যন্ত ফোরাম থেকে পাওয়া ১৫০ ডলার দিয়ে ট্রেড করে বোননো বড় প্রফিট করতে পারিনি। বরং অ্যাকাউন্টে বর্তমানে কোনো ব্যালেন্স নাই ট্রেড কররার জন্য। তাই আমি মনে করি আমি একজন ব্যর্থ ট্রেডার।

basaki
2016-05-07, 10:14 AM
ফরেক্স মার্কেটে চাপা মেরে কোন প্রকার লাভ হবে আপনার লাভ হবে আপনি যদি এই কাজ টা করেন সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।

HKProduction
2016-05-07, 10:48 AM
চাপা মারা ও তেল মারা প্রায় এক গোত্রীয়। এটির উৎপত্তি হচ্ছে প্রাচীন রাজ রাজাদের আমল থেকে। যে যত বেশি চাপা মারতে পারত সেই তত বেশি পদোন্নতি পেত। আমরা গোপাল ভাঁড়ের কথা সবাই জানি। তবে অনেকেই চাপাবাজ চিনতে পারি না। মনে রাখবেন , এদের হাতের তালুতে কখনো কোন রেখা থাকে না। তেল মারতে মারতে ও মালিশ করতে করতে রেখার দাগ উঠে যায়। সবাই নিজের হাত দুটি একবার দেখে নিন। দাগ আছে তো ?

basaki
2016-07-18, 09:13 PM
আসলে চাপা মারতে যদি পয়সা লাগত তবে কেউ মনে হয় চাপা মারতো না তাই সবাই চাপা মারতে পারে। কিন্তু যারা ফরেক্স মার্কেট কে মিয়ে চাপা মারে তাদের একাউন্ট ব্যলেন্স চেক করে দেখেন ক্কোন প্রকার ব্যলেন্স মনে হহয় তাদের একাউন্টে নাই। তাই আমাদের চাপা কম কম মারলে ভাল হবে।

Sahed
2016-07-19, 04:07 PM
অ*ামি এই ফোরাম থেকে প্রথমে ১০৫ ডলার বোনাস পাই । এই বোনাসের মাধ্যমে আমি ট্রেড করে পরবর্তীতে আমি আরও তিনটি একাউন্ট করি । যেখানে আমি ডিপোজিট করি যথাক্রমে ৬০,১০৬ এ্বং ৭৮ ডলার । বর্তমানে *আমার এই তিনটি একাউন্টে আছে ১৭০,৯০ এবং ৩১০ ডলার ।

sujon30
2016-08-30, 07:03 AM
ফরেক্স এ যদি আমি ৫০ ডলার দিয়ে ৫০০০ ডলার আয় করতে পারতাম তাহলে আমি আর কোন কাজ বা চাকরিও করতাম না। ফরেক্স নিয়েই বসে থাকতাম । ভাই ভা্লই হত তাই না? ৫০ ডলার ইনভেস্ট = ৫০০০ডলার আয় ভাইতো ভাই ভাল না! এমন একটি দিন আসবে যে আমি যদি ফরেক্স এ অনেক ভাল ট্টেডার হব এবং ফরেক্স্ এর যাবতীয় কুটিনাটি বিষয় গুলো আছে সেগুলো ভাল অভিজ্ঞতা অর্জণ করে কাাজে লাগালে এই ৫০ ডলার দিয়ে ৫০০০ ডলার ইনকাম করব।:yahoo:

siyambd
2016-08-30, 09:03 AM
ফরেক্স নিয়ে অনেকে অনেক কথা বলে। আসল কথা হলো কেহ কি তাদের রিয়েদ পেমেন্ট পুরুফ দেখায় যে আমি আজ এত ডলার আয় করছি। কথা বলার সময়তো অনেক চাপা মারেন। পারলে সাহস থাকলে পেমেন্ট দেখান এই মাসে আমার ফরেক্স দিয়ে এত ডলার আয় হয়েছে।

md arif khan
2016-08-30, 11:47 AM
আসলে আমি ফরেক্স ব্যাবসায় নতুন তাই এখনো আমার চাপা মারার সময় আসেনি।কারন এখান থেকে এখনো আয় করা শুরু করিনি মানে ট্রেডই করিনি।তবে আর অল্প কিছুদিনের মধ্যেই ট্রেড শুরু করব জানিনা আয় হবে কিনা।তবে আমি প্রতিদিন ৫ ডলার আয় করার চেষ্টা করব।

Md Sanuwar Hossain Hossai
2016-08-30, 12:11 PM
ফরেক্স করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।। ফরেক্স করে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনন,করতে পারি।। ফরেক্স কোনো চাপামারার যায়গা নয়+। ফরেক্স করে আমি প্রতি মাসে যেম্পন প্রফিট করেছি তেমনি মাস সেস হবার আগে একাউন্ট জিরু ও করেছি।।।।/ তবে আমি কখনো ফিরেক্স এ রিয়েল মানি ইনভেস্ট কনিনি



!উ

akterjinia87
2016-08-30, 12:28 PM
jodi english na ase tobe ki banglish a likha jabe

mithunsarkar
2016-08-30, 12:32 PM
আপনি থিক বলেছেন ফরেক্স করতে করতে আমাদের কিছু সময় চাপা মারি করা থিক হবে কিন্তু ভাই আমি যে কি চাপা মারব তা বুঝতে পারছি না | ফরেক্স যখন প্রথম করি ভেবে ছিলাম ফরেক্স আর করব না কিন্তু পরে খনে মনে হল ফরেক্স ত কন বেপার না পরিশ্রম করলে ফরেরক্স থেকে আয় করতে পারব|

kholil
2016-09-28, 10:54 PM
ফরেক্সে সবাই একটু কম বেশি চাপা মারি । সব থেকে বেশি চাপামারে তারাই যারা ফরেক্সে একটু ভাল বোঝে । যারা ফরেক্সে ভাল বোঝে তারা ফরেক্সে নাকি মার্কেট না দেখেই বলে দিতে পারে মার্কেটের কি অবস্থা । এই তো সেদিন আমি ফরেক্স মার্কেটের গতি পথ দেখে মার্কেটে একবারে ৫ ডলার দিয়ে ট্রেড ওপেন করি আর সাথে সাথেই তা থেকে আমার ২০/২৫ ডলার লাভ হয়ে গেল /। সবাই এরকম করতে হলে আমার সাথে যোগাযোগ কর ।

Mohammadriazulislam893
2016-09-29, 12:31 AM
আসলে আমি ফোরামে অনেক দিন ধরেই কাজ করছি আর প্রতি মাসে ঠিক ঠাক মত বোনাসও লাভ করেছি সেই বোনাস দিয়ে ফরেক্সে ট্রেড করে আমি প্রফিট লাভ করেছি এবং তা উঠাতেও পেরেছি তবে দেখেছি যে মাসের শেষের দিকে আমার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেছে।

sujon30
2016-09-29, 07:47 AM
ভাই আমি ফরেক্স এর ডেমো একাউন্ট এ 1500 ডলার আয় করেছিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার রিয়েল একাউন্ট এ এই 1500 ডলার থাকতো তাহলে আমি মনে হয় আকাশে উরতাম। এখন আমার মনে হচ্ছে আমি ফরেক্স এ এমন ভাবেই আয় করতে পারব। তাই আমি ফরেক্স এ বেশী বেশী কাজ করব যাতে আমি এই 1500 ডলার এর মত আয় করতে পারি।

Rahat015
2016-09-29, 07:55 AM
ভাই কি আর বলব আমি ৫ ডলার দিয়ে ফরেক্স শুরু করে দুই মাসের মধ্যে প্রায় ৫০০০০ ডলার ইনকাম করেছি . প্রতিদিন মাত্র ১ ঘন্টা কাজ করে।

চাপাবাজি অফ দা ডে। এত ভালোই চাপাবাজি করলেন যে আমি ৫০০০০ এই সংখ্যাটা না হলেও ৫০০ বার পড়ছি। আমি ভুল হচ্ছে নাকি আপনার ভুল হইয়ছে তা দেখার জন্য। আমি ১৫ ডলার দিয়ে ট্রেড শুরু করি। এখন্ আমার ব্যালেন্স ১২৫ ডলার মত আছে।

mithun30
2016-09-29, 12:21 PM
ভাই ফরেক্স করতে আমার ভাল লাগে কারন ফরেক্স লস করা যায় সহজে | লস তো করতে পারে সে যার অনেক ধরয আছে আমার কি ধরয বলেন ফরেক্স এর সাথে থাকুন ফরেক্স আপনাকে লস এর হারি দিবে |

RUBEL MIAH
2017-04-25, 04:13 PM
ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসা । এই ব্যবসা মডেল ব্যবসা হিসেবেও ধরা হয় । এটা কেন চাপামারার জায়গা হবে । আমরা দক্ষতার সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমার ব্যালেন্স এখন ও ডলার আগের মত আছে । আশা করি ভাল কিছু করতে পারব ।

shohanjacksion
2017-06-03, 04:25 PM
এখানে যারা মন্তব্য করব তারা সবাই চাপাবাজ। আসলে এই চাপাবাজির কি ফরেক্স বিষয়ক কোন ধরনের শিক্ষনীয় বিষয় লকক্ষনীয় নয়। ফোরামে এই ধরনের বিষয়সমূহ পোষ্ট করে ফোরামের অবমাননা না করে ফরেক্সকে গুরুত্ব দিয়ে শিখার চেষ্টা করুন নতুবা নিজে কোন ব্লগ তৈরী করে নিতে পারেন। কারন, এইসব বিষয়সমূহ কোন বিদেশী ভাষায় বিশ্লেষন করে বিদেশীরা দেখলে আমাদের দেশেরই বদনাম হবে। একবার ভাল করে ভেবে দেখুন আমাদের এশিয়ার পূর্বের ইতিহাস বনাম বর্তমান ইতিহাস বনাম ভবিষ্যৎ সম্ভবনা।