PDA

View Full Version : একাট থ্রেড এ কয়টি পোষ্ট করা যাবে?



BD ONLINE
2015-09-07, 01:25 PM
সব সময় সক কথা মনে থাকে না তাই পোষ্ট করার সময় লেখা হয় না। আসলে আমি বলতে চাচ্ছিলাম একটি থ্রেড এ কয়টি পোষ্ট করা যায়?

Foyazur
2015-09-07, 04:45 PM
আমি ঠিক জানি না তবে আমার মতে আপনে ফোরাম পোস্ট বোনাস পেতে হলে একটি থ্রেডে একটি পোস্ট করতে পারবেন।যদি এক থ্রেড দুইটা পোস্ট হয় তাহলে আমার মতে পোস্ট বাতিল করে দেওয়া হয়।তারপর যদি কোন অবিজ্ঞ ট্রেডার থেকে থাকেন তাহলে তারাই ভাল বলতে পারবে ধন্যবাদ।

Nishat Tasnim
2015-09-11, 04:22 PM
এ বিষয়ে আমি ঠিক জানি না। তবে মনে হয় ৫০০ পোস্ট করা যায়

basaki
2016-01-23, 09:07 AM
একটা থ্রেডে যে কয়টি পোস্ট করা যাবে এটা আমার প্রশ্ন। আমিও মাঝে মাঝে কনফিউশন এর মধ্য পরে যাই যে একটি থ্রেডে কয়টি পোস্ট করা যাবে। তবে আমি মনে করি যে একটি থ্রেডে বেশি পোস্ট না করাই অনেক ভাল।কারন ফরেক্স ফোরামে থ্রেডের কোন অভাব নেই বলে আমি জানি।

Sahed
2016-01-23, 04:43 PM
এই বিষটি সম্পর্কে আমারও অজানা । তবে একটি থ্রেডে বোনাস পাওয়ার জন্য একটি পোস্ট সম্ভবত গ্রহন যোগ্য । একটি থ্রেডে একের অধিক পোস্ট করলে আপনার পোস্টটি বাতিল করে দেওয়া হয় । তাছাড়া আপনার একাউন্টটি বেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে ।

Realifat
2016-01-25, 08:53 AM
একটি থ্রেডে স্বাভাবিকভাবেই একটা পোস্ট করতে পারবেন।তবে কয়টা পোস্ট করবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই।কারন প্রয়োজনের তাগিদে একটা থ্রেডে একের অধিক পোস্টও করা যায়।তবে একটি থ্রেডে প্রয়োজন ব্যতিরেখে একাধিক পোস্ট করলে স্পামিং হিসেবে সাসপেন্ড হতে পারেন।তাই স্বাভাবিকভাবেই প্রতিটি খ্রেডে একটি পোস্ট করার চেষ্টা করুন।

MotinFX
2016-01-25, 12:09 PM
আমি যতটুকু জানি একটা থ্রেডে একটা প্রশ্ন করা যায় একটা উত্তর দেওয়া যায় এবং কেই যদি কোন কিছু জানতে চাই তাহলে আপনার একাদিক উত্তর দিতে পারেন সব উত্তর বিন্ন বিন্ন হতে হবে কারন এক রকম উত্তর দিলে সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তাই এইভাবে একাদিক উত্তর দেওয়া যায়।

raju0000
2016-01-27, 01:47 PM
আসলে ফোরাম পোস্ট এর বিভিন্ন নিয়ম রয়েছে, আপনি সেই নিয়ম গুলো অতিক্রম করতে পারবেন না, যদি করেন তাহলে আপনার একাউন্ট বান হয়ে যেতে পারে, আর সেটা মেনে চলার জন্য একটা ফরেক্স এর নিয়ম হছে যে আপনি একটা থ্রেড এ একের বেশি পোস্ট করতে পারবেন না, কারপ্ন একটি থ্রেড এ আপনার একটি মন্তব্যই যথেষ্ঠ, এর বেশি দরকার নেই.

Marufa
2016-02-18, 01:59 PM
আপনি একটি থ্রেডে আপনার প্রয়োজন মত আলোচনা সুবির্ধাতে যে কয়টি পোষ্ট দরকার করতে পারবেন । তবে অপ্রয়োজনে একটি থ্রেডে একাধিক পোষ্ট করতে যাবেন না । যদি কারও থ্রেডের উত্তর দিতে হয় তবে আপনি নতুন করে উত্তর দিতে পারেন । বা নতুন বক্তব্য পেশ করতে হলে পেশ করতে পারেন । তবে বিষটা বেশি করবেন না ।

Fxaziz
2016-02-18, 03:10 PM
ফোরাম সম্পর্কে আমি যত টুকু জানি ফোরাম এ আপনি আপনার মত করে পোস্টিং করতে পারবেন।তবে হ্যাঁ তা হতে হবে মানসম্মত।আপনি যদি ভুলবাল পোস্টিং করেন তাহলে ফরেক্স ট্রেডার বা যারা ফোরাম এ পোস্টিং করে তারা ভুল জানবে।তাই ফোরাম এ আপনি যদি ভলভাবে পোস্টিং করতে পারেন তাহলে আপনি আপনার মত করে পোস্টিং করতে পারবেন। আমি ফোরাম এ ১ দিনে ৫০ টার মত পোস্টিং করি।আমি ফোরাম এ পোস্টিং করার সময় অতি যত্ন সহকারে পোস্টিং করে থাকি।

MoinFX
2016-02-18, 04:01 PM
ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করার জন্য আমাদের কে ফোরামে কাজ করে বোনাস ডলার দিয়ে আমরা রিয়াল মার্কেটে কাজ করতে পারি । আমি মনে করি একটা থ্রেডে একটা পোস্ট করা যায় তবে প্রশ্ন করলে একাদিক উত্তর দেওয়া যায ফোরামে বিভিন্ন পোস্ট পড়ার সময় দেখা যায় এক জনের একাদিক উত্তর ।

hkabirshas
2016-02-18, 07:33 PM
ফরেক্স সম্পর্কে আমি যতটুকু জানি যে ফোরামে আপনি নির্দিষ্ট থ্রেড-এর উত্তর অথবা প্রয়োজনীয় প্রসঙ্গিক মন্তব্য লিখবেন অবন্তর কোন আলোচনা না করাই উত্তম। অপ্রাসঙ্গিক মন্তব্য করলে আপনার ক্ষতি হতে পারে। আর একটি থ্রেডে অপ্রয়োজনে একাধিক পোস্ট না করাই ভাল। অপ্রয়োজনে একাধিক পোস্ট করলে একাউন্ট বেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

sharifulbaf
2016-03-28, 10:54 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার জন্য ফোরামে একাউন্ট করে থাকি যাতে আমরা অনেক কিছু শিখতে পারি,তাই আমরা ফরেক্স ফোরামে পোষ্ট করে থাকি,ফোরামে পোস্টের বিনিময়ে আমরা বোনাস ডলার পাই যা দ্বারা আমরা রিয়েল মার্কেটে ট্রেডিং করে থাকি,আমি বলি একটি থ্রেডে একটি পোস্ট দিতে হয় বেশি না।

golam0000
2016-03-29, 01:02 AM
একটি থ্রেড এ আপনি একটি পোস্টি করতে পারবেন.যদি আপনার পোস্ট করার পর মনে হয়ে থাকে যে আরো কিছু বলার আছে বা কোনো সংশোধন করার আছে তাহলে এডিট করে নিতে পারেন.কিন্তু আপনি বেবহার্কারী হিসেবে একটি থ্রেড এ একটি পোস্ট ই দিতে পারবেন.এর বেশি দিলে টা পোস্টিং আইনের বিপরীত হতে পারে.

Fasor
2016-03-29, 08:38 AM
আমি একটি থ্রেড এ একটি পোস্ট করি। এবং যদি থ্রেড ও ওপেন করি তাহলে ওইটার নিচে কোন পোস্ট করি না। কারণ যদি তারা কোন কারনে বাতিল করে দেয়। কোন জায়গায় নির্দিষ্ট করে কোনকিছু বলা নেই। তাই আমাদের একটি করেই পোস্ট করা উচিৎ বলে আমার মনে হয়।

Md Akter Hossain
2016-03-29, 11:04 AM
একাট থ্রেড এ অাপনি যত খুশি পোষ্ট-করা করতে পারবেন । তবে একই পোস্ট বার বার করতে পারবেন না । একই পোস্ট যদি বার বার করেন তাহলে আপনি এজন্য নোটিশ পেতে পারেন । এবং মডারেটরগণ আপনাকে বিনা নোটিশে ব্যানও করতে পারেন । ফোরামের নীতিমালা মেনে পোস্ট করা উচিত ।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-30, 03:18 PM
আমি জতদুর জানি ফোরাম এ একজন বেক্তি মানসম্মত পোস্ট করতে পারে । লে পোস্ট করবে তা অবশ্যই মানসম্মত হতে হবে।কারন একজন নতুন ট্রাডের একান থাকে জানতে পারে। তাই ভুল পোস্ট না করাই উচিত। এক দিন ২০-৩০ পোস্ট করে ভালো বলে আমি মনে করি।

uzzal05
2016-03-30, 03:38 PM
একটী থ্রেড এ যখন আপনি প্রশ্ন করবেন তখন অব্যশই আপনি সেই প্রশ্নের উত্তর আশা করেন। সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে অব্যশই সেই থ্রেড এ ঢুক্তে হবে। আপনি সেই প্রস্ন নিয়ে নানা ধরেনএর কথা বলতে পারেন। কিন্তু আপনার পোস্ট ভিন্ন ভিন্ন হতে হবে। একই লেখা বার বার কোন জায়গায় পোস্ট করা যাবে না।

nawfal
2016-08-31, 02:51 AM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি

nawfal
2016-08-31, 02:53 AM
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার

aida
2016-09-30, 04:58 AM
একটা থ্রেডে যে কয়টি পোস্ট করা যাবে এটা আমার প্রশ্ন। আমিও মাঝে মাঝে কনফিউশন এর মধ্য পরে যাই যে একটি থ্রেডে কয়টি পোস্ট করা যাবে। তবে আমি মনে করি যে একটি থ্রেডে বেশি পোস্ট না করাই অনেক ভাল।কারন ফরেক্স ফোরামে থ্রেডের কোন অভাব নেই বলে আমি জানি।

motiar
2016-09-30, 08:17 AM
একটি থ্রেডে একটি পোসট করার সুযোগ এতে আপিনি বনাস পাবেেন । একের অধিক পোস্ট করলে বনাস পা্বেন না । দেখে তাকবেন যেথ্রেডের উপ্অর আপনি পোস্ট করলেন সেখানে একটি সবুজ রং এর টিক চিহ্ন পড়ে যায় তার মানে এটার উপর পোস্ট করা হয়ে গেছে ।

motiar
2016-09-30, 08:25 AM
আমি মনে করি প্রতিদিনের ক্যান্ডেলের চারট থেেকে সাপোরট /রেসিস্টেন্স অনুযায়ী চ্যানেল মিলিয়ে একঘন্টার ক্যান্ডেলের সাথে চ্যানেল মিল রেখে সঠিক সময়ে ফন্ডামেন্টালের দিকে খেয়াল রেখে ট্রেড দিলে প্রফিট হবে । এখানে লোভ না করে সঠিক সম্অয়ে ক্লোজ করতে হবে ।

Forex Boy
2016-09-30, 09:55 AM
একটি থ্রেডে আপনি একের অধিক পোষ্ট লিখতে পারবেন না। তবে যদি দেখা যায় যে থ্রেডে আপনার নাম দেখাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি আরেকবার পোস্ট কোরে দেখতে পারেনন কিন্তু অযতা বার বার পোস্ট করলে আপনাকে ব্যান কোরে দিতে পারে। এ ব্যাপারে অবশ্যই সতর্কতা বজায় রাকতে হবে।

SHOYEB
2016-09-30, 09:58 AM
একটি থ্রেডে একটিই পোষ্ট করা যায় একের অধিক পোষ্ট করলে বাতিলযোগ্য বলে গণ্য হবে তাই আমাদের মনে রাখতে একের অধিক বেশি পোষ্ট করব না ।

kholil
2016-09-30, 11:07 AM
আমি ফরেক্সে নতুন তাই ফরেক্স সম্পর্কে ভাল করে তেমন কিছু জানি , তাই আমি বলতে পারছি না যে ট্রেডে কয়টি পোষ্ট করা যাআয় একটা পেজ় ঠেকে শেতা আমী থীক জ়াণী ণা । ফোড়েক্সেড় ফড়ামে যদি কেউ প্রতিদিন ভাল করে অনেক পোষ্ট করতে থাকে তাহলে মাস শেষে সে ফরেক্স থেকে অনেক ভাল করতে পারবে এবং ফরেক্স থেকে প্রতিমাসে অনেক টাকা আয় করা যাবে , কোন ইনভেস্ট ছাড়া ।

rafizul
2016-09-30, 11:21 AM
একটি থ্রেড নিদিষ্ট কতটি পোষ্ট করা যায় তা নিয়ে কোন মতবিনিময় করা সম্ভব নয় । কেননা আপনি ফরেক্ম ফোরামে একটি থ্রেড এ অনেক পোষ্ট করতে পারেন । এর কোন নিদির্ষ্টতা নেয়্ । উক্ত ধ্রেড থেকে যর্থার্থ থ্রেড এর টোষ্ট গুলো ফরেক্স ফোরামের মোডারেটর সংরক্ষন করবেন ।

Ajobja12
2016-09-30, 01:33 PM
স্টপ লস একাউন্ট কে বড় ক্ষতির হাত থেকে বাচাতে যে কোন প্রাইসে বসানো হয় যেমন বাই এর জন্য বাই প্রাইসের নিচে আর সেলের জন্য সেল প্রাইসের উপরে বসানো হয় কিন্তু কত পিপসে বসাবেন সেটা আপনার ব্যাপার। আর টেক প্রফিট কোন নিদ্দিষ্ট প্রাইসে প্রফিট নেওয়ার জন্য বাইয়ের উপরে আর সেলের নিচে বসানো হয় কিন্তু পিপস কত হবে সেটা নিজ নিজ ব্যাপার । ধন্যবাদ।

Competitor
2016-12-12, 09:22 PM
একটা থ্রেডে আমার জানা মতে একটাই পোস্ট দেয়া যাবে । তবে মনে রাখতে হবে । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তাদেরকে অবশ্যই ফোরামের সাথে থাকতে হলে ফোরাম কর্তৃপক্ষের নির্ধারিত নীতিমালা ও সংবিধিবদ্ধ নিয়মকানুন মেনে চলতে হবে । ফরেক্সে অবশ্যিই অনেক বেশি পরিমাণে জ্ঞান অর্জনের জন্য আমাদের নিয়মিত ফোরামের সাথেই সংযুক্ত থাকাা উচিত । এতে মূল্যবান অনেক কিছু শিখা যাবে ।

nazib72
2016-12-12, 11:12 PM
প্রতিটা থ্রেড এ আপনি একটা করে পোষ্ট করতে পারবেন,এর বেশি হলে বাড়তি পোষ্টের জন্য আপ্নাকেকোন বোনাস দেয়া হবে না আবার একাধিক যায়গায় এরকম একাধিক পোষ্ট করার কারনে আপনার পোষ্টিং id ব্যানেড করে দেয়া হতে পারে তাতে আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। কিন্তু আমি এতা জানি না যে একটা থ্রেড পোষ্টে মো্ট কতগুলো পোষ্ট করা যায়।

msisohel
2016-12-13, 09:31 AM
কতগুলো জানি না তবে কাল পর্যন্ত ৫২ পোস্ট করেছি ।

eshahid
2016-12-13, 09:39 AM
ধরুন আপনি একটি থ্রেড ওপেন করলেন কোন একটি বিষয় এর উপর যা আপনি সবার সাথে শেয়ার করতে চাচ্ছেন এবং শেয়ার করলেনও। অাপনার থ্রেডটি অামি পড়ে একটা প্রশ্ন করে বসলাম যে ভাই এই দিকটা যদি অরেকটু বলতেন তখন অাপনি আমাকে উদ্দেশ্য করে আবার পোস্ট করলেন। এভাবে অাপনি একাধিক পোস্ট করতে পারেন একই বিষয়ের উপর তবে তা প্রয়োজন অনুসারে।

uzzal05
2016-12-13, 10:01 AM
আমি যতটুকু জানি একটি থ্রেড এ আপনি একাধিক পোস্ট করতে পারবেন। কিন্তু একই লেখা বারবার পোস্ট করা যাবে না। অর্থাৎ আপনাকে বিভিন্ন লেখা পোস্ট করতে হবে। কিন্তু একই লেখা যদি আপনি পেস্ট করেন তাহলে আপনি ডূপ্লিকেট পোস্ট করে ফেলবেন। সুতরাং এটা বুঝে করতে হবে।

ONLINE IT
2016-12-13, 11:17 AM
একটি থ্রেডে মুলত আপনি একটি পোষ্টই করতে পারবেন। একাধিক করা ঠিক নয়। তা ভাল দেখায় না। তবে জানার প্রয়োজনে বা জানানোর প্রয়োজনে আপনি একাধিক পোস্ট করতে পারবেন। যেমনঃ আপনি কোন থ্রেডে পোষ্ট করলেন কিছুক্ষন পরে কোন একজন সদস্য আপনার কাছে কোন কিছু জানতে চাইল। আপনি তার উত্তর দিতে পারবেন। এভাবে যতবার জানতে চাইবে আপনি ততবার উত্তর দিতে পারবেন।

Skfarid
2016-12-15, 01:41 PM
বাংলাদেশ ফরেক্স ফোরাম এর কিছু নির্দিষ্ট রুল আছে । সে রুল অনুযায়ী ফরেক্সে ফোরামের পোস্ট করকত হবে , নতুন কোন পোস্ট বা কমেন্টে কপি পেস্ট নিষিদ্ধ। কপি পেস্ট কারীর আইডি কোন ঘোষণা ছাড়া বাতিল হতে পারে। আমার মতে এক পোস্টে এক বারের বেশী পোস্ট না করাই ভাল।

ucall
2017-02-21, 07:53 PM
আমার জানামতে একটি থ্রেডে স্বাভাবিকভাবেই একটা পোস্ট করতে পারবেন।তবে কয়টা পোস্ট করবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই।কারন প্রয়োজনের তাগিদে একটা থ্রেডে একের অধিক পোস্টও করা যায়।তবে একটি থ্রেডে প্রয়োজন ব্যতিরেখে একাধিক পোস্ট করলে স্পামিং হিসেবে সাসপেন্ড হতে পারেন।তাই স্বাভাবিকভাবেই প্রতিটি খ্রেডে একটি পোস্ট করার চেষ্টা করুন।

InstaForex Sushantay
2017-02-22, 10:28 AM
সব সময় সক কথা মনে থাকে না তাই পোষ্ট করার সময় লেখা হয় না। আসলে আমি বলতে চাচ্ছিলাম একটি থ্রেড এ কয়টি পোষ্ট করা যায়?

প্রিয় ফোরাম সদস্যগন,
সাধারণত একটি থ্রেডে আপনি অনেকগুলো পোষ্ট করতে পারেন, তবে সেটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। যেমন কাউকে সাহায্য করা কিংবা কারো ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু যদি আপনি একটি থ্রেডে বিনা কারনে একাধিক পোষ্ট করেন সেটা বোঝা যায় আপনি বোনাস পাবার জন্য এই কাজটা করছেন।
একটি থ্রেডে েকোন ব্যাক্তির একাধিক মন্তব্য করাটাও দৃষ্টিকুট। সুতরাং আপনাদের সবধানতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ

cane
2017-02-22, 10:49 AM
আমার মনে হয় একটি থ্রেডে স্বাভাবিকভাবেই একটা পোস্ট করতে পারবেন।তবে কয়টা পোস্ট করবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই।কারন প্রয়োজনের তাগিদে একটা থ্রেডে একের অধিক পোস্টও করা যায়।তবে একটি থ্রেডে প্রয়োজন ব্যতিরেখে একাধিক পোস্ট করলে স্পামিং হিসেবে সাসপেন্ড হতে পারেন।তাই স্বাভাবিকভাবেই প্রতিটি খ্রেডে একটি পোস্ট করার চেষ্টা করুন।

1998am
2019-10-05, 11:11 PM
একটি থ্রেড নিদিষ্ট কতটি পোষ্ট করা যায় তা নিয়ে কোন মতবিনিময় করা সম্ভব নয় । কেননা আপনি ফরেক্ম ফোরামে একটি থ্রেড এ অনেক পোষ্ট করতে পারেন । এর কোন নিদির্ষ্টতা নেয়্ । উক্ত ধ্রেড থেকে যর্থার্থ থ্রেড এর টোষ্ট গুলো ফরেক্স ফোরামের মোডারেটর সংরক্ষন করবেন ।

Sajedulkabirsagor
2019-11-12, 01:13 PM
কিছুরেই নিয়ম থাকে, নিয়মের বাহিরে কোন কিছুই নেই। ফোরামের ও কিছু নিয়ম রয়েছে। ফোরামে এ আপনি একটি মাত্র পোস্ট করতে পারবেন। আর এই নিয়মটি আমাদের আপনাদের ভালর জন্যই করা হয়েছে ।

abilkis7
2019-11-12, 08:31 PM
এই সম্পর্কে আমি সঠিক বলতে পারি না। তবে পোস্টিং করার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, পোষ্টটি যাতে মানসম্মত হয়। আপনি যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং নিজের খামখেয়ালী প্রশ্ন করে থাকেন তাহলে এ্যাডমিন আপনার একাউন্ট বাদ করে দিতে পারে।

fxhazera
2020-02-12, 01:11 AM
একটি থ্রেডে একটি প্রশ্ন আর একটির প্রশ্নের বিপরীতে আপনি একটি মানসম্মত উওর দিতে পারেন।

Mas26
2020-02-13, 07:20 PM
ফোরাম সম্পর্কে আমি যত টুকু জানি ফোরাম এ আপনি আপনার মত করে পোস্টিং করতে পারবেন।তবে হ্যাঁ তা হতে হবে মানসম্মত।আপনি যদি ভুলবাল পোস্টিং করেন তাহলে ফরেক্স ট্রেডার বা যারা ফোরাম এ পোস্টিং করে তারা ভুল জানবে।তাই ফোরাম এ আপনি যদি ভলভাবে পোস্টিং করতে পারেন তাহলে আপনি আপনার মত করে পোস্টিং করতে পারবেন। আমি ফোরাম এ ১ দিনে ৫০ টার মত পোস্টিং করি।আমি ফোরাম এ পোস্টিং করার সময় অতি যত্ন সহকারে পোস্টিং করে থাকি।

TANJIRZOOM2020
2020-02-22, 06:18 PM
আমি ফরেক্স ফোরাম এ নতুন হওয়ায় যতটুক জানি।একটি ট্রেডে একের অধিক পোষ্ট করা যাবে।তবে একই পোষ্ট বারবার করা যাবে না।অহেতুক কোন পোষ্ট ও করা যাবে না।এ ছাড়া পরিচিত সিনিয়র মেম্বরদের কাছ থেকে পোষ্ট করার বিষয় ভাল ভাবে যেনে করা টায় ভাল।

fxismail
2020-03-01, 04:14 PM
একটি থ্রেড মানে তো একটি প্রশ্ন।আর একটা প্রশ্নের উত্তর তো একটাই হবে।তাই একটি থ্রেডে একটির বেশি পোস্ট না করাই ভালো।।

Sapna1212
2020-03-01, 10:58 PM
আমার প্রিয় ভাই, আমরা দু: খিত সেতুটি 5 ফুট কেবল একটি থ্রেডে এটি করতে পারি we আমরা যদি মানের এবং ভাল পোস্ট করি তবে আমরা এটিতে খুব ভাল হতে পারি এবং হামিদ ফরেক্স ট্রেডিংয়ে খুব সফল এবং আমরা আপনার সম্পর্ক বাড়াতে অনেক প্রচেষ্টা প্রয়োজন

Rajib_Biswas
2020-03-02, 09:40 AM
আমি গত কয়েকদিন থেকেই ফোরামে পোস্ট করতে পারছি না। কোন সেকশন এর থ্রেড উন্মুক্ত হচ্ছে না আমার ব্রাউজারে। মোবাইল বা ল্যাপটপ কোনোটাতেই কোন সেকশনে ঢুকতে পারছি না। এমনটা কি আমার সাথে হচ্ছে না আপনাদের সাথেও হচ্ছে।

IFXmehedi
2020-03-02, 11:59 AM
ভাই আমার ক্ষেত্রেও একি অবস্থা । আমার মনে হয় ফোরাম আপগ্রেশান এর কাজ চলছে । আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে । হয়তো দূরত্বই সমস্যাটা ঠিক হয়ে যাবে ।
ধন্যবাদ

amreta
2020-03-02, 06:50 PM
সব সময় সক কথা মনে থাকে না তাই পোষ্ট করার সময় লেখা হয় না। আসলে আমি বলতে চাচ্ছিলাম একটি থ্রেড এ কয়টি পোষ্ট করা যায়?

প্রিয় সদস্য আগর হাম বন্ধু মেইন রিপ্লাই করতে হ্যায় তো হামেন চাহী কি হাম উসমেং এক হাই রিপ্লাইস কারেন আগর এপকা এক জবাব মেইন আচ্ছার জ্ঞান বা অভিজ্ঞতা হোগা টু অপকো ইউএসএ পোস্ট পোস্টে আচ্ছা বোনাস মিল সাক্ট হ্যায়

Pavel66
2020-07-19, 12:02 AM
একটি থ্রেডে একটি পোসট করার সুযোগ এতে আপিনি বনাস পাবেেন । একের অধিক পোস্ট করলে বনাস পা্বেন না । দেখে তাকবেন যেথ্রেডের উপ্অর আপনি পোস্ট করলেন সেখানে একটি সবুজ রং এর টিক চিহ্ন পড়ে যায় তার মানে এটার উপর পোস্ট করা হয়ে গেছে ।একটি থ্রেডে একটি পোসট করার সুযোগ এতে আপিনি বনাস পাবেেন । একের অধিক পোস্ট করলে বনাস পা্বেন না । দেখে তাকবেন যেথ্রেডের উপ্অর আপনি পোস্ট করলেন সেখানে একটি সবুজ রং এর টিক চিহ্ন পড়ে যায় তার মানে এটার উপর পোস্ট করা হয়ে গেছে ।

AbdulRazzak
2021-01-25, 08:56 PM
নিশ্চিত নয়, তবে আমি মনে করি আপনি যদি কোনও ফোরাম পোস্ট করে বোনাস পান তবে আপনি বিষয়টিতে পোস্ট করতে পারেন। কোনও থ্রেডের দুটি পোস্ট থাকলে আমি মনে করি পোস্টটি বাতিল হয়ে যাবে।

Mas26
2021-03-02, 08:02 PM
আমি যতটুকু জানি একটা থ্রেডে একটা প্রশ্ন করা যায় একটা উত্তর দেওয়া যায় এবং কেই যদি কোন কিছু জানতে চাই তাহলে আপনার একাদিক উত্তর দিতে পারেন সব উত্তর বিন্ন বিন্ন হতে হবে কারন এক রকম উত্তর দিলে সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তাই এইভাবে একাদিক উত্তর দেওয়া যায়।

EmonFX
2021-09-26, 11:07 AM
সব সময় সক কথা মনে থাকে না তাই পোষ্ট করার সময় লেখা হয় না। আসলে আমি বলতে চাচ্ছিলাম একটি থ্রেড এ কয়টি পোষ্ট করা যায়?

সাধারণ নিয়ম অনুযায়ী আপনি একটি ট্রেডে একটিমাত্র পোস্ট বা মন্তব্য করতে পারবেন। প্রথমত, প্রকৃত থ্রেড ওপেনকারী যে বিষয়টি জানতে চেয়েছেন অথবা বিশ্লেষণ করেছেন সেই বিষয়ের উপর আপনার উত্তর অথবা মতামত ব্যক্ত করতে পারবেন। তবে আপনি ঐ থ্রেডের মধ্যে অন্য কোন সদস্য যদি ভিন্ন কোনো বিষয় নিয়ে জানতে চান অথবা সে যে বিষয়টি তুলে ধরেছে সে বিষয়টি কতটা যৌক্তিক এবং সত্য সেটা রিপ্লাই দেয়ার জন্য আপনি তার কমেন্ট কোট করে রিপ্লাই দিতে পারবেন। এভাবে আপনি একাধিক সদস্যের পোস্ট কোট করে রিপ্লাই দিতে পারবেন। তাছাড়াও এনালাইসিস মুলক ট্রেড এর ক্ষেত্রে আপনি যতখুশি পোস্ট বা মন্তব্য করতে পারবেন তাতে কারো কোনো সমস্যা হবেনা। আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি।