PDA

View Full Version : তুরস্কে গেমিং স্টার্ট-আপে ১২০ কোটি ডলার বিনিয়োগ



Tofazzal Mia
2023-09-17, 05:33 PM
তুরস্কে গেমিং স্টার্ট-আপগুলো ২০১৮-২২ সাল পর্যন্ত ১২০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগের পরিমাণ ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল (মেনা)। স্টার্ট-আপ ডেটা প্লাটফর্ম ম্যাগনিট জানিয়েছে, পাঁচ বছর সময়ে এ কোম্পানিগুলো ১২০ কোটি ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে, বার্ষিক প্রবৃদ্ধি ২৬৩ শতাংশ। অন্যদিকে মেনা অঞ্চলজুড়ে বিনিয়োগের পরিমাণ ছিল ৫ কোটি ৯০ লাখ ডলার। দুবাইভিত্তিক গবেষণা সংস্থাটি জানায়, ২০২১ সালে দেশটির বিনিয়োগ বেড়ে ৫০ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছায়। যার মধ্যে একটি ১৫ কোটি ৫০ লাখ ডলারের মেগা চুক্তি ছিল। এটি ২০২০ সালের বিনিয়োগ ২ কোটি ২০ লাখের তুলনায় বেশি। এ খাত আরো এক-চতুর্থাংশেরও বেশি বেড়ে ২০২২ সালে ৬৩ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছায়। এর মধ্যেও একটি ২৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের একটি মেগা চুক্তি ছিল। এ খাতে আন্তর্জাতিক অংশগ্রহণও বেড়েছে। মোট বিনিয়োগকারীর মধ্যে ৬২ শতাংশ বিনিয়োগকারী বিদেশ থেকে এসেছেন।
সমীক্ষা থেকে বোঝা যায়, বিনিয়োগকারীর দিক থেকেও তুরস্ক আবার মেনা অঞ্চলকে ছাড়িয়ে গেছে। পাঁচ বছরের ব্যবধানে, তুরস্কের গেমিং খাতে শীর্ষ তিন বিনিয়োগকারীর মধ্যে স্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম মেকার্স ফান্ড ও ইউএসভিত্তিক বাল্ডারটন ক্যাপিটাল, যারা একসঙ্গে ১০ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে, তারপর ইউকেভিত্তিক ইনডেক্স ভেঞ্চারস ৯ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করেছে । ম্যাগনিট জানায়, ২০২২ সালে তুরস্কে মোট গেমিং আয় ২৫০ কোটি ডলার ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৪ কোটি ২০ লাখ ডিজিটাল প্লেয়ার রয়েছে। এছাড়া এ খাতে সরকারি সহযোগিতাও রয়েছে ।
http://forex-bangla.com/customavatars/908197965.jpg