PDA

View Full Version : ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ করছে সৌদি আরব



Tofazzal Mia
2023-09-17, 05:34 PM
আল-রাজি ব্যাংক, আলিনমা ব্যাংক ও ব্যাংক সৌদি ফ্রান্সিসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিংয়ে পরিবর্তন আনতে চাচ্ছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি থেকে জানা যায়, ডিজিটাল ব্যাংকিং খাতের ভূমিকা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের উন্নত সেবা দেয়াই এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য।
চুক্তিগুলো কোম্পানিগুলোকে বিনিয়োগ সমৃদ্ধ করতে সুযোগ দেবে। এরই সঙ্গে জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি ও বৈচিত্র্য আনতেও অবদান রাখবে। বিনিয়োগ মন্ত্রণালয় ও রিয়াদ ব্যাংকের মধ্যে পূর্ববর্তী একটি চুক্তির ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ কোম্পানিগুলোর কর্মচারীরা অ্যাকাউন্ট খোলা, ব্যাংকিং কার্ড ইস্যু করা, স্পেশাল মেম্বারশিপ যোগদানসহ বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন। রিয়াদ ব্যাংক জোর দিয়ে বলেছে, এ ডিজিটাল ব্যাংকিং পরিষেবাগুলো সৌদি কিংডমে বিনিয়োগের পরিবেশকে উন্নত করবে, পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগকে বৈচিত্র্যময় করে তুলতে সহায়তা দেবে। তারল্য সংকট থাকা সত্ত্বেও সৌদি আরবে ব্যাংকের জন্য পরিচালনার পরিবেশ ইতিবাচক থাকায় ব্যাংকগুলো ২০২৩ সালে ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে। ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ জানায়, ভিশন ২০৩০, বেসরকারি খাতের ঋণ সম্প্রসারণ, বেকারত্বের হার কমানো এবং সরকারি মূলধন ব্যয় বাড়ানোর মতো সরকারি উদ্যোগে পরিচালিত তেলবহির্ভূত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাংকগুলোকে মুনাফায় রাখবে।
http://forex-bangla.com/customavatars/1354655751.jpg