PDA

View Full Version : দুর্দান্ত ৫জি মোবাইল আনল নকিয়া



Tofazzal Mia
2023-10-01, 05:54 PM
এ বছরের শুরুতেই প্রায় দশটি মডেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসে নকিয়া। এসব দুর্দান্ত স্মার্টফোন বাজারে নিয়ে এসে বিশ্ববাজার দখলের লড়াইয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল এই স্মার্টফোন নির্মাণ কোম্পানি। মাইক্রোসফটের মোহ কাটিয়ে অ্যান্ড্রয়েড জগতে নতুনভাবে পথচলা মোটের ওপর ভালোই শুরু করেছে এই স্মার্টফোন নির্মাণ কোম্পানি। সম্প্রতি ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি দুর্দা ন্ত ৫এ মোবাইল লঞ্চ করেছে নকিয়া। নকিয়ার নতুন স্মার্টফোন Nokia 6600 5Gএ-র চোখ ধাঁধানো ফিসার্চ রয়েছে। কোম্পানি থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই মোবাইলটিতে কর্নিং গরিলা গ্লাস ৭ প্রোটেকশনের সঙ্গে ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল টচ স্ক্রিন ডিসপ্লে দেখতে পাবেন তাদের গ্রাহকরা।
http://forex-bangla.com/customavatars/279468761.jpg