Log in

View Full Version : ডলারের বেঁধে দেওয়া দাম থেকে সরছে ব্যাংকগুলো



Rassel Vuiya
2023-10-16, 04:02 PM
http://forex-bangla.com/customavatars/592252570.JPG
ডলারের বেঁধে দেওয়া দাম কার্যকর করা থেকে সরে আসছে ব্যাংকগুলো। ডলার-সংকটের কারণে কিছু ব্যাংক এখন ঘোষিত দরের চেয়ে পাঁচ-ছয় টাকা বেশি দামে প্রবাসী আয় কিনছে। কেন্দ্রীয় ব্যাংকের অনানুষ্ঠানিক পরামর্শেই ব্যাংকগুলো ডলারের এই দাম দিচ্ছে। ফলে প্রবাসী আয়ে ডলারের দাম বেড়ে হয়েছে ১১৫-১১৬ টাকা। এতে এসব ব্যাংকের মাধ্যমে গত দুই সপ্তাহে আসা প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মাধ্যমে ডলারের দাম বাজারভিত্তিক হওয়ার পথে এগোচ্ছে। তবে এসব ব্যাংক সূত্রে জানা গেছে, ভবিষ্যতে তারা আমদানি বিল পরিশোধেও ডলারের জন্য বেশি দাম রাখবে। এসব সূত্র প্রথম আলোকে জানিয়েছে, এই ডলার আপাতত ভবিষ্যতের জন্য রাখছে ব্যাংকগুলো। কারণ, আমদানিতে ডলারের আনুষ্ঠানিক দাম এখনো ১১০ টাকা ৫০ পয়সা।
ব্যাংকগুলো যে বেশি দামে প্রবাসী আয় কিনছে, তা বাংলাদেশ ব্যাংককেও তারা নিয়মিতভাবে অবহিত করে আসছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি ঘোষণার চেয়ে বেশি দামে প্রবাসী আয় কেনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিদেশের বিভিন্ন রেমিট্যান্স ও এক্সচেঞ্জ হাউস সূত্রেও। দেশের কমপক্ষে ছয়টি ব্যাংকের ট্রেজারি ও প্রবাসী আয় বিভাগের কর্মকর্তা বেশি দামে রেমিট্যান্স কেনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে তাঁরা নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।