PDA

View Full Version : ইনস্টাফরেক্সে ফোরাম পেস্টিং এর বোনাস সম্



Marufa
2015-09-10, 05:30 PM
বোনাসের প্রফিট উত্তোলন করতে অতিরিক্ত কোন শর্ত আছে কিনা । এই বিষয়ে ইন্সটাফরেক্স ওয়েবসাইটের লিংক দিয়ে উপকৃত করবেন । আর যারা অনেকদিন ধরে ইনস্টাফরেক্সের সাথে আছেন তাদের বাস্তব অভিজ্ঞা জানাবেন । ধন্যবাদ

mlbasumata
2015-10-24, 03:40 PM
ইন্সটা ফরেক্সে আমিও নতুন। প্রফিট উত্তোলনের জন্য আমার জানা মতে ন্যুনতম ডিপোজিট দরকার। এরপরেও যদি আরও কোন শর্ত থাকে তাহলে তো বিপদ। শরত পূরণ করতে করতেই যদি হন্যে হতে হয় তবে এই বোনাস দিয়ে কি লাভ হল? অভিজ্ঞদের মতামত আশা করছি।

Marufa
2015-11-07, 07:37 PM
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, ইনসটাফরেক্সে থেকে আমি সফলভাবে উইথড্র করেছি । এজন্য কোন বিশেষ শর্ত পালন করতে হয়নি । তবে আমি সামান্য কিছু ডিপোজিট করেছিলাম । আপনারা সবাই নিশ্চিন্তে ফোরাম পোষ্টিং এর বোনাস দিয়ে ট্রেড করতে পারেন । ইন্সটাফরেক্স অনেক ভাল একটি ব্রোকার । গত কয়েকমাস ট্রেড করে আমি সন্তুষ্ট । কোন ধরনের ঝামেলা নেই ।

iqbalearth
2015-11-23, 09:58 AM
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, ইনসটাফরেক্সে থেকে আমি সফলভাবে উইথড্র করেছি । এজন্য কোন বিশেষ শর্ত পালন করতে হয়নি । তবে আমি সামান্য কিছু ডিপোজিট করেছিলাম । আপনারা সবাই নিশ্চিন্তে ফোরাম পোষ্টিং এর বোনাস দিয়ে ট্রেড করতে পারেন । ইন্সটাফরেক্স অনেক ভাল একটি ব্রোকার । গত কয়েকমাস ট্রেড করে আমি সন্তুষ্ট । কোন ধরনের ঝামেলা নেই ।

HKProduction
2015-12-09, 08:19 PM
আমার জানা মতে প্রফিট উত্তোলন করতে হলে একাউন্ট হাই ভেরিফাইড হলেই চলে। তবে বর্তমানে কোন ডিপোজিটের শর্ত আছে কিনা তা আমার জানা নাই। এখানে আমরা নিশ্চিন্তে পোস্ট ও ট্রেড করতে পারি। ইন্সটা কখনো কারও সাথে কোন প্রতারণা করেছে এমনটি আমি কিংবা আমার সকল পরিচিত ট্রেডাররা শুনেনি।

AbuRaihan
2015-12-10, 01:40 AM
আমি ইন্সটাফরেক্স এর সাথে বেশ কিছুদিন হয়নি আছি তবে অল্প কদিনে বুঝতে পেরেছি যে ইন্সটা ফরেক্স একটা ভালো ও এশিয়ার স্বনামধন্য ব্রোকার ৤ আসলে ইন্সটা ফরেক্স ব্রোকারের অধীনে অসংখ্য মানুষ ট্রেড করে এবং একেক জনের একেক ধরনের সমস্য প্রতিনিয়ত তাদের সমাধান করতে হয় , বেশিরভাগ ক্ষেত্রে সবার সমস্যর ভিন্নতা থাকে এবং এ ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ট্রেডার এর একাউন্ট তাদের কোন অসংগতির কারণে ব্লক করে দেওয়া হয় , এক্ষেত্রে সেসব ক্লায়েন্ট ইন্সটাফরেক্স নিয়ে খারাপ মন্তব্য করে ৤ আমি মনে করি ইন্সটাফরেক্স ভালো মানের একট ব্রোকার ৤

HKProduction
2015-12-28, 09:47 AM
প্রফিট তোলার সময় কিছু প্রফিট রেখে প্রফিট তোলাটাই সবচেয়ে ভাল। এতে একাউন্ট সুরক্ষিত থাকে। আপনার একাউন্ট ভেরিফাইড না হলে আপনি কোনভাবেই প্রফিট তুলতে পারবেন না। তাই আপনাকে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। আরও বিশেষ কিছু জানার থাকলে আপনি ফোরাম রুলস থেকে বিস্তারিত জেনে নিন।

fatema begum
2016-08-01, 01:48 AM
ফোরামটা পড়ে যা জানতে পারলাম তাতে কোন সমস্য হবে বলে মনে হয় না যদি আপনার একাউন্ট ভেরিফাইড থাকে।আমিও এখনো ফোরামের নিয়মাবলিগুলো দেখছি।এর পর যা হবে তা দেখা যাবে।আশা করছি ফরেক্স ফোরামে অন্য কোন সমস্যা হবে না।

InstaForex Sushantay
2016-11-07, 05:29 PM
বোনাসের প্রফিট উত্তোলন করতে অতিরিক্ত কোন শর্ত আছে কিনা । এই বিষয়ে ইন্সটাফরেক্স ওয়েবসাইটের লিংক দিয়ে উপকৃত করবেন । আর যারা অনেকদিন ধরে ইনস্টাফরেক্সের সাথে আছেন তাদের বাস্তব অভিজ্ঞা জানাবেন । ধন্যবাদ

আপনার অবগতির জন্য বলছি, ইন্সটাফরেক্সের বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য। আপনি বোনাস দিয়ে শুধুমাত্র লাইভ ট্রেডিং করতে পারবেন, ঐ ট্রেডিং থেকে লাভ হলে সেটা লাভের ১ঃ৩ অনুপাতে প্রফিটও উত্তোলন করতে পারবেন। বোনাস এর টাকা দিয়ে ট্রেড করার জন্য প্রথমে আপনাকে একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্টে নিবন্ধন করতে হবে তারপর সেই অ্যাকাউন্ট ফরেক্স-ফোরাম অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত দেখুন: http://forex-bangla.com/showthread.php?279-
তবে অধিকাংশ ট্রেডার ইন্সটার সাথে প্রতারনা করার জন্য অ্যাকাউন্ট খুলে থাকে। কিন্তু ইন্সটার সিষ্টেম স্বয়ংক্রিয়ভাবে এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে। যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে। তারা এই প্রতারণার কৌশল ব্যবহার করে মুনাফা করে তাই ইন্সটাফরেক্সের নিয়ম অনুযায়ী এই ধরনের বোনাস শুধুমাত্র বাতিল করা হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

msisohel
2016-12-12, 09:55 PM
তাহলে বোনাস ব্যবহার করতে হলে নিজেদের কে বিনিয়গ করতে হবে!