View Full Version : ফুল টাইম ট্রেডার হতে চান?
FOREXTRADER
2015-09-14, 04:48 PM
ফুল টাইম ট্রেডার হতে চান? কিছু দরকারি বিষয় মনে রাখুন!
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
তাহলে আসুন দেখে নেই, একজন ফুল টাইম সফল ট্রেডার হওয়ার জন্য আসলে আপনার কোন কোন বিষয়গুলো মনে রাখা দরকার
FOREXTRADER
2015-09-14, 04:49 PM
1 সব সময় একটা ডিসিপ্লিন মেনে চলুনঃ
ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডিসিল্পিন ব্যাতিত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কথা ভাবতেই পারেন না। দীর্ঘদিন ট্রেডিং করার ফাঁকে আপনি প্রায়ই হয়ত লোভের কারনে অনেক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে বস্তে পারেন।
মনে রাখবেন ফরেক্স হচ্ছে এমন যায়গা যেখানে আপনি লোভ করতে পারবেন না, আবার সাহস রাখতে হবে মনে। আর আপনাকে অবশ্যই যে কোন একটা প্লানের স্থে টিকে থাকতে হবে। প্ল্যান এ কোন ভুল হলে চলবে না কিছুতেই।
যেকোনো ধরনের লস হলেও আমি মার্কেটে টিকে থাকতে পারবেন শুধু মাত্র এই ডিসিল্পিনের জোরে। বেশির ভাগ ট্রেডার যারা লসের সম্মুখিন হয়ে মার্কেট ছেড়ে বেরিয়ে যায়, তার লসের প্রধান কারন হচ্ছে ডিসিপ্লিনের অভাব
FOREXTRADER
2015-09-14, 04:50 PM
কনফিডেন্স ধরে রাখতে হবেঃ
একজন ফুলি ফাংশনাল ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই নিজের ট্রেডিং সিস্টেম এর উপরে যথেষ্ট পরিমানে কনফিডেন্স থাকা লাগবে। যদি আপনা আত্মবিশ্বাস এ কোন ঘাটতি দেখা যায় তাহলে আপ্নাড় দিসিশন নেওয়ার এবিলিটি কমে যায়। সেক্ষেত্রে আপনি হয়ত ভুল সিধান্ত নিয়ে বসতে পারেন।
আপনার একটা লস হওয়ার পরও আপনার কনফিডেন্স হারালে চলবে না। নিজের মনোযোগ আর ফোকাস ধরে রাখতে হবে মার্কেট এ। মনে রাখবেন মার্কেট এ তাকেই আমরা ভাল ট্রেডার বলব যে লস রিকভার করতে জানে! আর লস রিকভারের জন্য আপনাকে অবশ্যই আত্মবিশ্বাস ধরে রাখতে হব.
FOREXTRADER
2015-09-14, 04:51 PM
নিজের ওপর কন্ট্রোল থাকা জরুরীঃ
যদিও আপনি চাইলেই মার্কেট এর উপরে কোন কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে আপনার ট্রেড সিদ্ধান্তের অনেক কিছুই কন্ট্রোল করতে পারেন। আপনি যে বিষয়গুলিতে কন্ট্রোল রাখলে ভাল করবেনঃ,
FOREXTRADER
2015-09-14, 04:52 PM
১. আপনি আপনার এন্ট্রি গুলো কন্ট্রোল করতে পারেন
২. কীভাবে ট্রেডগুলো ম্যানেজ করবেন তা কন্ট্রোল করতে পারেন
৩. কখন মার্কেট থেকে বেরিয়ে আসবেন তা কন্ট্রোল করতে পারেন
মূলত এই ধরনের কন্ট্রোলগুলো আপনার সিস্টেম রুলের কিছু পার্ট। তাই বলা যায় আপনার আসলে কন্ট্রোল থাকা উচিৎ নিজের উপরে!
ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে আপনার ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে হবে। আপনি যদি পর পর বেশ কয়েকটা ট্রেডে লস খেয়ে যান, তারপরও নিজের ওপর নিয়ন্ত্রন হারালে চলবে না। দ্রুত লাভ করে লসগুলো রিকভার করার জন্য বার বার ট্রেড করে বা বেশি রিস্ক নিয়ে ট্রেড করে অনেক ট্রেডাররাই আরব বেশি লসের মুখে পড়তে পারেন,
FOREXTRADER
2015-09-14, 04:54 PM
যথেষ্ট পরিমানে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবেঃ
আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
প্রথম দিকে খুব ছোট একটা লাইভ একাউন্ট নিয়ে শুরু করবেন। আসতে আসতে অভিজ্ঞতা ও লাভের পরিমান বাড়ার সাথে সাথে আপনি বড় এমাউন্টের টাকা ইনভেস্ট করতে আগ্রহী হতে পারেন
FOREXTRADER
2015-09-14, 04:55 PM
আপনাকে সব ধরনের ইমশন থেকে বেরিয়ে আসতে হবে। ইমোশনাল যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন।
ফুল টাইম ট্রেডার হিসেবে ট্রেড করাটা আপনার জন্য হতে যাচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার।
আমি জানি উপরে যে আলোচনা করেছি তার প্রায় কিছুই হয়ত আপনাদের কছে নতুন নয়
FOREXTRADER
2015-09-14, 04:56 PM
কিন্তু এই বিষয়গুলো আলোকপাত করার কারন হল আপনি যখন ফুল টাইম ট্রেডার হিসেবে নিজেকে দেখবেন তখন অনেক প্রতিকূল অবস্থার মুখে আপনাকে পড়তে হতে পারে। এবং এত ধরনের ঝামেলা কারনে আপনি হয়ত আপনার ট্র্যাক হারাতে পারেন, ফোকাস হারাতে পারেন। অনেক বড় অঙ্কের টাকা যখন আমরা ইনভেস্ট করি তখন সঠিক সিদ্ধান্ত নেয়াটা খুব বেশি দরকার,
M M RABIUL ISLAM
2015-11-22, 07:39 PM
আমার মতে আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
hasan019
2015-11-22, 08:28 PM
ফরেক্স এ ছোট খাট লসের সম্মুখিন হব এতাই স্বাভাবিক তবে আমাদের মার্কেটে টিকে থাকতে আমাদের ভালভাবে আনাল্যসিস করে ট্রেড দিতে হবে। ইমোশনাল যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা ফুল টাইম ট্রেদার হতে পারব।
TselimRezaa
2015-11-22, 10:42 PM
ফরেক্স ট্রেডার দের মধ্যে অনেকেই কোনো লক্ষ্য ঠিক করে আগান না। অনেকেরই কোনো লক্ষ্য থাকে না। এই নির্দিষ্ট লক্ষ্য না থাকার কারনে এখানে অনেকে সুবিধা করে উঠতে পারেন না। ফুল টাইম ট্রেডার তারাই হতে চান যারা এখানে একটু সুবিধা করতে পারেন। অন্যরা হাল ছেড়ে দেন। আমি মুলত এখানে পার্ট টাইম ট্রেডার হিসেবে শুরু করেছি। নিজে ফুল টাইম ট্রেডার হতে চাই।
palash
2015-11-22, 11:21 PM
একজন ফুলি ফাংশনাল ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই নিজের ট্রেডিং সিস্টেম এর উপরে যথেষ্ট পরিমানে কনফিডেন্স থাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
mukter
2015-11-23, 12:07 AM
ফরেক্স ট্রেডার দের মধ্যে অনেকেই কোনো লক্ষ্য ঠিক করে আগান না। অনেকেরই কোনো লক্ষ্য থাকে না। এই নির্দিষ্ট লক্ষ্য না থাকার কারনে এখানে অনেকে সুবিধা করে উঠতে পারেন না। ফুল টাইম ট্রেডার তারাই হতে চান যারা এখানে একটু সুবিধা করতে পারেন। অন্যরা হাল ছেড়ে দেন। আমি মুলত এখানে পার্ট টাইম ট্রেডার হিসেবে শুরু করেছি। নিজে ফুল টাইম ট্রেডার হতে চাই।
Ekram
2015-11-23, 01:12 AM
ফুল টাইম ট্রেডার হতে চান? কিছু দরকারি বিষয় মনে রাখুন!
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
তাহলে আসুন দেখে নেই, একজন ফুল টাইম সফল ট্রেডার হওয়ার জন্য আসলে আপনার কোন কোন বিষয়গুলো মনে রাখা দরকার
যদি কেহ ফুল টা্*ইম ট্রেড করতে চায় তাহলে বুঝে নিতে হবে যে তিনি ফরে্ক্স ট্রেডিং কে ১০০ % প্রফেশনালী নিতে চাচ্ছেন আর এই জন্য তাকে আট ঘাট বেধে নামতে হবে তাহলে হয়তো তিনি এই প্রফেশনে সফলতার মুখ দেখবে বলে আশা করা যায় কারন এইখানে টিকে থাকতে হলে অবশ্যই আমাকে অনেক শিখতে হবে এবং জানতে হবে
Mintuhossen93
2015-11-23, 03:09 AM
ফরেক্সে আমি ট্রেড করি পার্ট টাইম হিসাবে কারন আমি পেশায় একজন ব্যাবসায়ি আর সেই কারনে আমাকে প্রতিনিয়ত ব্যাবসায়িক কাজে বাইরে থাকতে হয় সে জন্যই আমি এটিকে পার্ট টাইম পেশা হিসাবে গ্রহন করেছি এবং আমি এখানে লং টাইমফ্রেমে ট্রেড করে থাকি আর তাতে করে আমি একবার ট্রেড ওপেন করে দীর্ঘক্ষন আমার অন্যান্য কাজে সময় দিতে পারি।
mzkhanom
2015-11-23, 11:03 AM
আমি বতর্মানে খুব কম টাকা নিয়ে কাজ করছি । তবে আমার আশা আছে যে আমি ফুল টাইম এখানে কাজ করব । আমার সপ্ন এখান থেকে আমাকে লাভবান হতেই হবে ।
Alif777
2015-11-26, 07:00 PM
হ্যা আমি ফরেক্সে ফুলটাইম ট্রেডার হতে চাই সেজন্য এখোনো আমি ফরেক্স শিখছি আর আমি ফরেক্সের সাথে সবসময় সংযুক্ত থাকবো। আমি ফরেক্স থেকে নিজেকে স্বাবলম্বি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
maziz6989
2015-11-26, 08:17 PM
আমার মতে ফুল টাইম ট্রেডার হবার ব্যপারটা অনেক ঝুকির। কেননা আপনি যদি এখানে পুরো *নির্ভরশীল হয়ে পড়েন তবে তাতে আপনার বড় ধরণের বিপদে পড়ার সম্ভাবনা খুবই বেশি। কেননা এখানে ঝুকি খুবই বেশি এবং সব হারানোর মত সম্ভাবনা আছে। তাই আমার মত যারা এখনও ভাবছেন ফুল টাইম ট্রেডার হবেন আরও একবার ভাবুন। কেননা নদীতে ঝাপ দেবার আগে ভাবা দরকার পরে নয়।
MD SHAKHAWAT HOSSAIN
2015-11-26, 09:00 PM
আপনি যখন ফুল টাইম ট্রেডার হিসেবে নিজেকে দেখবেন তখন অনেক প্রতিকূল অবস্থার মুখে আপনাকে পড়তে হতে পারে। এবং এত ধরনের ঝামেলা কারনে আপনি হয়ত আপনার ট্র্যাক হারাতে পারেন, ফোকাস হারাতে পারেন। অনেক বড় অঙ্কের টাকা যখন আমরা ইনভেস্ট করি তখন সঠিক সিদ্ধান্ত নেয়াটা খুব বেশি দরকার,
Marufa
2015-11-26, 09:03 PM
আমি ফরেক্স ট্রেডিংকে মূল পেশা হিসেবে নিতে চাই এবং ফুল টাইম ট্রেডার হতে চাই । পাশাপাশি হয়ত কিছু করতে পারি তবে ফরেক্স ট্রেডিং এ মূল ফোকাস টি থাকবে । এজন্য আমার বৃহৎ পরিকল্পনা আছে । ধীরে ধীরে একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই ।
Md Mamun Khan
2015-11-26, 10:39 PM
ফুল টাইম ট্রেডার হতে দরকার : ধৈর্য। কারন অনেকে যদি লস করে তাহলে মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু আসলে সেটা করা যাকে না কারন ধৈর্য্য ধরে থাকলে পরবর্তীতে লাভ হবে। আর ফরেক্স এ লোভ এড়াতে হবে তা না হলে ফরেক্স মার্কেটে প্রায় সময়ই লস হবে। এমন কি ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। আর এগুলো মেনে না চললে ফুল টাইম ট্রেডার হওয়া যাবে না।
AbuRaihan
2015-11-26, 11:55 PM
জীবন পরিচালনার জন্য মানুষের চারদিকে এত অর্থনৈতিক কাজের হিড়িক যে কোন পেশায় নিজেকে মন-প্রাণ দিয়ে সপে দিতে পারলেই আপনি সফল ফারেক্স সে রকম আধুনিক কালের একটা সেরা প্রতিষ্টিত হওয়ার ক্ষেত্র তাই ফরেক্স ব্যবসায় আপনি ইতিহাসের সেরা ফরেক্স ট্রেডারদের জীবনি বিশ্লেষণ করলে দেখতে পাবেন তাদের সফলতার মূল উৎস ছিল প্রচন্ড ইচ্ছা মনে রাখবেন বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে বড় করে পেশা হিসেবে ফরেক্সকে ফুল টাইম হিসেবে নিতে পারেন এতে করে আপনি লেগে থাকতে পারলে সফলতা আসবে
golam0000
2015-11-27, 12:44 AM
জি ভাই আমি আপনার সাথে একমত.কিন্তু বেক্তিগতভাবে আমি এখন ফুল টাইম trader হতে চাচ্ছিনা.কারণ আমি ট্রেডিং এ এখন ও অদক্ষ.আমি এখন ও শিখছি.কিন্তু আপনার পোস্ট জন্য সহায়ক হয়ে থাকবে.এঅবং এইটা ঠিক মার্কেট সব সময় একরকম থাকেনা.....আপনি একটা সময় মার্কেট থেকে ভালো লাভ করলেন....কিন্তু সেই মার্কেট পসিতীয়ন সবসময় আপনাকে লাভ করানোর জন্য একরকম থাকবেনা.তাই আমি এঅপতোত ফুল রদের হচ্ছিনা.
sumekus
2015-12-12, 10:48 PM
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা বেশ কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
owalith
2015-12-13, 02:20 AM
ওয়ালডে অনেক ধরনের বিজনেস আছে তবে ফরেক্স এক টি অন্নতম ও নাম্বার ১ম তম বিজনেস। এখানে ট্রেড যেমন রিক্স তেমনি প্রফিট। এখানে ট্রেড করা মুল উদ্দেশ্য নয় বরং টিকে থাকা। আর সুধু এক জন ভাল ট্রেডারি তা পারে। ১টি কথাই বলব ভাল ট্রেডার হতে চাইলে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল জ্ঞেন থাকতে হবে।
Realifat
2015-12-13, 07:48 AM
প্রথমত আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে হলে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে। এযাবত অনেক ট্রেডার ফুল টাইম ট্রেডার হওয়ার চেষ্টা করেছে যেখানে অনেক ট্রেডার দক্ষতাবলে প্রফেশনাল আর অনেকেই দক্ষতার অভাবে ঝরে পরেছে। মূলত আমি পার্ট টাইম ট্রেডার, ফুলটাইম ট্রেডার হতে চাই না।
MotinFX
2015-12-13, 09:25 AM
আমি এই মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে চাই কারন আমি এখন বেকার। আমি চাই এই মার্কেট থেকে মাসে একটা ভাল আয় করতে।তার জন্য আপনার পরামর্শ আমার অনেক উপকারে আসবে। আপনার সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ।
HKProduction
2015-12-13, 10:03 AM
ফরেক্স মার্কেটে ফুল টাইম শুধু নতুন ট্রেডারদের জন্যই মানায়। আমার দেখা মতে আমি কোন প্রফেশনাল ট্রেডারকে ফুল টাইম ট্রেড করতে দেখিনি। এটা একটা ভুল ধারনা। আমার পরিচিত একজন সফল ট্রেডার সারাদিনই আড্ডা মেরে সময় কাটান। তিনি খুবই বিলাস বহুল জীবন যাপন করেন। তথ্য মতে তিনি একজন সফল লং টার্ম ট্রেডার।
iqbalearth
2015-12-13, 10:22 AM
যথেষ্ট পরিমানে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবেঃ
আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
প্রথম দিকে খুব ছোট একটা লাইভ একাউন্ট নিয়ে শুরু করবেন। আসতে আসতে অভিজ্ঞতা ও লাভের পরিমান বাড়ার সাথে সাথে আপনি বড় এমাউন্টের টাকা ইনভেস্ট করতে আগ্রহী হতে পারেন
iqbalearth
2015-12-13, 10:28 AM
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
resmi
2015-12-13, 10:33 AM
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
FOREXTRADER
2015-12-16, 02:22 AM
আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল
sharifulbaf
2016-01-10, 01:16 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেক বেশি পরিশ্রম করে ট্রেডিং করতে হবে,তাই ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেডিং করার মত আমার সময় নেই তাই আমি।ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হলে প্রথমে ভাল ভাবে ট্রেডিং শিখা,তাই ফরেক্স এনালাইসিস করে যাচ্ছি।
basaki
2016-01-10, 01:24 PM
ফএএক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে পারলে আপনাকে অথবা কাউকেই ফোল টাইম ট্রেডার হয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। কারন ফরেক্স মার্কেট সপ্তাহের পাচ দিন খোলা থাকে আপনি ইচ্ছে করলে যে কোন সময় আপনি ট্রেড করতে পারবেন।আর ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।
Audhidul
2016-01-10, 02:22 PM
যেহেতু ফরেক্স এর মাধ্যমেই ভবিষ্যত গড়ার ইচছা তাই এখানে ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য আপনাকে নিজের ট্রেডিং এর উপরে কনফিডেন্স থাকতে হবে। ফানডামেনটাল এবং টেকনিক্যল এনালাইসিস করে ট্রেডিং করতে হবে ।
oviice
2016-01-10, 02:24 PM
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে।
কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
Sahed
2016-01-27, 04:35 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের কারনে॥ ফরেক্স মার্কেটে যারা অল্প অল্প করে সফলতা নিয়ে আগাচ্ছে তাদের অনেকেই মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য মনস্থির করে । মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য ট্রেডারকে কতগুলো বিষয় প্রতি দৃষ্টি রাখতে হয় যেমন নিজের উপর কন্ট্রোল, ট্রেড ওপেনিং এ সতর্কতা, ইমোশনাল না হওয়া ইত্যাদি ।
raju0000
2016-01-28, 02:38 AM
এখন তো আমি স্টুডেন্ট তাই বাধ্যতামূলক ভাবেই হাফ টাইম ট্রেডিং করতে হচ্ছে.কিন্তু আমর আশা আমি ভবিশ্সতে ফরেক্স ট্রেডিং ফুল টাইম হিসেবে করব.তবে তা ঠিক যে এই লম্বা সময়ে যেমন আপনার লাভ এর বেশি হিতে পারে তেমনি আপনার লস এর পরিমান ও বেশি হতে পারে.তাই এই লম্বা সময়টা ত্রাদের দের অনেক চিন্তা ভাবনার সাথে ট্রেড করতে হয়.
Md Sanuwar Hossain Hossai
2016-03-09, 03:20 PM
ফরেক্সে ফুল্টাইম ট্রেডার হওয়া অনেক পরিশ্রমের ব্যাপার। ফরেক্সে টিকে থাকাটাই হল সবচেয়ে চ্যালেঞ্জ।।। আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা সবাই মুটমুটি ফরেক্সে কমবেশি লস করেছি।।। লস থেকে শিক্ষা লাভ ও করেশি।।।। তাই লস থেকে শিক্ষা নিয়ে যারা এগিয়ে যেতে পারবেন তারাই এখানে ফুল টাইম টিকে থাকার আসা করতে পারেন।।।।।
Md Akter Hossain
2016-03-09, 07:30 PM
ফরেক্স মার্কেটে যেমন ফুল টাইম করা অনেক কষ্ট সাধ্য বেপার তেমনি আপনি পার্ট টাইমে ফরেক্স করেও ভাল করতে পারবেন না । সবার আগে আপনাকে ফরেক্স করা শিখতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে আপনি ফরেক্সকে কীভাবে নিতে চান সেটার উপর । আশা করছি বুঝছেন ।
Md Sanuwar Hossain Hossai
2016-03-09, 09:27 PM
ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন ফরেক্সে দক্ষতা।।। ফরেক্সে দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে মার্কেটে টিকে থাকা কোন্ েভাবেই সম্ভব নয়। আমরা দু এক ট্রেডে প্রফিট করলেই মনেকরি আমরা ফরেক্সে শিখে ফেলেছি।।।। এটা ভাবা মুটেও উচিত নয়। যতদিন না আমরা নিয়মিত ভাবে প্রপিট করতে না পারি ততদিন ফরেক্সে স্টাডি করে যাওয়া উচিত,,,,,,,,,,,,,,,,,,।।।
pipshunter
2016-03-09, 10:07 PM
আপনি ফুল টাইম ট্রেডার হতে হলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট,মার্কেট analysis সম্পরকে যথেষ্ট ধারনা রাখতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।লোভ থেকে নিজেকে সংগত রাখতে হবে।অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন
Md Akter Hossain
2016-03-09, 10:11 PM
অবশ্যই আমি একজন ফুল টাইম ট্রেডার হতে চাই । তবে আমার মনে হয় সেজন্যে আমার অরো সময় লাগবে । কেননা আমি এখনো মার্কেট থেকে নিয়মিত প্রফিট করতে পারিনি । তাই যদি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেড নিয়ে পড়ে থাকি তাহলে অামার পরিবারের খাবার যোগানই অনেক কঠিন হয়ে যাবে ।
Md Sanuwar Hossain Hossai
2016-03-09, 10:18 PM
ফুল টাইম ট্রেডার হওয়া মুটেও সহজ কাজ নয় । আমরা যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে ফরেক্স এ সময় দিয়ে ফরেক্সে সমন্ধে ভাল জ্ঞান লাভ করতে পারি তাহলে আমরা ফরেক্সে ফুল টাইম ট্রেডার হওয়ার আসা করতে পারি,,, ফরেক্সে ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন ধৈরয, আবেগঞীন এবং ইমিুশন হীন ভাবে ট্রেড করার মানসিকতা,,,,।।।
anika
2016-03-09, 10:22 PM
হ্যাঁ আমি ফুল টাইম ট্রেডার হতে চাই। কারন ফুল টাইম ট্রেড করলে অনেক সুবিধা পাওয়া যায় এবং অনেক ভাল ভাবে ট্রেডয়ে মন দেওয়া যায়, *ঠিক ভাবে ট্রেড করা যায়, ভুল কম হয় লস এর থেকেও নিজেকে বাচানো যায়। তাই আমি ফুল টাইম ট্রেড করতেই অনেক আরাম বোধ করি এবং আমি ট্রেডটাও খুব নির্ভূল ভাবে দিতে পারি। আমার মতে সবার উচিত ফুল টাইম ট্রেডার হওয়া যাতে অনেক লাভ আছে কিন্তু খতি কম হবে।
real80
2016-03-13, 05:45 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত ভাবে লাভের আশায় অনেকেই ফুল টাইম ট্রেডার হতে চান। নিজেকে একজন ফুল টাইম ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে নিয়মিতভাবে। ডিসিপ্লিন ছাড়া কখনই ফুল টাইম ট্রেডার হওয়া যায় না। নিজের ট্রেডিং প্ল্যানের উপর ভরসা করতে হবে। লস ট্রেড হলেই প্ল্যান না পালটিয়ে কাজ করে যেতে হবে নিয়মিত ভাবেই।
siyambd
2016-08-09, 09:18 AM
সবাই চায় কম বেশী টাকা আয় করতে। সে চুরি করে হোক আর কষ্ট করে হোক। আমরা যদি ফরেক্স মার্কেটে কাজ করে টাকা আয় করতে পারি তাতে ক্ষতি কি। তাই আমি চাই ফরেক্স মার্কেটে যদি ফুল টাইম কাজ করে অনেক টাকা আয় করা যায় তাহলে ফুল টাইম কাজ করাই ভালো।
sujon30
2016-08-09, 03:23 PM
ফুল টাইম ট্টেডার করা এটা যার যার নিজের উপর নির্ভর করবে। কারন যদি আপনি যদি মনে করেন যে আমি ফুল টাইম ট্টেড করব। তাহলে আপনি অনেক টা ভাল ধারনা করতে পারবেন। এবং আপনে ট্টেড এর লস এ অনেক টা কন্ট্রোল করতে পারবেন এবং অনেক টা লাভ করতে পারবেন।
Md Sanuwar Hossain Hossai
2016-08-09, 05:08 PM
ফরেক্সে ফুল টাইম ট্রেডার হতে হলে ফরেক্সে আপনার দক্ষতা বাড়াতে হবে।। ফরেক্স ট্রেডিং করে আমাদের ফরেক্স অভিজ্ঞতা বারাতে হবে। ফরেক্স আমাদের লেখাপড়া করার অনেক কিছু আছে।। ফরেক্স করার জন্য মুল্ধন যত বেশি হবে আপনার ইনকাম ও তত বেশি হবে।।
Biplob72
2016-08-09, 05:47 PM
প্রিয় forextrader,
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে অনেক গুলো গুরুত্ত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট থেকে আমি অনেক কিছু শিকতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
hipo777
2016-08-09, 05:49 PM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
SAHADAT
2016-08-16, 11:24 PM
পনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
MD ALAMIN ARIF
2016-08-16, 11:29 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
uzzal05
2016-08-17, 09:17 AM
একজন ফুল টাইম ফরেক্স ট্রেডার হতে হলে আপনাকে অনেক কিছুই মানতে হবে। ফরেক্স এ প্রচুর সময় দিতে হবে। কেননা যারা ফুল টাইম ট্রেডার তারা নিয়মিত ভাবে প্রফিট করে থাকে। আর ফুল টাইম ট্রেডাররা ট্রেড সন্ধানী। যখন ভালো কোন এন্ট্রি পায় সাথে সাথে ট্রেড করে থাকেন।
Rana mollah
2016-08-18, 11:20 PM
আমি ফরেক্স সম্পর্কে অনেক জেনেছি ও শুনেছি । ফরেক্স থেকে নাকি অনেক টাকা প্রতি মাসে আয় করা যায় । তাই কেউ পার্ট টাইম আবার কেউ ফুল টাইম ট্রেডার হিসাবে ফরেক্সে কাজ করছে বা করতে চায় । আমি ফরেক্সে ফুল ট্রেডার হতে চায় না কারন আমি ফরেক্সে নতুন । আমি আস্তে আস্তে ফরেক্সে পার্ট টাইম ট্রেডার হিসাবে কাজ করতে করতে পরে ফুল টাইম ট্রেডার হবো । কিন্তু এখন আমি নতুন তাই আমি আগে ভালো করে ফরেক্স এর কাজ শিখি তারপ্পর দেখা যাবে । পার্ট টাইম ট্রেডার হিসাবে যদি ভালো লাভ করা যায় তাহলে তো আর কিছু লাগবে না ।
RUBEL MIAH
2016-10-06, 07:21 PM
ফুুল ট্রেডার হতে চাইলে অবশ্যই ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করতে পারবেন । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ফুুল টাইম ট্রেডার হতে হবে না হলে লাভবান হতে পারা যায় না । অতএব আমরা কোন লোভ করব না তাহলেই লাভবান হতে পারব ।
tarekbsl101
2016-10-08, 02:57 PM
টিকতে হলে দরকার সুন্দর একটি সিস্টেম
Tazul Islam
2016-10-08, 03:37 PM
ফুল টাইম আর হাফ টাইম ট্রেডার কি? আমি এই ব্যপারা টা বু্ঝি না। ট্রেড করতে নামলে সবসময়ই ট্রেড করতে হয় । এখানে ফুল টাইম আর হাফ টাইম ট্রেড বলতে কি বুঝায় আমি বুঝি না।
MoinFX
2016-10-08, 06:07 PM
ফরেক্স মার্কেটে যারা আসে তারা মনে করে ফুল টাইম ট্রেডার হয়ে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।। আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল করে ডেমো প্রেকটিস করতে হবে তারপর রিয়াল মার্কেটে একবছর ট্রেড করার পর সফলতার সাথে ট্রেড করতে পারলে ফুল টাইম ট্রেডার হতে পারেন।
soniaakter
2016-10-09, 10:51 PM
ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে পারবেনা কেউ তাই ট্রেডিং করার জন্য কিছু টাইম নিদৃষ্ট করে নিয়ে যদি ফরেক্স মার্কেটে সেই সময় কে কাজে লাগানো যায় তাহলে অনেক ভাল হবে ফরেক্স মার্কেট হতে ভাল ইনকাম করতে পারলে ভাল ট্রেডার হওয়া যায় তাই আমাদের ট্রেডিং করার জন্য সিস্টেম চালু করতে হবে।
Rahat015
2016-10-10, 09:54 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। মার্কেত সবসময় একিই ভাবে চলে না। আর মার্কেট এ যে সবসময় লাভ করবেন এমন কোন কথা নেই। লস ও হতে পারে। কারন মার্কেট সব সময় আপনার দিকে যাবে না। তাই আপনাকে মার্কেট এর দিকে যেতে হবে। আর এতে মাঝে মাঝে লস হতে পারে। তাই সিদ্ধান্ত আপনার।
Mamun13
2017-09-20, 11:58 PM
ফুলটাইম ট্রেডার হওয়ার পূর্বে ৩/৪ বছর মার্কেট ভালো ভাবে দেখে বুঝে নিয়মিত প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করা অত্যাবশ্যক৷ফুল টাইম ট্রেডার বা পেশাদার প্রতিষ্ঠিত ট্রেডার হতে চাইলে আপনার কঠিন ধৈর্য্য থাকা উচিৎ,ট্রেডিং কৌশল গুলো আয়ত্ব করার দৃঢ় একাগ্রতা থাকা অপরিহার্য৷অবশ্যই লোভ সংবরণ করতে হবে৷লসের কষ্টকে হাসি মুখে গ্রহণ করা উচিৎ৷একজন বাস্তব অভিজ্ঞ ট্রেইনারের অধীনে থেকে হাতে কলমে ফরেক্স ট্রেডের কলাকৌশলগুলি ভালো ভাবে শিখতে হবে৷
01797733223
2017-09-21, 08:43 AM
প্রতিটি ব্যাবসার মতো ফরেক্সেও লাভ এবং লস রয়েছে । একজন বিক্রেতা যখন একটি পন্য কিনে তখন দুইটি বিনিয়োগ সম্পন্ন হয় । একজন ক্রেতা ক্রয় করে এবং বিক্রেতা বিক্রয় করে । এবং হয় ক্রেতা বেশি দামে পন্য কিনে লস করে আর তা না হলে বিক্রেতা কম দামে পন্য বিক্রি করে লস করে । ফরেক্স এ আপনি নিজেই ক্রেতা এবং বিক্রেতা । তাই এখানে কিছু পরিমান লাভ করার পাশাপাশি আপনাকে লসও করতে হবে । যদি না করতে চান তাহলে আজই ট্রেডিং বাদ দিয়ে দিতে পারেন, ফরেক্স আপনার জন্য নয় ।
Mahidul84
2017-09-21, 08:03 PM
প্রত্যেক ব্যবসায় যেমন লাভ লস থাকে তেমনি ফরেক্স ব্যবসায় লাভ লস আছে। আর আপনি ফুল টাইম ট্রেড তখনই করতে পারবেন যখন ফরেক্স সম্পর্কে অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমনকি ফরেক্স নিয়ে অনেক বেশি গবেষণা ও মার্কেট এনালাইসিস নিয়ে পর্যালোচনা করেন। আর লাভ লসের বিষয়গুলো নিয়ে আপনি যখন ফরেক্স এ ভাল কিছু করতে পারবেন। তখনই আপনি ফুল টাইম ট্রেড করতে পারবেন এর আগে নয়। আর যদি ফরেক্স সম্পর্কে না জেনে না বুঝে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই লস খাবেন, তাই কোন কিছু করার আগে ভাবটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
reser
2017-10-27, 04:52 PM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
Mahidul84
2017-10-27, 05:22 PM
আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হওয়ার পূর্বে ৭/৮ মাস ডেমো অনুশীলনের মাধ্যমে মার্কেট ভালভাবে দেখে বুঝে ট্রেড করতে হবে। আর ফুল টাইম ট্রেডার বা পেশাদার ট্রেডার হতে চাইলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ধৈর্য্যশীল হতে হবে। এবং লোভ লালসা নিয়ন্ত্রণ করার মত মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এছাড়া একজন অভিজ্ঞ ট্রেডারের অধিনে আপনাকে নিয়মিত ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং ট্রেডের কৌশলগুলো সম্পর্কে ভাল ভাবে শিখতে হবে।
riponinsta
2017-10-31, 11:22 AM
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেডার হতে চাই আমি এখন চাকরী করি তার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমি যখন ফরেক্স মার্কেট থেকে ২০০০ ডলার ইনকাম করতে পারবো তখন আমি ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেড শুরু করবো তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করছি লাভ ও করছি এখন নিয়মিত এই ভাবে ট্রেড করতে থাকলে আমি আমার টার্গেট পুরন করতে পারবো
uzzal05
2017-11-17, 12:36 PM
ফুল টাইম ট্রেডার হতে গেলে আপনাকে অনেক কিছু মেনে ট্রেড নিতে হবে। সব সময় মার্কেট মুভ করে। কিন্তু ট্রেড ওপেন করলেই লাভ করা যায় না। কারন মার্কেট এ অনেক সময় উলটা পালটা মুভ করবে। আর ফুল টাইম ট্রেডার হতে হলে আপনাকে অনেক সতর্ক হয় ট্রেড করতে হবে।
yasir
2017-11-17, 04:47 PM
ফরেক্সে আমি ট্রেড করি পার্ট টাইম হিসাবে কারন আমি পেশায় একজন ব্যাবসায়ি আর সেই কারনে আমাকে প্রতিনিয়ত ব্যাবসায়িক কাজে বাইরে থাকতে হয় সে জন্যই আমি এটিকে পার্ট টাইম পেশা হিসাবে গ্রহন করেছি এবং আমি এখানে লং টাইমফ্রেমে ট্রেড করে থাকি আর তাতে করে আমি একবার ট্রেড ওপেন করে দীর্ঘক্ষন আমার অন্যান্য কাজে সময় দিতে পারি।
Mahidul84
2017-11-17, 05:59 PM
হ্যা আমি মনে করি প্রতিটি ট্রেডারকে ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় পার্ট টাইম হিসেবে ট্রেড করা উচিত। কারণ নতুন অবস্থায় কোন ট্রেডার ফরেক্স সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ নাও হতে পারে। বিশেষ করে আপনি যতই দক্ষ ও অভিজ্ঞ হন না কেন প্র্যাক্টি্ক্যাল যে পর্যন্ত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফরেক্স মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য নিয়মিত ডেমো ট্রেড করুন এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল সাপোর্ট সম্পর্কে অভিজ্ঞতাগুলো প্রয়োগ করার চেষ্টা করুন ডেমো ট্রেডে। যখন আপনি এই মার্কেটে ডেমো ট্রেডের মাধ্যমে ভাল প্রফিট অর্জনে সক্ষম হতে পারবেন। তারপর হতে আপনি ফরেক্স মার্কেটে ফুট টাইম ট্রেডে সময় দিতে পারেন।
expkhaled
2017-11-17, 06:21 PM
ফরেক্স ট্রেডিং এ ফুল টাইম ট্রেডার হওয়া একটা ধৈর্য্যর কাজ। সময় দিতে হবে প্রচুর আপনাকে প্রচুর জানতে হবে। তবে প্রাথমিক অবস্থায় পার্ট টাইম ই ভাল আপনার ছোট ছোট লাভের জন্য। এবং অন্য কোন প্রফেশনের সাথে ফরেক্স ভাল শুধু ফরেক্স করলে একটা চিন্তা কাজ করে যেটা আপনার ট্রেডিং এর জন্য খারাপ। কারণ আপনি যদি শুধু লাভ করার জন্য ট্রেড তাহলে ট্রেডিং পারফরমেন্স খারাপ হবে এবং লস হতে থাকবে। ফরেক্স ট্রেডিং সবাই তো অনেক টাকা ইনভেস্ট করতে পারে না। দেখা যায় ছোট খাট একটা ইনভেস্টমেন্ট নিয়ে একাউন্ট করে ফুল টাইম ট্রেড করা শুরু করল এবং দেখা গেল প্রথম কয়েকদিন লাভ করলেন এবং এক সময় গিয়ে লস শুরু করে দিলেন তখন ট্রেডিং এ মন বসবে না। সুতরাং পার্ট টাইম হিসেবে ট্রেডিং সবচেয়ে ভাল।
Foyazur
2017-11-18, 03:49 PM
ফরেক্স মার্কেট এ একেক ট্রেডার একেক ভাবে ট্রেড করে থাকে কেউ ফুলটাইম আবার কেউ কেউ পার্টটাইম জব হিসেবে আমি ফরেক্স মার্কেট কে পার্ট টাইম ডিউটি হিসেবে বেছেনিয়েছি তবে আমার মতে ফুলটাইম আর পার্টটাইম বড় কথা না শিখা টাই অনেক বড় কথা ফরেক্স মার্কেট ভালো করে শিখে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করতে পারবেন।
iloveyou
2018-03-09, 07:28 PM
ভাই এখানে আপনাকে ফুল টাইম ট্রেডার হবার জন্য অনেক পরিশ্রম করে অনেক চিন্তাভাবনা করে, প্রচুর সময় ব্যয় করে মার্কেটের পেছনে কয়েকটা বছর লেগে থাকতে হবে। এরপর আপনি একটু করে দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞাগুলো ভালভাবে অর্জন করতে হবে। এবং পরিশেষে গিয়ে যখন দেখবেন যে আপনার লসের পরিমাণটা কমে গিয়েছে, মানে আপনি আগে মাসে মনে করেন ১০ টা ট্রেড নিতেন তো সেই ১০ টার মধ্যে দেখা যেত ১ টা অথবা ২ টা ট্রেডে লাভ করতেন, কিন্তু এটার পরিবর্তে যখন আপনি মাসে ৮ টাতেই প্রফিট করতে পারবেন, তখন আপনি একজন ফুলটাইম প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন।
শিমুলআক্তার
2018-03-09, 09:04 PM
হ্যা বন্ধু ফরেক্স মার্কেটে হাজারো ট্রেডার ফুলটাইম ট্রেডার হিসাবে ট্রেড করছে আসলে আপনি যদি কোন পেশা ডিভোলোপ করতে চান আপনাকে অবশ্যয় সেই পেশার আপনার পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব তার সম্পুন্ন সময় দিতে হতে হবে কারন খন্ড কালীন সময়ের জন্য গ্রহন কৃত পেশা হতে কোন ভাবেই কাংখিত আউটপুট পাওয়া সম্ভব নয়, ধন্যবাদ।
Grimm
2018-03-09, 11:04 PM
আমার ইচ্ছা আছে আমি এই ব্যবসা ফুল টাইম এর জন্য নেওয়ার। কিন্তু বর্তমানে আমি এটি চিন্তা করতে পারতাছি না। কারণ এখানে ফুল টাইম ট্রেডার হওয়া এতটা সহজ নয়। আমি বর্তমানে এই ব্যবসা সম্পর্কে অধিক জানার চেষ্টা করতাছি। আমি যখন এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং যখন এই ব্যবসা হতে প্রতিনিয়ত উপার্জন করতে পারবো ঠিক তখনই আমি এই ব্যবসা আমার ফুল টাইমের জন্য নিব।
হ্যা আমি ফুলটাইম ট্রেডার হতে চাই জানি এটা খুব সহজ নয় কারন একজন ফুলটাইম ট্রেডার হতে ফরেক্স সম্পর্কে যথোষ্ট জ্ঞান অর্জন করে নিজেকে অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে।সবসময় মার্কেটের সাথে লেগে থাকতে সঠিকভাবে এনালাইসিস করতে আর সবচেয়ে বড় কথা লস হলে ধৈর্য্য ধারন করার মানসিকতা গড়ে তুলতে হবে।
marjahan
2018-03-15, 11:29 PM
ফরেক্সে ফুলটাইম ট্রেডার হতে হলে আপনাকে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে আপনাকে ফরেক্সে সময় দিতে হবে ফরেক্সের বেসিক রুলসগুলো মেনে চলতে হবে যেমন লোভ না করা ধৈর্য্য ধরা ইত্যাদি এতে করে লসের তুলনায় লাভ বেশি হবে ।
জীবন পরিচালনার জন্য মানুষের চারদিকে এত অর্থনৈতিক কাজের হিড়িক যে কোন পেশায় নিজেকে মন-প্রাণ দিয়ে সপে দিতে পারলেই আপনি সফল ফারেক্স সে রকম আধুনিক কালের একটা সেরা প্রতিষ্টিত হওয়ার ক্ষেত্র তাই ফরেক্স ব্যবসায় আপনি ইতিহাসের সেরা ফরেক্স ট্রেডারদের জীবনি বিশ্লেষণ করলে দেখতে পাবেন তাদের সফলতার মূল উৎস ছিল প্রচন্ড ইচ্ছা মনে রাখবেন বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে বড় করে পেশা হিসেবে ফরেক্সকে ফুল টাইম হিসেবে নিতে পারেন এতে করে আপনি লেগে থাকতে পারলে সফলতা আসবে
Md_MhorroM
2019-01-27, 09:24 PM
আমার মনে হয় ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
Panna1989
2019-01-27, 09:25 PM
আমার মতে আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডার হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
Mazharul777
2019-01-27, 09:28 PM
ফরেক্স ট্রেডার দের মধ্যে অনেকেই কোনো লক্ষ্য ঠিক করে আগান না। অনেকেরই কোনো লক্ষ্য থাকে না। এই নির্দিষ্ট লক্ষ্য না থাকার কারনে এখানে অনেকে সুবিধা করে উঠতে পারেন না। ফুল টাইম ট্রেডার তারাই হতে চান যারা এখানে একটু সুবিধা করতে পারেন। অন্যরা হাল ছেড়ে দেন। আমি মুলত এখানে পার্ট টাইম ট্রেডার হিসেবে শুরু করেছি। নিজে ফুল টাইম ট্রেডার হতে চাই।
bdunity
2019-04-17, 04:41 PM
যে কোন কাজ একক মনে করে করলে তাতে বেশি ফায়দা হওয়ার সম্ভাবনা থাকে । তাই ফরেক্স যদি আমার টার্গেট পুরা হয় তাহলে অন্য ব্যাবসা কেন ? তাই আমি ফুল টাইম ট্রেডার হতে চাই । তাতে আমি মনে করি পার্ট টাইমের চেয়ে অনেক গুনে বেশি ফায়দা হবে ।
AMIRSHIKDER976
2019-04-17, 11:23 PM
ফুল টাইম ট্রেড করতে চাই, কিন্তু মার্কেট তো সব সময় একই থাকবে না। এজন্য অনেক কিছু চিন্তা করে নিতে হবে। তবে হ্যা এক জন দক্ষ ট্রেডার হয়ে আমি অবশ্যই ফুল টাইম ট্রেড করবো। নিজেকে সেই রকম ভাবে তৈরী করার চেষ্টা করছি। একজন ট্রেডার যখন ৯৫% ভাবে লাভবান হবে তখন সে বিনিয়োগ করে ফুল টাইম ট্রেড করার চিন্তা করতে পারে।
sumon918
2019-04-17, 11:48 PM
একজন ফুল টাইম ট্রেডার হতে চাইলে আপনাকে ফরেক্সের খুঁটিনাটি সব বিষয় গুলো কে গুরুত্ব দিতে হবে সব নিউজ নিয়ে এনালাইসিস করেই ট্রেড করতে হবে। ফুলটাইমমহতে গেলে আপনাকে লাভ লস দুটোর মধ্যে দিয়েই যেতে হবে লাভের মত লসটাকে ও মেনে নেওয়ার মতো মনমানসিকতা থাকতে হবে উত্তেজিত হয়ে কাজ করা যাবে না। মোটকথা আপনাকে সব বিষয় গুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে এবং সব বিষয় মেনে নিয়ে কাজ করে যেতে হবে।
RASELRANA562917
2019-04-18, 12:02 AM
ফরেক্স এ ফুল টাইম ট্রেডার হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি একজন দক্ষ ট্রেডার হিসাবে গড়ে উঠতে পারবেন।ফরেক্স মার্কেট এ আপনি যখন ই ভাববেন যে আপনি একজন ফুল টাইম ট্রেডার হতে চান অর্থাৎ ফরেক্স এ লাভ- লস যাই হোক না কেন আপনি সব মেনে নিবেন।অর্থাৎ ফরেক্স এ আপনার রিস্কটা মেনে নিতে হবে।এজন্য আগে আপনাকে ফরেক্স ট্রেডিং এ আত্মবিশ্বাসী হতে হবে।ট্রেডিং এ আত্মবিশ্বাসী হতে হলে ডেমোতে প্রচুর প্র্যাক্টিস করতে হবে এবং রিস্ক নিয়ে ট্রেড করা লাগবে।রিস্ক এর ফল ভালো হবে আপনার আত্মবিশ্বাস আরো বাড়বে।ডেমোতে ট্রেডিং এর মাধ্যমে আপনার ভুল-ত্রুটি গুলো শুধরে নিন যেন ট্রেডিং নিয়ে আপনার কোন সন্দেহ না থাকে।আর মার্কেট এনালাইসিস করা শিখুন,মানি ম্যানেজমেন্ট ঠিক করে রেগুলার আপকামিং নিউজ গুলো ফলো করুন দেখবেন একসময় আপনি নিজে ট্রেডিং এ অনেক বেশি দক্ষ হয়ে গেছেন।আর এভাবেই আপনি একজন ফুল টাইম ট্রেডার হতে পারবেন।
NasirMollah739
2019-04-18, 07:16 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশাজীবী ট্রেডিং করে অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা করেন।আবার কোন কোন ট্রেডার আছে যারা তাদের ক্যারিয়ার হিসেবে কোন মার্কেটপ্লেসকে নির্বাচন করে থাকেন।আমি মনে করি, যারা ফরেক্স মার্কেট প্লেসে সফলতা অর্জন করতে চাই তাদের অবশ্যই পূর্বপরিকল্পনা সুষ্ঠুভাবে প্রতিনিয়ত ও পরিমিত পরিমাণে ট্রেড করে কাঙ্খিত প্রফিট অর্জন করা গুরুত্বপূর্ণ। ফুলটাইম ট্রেডিং এর পক্ষে আমার মতামত শিথিল। কারণ আমি মনে করি, কেউ যদি ফুল টাইম ট্রেডে অংশগ্রহণ করে তবে তার মানসিক চাপ বৃদ্ধি পায়। এর জন্য অন্তত মানসিকভাবে প্রফুল্ল থাকতে মাঝে মাঝে ট্রেডিং থেকে বিরতি নিয়ে রিলাক্সের প্রয়োজন আছে। তাই, সবারই পরিমিত পরিমাণে ট্রেড করা উচিত।
DuckHunt
2019-08-24, 06:21 PM
ফরেক্স ব্যবসা সম্পর্কে সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন। প্রথম দিকে খুব ছোট একটা লাইভ একাউন্ট নিয়ে শুরু করবেন। আসতে আসতে অভিজ্ঞতা ও লাভের পরিমান বাড়ার সাথে সাথে আপনি বড় এমাউন্টের টাকা ইনভেস্ট করতে আগ্রহী হতে পারেন
হ্যা আমি ফরেক্সে ফুলটাইম ট্রেডার হতে চাই সেজন্য এখোনো আমি ফরেক্স শিখছি আর আমি ফরেক্সের সাথে সবসময় সংযুক্ত থাকবো। আমি ফরেক্স থেকে নিজেকে স্বাবলম্বি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
KANIZFATEMA1997
2019-08-24, 07:44 PM
ফরেক্স মাকের্টে ফুল টাইমও পাট টাইম উভয় ভাবেইকাজ করাযায়।তবে সেটা নির্ভর করে আপনার নিজের ওপর।যারা ছাএ তাদের পক্ষে ফুলটাইম করা একটু কঠিন।তবে বেশী করে সময় দিতে হবে।আর বেশী করে জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াতে হবে।এনালাইসিস করে ট্রেড শুরু করতে হবে।নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে।নিউজ দেখতে হবে
ফরেক্স মার্কেটে ফুল টাইম শুধু নতুন ট্রেডারদের জন্যই মানায়। আমার দেখা মতে আমি কোন প্রফেশনাল ট্রেডারকে ফুল টাইম ট্রেড করতে দেখিনি। এটা একটা ভুল ধারনা। আমার পরিচিত একজন সফল ট্রেডার সারাদিনই আড্ডা মেরে সময় কাটান। তিনি খুবই বিলাস বহুল জীবন যাপন করেন। তথ্য মতে তিনি একজন সফল লং টার্ম ট্রেডার।
KAZIMAJHARULISLAM
2019-10-24, 07:20 AM
পার্সোনালি আমি ফরেক্স মার্কেটে ফুলটাইম ট্রেডার হতে চাই না, কেননা আমি পেশায় একজন চাকরিজীবী যার ফলে আমার পক্ষে সব সময় মার্কেটে থাকা সম্ভব হয় না,অর্থাৎ আগে আমার চাকরি ঠিক রাখতে হয় এবং তারপরে আমার অবসর সময়কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটের ট্রেডিং করতে হয়। তাছাড়া ফুলটাইম ট্রেডার হওয়ার জন্য নিজেকে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয়, যাতে করে সে শুধুমাত্র ফরেক্স ট্রেডিং করেই তার সকল পরিমাণ আর্থিক চাহিদা মেটাতে পারে। কিন্তু আমি এখনো সেই পরিমাণ অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারিনি,তাই বর্তমানে ফুলটাইম ট্রেডার হিসেবে নয় বরং পার্টটাইম ট্রেডার হিসেবে ট্রেডিং করে মার্কেটে টিকে থাকতে চাই।
IFXmehedi
2019-10-25, 12:12 AM
ফরেক্স ট্রেডিং খুবই লাভবান একটা বিজনেস । অনেক ফুল টাইম ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেডিং থেকে খুব বিশাল পরিমাণে অর্থ আয় করে । কিন্তু ভাই আমি ফুল টাইম ফরেক্স ট্রেডার হতে চাই না । কারণ আমি খুব বেশি রিস্ক নিতে চাই না আর্থিক কোন বিষয় নিয়ে । আর আমি আমার ইমোশান নিয়ন্ত্রন করতে পারি না , মনে হয় লাভ হবে না কেন । কিন্তু ফরেক্স এ ট্রেড করতে আমি খুব মজা পাই । সেজন্য আমি আমার অন্য কোন কাজের পাশাপাশি পার্ট টাইম ট্রেডিং করতে বেশি আগ্রহী ।
MANIK6642
2019-10-25, 05:06 AM
ফরেক্স মার্কেট এ বেশিরভাগই আসে লোভে পড়ে।এখানে আসার পরের আসলে বুঝা যায় ফরেক্স আসলে কি।আপনি ফরেক্স লোভে পড়ে করলে কি হবে সবই মার্কেটে আসলে বুঝতে পারবেন।অনেকেই লোভ সামলাতে পারেনা।আর শুধুমাত্র যারা লোভ সামলিয়ে ট্রেডিং শেখার দিকে মনোযোগী হয় তারাই হতে পারে দক্ষ ট্রেডার।আপনি যদি ফরেক্স এ ফুল টাইম ট্রেডার হতে চান তাহলে আগে আপনার সমস্ত লোভ লালসা পরিহার করে ফরেক্স শেখার দিকে মনোনিবেশ করতে হবে।ফরেক্সের সকল নিয়ম কানুন জানতে হবে।সব ধরনের এনালাইসিস জানতে হবে,মানি ম্যানেজমেন্ট কি তা কেন মানতে হবে সবই জানতে হবে।স্টপলস টেকপ্রফিট কি কেন দিতে হবে তা জানতে।বেশি লটে ট্রেড করা ভাল না লট সাইজ কেমন নিতে হবে জানতে হবে।কোন কারেন্সিতে ট্রেড করলে কেমন মার্কেট আপ- ডাউন করে জেনে ট্রেড করতে হবে।আর সবকিছু জেনে নিয়মিত ৬ মাস ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে।এরপর রিয়্যাল ট্রেড শুরু করতে হবে।আপনি যদি এভাবে ফরেক্স শিখতে পারেন আমার মনে হয় রেগুলার ট্রেডার হওয়া তেমন কঠিন কিছু হবেনা আপনার জন্য।এজন্য আগে আমাদের ফরেক্স সম্পর্কে ধারণা অর্জন করে দক্ষ হতে হবে।আপনি ফরেক্স এ দক্ষ হতে না পারলে রেগুলার ট্রেডার হতে পারবেন না।তাই আগে ভালোভাবে ফরেক্স শিখেই ট্রেডিং করা উচিত।
SOMARANITHAKUR1995
2019-10-25, 07:18 AM
ফরেক্স মার্কেটে ফুলটাইম বা পার্ট টাইম বলে এমন কোন কথা নেই। এনালাইসিস অনুযায়ী যখন মার্কেট ট্রেড করার জন্য উপযোগী থাকে কেবল সেই মুহূর্তেই ট্রেড ধরা হয়। কারণ মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। কিছু কিছু ট্রেডারদের দাবী তারা ফুলটাইম ফরেক্স ট্রেডার। আসলে ফরেক্স মার্কেটে আপনি হয়ত মাঝে মাঝে মার্কেটের মুভমেন্ট পর্যবেক্ষণ করতে পারবেন এবং এনালাইসিস করতে পারবেন কিন্তু সবসময় ট্রেড করতে পারবেন না। নিজেকে ফুলটাইম ট্রেডার মনে করলে আপনার প্রতিদিন ফরেক্স মার্কেট থেকে আয় করার প্রবণতা থাকবে। যার কারণে ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন আয় করতে গিয়ে আপনাকে লসে থাকতে হতে পারে। অন্যদিকে দেখা গেল একজন ফরেক্সকে পার্ট টাইম হিসেবে বেছে নিয়েও তার সফলতা আপনার চেয়ে অনেক বেশি। তাই নিজেকে আগে দক্ষ করুন এবং প্রতিদিন ফরেক্স মার্কেট থেকে আয় করার প্রবণতাটা বন্ধ করুন। মার্কেট ট্রেড করার জন্য অনুকূলে আসলে ট্রেড ধরুন এবং ওই ট্রেড থেকে যা লাভ হয় কেবল এটা নিয়েই সন্তষ্ট থাকুন, ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন, আস্তে আস্তে ডিপজিটটা বৃদ্ধি করুন যাতে ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে পারেন এবং প্রফিটটা বেশি আসে এভাবেই আপনি ফরেক্স মার্কেটে সফলতা পাবেন।
TanjirKhandokar1994
2019-10-25, 08:51 AM
ফরেক্স ট্রেডিং এ আমি একজন পার্ট টাইম ট্রেডার। কেননা আমি এখানে পর্যাপ্ত সময় দিতে পারিনা। আমি আমার চাকুরির পাশাপাশি ফরেক্স ট্রেডিং করি। তবে এখানে অনেক ট্রেডার আছেন যারা ফুল টাইম ট্রেড করে থাকেন। এবং সেই সাথে অনেকে স্কালপিং করেন আর এতে রিস্কও বেশি আবার লাভও বেশি। অর্থাৎ দেখা যায় অনেক সময় লাভের চেয়ে লসের পরিমাণ বেশি হয়ে থাকে যদি না মার্কেট সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ না হয়ে থাকে। আর আমি প্রথম থেকেই এখানে লং টাইম ট্রেড করছি। এবং এখানে আমার লাভের পরিমাণ অন্যের চেয়ে কম।
abilkis7
2019-10-25, 10:00 AM
না আমি ফুল টাইম ট্রেডার হতে চাই না। কারন ফুল টাইম যদি ফরেক্স এর মধ্যে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনি ক্ষতির সম্মুখিন হবেন। তবে ফুল টাইম আপনি মার্কেট দেখতে পারেন, আর ট্রেড দেওয়া সময় অবশ্যই নিদিষ্ট একটা সময় নিয়ে ট্রেড করা উচিত।
KaziBayzid162
2019-10-25, 12:14 PM
হ্যাঁ, আমি একজন ফুলটাইম ট্রেডার হতে চাই তবে এখনই নয়।কারণ একজন ফুলটাইম ট্রেডার হতে হলে যেমন অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। তেমনি আয়ের উৎস হিসাবে ফরেক্স ট্রেডিং এর উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হবে।অর্থাৎ ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে আয় করার মাধ্যমে আমার সমস্ত চাহিদা পূরণ করতে হবে। কিন্তু আমার মনে হয় এখনো আমি ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারিনি, যার ফলে ফরেক্স ট্রেডিং করে আয় করার মাধ্যমে আমার সমস্ত চাহিদা মেটানো সম্ভব না। তাই বর্তমানে যতটুকু আয় করতে পারছি তা দিয়ে আমার বাড়তি চাহিদাগুলো পূরণ করার পাশাপাশি ফরেক্স সম্পর্কে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। যাতে করে ভবিষ্যতে আমি নিজেকে একজন ফুলটাইম ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি।
samirarman
2019-11-07, 03:34 PM
আমি মনে করি , ফরেক্স মার্কেটে ফুল টাইম শুধু নতুন ট্রেডারদের জন্যই মানায়।মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে চাই কারন আমি এখন বেকার। আমি চাই এই মার্কেট থেকে মাসে একটা ভাল আয় করতে।তার জন্য আপনার পরামর্শ আমার অনেক উপকারে আসবে। আপনার সুন্দর পোস্ট করার জন্
ক্যান্ডেলস্টিক সূচকগুলি শিখাই অর্ধেক ফরেক্স শিখার মতো। ক্যান্ডেলস্টিক নিদর্শনগুলি অত্যন্ত সমালোচনামূলক এবং তীব্র আন্দোলনগুলি খুব বৈজ্ঞানিক। এগুলি গাণিতিক ভিত্তিক উপর ভিত্তি করে। সুতরাং তারা বুঝতে সহজ হয় না। এবং এই নিদর্শনগুলি বুঝতে প্রচুর পরিশ্রম এবং বুদ্ধিমানের প্রয়োজন
অবশ্যই আমি একজন ফুল টাইম ট্রেডার হতে চাই । তবে আমার মনে হয় সেজন্যে আমার অরো সময় লাগবে । কেননা আমি এখনো মার্কেট থেকে নিয়মিত প্রফিট করতে পারিনি । তাই যদি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেড নিয়ে পড়ে থাকি তাহলে অামার পরিবারের খাবার যোগানই অনেক কঠিন হয়ে যাবে ।
ফরেক্স এ ছোট খাট লসের সম্মুখিন হব এতাই স্বাভাবিক তবে আমাদের মার্কেটে টিকে থাকতে আমাদের ভালভাবে আনাল্যসিস করে ট্রেড দিতে হবে। ইমোশনাল যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা ফুল টাইম ট্রেদার হতে পারব।
MINARULRFL100
2019-12-29, 01:12 PM
ফুল টাইম ট্রেডার হতে গেলে আপনাকে অনেক গুনাগুন থাকতে হবে।আপনি মনে করলেন আপনি ফুল টাইম দিয়ে ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করবেন কিন্তু আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে কিছুই বুজেননা তাহলে আপনার ফুল টাইম ট্রেডার হয়ে লাভ আছে? জানি কোন লাভ নেই লস ছাড়া।একজন ফুল টাইম ট্রেডার এর গুনাবলি নিছে দিয়া হলোঃঃ
১. ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে খুব ভাল জ্ঞান থাকতে হবে।
২। ৩টা এনালাইসিস সম্পর্কে পুর্ন ধরনা থাকতে হবে।
৩। ধৈর্য শক্তি থাকতে হবে।
৪। লস হওয়ার পর তা মেনে নিয়ে কাজ করতে হবে।
৫। মার্কেট নিয়ে সব সময় এনালাইসিস করতে হবে।
৬।নিজের উপর নির্ভরশীল হয়ে কাজ করতে।
৭। খুব কম ঝুঁকি নিয়ে কাজ করতে হবে।
৮।মার্কেট কখন কোন দিকে মুভ করতে পারে এই বিষয় ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে।
যদি এই পয়েন্ট গুলো সব আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট এ ফুল টাইম হিসাবে কাজ করে নিজের সফলতা অর্জন করতে পারবেন।
হ্যাঁ আমরা বলতে পারি যে ট্রেডিংয়ের মাধ্যমে আমাদের পক্ষে ভাল আয় করার সুযোগ রয়েছে তবে তার জন্য প্রথমে আমাদের এটি সঠিকভাবে শিখতে হবে এবং সেই দক্ষতাগুলির উপর কিছু ডেমো অনুশীলনও শেখা উচিত যা আমরা তখন ফরেক্স মার্কেটে একটি ভাল ব্যবসায়ী হতে সক্ষম হয়েছি মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরির জন্য উপযুক্ত অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি ব্যবস্থাপনা এবং অন্যান্য দক্ষতাগুলি অনুসরণ করুন এবং শিক্ষার্থীরা তাদের ফ্রি সময়কে বিভিন্ন কাজের দ্বারা ব্যয় করে যা তাদের জীবনের পক্ষে কার্যকর নয় তাদের বেশিরভাগই কোনও কাজ ছাড়াই নেট নিয়ে থাকেন তবে নেট ফরেক্সে একটি ভাল কাজের সুযোগ নিয়ে আসে সমস্ত মানুষের জন্য।
Mdsofizuddin
2020-03-24, 03:28 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের কারনে॥ ফরেক্স মার্কেটে যারা অল্প অল্প করে সফলতা নিয়ে আগাচ্ছে তাদের অনেকেই মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য মনস্থির করে । মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য ট্রেডারকে কতগুলো বিষয় প্রতি দৃষ্টি রাখতে হয় যেমন নিজের উপর কন্ট্রোল, ট্রেড ওপেনিং এ সতর্কতা, ইমোশনাল না হওয়া ইত্যাদি ।
Runil
2020-03-24, 03:33 PM
প্রথমত আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে হলে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে। এযাবত অনেক ট্রেডার ফুল টাইম ট্রেডার হওয়ার চেষ্টা করেছে যেখানে অনেক ট্রেডার দক্ষতাবলে প্রফেশনাল আর অনেকেই দক্ষতার অভাবে ঝরে পরেছে। মূলত আমি পার্ট টাইম ট্রেডার, ফুলটাইম ট্রেডার হতে চাই না।
আপনাকে সব ধরনের ইমশন থেকে বেরিয়ে আসতে হবে। ইমোশনাল যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন।
ফুল টাইম ট্রেডার হিসেবে ট্রেড করাটা আপনার জন্য হতে যাচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার।
আমি জানি উপরে যে আলোচনা করেছি তার প্রায় কিছুই হয়ত আপনাদের কছে নতুন নয়
martin
2020-03-24, 03:37 PM
ফরেক্সে আমি ট্রেড করি পার্ট টাইম হিসাবে কারন আমি পেশায় একজন ব্যাবসায়ি আর সেই কারনে আমাকে প্রতিনিয়ত ব্যাবসায়িক কাজে বাইরে থাকতে হয় সে জন্যই আমি এটিকে পার্ট টাইম পেশা হিসাবে গ্রহন করেছি এবং আমি এখানে লং টাইমফ্রেমে ট্রেড করে থাকি আর তাতে করে আমি একবার ট্রেড ওপেন করে দীর্ঘক্ষন আমার অন্যান্য কাজে সময় দিতে পারি।
Hredy
2020-03-24, 03:44 PM
আমার মতে আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
amreta
2020-03-25, 03:36 PM
ফুল টাইম ট্রেডার হতে চান? কিছু দরকারি বিষয় মনে রাখুন!
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
তাহলে আসুন দেখে নেই, একজন ফুল টাইম সফল ট্রেডার হওয়ার জন্য আসলে আপনার কোন কোন বিষয়গুলো মনে রাখা দরকার
প্রিয় সদস্য মেইন এক একজন পুরো সময়ের ব্যবসায়ী বান্না যিনি মূল ভিত্তি হতে চান, এবং যিনি হোগা রাহানে তাঁর জ্ঞানটি তার কাছে পৌঁছে দিতে চান এবং তিনিও এতে জড়িত আছেন। সম্পত্তি কাম সক্তে
ফুল টাইম ট্রেডার বা পেশাদার প্রতিষ্ঠিত ট্রেডার হতে চাইলে আপনার কঠিন ধৈর্য্য থাকা উচিৎ, ট্রেডিং কৌশল গুলো আয়ত্ব করার দৃঢ় একাগ্রতা থাকা অপরিহার্য ৷ অবশ্যই লোভ সংবরণ করতে হবে ৷ লসের কষ্টকে হাসি মুখে গ্রহণ করা উচিৎ ৷ একজন বাস্তব অভিজ্ঞ ট্রেইনারের অধীনে থেকে হাতে কলমে ফরেক্স ট্রেডের কলাকৌশলগুলি ভালো ভাবে শিখতে পারলে আরও ভাল হবে ৷ আর যদি তা সম্ভব না হয় তাহলে নিজেই কঠোর সাধনা করুন শেখার জন্য । একটি কথা মনে রাখতে হবে যে আপনি ফরেক্স এ যেহেতু ফুল টাইম সময় দিচ্ছেন তাই এই ব্যবসার মাধ্যমেই আপনার জীবনে সকল চাহিদা পুরন করতে হবে ।
Jid13
2020-04-29, 02:26 AM
আপনি ফুল টাইম ট্রেডার হতে হলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট,মার্ েট analysis সম্পরকে যথেষ্ট ধারনা রাখতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।লোভ থেকে নিজেকে সংগত রাখতে হবে।অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন
Fxhuman
2020-04-30, 02:43 AM
প্রথমত আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে হলে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে। এযাবত অনেক ট্রেডার ফুল টাইম ট্রেডার হওয়ার চেষ্টা করেছে যেখানে অনেক ট্রেডার দক্ষতাবলে প্রফেশনাল আর অনেকেই দক্ষতার অভাবে ঝরে পরেছে। মূলত আমি পার্ট টাইম ট্রেডার, ফুলটাইম ট্রেডার হতে চাই না।
FATEMAKHATUN
2020-04-30, 06:31 AM
আমি পার্টটাইম ট্রেডার হতে চাই। ফরেক্স এ কাজ শুরু করার কয়েক দিনের পর আমার ভেতর কেমন একটা উত্তেজনা কাজ করে। যে কারণে আমি ফরেক্সে সারাক্ষণ কাজ করি। এখন কমানো দরকার। কিভাবে কমাতে পারি বুঝতে পারছিনা।
smbiplob
2020-04-30, 02:17 PM
কেউ পার্ট টাইম আবার কেউ ফুল টাইম ট্রেডার হিসাবে ফরেক্সে কাজ করছে বা করতে চায় আমি ফরেক্সে ফুল ট্রেডার হতে চায় না কারন আমি ফরেক্সে নতুন আমি আস্তে আস্তে ফরেক্সে পার্ট টাইম ট্রেডার হিসাবে কাজ করতে করতে পরে ফুল টাইম ট্রেডার হবো ক্স এ ফুল টাইম ট্রেডার হতে চান তাহলে আগে আপনার সমস্ত লোভ লালসা পরিহার করে ফরেক্স শেখার দিকে মনোনিবেশ করতে হবে ফরেক্সের সকল নিয়ম কানুন জানতে হবে সব ধরনের এনালাইসিস জানতে হবে মানি ম্যানেজমেন্ট কি তা কেন মানতে হবে সবই জানতে হবে ।
Rokibul7
2020-04-30, 02:22 PM
ফুলটাইম ট্রেডারদের অনেক অভিজ্ঞতা থাকা প্রয়োজন লোভ বর্জন করা প্রয়োজন মানি ম্যানেজমেন্ট এবং ফরেক্সের রুলসগুলো মেনে চলা প্রয়োজন পড়ে যখন প্রফিট করা শুরু হয় তখন মনে চায় যে পার্ট-টাইম বা ফুল টাইম ট্রেড করি তবে ফরেক্স মার্কেট টা ফুল টাইমই অ্যানালাইসিস করা উচিত এতে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে যথেষ্ঠ ধারণা থাকবে তাই আমি মনে করি যে মার্কেটে ফুল টাইম দেওয়া উচিত
KGF3010
2020-05-02, 02:55 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
Rion83
2020-05-02, 02:58 PM
ফুল টাইম ট্রেডার হতে হলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট,মার্ েট analysis সম্পরকে যথেষ্ট ধারনা রাখতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।লোভ থেকে নিজেকে সংগত রাখতে হবে।অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন
Fardin02
2020-05-02, 03:07 PM
ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন ফরেক্সে দক্ষতা।।। ফরেক্সে দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে মার্কেটে টিকে থাকা কোন্ েভাবেই সম্ভব নয়। আমরা দু এক ট্রেডে প্রফিট করলেই মনেকরি আমরা ফরেক্সে শিখে ফেলেছি।।।। এটা ভাবা মুটেও উচিত নয়। যতদিন না আমরা নিয়মিত ভাবে প্রপিট করতে না পারি ততদিন ফরেক্সে স্টাডি করে যাওয়া উচিত,
Lubna1212
2020-05-24, 05:06 PM
একটি সম্পূর্ণ ব্যবহারিক পূর্ণ সময়ের দালাল হওয়ার জন্য আপনার এক্সচেঞ্জিং কাঠামোর উপর আপনার পর্যাপ্ত ভরসা থাকা উচিত। নির্ভীকতার অনুপস্থিতি ঘটতে, সেই সময়ে আপনার পছন্দগুলি গ্রহণের ক্ষমতা কমে যায়। আপনাকে বিবেচিত সমস্ত জিনিসই অনুপযুক্ত পছন্দ নিয়ে বসে থাকতে পারে।
আপনার কোনও দুর্ভাগ্য রয়েছে তা নির্বিশেষে আপনি আপনার নিশ্চিততা হারাতে পারবেন না। আপনার উপলব্ধ জোর বজায় রাখা প্রয়োজন। মনে রাখবেন যে আমরা তাকে বাজারের সেরা ব্যবসায়ী হিসাবে বিবেচনা করব যিনি বুঝতে পারেন যে কীভাবে দুর্ভাগ্য ফিরিয়ে আনা যায়! দুর্ভাগ্য পুনরুদ্ধারের জন্য আরও কী আপনার অবশ্যই নিশ্চিত হওয়া উচিত।
zakia
2020-06-11, 09:58 PM
হ্যাঁ আমরা বলতে পারি যে ট্রেডিংয়ের মাধ্যমে আমাদের পক্ষে ভাল আয় করার সুযোগ রয়েছে তবে তার জন্য প্রথমে আমাদের এটি সঠিকভাবে শিখতে হবে এবং সেই দক্ষতাগুলির উপর কিছু ডেমো অনুশীলনও শেখা উচিত যা আমরা তখন ফরেক্স মার্কেটে একটি ভাল ব্যবসায়ী হতে সক্ষম হয়েছি । তবে হ্যা এক জন দক্ষ ট্রেডার হয়ে আমি অবশ্যই ফুল টাইম ট্রেড করবো। নিজেকে সেই রকম ভাবে তৈরী করার চেষ্টা করছি। একজন ট্রেডার যখন ৯৫% ভাবে লাভবান হবে তখন সে বিনিয়োগ করে ফুল টাইম ট্রেড করার চিন্তা করতে পারে।
konok
2020-07-13, 12:40 PM
ওয়ালডে অনেক ধরনের বিজনেস আছে তবে ফরেক্স এক টি অন্নতম ও নাম্বার ১ম তম বিজনেস। এখানে ট্রেড যেমন রিক্স তেমনি প্রফিট। এখানে ট্রেড করা মুল উদ্দেশ্য নয় বরং টিকে থাকা। আর সুধু এক জন ভাল ট্রেডারি তা পারে। ফরেক্স ট্রেডিং করে আমাদের ফরেক্স অভিজ্ঞতা বারাতে হবে। ফরেক্স আমাদের লেখাপড়া করার অনেক কিছু আছে। ফরেক্স করার জন্য মুল্ধন যত বেশি হবে আপনার ইনকাম ও তত বেশি হবে।
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।কারন ফরেক্স মার্কেট সপ্তাহের পাচ দিন খোলা থাকে আপনি ইচ্ছে করলে যে কোন সময় আপনি ট্রেড করতে পারবেন।আর ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।
Devdas
2020-07-13, 08:09 PM
ফরেক্স শিখার শেষ নেই। প্রতিদিন প্রতি নিয়ত ফরেক্স আমাদেরকে নতুন নতুন কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু রুলস ও কাজের মধ্যেমে ফরেক্স থেকে ভাল দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা যায়। ফরেক্স মার্কেট সব সময় এক থাকেনা বিধায় আমরা অনেকটা সমস্যায় পরি এবং না বুঝে ট্রেড করে থাকি। যে সমস্যা গুলো আছে সেগুলো আমাদেরকে খুতিয়ে দেখতে হবে এবং যেখানে এ আমরা না বুঝি সেখানে আমাদের অনেক সময় দিয়ে শিখতে হবে তাহলেই আমরা খুব সহজেই এই ধরনের সমস্যা হলে আমরা বুঝতে পারব যে মার্কেট কোন লেভেলে আছে এবং কোন পজিশন এ আছে।
Md.shohag
2020-07-13, 08:10 PM
আপনাকে সব ধরনের ইমশন থেকে বেরিয়ে আসতে হবে। ইমোশনাল যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন।
ফুল টাইম ট্রেডার হিসেবে ট্রেড করাটা আপনার জন্য হতে যাচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার।
আমি জানি উপরে যে আলোচনা করেছি তার প্রায় কিছুই হয়ত আপনাদের কছে নতুন নয়
muslima
2020-07-14, 01:33 AM
আমাদের অনেক বেশি পরিশ্রম করে ট্রেডিং করতে হবে,তাই ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেডিং করার মত আমার সময় নেই তাই আমি।ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হলে প্রথমে ভাল ভাবে ট্রেডিং শিখা,তাই ফরেক্স এনালাইসিস করে যাচ্ছি। ফরেক্স এ প্রচুর সময় দিতে হবে। কেননা যারা ফুল টাইম ট্রেডার তারা নিয়মিত ভাবে প্রফিট করে থাকে। আর ফুল টাইম ট্রেডাররা ট্রেড সন্ধানী। যখন ভালো কোন এন্ট্রি পায় সাথে সাথে ট্রেড করে থাকেন।
FREEDOM
2020-07-27, 04:00 PM
প্রথমত আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে হলে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে। এযাবত অনেক ট্রেডার ফুল টাইম ট্রেডার হওয়ার চেষ্টা করেছে যেখানে অনেক ট্রেডার দক্ষতাবলে প্রফেশনাল আর অনেকেই দক্ষতার অভাবে ঝরে পরেছে। মূলত আমি পার্ট টাইম ট্রেডার, ফুলটাইম ট্রেডার হতে চাই না।
Devdas
2020-07-27, 04:04 PM
ফরেক্স এ আমি ভাল ট্রেডার হওয়ার জন্য ফরেক্স এ দিন কে দিন অনেক ধৈর্য্য ধরে পরিশ্রম করে ফরেক্স করে যাচ্ছি। আমি ফরেক্স এ একজন ভাল ট্রেডার হতে চাই এর জন্য আমি ফরেক্স এ ফুল সময় ও দিয়ে থাকি। এবং যত ধরনের ফরেক্স এর খুটিনাটি কাজ গুলো আছে সেগেুলো খুতিয়ে দেখছি। তাই আমি ভাল ট্রেডার ও ফুল টাইম এর ট্রেডার হওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আছি। আশা করছি যে আমি ফরেক্স থেকে একজন ভাল ট্রেডার ও ফুল টাইম এ ট্রেডার হতে ফরেক্স করে যাচ্ছি।
jimislam
2020-08-06, 10:30 AM
আমি ফরেক্স সম্পর্কে অনেক জেনেছি ও শুনেছি । ফরেক্স থেকে নাকি অনেক টাকা প্রতি মাসে আয় করা যায় । তাই কেউ পার্ট টাইম আবার কেউ ফুল টাইম ট্রেডার হিসাবে ফরেক্সে কাজ করছে বা করতে চায় । আমি ফরেক্সে ফুল ট্রেডার হতে চায় না কারন আমি ফরেক্সে নতুন । তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
Starship
2020-08-07, 11:10 PM
কেনা ফরেক্স ফুলটাইম হিসেবে বেছে নিতে চাই, সবাই চায় কিন্তু সবাই পারেনা। ফরেক্স হল একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা তাই ফরেক্স স্কুল টাইম পেশা হিসেবে বেছে নেওয়ার পূর্বে ফরেক্স বিষয়ে অবশ্যই অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করলে বুদ্ধিমানের কাজ হবে। আজ থেকে আপনি খুব সহজে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে ও অনুশীলন করতে হবে। অনুশীলন ব্যতীত পড়েছে কেউ টিকে থাকতে পারেনি। আমার ইচ্ছা আছে আমিও ফরেক্স ফুলটাইম হিসেবে বেছে নেব।
FREEDOM
2020-10-28, 02:00 PM
ফরেক্স ট্রেডার দের মধ্যে অনেকেই কোনো লক্ষ্য ঠিক করে আগান না। অনেকেরই কোনো লক্ষ্য থাকে না। এই নির্দিষ্ট লক্ষ্য না থাকার কারনে এখানে অনেকে সুবিধা করে উঠতে পারেন না। ফুল টাইম ট্রেডার তারাই হতে চান যারা এখানে একটু সুবিধা করতে পারেন। অন্যরা হাল ছেড়ে দেন। আমি মুলত এখানে পার্ট টাইম ট্রেডার হিসেবে শুরু করেছি। নিজে ফুল টাইম ট্রেডার হতে চাই।
FRK75
2020-10-28, 03:47 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে হলে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে। এযাবত অনেক ট্রেডার ফুল টাইম ট্রেডার হওয়ার চেষ্টা করেছে যেখানে অনেক ট্রেডার দক্ষতাবলে প্রফেশনাল আর অনেকেই দক্ষতার অভাবে ঝরে পরেছে। মূলত আমি পার্ট টাইম ট্রেডার, ফুলটাইম ট্রেডার হতে চাই না।
আপনার একটা লস হওয়ার পরও আপনার কনফিডেন্স
হারালে চলবে না। নিজের মনোযোগ আর ফোকাস
ধরে রাখতে হবে মার্কেট এ। মনে রাখবেন মার্কেট
এ তাকেই আমরা ভাল ট্রেডার বলব যে লস রিকভার
করতে জানে! আর লস রিকভারের জন্য আপনাকে
অবশ্যই আত্মবিশ্বাস ধরে রাখতে হব.
sss21
2020-10-28, 04:20 PM
ফরেক্স ট্রেডার দের মধ্যে অনেকেই কোনো লক্ষ্য ঠিক করে আগান না। অনেকেরই কোনো লক্ষ্য থাকে না। এই নির্দিষ্ট লক্ষ্য না থাকার কারনে এখানে অনেকে সুবিধা করে উঠতে পারেন না। ফুল টাইম ট্রেডার তারাই হতে চান যারা এখানে একটু সুবিধা করতে পারেন। অন্যরা হাল ছেড়ে দেন। আমি মুলত এখানে পার্ট টাইম ট্রেডার হিসেবে শুরু করেছি। নিজে ফুল টাইম ট্রেডার হতে চাই
samun
2020-10-30, 10:05 PM
ফরেক্স মার্কেটে যারা অল্প অল্প করে সফলতা নিয়ে আগাচ্ছে তাদের অনেকেই মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য মনস্থির করে । মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য ট্রেডারকে কতগুলো বিষয় প্রতি দৃষ্টি রাখতে হয় যেমন নিজের উপর কন্ট্রোল, ট্রেড ওপেনিং এ সতর্কতা, ইমোশনাল না হওয়া ইত্যাদি । ফুল টাইম ট্রেডার সব সময় ভাল কিছু শিখতে পারে এবং আয় করতে পারে।
নিজের মনোযোগ আর ফোকাস ধরে রাখতে হবে মার্কেট এ। মনে রাখবেন মার্কেট এ তাকেই আমরা ভাল ট্রেডার বলব যে লস রিকভার করতে জানে। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডারগণ।
Fahmida1
2020-10-31, 12:01 AM
ফুলটাইম ফরেক্সের জন্য প্রথমে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হব। ট্রেড করার জন্য ফরেক্স সম্পর্কে দক্ষ ও সফল হতে হবে।যারা ফরেক্স সম্পর্কে দক্ষ হয়ে উঠতে পেরেছে তারাই ভাল প্রফিট করতে পারছে। তবে ফুলটাইম ফরেক্সে সময় দিয়ে থাকে তারাই যারা অন্য কোন পেশায় নিয়োজিত নয় তারা ফরেক্স সম্পর্কে দিনরাত এনালাইসিস করে থাকে। কিভাবে ট্রেনিং করলে আরো অনেক কিছু জানা যাবে তা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে। কিভাবে ভালো ইনকাম করতে পারবে তাই তারা ফুলটাইম ফরেক্স করে থাকে। একমাত্র সফল ট্রেডাররাই।
EmonFX
2020-10-31, 11:20 AM
আপনি অত্যান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দিয়েছেন। আমি বর্তমানে পার্টটাইম ট্রেডিং করলেও ইচ্ছা আছে ভবিষ্যতে ফুলটাইম ট্রেড করার, যদি ফরেক্সে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি। ফরেক্স একটি অনলাইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা বিধায় এখানে চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য যে কোন পেশার পাশাপাশি যে কেউই ফরেক্স ট্রেডিং করতে পারেন। শুধু ইন্টারনেট সংযোগ সহ একটি ডেক্সটপ, ল্যাপটপ অথবা একটি স্মার্ট ফোন হলেই ফরেক্সে ট্রেডিং করা যায়। আসলে আমরা অনেকেই ফরেক্সের পাশাপাশি অন্যান্য কাজ করে থাকি। কেউ চাকরি, ব্যবসা বা অন্য কিছু করে থাকি। অবশ্য এতে করে ফরেক্সে কনসেন্ট্রেশন ব্রেক হয়, পুর্ন কনসেন্ট্রেশন দেয়া যায় না ফলে আমরা ফরেক্সে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারি না। আমি যখন একই সাথে দুটি কাজ করবো তখন আমার মনোযোগ ও ব্রেন দু’দিকে কাজ করবে। এতে করে কোনটাই সঠিক ভাবে সম্পাদন করা হয় না।
এখন বর্তমানে আমি পার্টটাইম হিসেবে ফরেক্স করছি বাট আমার ইচ্ছা আছে যদি ফরেক্সে ভালো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারি তাহলে ফরেক্সকে ফুলটাইম বা প্রধান পেশা হিসেবে নিতে চাই। আমি মনে করি কেউ যদি এখানে পুর্ন সময় দেয় তাহলে অন্যান্য যে কোন পেশার থেকে এখানে ভালো করার যথেষ্ঠ সুযোগ আছে। আমরা লেখাপড়া শেষ করতে জীবনের অর্ধেক সময় ব্যয় করে ফেলি। সে তুলনায় আমরা যদি পাঁচ বছর ব্যয় করি তাহলে ফরেক্সে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। ধন্যবাদ।
আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে । এবং এত ধরনের ঝামেলা কারনে আপনি হয়ত আপনার ট্র্যাক হারাতে পারেন, ফোকাস হারাতে পারেন। অনেক বড় অঙ্কের টাকা যখন আমরা ইনভেস্ট করি।
FiruFx
2020-10-31, 12:59 PM
যদি কেউ ফরেক্স ট্রেডিং এর সম্পূর্ণ সময়ের ট্রেডার হতে চায় তবে তাকে অবশ্যই ফরেক্সের নিয়মাবলী অনুসরণ করতে হবে । নিয়মানুবর্তিতা মেনে ট্রেড করতে হবে । নিয়মানুবর্তিতা ব্যতীত কেউ ফরেক্স এ সফল ট্রেডার হতে পারবে না । ফরেক্স এর সফল ট্রেডার হতে হলে তাকে অবশ্যই লোভ ত্যাগ করে নিয়ম মেনে মনোযোগ সহকারে ট্রেড অনুশীলন করতে হবে । তবেই ফরেক্সে সাবলম্বী হওয়া সম্ভব হবে।
Starship
2020-10-31, 04:40 PM
ফরেক্স মার্কেটে অনেকেই ফুল টাইম হিসেবে পেশা হিসেবে বেছে নিতে চায় কিন্তু সবারই হতে পারেন না। ফরেক্স মার্কেটে ৯৫% ফরেক্স ট্রেডার ফরেক্স থেকে ছিটকে পড়েন। তাই ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হলে অনেক ধৈর্যের পরিক্ষা অতিক্রম করতে হয়৷ আমি জানি ফরেক্স ফুল টাইম হিসেবে করতে হলে অনেক অনুশীলনের প্রয়োজন। তাই আমি পার্ট টাইম হিসেবে বেছে নিয়েছি। যখন ফরেক্সে এক্সপার্ট হবো তখন ফরেক্স ফুল টাইম হিসেবে বেছে নিবো। তাই নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে বেছে নিতে হলে আমাকে অভিজ্ঞতা অর্জনের কোন বিকল্প পথ নেই।
zakia
2020-11-05, 02:57 PM
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা বেশ কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি। অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন
FRK75
2021-07-10, 06:17 PM
আমি একজন ফুল টাইম ট্রেডার হতে চাই । তবে আমার মনে হয় সেজন্যে আমার অরো সময় লাগবে । কেননা আমি এখনো মার্কেট থেকে নিয়মিত প্রফিট করতে পারিনি । তাই যদি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেড নিয়ে পড়ে থাকি তাহলে অামার পরিবারের খাবার যোগানই অনেক কঠিন হয়ে যাবে ।
Devdas
2021-08-03, 06:03 PM
ফরেক্স এ ফুল ট্রেডার হতে আমি সর্বদাই চেষ্টা করে থাকি। কিন্তু আমার যে বাহিরে অনেক কাজ থাকে এবং আমার অনেক দ্বায়িত্ব আছে যেগুলো নিয়ে ফরেক্স এ সময় দিতে পারি না। তবে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি যে ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য। হয়তো আমি বর্তমান পরিস্তিতিতে ফুল সময় দিতে পারছি না। কিন্তু আমি একদিন না একদিন ভাল ট্রেডার হয়ে আমি ফুল টাইম ফরেক্স করে যাব এবং আমার ভবিষ্যতে যেন ভাল একজন ফরেক্স ট্রেডার হই সেই প্রত্যাশায় আমি ফরেক্স করে যাচ্ছি।
Sakib42
2021-08-03, 11:11 PM
আসলে বলতে গেলে এখনও ফরেক্স নিয়ে এতো দীর্ঘ চিন্তা করিনি। বর্তমানে আমি একজন ছাত্র এবং আমার পড়াশুনার যাবতীয় খরচ ও হাতখরচ উপার্জিত হলেই আমি খুব খুশি তাই বর্তমানে আমি ফরেক্সকে পার্ট টাইম হিসেবে বেছে নিচ্ছি। যেহেতু ফরেক্স থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যায় তাই ভবিষ্যতে হয়ত জীবিকা নির্বাহের জন্য ফরেক্সকে নির্ধারণ করতে পারি। যদি দেখি যে ফরেক্স পর্যাপ্ত পরিমাণে সাহায্য করছে আমাকে জীবিকা নির্বাহের জন্য তখন আমি সবকিছু ছেড়ে ফরেক্সকে দীর্ঘমেয়াদি হিসেবে পরিকল্পনা করব এবং চেষ্টা করব আমার একমাত্র আর্থিক দিক হিসেবে চিহ্নিত করা। বর্তমানে পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগাচ্ছি আর যদি সুযোগ হয় তাহলে ভবিষ্যতে এই অবসর সময়কে একদম দীর্ঘমেয়াদী হিসেবে পরিকল্পনা করব।
Mas26
2021-09-20, 10:43 PM
যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।অভিজ্ঞতা ও লাভের পরিমান বাড়ার সাথে সাথে আপনি বড় এমাউন্টের টাকা ইনভেস্ট করতে আগ্রহী হতে পারেন।যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
samun
2021-11-15, 10:49 PM
ফরেক্স মার্কেটে যারা অল্প অল্প করে সফলতা নিয়ে আগাচ্ছে তাদের অনেকেই মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য মনস্থির করে । মার্কেটে ফুলটাইম ট্রেড করার জন্য ট্রেডারকে কতগুলো বিষয় প্রতি দৃষ্টি রাখতে হয়। ফরেক্স মার্কেটে ৯৫% ফরেক্স ট্রেডার ফরেক্স থেকে ছিটকে পড়েন। তাই ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হলে অনেক ধৈর্যের পরিক্ষা অতিক্রম করতে হয়৷ যেমন নিজের উপর কন্ট্রোল, ট্রেড ওপেনিং এ সতর্কতা, ইমোশনাল না হওয়া ইত্যাদি । ফুল টাইম ট্রেডার সব সময় ভাল কিছু শিখতে পারে এবং আয় করতে পারে।
IFXmehedi
2021-11-15, 11:32 PM
ফুল টাইম ট্রেডার হতে চান? কিছু দরকারি বিষয় মনে রাখুন!
ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
তাহলে আসুন দেখে নেই, একজন ফুল টাইম সফল ট্রেডার হওয়ার জন্য আসলে আপনার কোন কোন বিষয়গুলো মনে রাখা দরকার
ফরেক্স মার্কেটে আপনি যদি একজন ফুলটাইম ট্রেডার হতে চান তাহলে আমি মনে করি এজন্য আপনাকে আর্থিকভাবে সম্পূর্ণরূপে সাপোটিভ হতে হবে । কারণ ফরেস্ট মার্কেট খুব সুখী পুরনো একটা মার্কেট এবং যেকোন সময় আপনার অনেক বড় ধরনের লস হয়ে যেতে পারে । কিন্তু আপনি যদি সেই লস সহ্য করার ক্ষমতা না রাখেন । সেক্ষেত্রে আপনি মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন । তাই আমি মনে করি আপনি যদি আর্থিকভাবে সম্পদশালী হয়ে থাকেন তাহলে আপনি ভালভাবে ফরেক্স ট্রেডিং শিখে ফরেক্স মার্কেটে একটা ভালো বিনিয়োগের মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন ।
FRK75
2022-07-06, 07:40 PM
ফুল টাইম ট্রেডার হতে হলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট,মার্ েট analysis সম্পরকে যথেষ্ট ধারনা রাখতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।লোভ থেকে নিজেকে সংগত রাখতে হবে।অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেনফরেক্সে ফুল টাইম ট্রেডার হতে হলে ফরেক্সে আপনার দক্ষতা বাড়াতে হবে।। ফরেক্স ট্রেডিং করে আমাদের ফরেক্স অভিজ্ঞতা বারাতে হবে। ফরেক্স আমাদের লেখাপড়া করার অনেক কিছু আছে।। ফরেক্স করার জন্য মুল্ধন যত বেশি হবে আপনার ইনকাম ও তত বেশি হবে।।
Mas26
2022-07-06, 11:18 PM
যদিও আপনি চাইলেই মার্কেট এর উপরে কোন কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে আপনার ট্রেড সিদ্ধান্তের অনেক কিছুই কন্ট্রোল করতে পারেন। আপনি যে বিষয়গুলিতে কন্ট্রোল রাখলে ভাল করবেনঃ আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।প্রথম দিকে খুব ছোট একটা লাইভ একাউন্ট নিয়ে শুরু করবেন। আসতে আসতে অভিজ্ঞতা ও লাভের পরিমান বাড়ার সাথে সাথে আপনি বড় এমাউন্টের টাকা ইনভেস্ট করতে আগ্রহী হতে পারেন।
FRK75
2023-05-03, 02:48 PM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে পারবেনা কেউ তাই ট্রেডিং করার জন্য কিছু টাইম নিদৃষ্ট করে নিয়ে যদি ফরেক্স মার্কেটে সেই সময় কে কাজে লাগানো যায় তাহলে অনেক ভাল হবে ফরেক্স মার্কেট হতে ভাল ইনকাম করতে পারলে ভাল ট্রেডার হওয়া যায় তাই আমাদের ট্রেডিং করার জন্য সিস্টেম চালু করতে হবে।
kazitanzib
2023-05-24, 11:02 AM
একজন পূর্ণ-সময়ের ব্যবসায়ী হওয়ার জন্য সতর্কতার সাথে বিবেচনা করা প্রয়োজন। আপনার আর্থিক, ঝুঁকি সহনশীলতা এবং দক্ষতা মূল্যায়ন করুন। শিখুন, অনুশীলন করুন, ছোট শুরু করুন এবং একটি ব্যাকআপ পরিকল্পনা করুন। ঝুঁকি বুঝুন। নির্দেশনা চাও। ফুল-টাইম ট্রেডিং সম্ভাবনার অফার করে কিন্তু শৃঙ্খলা এবং ক্রমাগত অভিযোজন দাবি করে।
Mas26
2023-05-24, 11:56 AM
কনফিডেন্স ধরে রাখতে হবে একজন ফুলি ফাংশনাল ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই নিজের ট্রেডিং সিস্টেম এর উপরে যথেষ্ট পরিমানে কনফিডেন্স থাকা লাগবে। যদি আপনা আত্মবিশ্বাস এ কোন ঘাটতি দেখা যায় তাহলে আপ্নাড় দিসিশন নেওয়ার এবিলিটি কমে যায়। সেক্ষেত্রে আপনি হয়ত ভুল সিধান্ত নিয়ে বসতে পারেন।আপনার একটা লস হওয়ার পরও আপনার কনফিডেন্স হারালে চলবে না। নিজের মনোযোগ আর ফোকাস ধরে রাখতে হবে মার্কেট এ। মনে রাখবেন মার্কেট এ তাকেই আমরা ভাল ট্রেডার বলব যে লস রিকভার করতে জানে! আর লস রিকভারের জন্য আপনাকে অবশ্যই আত্মবিশ্বাস ধরে রাখতে হব।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.