PDA

View Full Version : মানি ম্যানেজমেন্ট সিষ্টেম কৌশল



Rayhan07
2015-09-16, 09:52 AM
মানি ম্যানেজমেন্ট সিস্টেম (লাকি -7, ট্রেডিং সিকুয়েন্স)
আজ এখানে একটি ভিন্ন রকম ট্রেডিং কৌশল দেয়া হল। আশা করা যায়, এই ফরম্যাট টা অনেকের কৌশল এর সাথে আরও ভালভাবে ফিট করে যাবে।
আগেই বলে রাখি এটা অনেকটা সেমি- মারটিনগেল (Martingale) সিস্টেম, যার মাধ্যমে আপনি আপনার লসকে নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যান্য অনেক মারটিনগেল সিস্টেম (যে সিস্টেম এ কোন লস এর পর ট্রেডকে ডাবল করে দেয়া হয়) এই প্রায় পুরো মূলধনই চলে যায়। এখানে ঝুঁকি এবং জয়ের অনুপাত 1:2।
প্রক্রিয়াটি এরকমঃ
1) আমরা আমাদের এন্ট্রির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি ট্রেড ওপেন করি। উদাহরণস্বরূপ, আমরা EUR/USD তে 1:1200 প্রাইস এ একটি বাই ট্রেড ওপেন করলাম। আমাদের স্টপ লস হল 10 পিপে (1:1190) এবং টেক প্রফিট 50 পিপে (1:1250) সেট করা আছে। এটা আমাদের সিকুয়েন্স এ প্রাথমিক এন্ট্রি বলা হয়।
2) যদি আমাদের টেক প্রফিট হিট করে তাহলে আমরা পরবর্তী এন্ট্রি সিগন্যাল এর জন্য অপেক্ষা করি এবপর পুনরায় শুরু করি।
3) যদি স্টপ লস হিট করে, তাহলে আমাদের পরবর্তী ট্রেড হবে সেল(উপরের মত আমাদের প্রথম ট্রেড বাই ধরে), যেটা স্টপ লস হিট করার সাথে সাথেই এন্ট্রি দেয়া হবে।এই নতুন সেল পজিশন এর প্রাথমিকভাবে একইরকম টেক প্রফিট (50 পিপস) এবং স্টপ লস (10 পিপস) থাকবে প্রতিবার আমাদের স্টপ লস হিট হওয়ার ক্ষেত্রে এই সিকুয়েন্স টিই চলতে থাকবে।যখনই কোন টেক প্রফিট হিট হবে তখন ট্রেডের সিকুয়েন্স টি বন্ধ হবে ।
একটি ট্রেডের সিকুয়েন্স মানে বুঝায় প্রতিবার আমাদের স্টপ লস হিট করেছে, পরবর্তী ট্রেড টি হবেঃ
1. বিপরীত ডিরেকশনে
2. আমাদের প্রাথমিক এন্ট্রি হিসেবে সিকুয়েন্স এ সবগুলোর স্টপ লস এবং টেক প্রফিট সেটিং একইরকম থাকবে (স্টপ লস= 10 পিপ, টেক প্রফিট= 50 পিপ)।
3. একাউন্ট ব্যাল্যান্স বাড়া বা কমার সাথে সাথে লট বা ভলিউম এর পরিমাণ এ পার্থক্য হয়ে থাকে।
একাউন্ট এর ব্যাল্যান্স এর পরিমাণ হিসেবে আপনি আপনার ঝুঁকির পরিমাণ এবং লট আগেই হিসাব করে নিতে পারেন।
এই সিস্টেম টি সবাই নিজের মত করে মডিফাই করে ব্যবহার করতে পারেন। লাইভ একাউন্ট এ শুরু করার আগে বরাবরই ডেমো একাউন্টে এ প্র্যাকটিস করে নেয়া উচিৎ। তাহলেই আস্তে আস্তে ট্রেডিং এ ধারাবাহিকভাবে উন্নতি করা যাবে।

dinner
2015-11-29, 09:19 PM
১. অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ নিয়ে রিস্ক নিনঃ
অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ রিস্ক নেয়া কেন গুরুত্বপূর্ণ? এর কারন হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে, তারপর প্রফিটের কথা ভাবতে হবে।ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন।যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করেন তবে কোন ট্রেডে আপনার লস অনেক বেশী হলেও চাইলে আপনি আপনার ট্রেডটিকে হোল্ড করতে পারবেন।ট্রেডে আপনার অ্যাকাউন্টের মোট পার্সেনটেজের কম এবং বেশী রিস্ক নিয়ে ট্রেডের একটি উদাহরন নিচে দেখা যাক। দেখুন টানা ১০টি ট্রেডে লস আপনার অ্যাকাউন্টের কতটুকু ক্ষতি করতে পারে।
২. হারান ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিনঃ
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০% হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০% লাভ করতে হবে। আর যদি ৭৫% হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০% প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই আপনি যদি একবার বিরাট লস করে তারপর সেই লস রিকভার নিয়ে ব্যস্ত থাকেন, তবে প্রফিট করবে কে?এখানেই চ্যালেঞ্জ। চেষ্টা করে দেখুন ডেমো অ্যাকাউন্টে ৩০০% অথবা আপনার রিয়েল অ্যাকাউন্টে অন্তত ১০০% প্রফিট করতে পারেন কিনা। এটা অতটা সহজ হবেনা। মানি ম্যানেজমেন্ট এই জন্যেই গুরুত্বপূর্ণ।

HKProduction
2015-12-07, 07:32 PM
মানি ম্যানেজমেন্ট এই ট্রেডের মূল বিষয়। আমাদেরকে প্রথম থেকেই এই রুলটির দিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তা পালন করতে হবে। আমরা যদি না মানি তাহলে আমরা এর ফল ভোগ করব। ট্রেডে লস হলে আমাদের মন মানসিকতা ঠিক থাকেনা। তাই মানি ম্যানেজমেন্ট রুল আমাদের মূলধনকে লোকসান থেকে সুরক্ষিত রাখে।

sharifulbaf
2015-12-13, 03:58 PM
ফরেক্স মার্কেট হল রিস্কি মার্কেট তাই এই মার্কেট এ মানি ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্ব। একটি ট্রেড ওপেনিং করার পরে আপনাকে মনেরাখতে হবে কি পরি মান লস দিতে চান সেই মোতাবেক স্টপ লস বসিয়ে দিতে হবে। মিনিমাম ২০% লস দেওয়ার মান সিকতা এবং ৮০% হাতে রাখায় হল মানি ম্যানেজমেন্ট।

basaki
2016-03-15, 12:46 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি যদি ভাল করে মানি মেনেজমেন্ট করতে পারেন তবেই আপনি ভাল করে ট্রেড করে লাভ করতে পারেন তবে মানি মেনেজমেন্ট আপনি যদি ভাল করে শিখতে চান তবে আপনি বেবি ফরেক্স অথবা বিডি ফরেক্সে ট্রেড করলেই অনেক ভাল হবে বলে মনে করি।

RUBEL MIAH
2016-05-18, 06:26 PM
মানি ম্যানেজমেন্ট সিস্টেম অামাদের সকলেরই দরকার । প্রত্যেকেই যদি মানি ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখে তাহলে অবশ্যই সফলতা অনিবার্য । আমরা যদি আগে থেকেই মানি ম্যানেজমেন্ট করে থাকি তাহলে অবশ্যই কোন প্রকার সমস্যায় পড়তে হবে না ।

Rahat015
2016-06-15, 01:18 PM
ফরেক্স মার্কেট এ ভাল করতে হলে আর মার্কেট এ ঠিকে থাকতে হলে আপনাকে মানি মেনেজমেন্ট ভালো ভাবে জানতে হবে। এতে আপনার একাউন্ট জিরো হওয়ার হাত থেকে বাচবে। আর মার্কেট এ ঠিকে থাকার জন্য ভালো ফলাফল দিবে।

Md. Tariqul Islam
2016-06-16, 04:18 PM
থমে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে, তারপর প্রফিটের কথা ভাবতে হবে।ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন।যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করেন তবে কোন ট্রেডে আপনার লস অনেক বেশী হলেও চাইলে আপনি আপনার ট্রেডটিকে হোল্ড করতে,আমাদেরকে প্রথম থেকেই এই রুলটির দিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তা পালন করতে হবে। আমরা যদি না মানি তাহলে আমরা এর ফল ভোগ করব।

Mamun13
2017-09-13, 08:12 PM
মানি মেনেজমেন্ট হচ্ছে ফরেক্স মার্কেটে ব্যাবসার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল৷সবচেয়ে সেরা মানি মেনেজমেন্ট নিয়ে যদি ট্রেড করতে চান তাহলে প্রথমেই আপনার একাউন্টের লিভারেজ কমিয়ে 1:20 বা 1:33 বা সর্বোচ্চ 1:50 তে সেট করবেন৷রিস্ক-রিওর্য়াড রেশিও রাখবেন বা রাখার চেষ্টা করবেন 1:3 বা 1:4 বা 1:5 ৷সর্বদা স্টপলস ও টেক প্রফিট সঠিক ভাবে সেট করবেন৷যার মানি মেনেজমেন্ট যত ভালো তার প্রফিট রেশিও ততই ভালো হয়৷

Parvejdu
2017-09-28, 11:28 PM
ফরেক্স-এ মানিম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ন বিষয় । মানিম্যানেজমেন্ট জানা না থাকলে ফরেক্স-এ লসের সম্মুর্খীন হওয়ার সম্ভবনা আছে। একটি ভাল মানিম্যানেজমেন্ট আপনার ক্যাপিট্যাল হারানোর সম্ভবনা খুবই কম থাকে। মানিম্যানেজমেন্ট জানা না থাকলে এবং ট্রেডিং কৌশল জানা না থাকলে ফরেক্স-এ সারা জীবন লসের সম্মুর্খীন হতে হবে।

FREEDOM
2020-09-30, 10:54 PM
ফরেক্স মার্কেট হল রিস্কি মার্কেট তাই এই মার্কেট এ মানি ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্ব। একটি ট্রেড ওপেনিং করার পরে আপনাকে মনেরাখতে হবে কি পরি মান লস দিতে চান সেই মোতাবেক স্টপ লস বসিয়ে দিতে হবে। মিনিমাম ২০% লস দেওয়ার মান সিকতা এবং ৮০% হাতে রাখায় হল মানি ম্যানেজমেন্ট।

md mehedi hasan
2020-10-26, 02:37 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ভালো ভাবে মানিমেনেজমেন্ট করতে হবে।ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার সঠিকভাবে মানিমেনেজমেন্ট না করার কারণে তাদের একাউন্ট শূন্য করে ফেলে।মানিমেনেজমে ্ট বলতে আপনি যা ডিপোজিট করেছেন তার উপর সঠিকভাবে রিক্স নিয়ে ট্রেড করাকে বুঝায়।ধরুন আপনি ১০০ ডলার ডিপোজিট করেছেন এবং একটি ট্রড ওপেন করে রিক্স নিলেন ১০ বা ২০ ডলার।অর্থাৎ আপনি একটি ট্রেডে আপনার একাউন্ট ১০ -২০% রিক্স নিয়ে ফেলছেন। আপনি যদি ৫-১০ ট্রেড লস করেন আপনার একাউন্ট শূন্য হয়ে যাবে।আর যদি আপনি প্রতি ট্রেডে ২% রিক্স নেন তাহলে ১০ ট্রেড লস হলে আপনার একাউন্ট তেমন প্রভাব পরবে না।এটাই মূলত মানিমেনেজমেন্ট।আ াদের উচিত মূলধনের উপর ২% রিক্স নিয়ে ট্রেড করা উচিত।

zubair
2021-01-31, 10:47 AM
ফরেক্স-এ মানিম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ন বিষয় । মানিম্যানেজমেন্ট জানা না থাকলে ফরেক্স-এ লসের সম্মুর্খীন হওয়ার সম্ভবনা আছে। একটি ভাল মানিম্যানেজমেন্ট আপনার ক্যাপিট্যাল হারানোর সম্ভবনা খুবই কম থাকে। মানিম্যানেজমেন্ট জানা না থাকলে এবং ট্রেডিং কৌশল জানা না থাকলে ফরেক্স-এ সারা জীবন লসের সম্মুর্খীন হতে হবে।

Mas26
2021-05-26, 10:50 PM
মানি মেনেজমেন্ট হচ্ছে ফরেক্স মার্কেটে ব্যাবসার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল৷সবচেয়ে সেরা মানি মেনেজমেন্ট নিয়ে যদি ট্রেড করতে চান তাহলে প্রথমেই আপনার একাউন্টের লিভারেজ কমিয়ে।প্রথমে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে, তারপর প্রফিটের কথা ভাবতে হবে।ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন।যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করেন তবে কোন ট্রেডে আপনার লস অনেক বেশী হলেও চাইলে আপনি আপনার ট্রেডটিকে হোল্ড করতে পারবেন।ট্রেডে আপনার অ্যাকাউন্টের মোট পার্সেনটেজের কম এবং বেশী রিস্ক নিয়ে ট্রেডের একটি উদাহরন নিচে দেখা যাক। দেখুন টানা ১০টি ট্রেডে লস আপনার অ্যাকাউন্টের কতটুকু ক্ষতি করতে পারে।

Montu Zaman
2021-07-04, 04:21 PM
14809
সহজভাবে বলতে গেলে প্রফিট এবং লস কে সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে ফরেক্স মানি-ম্যানেজমেন্ট। ফরেক্স ট্রেডিং এর মূলমন্ত্রই হচ্ছে মানি-ম্যানেজমেন্ট। তাই মানি-ম্যানেজমেন্টকে ফরেক্সের প্রাণ বলা হয় । যে ফরেক্স ট্রেডার মানি ম্যানেজমেন্ট এর দিকে মনযোগ না দিয়ে SL আর TP ব্যাবহার করছে সে মুলত ট্রেডিং নয়, গ্যাম্বলিং করছে। কারণ ট্রেড যখন তার পক্ষে যাচ্ছে তখন সে লাভ করছে ট্রেড যখন তার বিপক্ষে যাচ্ছে তখন সে লস করছে যেহেতু SL এবং TP এর মাধ্যমে লাভ-লস পুর্বে থেকেই নির্ধারিত পরে কি হবে তার জানা নেই, একে মানি-ম্যানেজমেন্ট বলে না ।
মানি-ম্যানেজমেন্ট হচ্ছে একটি ট্রেড প্রফিটে গেলে তা পরিচালনা করে যেমন লাভ নিয়ে বাহির হওয়া টিক তেমনি একটি ট্রেড লসে গেলে তা পরিচালনা করে লাভ নিয়েই বাহির হওয়ার সু-কৌশল বা বিদ্যা অর্জন করা । এবার নিজেকে প্রশ্ন করুন কোন ট্রেড যদি লসে চলে যায় আর আপনি যদি তা ছেড়ে দেন তাহলে কি তা মানি-ম্যানেজমেন্ট হল? অবশ্যই না ।
মানি-ম্যানেজমেন্টের জন্য আপনার যে বিষয়গুলো 100% জানতে হবে ।
১. পিপ্স ভ্যালু কি তা নয়, বরং জানতে হবে পিপ্স ভ্যালু এর ব্যাবহার ।
২. Balance অনুযায়ী Lots সাইজ এর ব্যাবহার ।
৩. Leverage এর ব্যাবহার । নতুনদের জন্য Leverage ব্যাবহার করা মানে স্বেচ্ছায় ব্রোকারকে নিজের $$$ গুলো দিয়ে আসা ।
৪. ফান্ডামেন্টাল নিউজ (Most Important) যা মার্কেট Trend Line যে কোন সময় ঘুরিয়ে দেয় ।
৫. Swap এর Positive and Negative সম্পূর্ণ ধারনা ।
৬. Scalping Strategy লস ট্রেডের ক্ষেত্রে লাভের জন্যএটেম বোম ।
৭. জনপ্রিয় নিউজ সাইটগুলোর উপর পরিপূর্ণ ধারণা ।
আমি পুর্বে একটি পোষ্ট করে বলেছিলাম ‘’SL ছাড়া শুধু TP ব্যাবহার করার ফর্মূলা শিখুন দেখবেন ফরেক্সে লস বলে কিছু নেই, এজন্য আপনাকে মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হবে’’ । এখন আমার প্রশ্ন হচ্ছে যদি মানিম্যানেজমেন্ট ই না বুজেন তাহলে ‘’SL ছাড়া শুধু TP ব্যাবহার করার ফর্মূলা জানবেন কিভাবে ? অথচ একজনও বলেননি আমি মানিম্যানেজমেন্ট জানতে চাই !!! অনেকেই বলেছেন TP ফর্মূলা শিখতে চাই । অথচ আমি বলেছি TP ফর্মূলা ব্যাবহার জানতে হলে মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হবে । আর মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হলে উপরে উল্লেখিত বিষয়গুলোর উপর সূক্ষাতিসূক্ষ জ্ঞান রাখতে হবে ।

SumonIslam
2021-07-07, 11:33 AM
14835
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে সেগুলো হলো স্ট্রাটেজি ও মানি ম্যানেজমেন্ট। অনেক নতূন ট্রেডার ও ফরেক্সে ঢুকে প্রফিট করতে পারে। কিন্তু কেন সে প্রফিট করতেছে তা নিজেও জানে না। এবং দুয়েকদিনের মধ্যে তার ব্যালান্স জিরো হয়ে যাবে কি না সেটাও সে জানে না। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা অবশ্যই বুঝতে পারেন যে কেন এই ট্রেড প্রফিট হয়েছে বা ঐ ট্রেড লস হয়েছে।
ধুম থ্রি মার্কা ট্রেড করে যেমন ধুমাধুম প্রফিট করা যায় তেমনি ব্যালান্স জিরো হতেও দেরি হয় না। তাই আপনি যদি ফান্ডামেন্টাল/টেকনিক্যাল ইত্যাদি না ও বুঝেন, তবুও আপনাকে প্রথমে দুটি বিষয় নির্ধারণ করে নিতে হবে।
১, মানি ম্যানেজমেন্ট। ২, স্ট্রাটেজি।
মানি ম্যানেজমেন্ট আপনার স্ট্রাটেজির উপর নির্ভর করে। আপনি কি একসাথে অনেকগুলো পেয়ারে ট্রেড করবেন, অথবা এক পেয়ারে অনেকগুলো ট্রেড গ্রিড স্টাইলে ওপেন করবেন। কত পিপস টার্গেট/রিস্ক নিবেন ইত্যাদি ইত্যাদি।
সর্বোত্তম মানি ম্যানেজমেন্ট হচ্ছে কখনও ব্যালেন্স এর দশ পার্সেন্ট এর বেশি রিস্ক না নেয়া। যেমনঃ ধরে নিন আপনার ব্যালান্স আছে 1000 USD, এখন আপনি অনেকগুলো ট্রেড ওপেন করতে চান, তাহলে সব ট্রেড মিলিয়ে Equal রিস্ক যেন 100 ডলারের উপরে না যায়। কারণ একসাথে যদি এই 1000 ডলার থেকে 400/500 লস করে ফেলেন তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। আর মাথা গরম হয়ে গেলে ব্যালেন্স জিরো করার আকমটা কখন যে করে বসবেন সেটা নিজেও টের পাবেন না।
আর যদি সিঙ্গল ট্রেড এর কথা বলি, যদি এরকম হয় যে আপনি একই সময়ে একটির বেশি ট্রেড ওপেন করবেন না। তাহলে 1000 ব্যালেন্স হলে এই এক ট্রেডে কখনও 100 এর বেশি রিস্ক নিবেন না।
আর একটা ট্রেড লস হয়ে গেলে পাগলের মত উল্টাপাল্টা ট্রেড শুরু করবেন না। লস করলে মাথা গরম হয়ে যায়। তাই কখনও লস করে ফেললে কম্পিউটার বন্ধ করে দিয়ে মনটাকে হালকা করে নিন।
উপরের নিয়মগুলো ফলো করতে হলে অবশ্যই স্টপলস ইউজ করতে হবে। স্টপলস ইউজ না করলে কিভাবে বুঝবেন যে আপনি 100 নাকি 1000 রিস্ক নিচ্ছেন।

ShahzadAhmed786
2021-07-22, 04:23 PM
1. Take a small percentage of the
account risk: Why is it important to take a small percentage of the account risk? This is because you need to keep your account intact. First you need to maintain your account, then you need to think about profit. Good traders are those who can maintain their account and are aware of this. If you trade with low risk, you can hold your trade even if you want to lose a lot in any trade. Below is an example of a trade with less and more risk than the total percentage of your account in the trade. See how much loss in 10 consecutive trades can damage your account.
2. It is difficult to recover lost capital
If you lose 50% of your account, you will need to gain 100% of your new balance to recover the loss. And if you lose 75%, you have to make a profit of 300% of the new balance just to recover the previous loss. So if you make a huge loss then you are busy with that loss recovery, then who will make a profit? Here is the challenge. Try to see if you can make a profit of 300% on a demo account or at least 100% on your real account. It will not be so easy. Money management is important for this.

Rassel Vuiya
2021-08-30, 04:54 PM
15204
একজন সফল ট্রেডারের সফলতার পিছনে মুল চাবিকাঠি হল তার স্ট্রং এবং সুশৃংখল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না মেনে দৈবক্রমে হয়তো কিছু প্রফিট করা যায়, কিন্তু কখনো ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না। কোন একসময় এ মার্কেটে মুখ থুবড়ে পড়তে হবে মানি ম্যানেজমেন্ট না মানলে। এই মানি ম্যানেজমেন্ট বিষয়টি ১০০ মধ্যেই ৯৫ জন ই কত সহজে অবহেলা করে ফরেক্সে সম্ভাবনা কে শুরুতেই গলা টিপে শেষ করে দেই। সোনার ডিম পাড়া হাসে কে বেশি ডিমের আশায় পেট কেটে ফেললে যা হয় আমাদের ৯৫% ঐ অবস্থা।

EmonFX
2021-09-09, 05:03 PM
আমাদের মতো রিটেইল ট্রেডারদের এই মার্কেটে বারবার লস করার মূলে রয়েছে সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো না কারা। আসলে আপনার আমার মত রিটেইল ট্রেডারদের সেন্টিমেন্ট নিয়ে খেলাই স্মার্ট মানিদের কাজ। আপনি যতই ট্যাকনিকাল আর ফান্ডামেন্টাল নিয়ে পারদর্শী হোন না কেনো, দিনশেষে মাথায় রাখতে হবে এই মার্কেটে আপনার পরিচয় আপনি একজন Retail ট্রেডার। আর তারা স্মার্ট মানি ট্রেডার।

আর আরেকটি বাস্তব সত্য হলো তারা কখনোই তাদের পজিশন বা ট্যাকনিক ফ্লাশ করবে না। সুতরাং একথা বুঝে নেয়ার সুযোগ নেই যে,আমরা স্মার্ট মানিদের সব সিক্রেট জেনে বা বুঝে গেছি।

তাই আমাদের এই অবস্থা থেকে বের হতে হলে অবশ্যই একটি সুনির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি ছাড়া এই মার্কেটে আমাদের টিকে থাকা সম্ভব নয়। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার

একটা ব্রোকারও সেম জিনিস গুলো চিন্তা করে ট্রেডারদের বিশাল বিশাল লেভারেজ নেয়ার ব্যাবস্থা করে দেয়। অল্প পুজিতে ট্রেডিং করার সুবিধা করে দেয়।তারাও জানে অধিক লেভারেজ আর অল্প ব্যালেন্স এর ফলে ট্রেডাররা এই ২টা জায়গায় মিসিং করবেই। এবং তারা পকেট পুড়ে নিবে।
সুতরাং প্রত্যাকেই নিজের সিস্টেম বা স্ট্র*্যাটেজী ফিল্টারিং করার চেয়ে নিজের মাইন্ড সেটাপ এবং রিস্ক রেশিও ফিল্টারিং এর ব্যপারে বেশি গুরুত্ব দেয়া উচিত।

Mas26
2022-09-27, 10:04 AM
মানি ম্যানেজমেন্ট এই ট্রেডের মূল বিষয়। আমাদেরকে প্রথম থেকেই এই রুলটির দিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তা পালন করতে হবে। আমরা যদি না মানি তাহলে আমরা এর ফল ভোগ করব। ট্রেডে লস হলে আমাদের মন মানসিকতা ঠিক থাকেনা। তাই মানি ম্যানেজমেন্ট রুল আমাদের মূলধনকে লোকসান থেকে সুরক্ষিত রাখে।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি যদি ভাল করে মানি মেনেজমেন্ট করতে পারেন তবেই আপনি ভাল করে ট্রেড করে লাভ করতে পারেন তবে মানি মেনেজমেন্ট আপনি যদি ভাল করে শিখতে চান তবে আপনি বেবি ফরেক্স অথবা বিডি ফরেক্সে ট্রেড করলেই অনেক ভাল হবে বলে মনে করি।যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করেন তবে কোন ট্রেডে আপনার লস অনেক বেশী হলেও চাইলে আপনি আপনার ট্রেডটিকে হোল্ড করতে,আমাদেরকে প্রথম থেকেই এই রুলটির দিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তা পালন করতে হবে।আমরা যদি না মানি তাহলে আমরা এর ফল ভোগ করব।

Rakib Hashan
2022-10-30, 11:47 AM
ফরেক্স ট্রেডিং এ সফল হতে হলে আপনাকে অবশ্যই কিছু কিছু বিষয় মানতে হবে এবং কিছু কিছু বিষয় বাদ দিতে হবে। আর সবকিছুর সাথে আপনাকে মানতে হবে মানি ম্যানেজমেন্ট “ If you’re ignoring money management, it is the same as if you’re ignoring success”
যতই ভাল স্ট্রাটেজি হোকনা কেন মানি ম্যানেজমেন্ট ছাড়া সেটা মুখ থুবড়ে পড়বে। প্রত্যেকেই ট্রেড ভাল জানেন। কিন্তু ছোটখাট কিছু জিনিস না মানার কারণেই ব্যর্থ হয়ে যায় সব প্রচেষ্টা। ইনশাল্লাহ একদিন প্রত্যেকেই একজন সফল ট্রেডার হয়ে উঠবেন। আজকের লস, ব্যর্থতা হয়তো সফলতার পথের সিড়ি।

ফরেক্স এ সফল হতে হলে আপনাকে যা মানতে হবেঃ.
১. সুন্দর একটি স্ট্রাটেজি কন্টিনিউ মানতে হবে।
২. শৃংখলামত ট্রেড করতে হবে।
৩. টার্মিনালে ডিফল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে।
৪. হাজারো সুযোগ আসুক নিজের ট্র্যাকেই থাকতে হবে।
৫. অবশ্যই লং টাইমফ্রেম ফলো করতে হবে।
৬. লটসাইজ সবসময় সমান রাখতে হবে।
৭. মেন্টালী দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।
৮. লোভমুক্ত থাকতে হবে।
৯. পরিবার , বন্ধুবান্ধব, সমাজকে সময় দিতে হবে।
১০. নিজেকে মনে করতে হবে আমি একজন স্মার্ট ব্যবসায়ী।

ফরেক্স এ সফল হতে হলে আপনাকে যা বাদ দিতে হবেঃ
১. অভার ট্রেড করা যাবেনা।
২. অভার লট ব্যবহার করা যাবেনা।
৩. নিজের সিস্টেম বারবার চেঞ্জ করা যাবেনা।
৪. EA (ফরেক্স রোবট) হাবিজাবি ইন্ডিকেটর ব্যবহার করা যাবেনা।
৫. সারাদিন টার্মিনালের সামনে বসে থাকা যাবেনা।
৬. টার্গেট ফিলআপ হলে আর ট্রেড করা যাবেনা।
18447

Starship
2022-10-30, 11:21 PM
ফরেক্স মার্কেটে যে যত নিখুঁতভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারে সে তত সফল হতে পারে। কেননা অনেকে লোভের বশবর্তী হয়ে মানে ম্যানেজমেন্ট ফলো না করে বা না মেনে ট্রেড করার পরে নিজের একাউন্ট ব্যালেন্স হারিয়ে ফরেক্স থেকে বিদায় নেয়। তারপরে প্রথমে টিকে থাকার মন মানসিকতা যেতে হবে। মানে ম্যানেজার ফলো না করে অতিরিক্ত লটে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে তাহলে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স সুরক্ষা থাকবে।

SUROZ Islam
2022-11-01, 03:18 PM
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে সেগুলো হলো স্ট্রাটেজি ও মানি ম্যানেজমেন্ট। অনেক নতূন ট্রেডার ও ফরেক্সে ঢুকে প্রফিট করতে পারে। কিন্তু কেন সে প্রফিট করতেছে তা নিজেও জানে না। এবং দুয়েকদিনের মধ্যে তার ব্যালান্স জিরো হয়ে যাবে কি না সেটাও সে জানে না। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা অবশ্যই বুঝতে পারেন যে কেন এই ট্রেড প্রফিট হয়েছে বা ঐ ট্রেড লস হয়েছে।ধুম থ্রি মার্কা ট্রেড করে যেমন ধুমাধুম প্রফিট করা যায় তেমনি ব্যালান্স জিরো হতেও দেরি হয় না। তাই আপনি যদি ফান্ডামেন্টাল/টেকনিক্যাল ইত্যাদি না ও বুঝেন, তবুও আপনাকে প্রথমে দুটি বিষয় নির্ধারণ করে নিতে হবে।১, মানি ম্যানেজমেন্ট। ২, স্ট্রাটেজি।মানি ম্যানেজমেন্ট আপনার স্ট্রাটেজির উপর নির্ভর করে। আপনি কি একসাথে অনেকগুলো পেয়ারে ট্রেড করবেন, অথবা এক পেয়ারে অনেকগুলো ট্রেড গ্রিড স্টাইলে ওপেন করবেন। কত পিপস টার্গেট/রিস্ক নিবেন ইত্যাদি ইত্যাদি।সর্বোত্ত মানি ম্যানেজমেন্ট হচ্ছে কখনও ব্যালেন্স এর দশ পার্সেন্ট এর বেশি রিস্ক না নেয়া। যেমনঃধরে নিন আপনার ব্যালান্স আছে 1000 USD, এখন আপনি অনেকগুলো ট্রেড ওপেন করতে চান, তাহলে সব ট্রেড মিলিয়ে Equal রিস্ক যেন 100 ডলারের উপরে না যায়। কারণ একসাথে যদি এই 1000 ডলার থেকে 400/500 লস করে ফেলেন তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। আর মাথা গরম হয়ে গেলে ব্যালেন্স জিরো করার আকমটা কখন যে করে বসবেন সেটা নিজেও টের পাবেন না।আর যদি সিঙ্গল ট্রেড এর কথা বলি, যদি এরকম হয় যে আপনি একই সময়ে একটির বেশি ট্রেড ওপেন করবেন না। তাহলে 1000 ব্যালেন্স হলে এই এক ট্রেডে কখনও 100 এর বেশি রিস্ক নিবেন না।আর একটা ট্রেড লস হয়ে গেলে পাগলের মত উল্টাপাল্টা ট্রেড শুরু করবেন না। লস করলে মাথা গরম হয়ে যায়। তাই কখনও লস করে ফেললে কম্পিউটার বন্ধ করে দিয়ে মনটাকে হালকা করে নিন।উপরের নিয়মগুলো ফলো করতে হলে অবশ্যই স্টপলস ইউজ করতে হবে। স্টপলস ইউজ না করলে কিভাবে বুঝবেন যে আপনি 100 নাকি 1000 রিস্ক নিচ্ছেন।
18465

md mehedi hasan
2022-11-04, 09:40 AM
ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট বলতে আমি প্রতিটি ট্রেডে আমার একাউন্ট্ এর উপর কত রিক্স নিবো সেটাকে বুঝায়।ধরুন আপনার একাউন্টে এক হাজার ডলার আছে।তাহলে প্রতি ট্রেডে কত লস নিবেন সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর।মানিমেনেজমেন ট এর নিয়ম অনুযায়ী আপনি আপনার একাউন্টে এর উপর প্রতি ট্রেডে 1% বা 2% রিক্স নিতে পারবেন।আবার যদি অপনি ফরেক্স মার্কেটে প্রচুর দক্ষতা অর্জন করে থাকেন তাহলে এই রিক্স 5% পর্জন্ত নিতে পারবেন।যেহেতু আপনার একাউন্টে এক হাজার ডলার আছে তাহলে প্রতি ট্রেডে 1% রিক্স নিলে দশ ডলার আবার 2% রিক্স নিলে বিশ ডলার।এভাবে প্রোপার মানিমেনেজমেন্ট এর মাধ্যমে ট্রেড করলে আপনি সফল হবেন ইনশাল্লা।