View Full Version : ফরেক্স এ tp এবং sl এর গুরুত্ত
creativeifx
2023-12-05, 11:12 PM
ফরেক্স মার্কেট tp এবং sl এর গুরুত্ত অপরিসীম। tp মানে আপনি কত পিপ বা কত লাভ হলে auto ট্রেড টা ক্লোজ হয়ে যাবে, তা নিরদারিত হয়ে যাবে। এবং sl হল আপনি বা আমি কত টুকু লস ধরে রাক্তে পারব।
Starship
2023-12-10, 09:52 PM
মার্কেটে অবশ্যই টিপি টেক প্রফিট) এবং এসএল (স্টপ লস) এর গুরুত্ব রয়েছে। টিপি এবং এসেলের উপর ভিত্তি করে নির্ভর করবে আপনার ট্রেডিং এর সফলতা এবং ব্যর্থতা অবশ্যই আপনাকে জানতে হবে কোথায় টিপি বসাতে হবে এবং কোথায় এসএল বসাতে হবে। সাধারণত আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স লাইনে টিপি এবং এসএল দিয়ে থাকি। স্টপ লস ছাড়া ট্রিট করে আমি ইতিপূর্বে পর্যাপ্ত ব্যালেন্স হারিয়েছি তাই নিজের ব্যালেন্স কে টিকিয়ে রাখার জন্য অবশ্যই এসএল দিয়ে ট্রেট করা উচিত।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.