Log in

View Full Version : নতুন চিপস আনছে মাইক্রোসফট



Montu Zaman
2023-12-10, 03:47 PM
নিজেদের তৈরি এক জোড়া নতুন চিপের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এআই প্রযুক্তির উচ্চ ব্যয়ের কারণেই নিজেরাই চিপ তৈরি শুরু করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। সে তালিকায় এবার নাম লিখিয়েছে মাইক্রোসফট। তৈরি চিপ বিক্রির কোনো পরিকল্পনা করছে না মাইক্রোসফট। বরং সেগুলো দিয়ে নিজেদের অ্যাজিউর ক্লাউড কম্পিউটিং সেবায় সাবস্ক্রিপশনভিত্ িক সফটওয়্যার পণ্যের গতি বৃদ্ধিসহ বিভিন্ন কাজে ব্যবহারের পরিকল্পনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
http://forex-bangla.com/customavatars/1365705395.jpg

এআই কম্পিউটিংয়ের গতির সঙ্গে সঙ্গে মাসিক ৩০ ডলারের সাবস্ক্রিপশনে বাণিজ্যিক গ্রাহকদের জন্য নির্মিত ‘কোপাইলট’ সেবার সক্ষমতা বাড়াতে মাইক্রোসফট সিয়াটলে অনুষ্ঠিত ইগনাইট ডেভেলপার সম্মেলনে মায়য়া নামের একটি চিপ উন্মুক্ত করে। এই মায়য়া চিপগুলোকে লার্জ ল্যাঙ্গুয়েজ এআই মডেল চালানোর উপযোগী করে বানানো।