PDA

View Full Version : লেনদেন বাড়ছে শেয়ারবাজারে



Tofazzal Mia
2023-12-14, 05:39 PM
হঠাৎ করে লেনদেন বেড়েছে ঢাকার শেয়ারবাজার ডিএসইতে। বুধবার দেশের প্রধান এই শেয়ারবাজারে লেনদেন হয়েছে প্রায় ৭৭০ কোটি টাকা, যা গত ২০ সেপ্টেম্বর বা ১২ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। আগের দিন মঙ্গলবারের তুলনায় ১৬৮ কোটি টাকা বা ২৮ শতাংশ বেশি। গতকালের লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে বীমা খাতের বড় ভূমিকা ছিল। তবে গত তিন সপ্তাহের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ‘এ’ ও ‘বি’ ক্যাটেগরিভুক্ত ১০ থেকে ১৫টি শেয়ার সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, যেগুলো কোনোভাবেই ওই দুই ক্যাটেগরিতে থাকার কথা নয়। লভ্যাংশ না দেওয়ায় বা ব্যবসা কার্যক্রম বন্ধ থাকার কারণে এসব শেয়ার ২০২০ সাল থেকেই ‘জেড’ ক্যাটেগরিভুক্ত হওয়ার কথা ছিল। ডিএসইতে এমন শেয়ার রয়েছে ৫৯টি।
http://forex-bangla.com/customavatars/816345983.jpg