PDA

View Full Version : মার্কেট অ্যানালাইসিস,,,



FOREXTRADER
2015-09-16, 10:29 PM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)
আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ,,,,,

FOREXTRADER
2015-09-16, 10:30 PM
এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি

swadip chakma
2015-09-24, 01:55 AM
শুদু ফরেক্স বলতে না একজন্ মানুষ যখন কোন কাজ করে তার আগে অবসস্যাই এনালাইসিস বা পরযবেক্ষন করা প্রয়োজন তা নাহলে অন্দকারে দিল মারা হয়ে যাবে।তাই সব কিছু করার আগে পরযবেক্ষন করা প্রয়োজন।টিক তেমনি ফরেক্স এ ট্রেড করার আগে মার্কেট কে এনালাইসিস করা প্রয়োজন।

Momen
2015-09-24, 02:56 PM
মার্কেট বাড়বে কি কম্বে সেটা বুঝার জন্যে এন্যালাইসিস করা হয়। সাধারনত তি ধরনের এন্যালাইসিস রয়েছে। যেমনঃ
১। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
২। টেকনিক্যাল অ্যানালাইসিস
৩। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।

AbuRaihan
2015-10-07, 11:47 PM
ফরেক্সে একটা অনিশ্চিয়তার মার্কেট । এই মার্কেটে কখন কি ঘটবে তা কেউ বলতে পারেনা । তাই একে বলা হয় দ্রুত পরিবর্তনশীল মার্কেট । এই মার্কেটে আমরা বাই সেল করি নানা ভাবে । কেউ নিউজ দেখে কেউ বা ইন্ডিকেটর ব্যবহার করে এবং কেউ বা সঠিকভাবে বিশ্লেষণ করে । ফরেক্স মার্কেটে লাভ করতে হলে সবাইকে আগে ভালো একজন বিশ্লেষক হতে হবে । অর্থ্যাৎ যে তিন ধরনের এনালাইসিস আছে তার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমরা কি বাই করব নাকি সেল করব কিংবা মার্কেট কন্ডিশেন বুঝার জন্য সঠিক এনালাইসিস খুব গুরুত্বর্পূর্ণ ।

dinner
2015-12-05, 12:41 AM
এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি। এটা তিন প্রকার যথা :
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)

real80
2016-02-08, 07:04 PM
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে বৈদেশিক মুদ্রা কেনা বেচা করে টাকা ইনকাম করা হয়ে থাকে এবং এই মুদ্রার দাম প্রতিনিয়ত বাড়ে অথবা কমতে পারে। এর নির্দিষ্ট কোন নিয়ম নেই। তাহলে আমরা কি বুঝে ট্রেড করব যেখানে মার্কেটের কোন নিশ্চয়তা নেই?? এর জন্য মার্কেট এনালাইসিস করতে হয়। মার্কেট এনালাইসিস মানে হল মার্কেট এর অবস্থা পর্যবেক্ষণ করা। মার্কেট এনালাইসিস করে ট্রেডিং এর সিদ্ধান্ত নিতে হয়। মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস ছাড়া লাভ হয় না।

MotinFX
2016-02-09, 06:51 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেটে তিন প্রকারের এনালাইসিস করা হয় এক, টেকনিক্যাল এনালাইসিস দুই, ফান্ডামেন্টাল এনালাইসিস তিন,সেন্টিমেন্টাল এনালাইসিস করতে হয়। আমাদের কে টেকনিক্যাল এনালাইসিস উপর জোর দিতে হয় কারন মার্কেটে আপ ট্রেন্ড থাকলে বাই দিতে হয় এবং ডাউন ট্রেন্ড থাকলে সেল দিতে হয়।

md mehedi hasan
2016-02-09, 08:06 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড প্রফিটেবল করতে হলে আপনাকে অবশই মার্কেট এনালাই িস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের এনালাইসিস আছে।তাহল ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্যাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।ট্রেড করার ক্ষেত্রে এই তিন ধরনের এনালাইসিস গুুত্বপূর্ন।তবে ফরেক্স মার্কেটে আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ।কারন ফরেক্স মার্কেটের ৮০ ভাগেই টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভক করে।

Fxaziz
2016-02-12, 02:43 PM
এনালাইসিস করা ছাড়া ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করা সম্ভম নয়।ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরণের এনালাইসিস করি।যেমন-টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস,সেন্টিমেন্টাল এনালাইসিস।এই তিন ধরণের এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এনালাইসিস ছাড়া আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবো কিন্তু ট্রেড করে আয় করতে পারবো না।উলটো আমরা আমাদের পুঁজি হারাবো।তাই ট্রেড করার জন্য এনালাইসিস প্রয়োজন।

Marufa
2016-02-12, 06:02 PM
মার্কেট এনালাইসিস এর বিভিন্ন বিভাগ এবং উপবিভাগ রয়েছে । আসলে এনালাইসিস এর শেষ নেই । কত কিছু যে রয়েছে ফরেক্স মার্কেট এ । তবে আপনাকে খুজে নিতে হবে আপনার জন্য কোন এনালাইসিস পারফেক্ট । নিজের পছন্দমত এনালাইসস যেটা আপনার দ্বারা সম্ভব সেটি খুব ভালভাবে শিখতে হবে । তারপর নিজের মত করে ট্রেডিং প্লান তৈরি করে মার্কেট এ এন্ট্রি নিতে হবে ।

RUBEL MIAH
2016-02-21, 04:09 PM
মার্কেট এ্যানালাইসিস ছাড়া কেহ জীবনে উন্নতি আশা করতে পারে না । এ পৃথিবীতে যে যত বড় হয়েছে সে ধৈর্য্যশীল হয়েই হয়েছে । সুতরাং আমরা ধৈর্য্যশীল হয়ে মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে সক্ষম হব ।

fatemaakhter
2016-02-22, 10:12 PM
ফরেক্স বিজনেসে এনালাইসিস আছে তবে আমার মতে নিজের কোশলে যদি আমরা ট্রেড করতে পারি তাহলে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না।আর ফরেক্স মার্কেটে মূলত এনালাইসিস তিন ভাগে আছে যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।আপনি প্রশ্ন করেছেন কোন ধরনের অ্যানালাইসিস ভাল?কিন্তু আমি মনে করি এই তিন ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ বলে মনে করি। এগুলো একটি অপরটির সাথে জড়িত ।

ASADUR RAHMAN
2016-03-15, 11:34 AM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেটে তিন প্রকারের এনালাইসিস করা হয় যেমন
১।ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
২।টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
৩।সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)

rahmot255
2016-03-16, 08:27 PM
আমি মনে করি এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।

abdulguffer
2016-03-17, 04:05 AM
ফরেক্স ট্রেডিং এ প্রফিট করতে হলে আমাদের আগে জানতে হবে প্রাইস বাড়বে না কমবে এবং বাই ট্রেড না সেল ট্রেড এন্ট্রি করবো। তার জন্য দরকার মার্কেট এনালাইসিস করা । এনালাইসিস প্রধানত তিন প্রকার। ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস।

basaki
2016-03-17, 09:01 AM
ফরেক্স মার্কেটে এনালাইসিস হচ্ছে সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়।কেউ যদি ফরেক্স মার্কেটে ভাল করে ব্যবসা করতে চায় তবে মার্কেটের এনালাইসিস ভাল করে বুঝে শুনে ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তাই আগে এনালাইসিস বুঝে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে বলে আমি মনে করি।

yasir arafat
2016-04-07, 01:08 AM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)
আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ,,,,,
আমাদেরকে ট্রেড ওপেন করার আগে অ্যানালাইসিস করতে হয়।বেশির ভাগ ক্ষেত্রে যদিও তা টেকনিক্যাল।আবার অনেকে সেন্টিমেন্টাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইস করে থাকে।যেমন আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি। আমাদেরকে অ্যানালাইসিস করে ট্রেড করতে হয়।

dwipFX
2016-05-12, 04:26 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে এনালাইসিস করা শিখতে হবে। ফরেক্স মার্কেটে তিন ভাবে এনালাইসিস করা হয় এক টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস তিন সেন্টিমেন্টাল এনালাইসিস। এই তিন প্রকারের এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।

sharifulbaf
2016-05-17, 05:48 PM
ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হলে আমাদের মার্কেট এনালাইসিস করে ট্রেডং করতে হয়,তাই ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের এনালাইসিস করে ট্রেডিং করে থাকি,যথা,টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, এবং সেন্টিমেন্টাল এনালাইসিস করে ট্রেডিং করতে পারি,মার্কেট এনালাইসিস করলে অনেক ভাল ধারনা পাওয়া যায়।

mithunsarkar
2016-10-06, 12:04 AM
টেকনিক্যাল অ্যানালাইসিস হলো মার্কেটের প্রাইজ রেশিওর ওপর ভিত্তি করে যে ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেটির ভিত্তিতে টেকনিক্যার অ্যানালাইসিস করা হয়। টেকনিক্যাল অ্যানালাইসিসেসর জন্য কিছু ইনডিগেটর সাহাজ্য করতে পারে। আর এর সাথে তৈরি হওয়া সাপোর্টরেজিস্টান্ট ও সাহাজ্য করতে পারে।

shukumar8099
2016-10-06, 12:18 AM
ফরেক্স ট্রেডিংয়ে মূলত ২ ধরনের এনালাইসিস চালু আছে। টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেনটাল এনালাইসিস। দুইটাই বেশ গুরুত্বপূর্ণ। আপনি একটাকে বাদ দিয়ে অন্যটাকে ব্যবহার করে সহজভাবে প্রফিটস করতে পারবেন না। ফান্ডামেন্টাল এনালাইসিস মূলত মার্কেট নিউজের উপর নির্ভর করে এনালাইসিস করা।

MoinFX
2016-10-06, 10:41 AM
প্রাইজ বাড়বে না কমবে সেটা আমরা বলতে পারব না তবে সেটা আমরা ধারনা করি এনালাইসিস করে। ফরেক্স মার্কেটে তিন প্রকার এনালাইসিস করি টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস এই তিন প্রকার এনালাইসিস করে বের করি মার্কেট বাড়বে না কমবে।

RUBEL MIAH
2016-10-10, 02:26 PM
মার্কেট এ্যানালাইসিস ছাড়া কেহ জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয় । আমরা মার্কেট এ্যানালাইসিস ছাড়া এই ব্যবসা করব না তাহলেই লাববান হতে পারবে । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য মার্কেট এ্যানালাইসিস করেন তাহলেই লাভবান হতে পারবেন ।

forexboy
2016-10-11, 03:02 PM
সব কিছু করার আগে পরযবেক্ষন করা প্রয়োজন । টিক তেমনি ফরেক্স এ ট্রেড করার আগে মার্কেট কে এনালাইসিস করা প্রয়োজন।

Rahat015
2016-10-15, 11:10 PM
ফরেক্স মার্কেট এ ঠিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মার্কেট ট্রেন্ড বুজতে পারা ও ধরতে পারে। আর এই মার্কেট ট্রেন্ড ধরার সব চেয়ে কার্যকর উপায় মার্কেট এনালাইসিস। আর মার্কেট এনালসিস আপনি তিন ভাবে করতে পারবেন।
১। ফানডামেন্টাল এনালাইসিস
২। টেকনিকাল এনালাইসিস
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস
পরে বিভিন্ন পোস্ট এ এই তিন এনালাইসিস নিয়ে বিস্তারিত বর্ননা করা হইয়েছে।

mithunsarkar
2016-10-20, 12:14 PM
মার্কেট এনালাইস না করলে আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে মার্কেট এর কোন জায়গা থেকে বাই নিতে হবে এবং কোন জায়গা থেকে সেল। আপনি যদি ফরেক্স এ মার্কেট এনালাইস করে ট্রেড না করেন তা হলে আপনি ফরেক্স এ বেবসা করছেন না, আপনি আপনার ভাগ্য পরীক্ষা করছেন অন্য ভাবে বলা জায় জুয়া খেলছেন।

Mamun13
2017-10-02, 08:25 AM
ফরেক্স মার্কেটে প্রতিটি প্রফিটেবল ট্রেডের জন্য আমাদেরকে সঠিক ভাবে এনালাইসিস করতে হবে৷প্রথমেই দেখতে হবে প্রতিদিনের নিউজ ইমপেক্টগুলো৷টেকনিক্যাল চার্টে এনালাইসিসের জন্য গুরুত্বপূর্ণ ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখতে হবে,পরিষ্কার বুঝতে হবে৷মনোযোগ দিয়ে বুঝতে হবে টোটাল মার্কেট সেন্টিমেন্ট কী অবস্হায় আছে ? বুলিশ মুড না বিয়ারিশ মুড ? এনালাইসিস না করে,নিশ্চিত না হয়ে কখোনোও ট্রেডে এন্ট্রী করবেন না৷

Grimm
2018-02-09, 11:31 PM
আপনি যদি এই বাজার থেকে ভাল মুনাফা উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাজার সম্পর্কে ভাল ধারণা আর ভাল বাজার বিশ্লেষণ করা জানতে হবে। কারণ এই বাজারে বাজার বিশ্লেষণ ছাড়া আপনি কখনই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। তবে হ্যা আপনি যে তিনটির কথা উল্লেখ করেছেন কেউ যদি এগুলোর সবগুলো সঠিকভাবে করতে পারে তাহলে সে অনেক মুনাফা উপার্জন করতে পারবে। কিন্তু এটা সম্ভব নয়। সাধারণত আমরা একটি বিশ্লেষণ এর উপর ট্রেড করে থাকি আর সেটা হলো টেকনিক্যাল এনালাইসিস আর এটার মাধ্যমেই আমরা ভাল উপার্জন করতে পারি।

Rassel Vuiya
2018-10-28, 03:08 PM
কিছু কিছু ট্রেডার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসঃ আগে নাকি টেকনিক্যাল অ্যানালাইসিসঃ আগে তর্ক করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। এই অ্যানালাইসিসগুলো ফরেক্সের টার্ম, এ নিয়ে তর্ক বিতর্কের কোন অবকাশ নেই। যার যা ভালো লাগে, যে যেইটা বুঝে, যার যা বুজ, যার যেটি অ্যাডজাস্ট করে ও যার যেটি প্রয়োজন সে সেইটা গ্রহণ করবে। ফরেক্স অ্যানালাইসিস মানেই হল ফরেক্সের ভবিষ্যৎ গতিপথ অনুমান করা। শব্দটা লক্ষ্য করুন "অনুমান"। হ্যাঁ এটা হল অনুমানের বাজার। ফরেক্স অ্যানালাইসিসে যা কিছু ব্যাবহার করা হয় তার সবই হল পরিসংখ্যান বা অর্থনীতির সুত্র। তাই পরিসংখ্যান ছাড়া এখানে চিরসত্য বলে কিছু নাই। এখানে সবই হল "হতে পারে" বা সম্ভাব্যতা বা possibility. তাই ফরেক্স অ্যানালাইসিস বলতে বুঝায় বিভিন্ন উপায়ে ফরেক্স মার্কেটের সম্ভাব্য গতিপথ অনুমান করা। ফরেক্স বা শেয়ার বাজারের জন্মলগ্ন থেকে আজ অবধি এমন কোন চিরসত্য সুত্রের জন্ম হয়নাই বা হবেও না যা দ্বারা ১০০% নিশ্চয়তা অনুসারে গতিপথ বলে দেয়া যায়। যদি এমন ১০০% সিউর কিছু আবিস্কার হয় তাহলে সেই দিন থেকে শেয়ার বাজার বা ফরেক্সকে আর স্পেকুলেটিভ, ভলাটাইল বা হাই রিস্কি বাজার বলা হবে না। ফরেক্স হয়ে যাবে চাল- ডালের বাজারের মত ফিক্সড বাজার বা লো রিস্ক- লো ভলাটিলিটি বাজার।

Montu Zaman
2018-11-05, 04:43 PM
ট্রেড করার সঠিক পজিশন সম্পর্কে আইডিয়া পেতে সঠিক অ্যানালাইসিস খুবই গুরত্বপূর্ণ, যদিও তিন ধরনের অ্যানালাইসিস করতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis); টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis); সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis) ব্যবহার করে পূর্বের প্রাইস ও কোন দেশের অর্থনীতির ডাটা বিশ্লেষন করে বর্তমান ও ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারন করতে হয়। তাই প্রতিটি অ্যানালাইসিস ধরন আলাদা। যেমন যে কোন দেশের অর্থনীতি ভাল করছে কিনা জানতে হলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে লক্ষ্য করতে হবে এবং কোন দেশের অর্থনীতি ভাল বা খারাপ দিকে যাচ্ছে। ভাল হলে সেই দেশের কারেন্সীর মান বাড়বে এবং এবং খারাপ হলে সেই দেশের কারেন্সীর মান কমবে। আর কারেন্সীর মান বিশ্লেশন করার জন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস এর সাহায্য নিতে হবে। সবশেষে আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সেই বিশ্লেষনের উপর সিন্ধান্ত নিতে সাহায্য করবে। তাই প্রফিটেবল ট্রেড করার জন্য সবগুলো অ্যানালাইসিস অপরিহার্য একটা বিষয়, অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন।

fxjaman
2018-11-21, 09:25 PM
আসলে এই ফরেক্স মার্কেটে মার্কেটে ওয়াচ কিংবা মার্কেট এ্যানালাইসিস বিষয়টা অত্যন্ত্য গুরুত্বপূর্ণ। তবে এখানে আমরা যে সকল অ্যানালাইসিসগুলো করি যেমন- ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এগুলো আসলে কোন কাজের না, এগুলো হলো বেসিক কিংবা সাময়িক বলতে পারেন। কাজেই আপনাকে মূলত মার্কেটের প্রেসার বুঝতে হবে, মার্কেটের হেল্থ কিরকম সেটা অনুভব করতে হবে।

jakaria991
2018-12-09, 08:16 PM
আসসালামুয়ালাইকুম, ভাই সফলতা নিভর করে দক্ষতা আর পরিশ্র্ম এর উপর । সঠিক জ্ঞান না থাকলে আপনি কখনই ফরেক্স মার্কেট টিকে থাকতে পারবেন না । এর জন্য দরকার অধ্যাবসায়। ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরণের এনালাইসিস দেখতে পাই। যেমন-

১। ফানডামেন্টাল এনালাইসিস ।
২। টেকনিক্যাল এনালাইসিস ।
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস ।

এ গুলো ভালভাবে জানুন এবং সফলতা পাওয়ার আগ পরযন্ত লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই ।

Rokibul7
2020-05-13, 11:03 AM
আমরা যারা ফরেক্স টেড করি তারা সবাই জানি এ মাকেটে টিকে থাকতে হলে কঠিন তপশ্য বা এনালাইসিস এর প্রয়জন।আর এটাও জানি কত ধরনের এনালাইসিস দরকার। তবে এ সব এনালাইসিস সম্পকে আমরা ক জনই বা জানি । তাই আমি বলবো এই সব এনালাইসিস সম্পকে জানার আগ্রহতা নিজের মধ্যে থাকতে হবে।কোন টেডার এর সরাপন্ন না হতে পারলেও,গুগল ব্লগ বা টিউটোরিয়াল এর মাধ্যমে আস্তে ধিরে এ গুলো শেখা সম্ভব।তাই নিজের আগ্রহতা নিয়ে খুজতে ও পড়তে হবে,যে আপনি কি চান শিখতে।কিভাবে নিজের একটা স্ট্রটেজি তৈরি করবেন।

Sakib42
2020-06-27, 11:05 PM
এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বাজারকে এত ভালভাবে বিশ্লেষণ করতে সময় নিই যে আমরা আমাদের ট্রেডগুলি সঠিকভাবে সম্পাদন করি এবং সময়ের সাথে সাথে জিনিসগুলি আমাদের কাছে সহজ হয়ে যায়, কারণ আমরা যখন বাজারের ভাল বিশ্লেষণ করতে ভাল হয়ে যাই তখন সঠিক ট্রেডগুলি কার্যকর করা তাই হয়ে যায় সহজ এবং উপার্জনযোগ্য অর্থ বেশিরভাগ সময় খুব সামঞ্জস্যপূর্ণ হয়। সুতরাং আমাদের সত্যিকার অর্থে আমাদের সময়কে যেভাবে বাজারের যথেষ্ট পরিমাণে বিশ্লেষণ করতে হবে তা শেখার এবং আয়ত্ত করার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করা উচিত.