PDA

View Full Version : নভেম্বরে গাড়ি বিক্রির রেকর্ড টয়োটার



Tofazzal Mia
2023-12-28, 02:06 PM
http://forex-bangla.com/customavatars/1454108222.jpg
উত্তর আমেরিকা ও ইউরোপে গাড়ির চাহিদা অপরিবর্তিত থাকার ফলে নভেম্বরে টয়োটা মোটর করপোরেশনের বিক্রি ও উৎপাদন নতুন রেকর্ড করেছে। প্রতিষ্ঠানটির সহযোগী কোম্পানি হিনো মোটরস লিমিটেড ও ডাইহাৎসু মোটর করপোরেশনসহ বিশ্বব্যাপী টয়োটার বিক্রি চলতি বছর গত বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ৯ লাখ ৮৬ হাজার ২৬২ ইউনিটে পৌঁছেছে। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বব্যাপী গাড়ির উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১০ লাখ ৬৭ হাজার ৪৪৬ ইউনিটে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি হাইব্রিড গাড়ি দিয়ে নিজেদের বাজার আধিপত্য আরো সুরক্ষিত করার চেষ্টা করছে। ইলোন মাস্কের টেসলা ইনকরপোরেটেড ও চীনের বিওয়াইডি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণ বাড়ানোর পরিকল্পনা করেছে। এর আগে গত সপ্তাহে এক কেলেঙ্কারিতে টয়োটা নাম উঠে আসে। যেখানে তদন্তে জানানো হয় ডাইহাৎসু গাড়ির নিরাপত্তাজনিত বিষয়ে ভুল তথ্য দিয়েছে। তবে জানুয়ারি থেকে ডাইহাৎসু তার সব কার্যক্রম বন্ধ রাখবে বলে জানা গেছে। পাশাপাশি অন্যান্য অংশীদারকে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।