Tofazzal Mia
2024-01-08, 04:48 PM
স্টিয়ারিং সফটওয়্যার ও ডোর লক সিস্টেমে ত্রুটি থাকায় চীনে ১৬ লাখ গাড়ি প্রত্যাহার করেছে টেসলা। প্রত্যাহার করা গাড়ির মধ্যে রয়েছে এস, এক্স, থ্রি, ওয়াই মডেল ও ৭ হাজার ৫৩৮টি আমদানি করা গাড়ি। টেসলা জানায়, গাড়িগুলো ডিলার বা গ্যারেজে পাঠাতে হয়নি। দূরনিয়ন্ত্রণ সফটওয়্যারের মাধ্যমে সমস্যাটি ধরা পড়েছে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রে ২০ লাখ গাড়ি প্রত্যাহার করে টেসলা।
http://forex-bangla.com/customavatars/371001870.jpg
http://forex-bangla.com/customavatars/371001870.jpg