PDA

View Full Version : পর্যটন খাত পুনরুদ্ধার, মুনাফায় ফিরেছেন জাপানের ক্ষুদ্র ব্যবসায়ীরা



Rakib Hashan
2024-01-14, 05:59 PM
কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে উঠছেন জাপানের ক্ষুদ্র ব্যবসায়ীরা। কভিডের পর প্রথমবারের মতো গত বছরের তৃতীয় প্রান্তিক থেকে স্থানীয় বাজারে মুনাফা করেছেন দেশটির খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। বাজারসংশ্লিষ্টরা মনে করেন, জাপানের অভ্যন্তরীণ পর্যটন খাত পুনরুদ্ধার হওয়ায় দেশটির স্থানীয় বাজারে ফিরে এসেছে স্থিতিশীল পরিবেশ। বিশ্লেষকরা জানিয়েছেন, গত বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির ৭৯টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের ফলাফল ঘোষণা করে, যেখানে দেখা যায় দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে প্রায় ১৬ শতাংশ। এছাড়া বার্ষিক মুনাফা উন্নীত হয়েছে ৩৭০ কোটি ডলারে। আগের বছরগুলোর তুলনায় জাপানের প্রায় ৬০ শতাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান মুনাফা করতে পেরেছে। ফলে স্থানীয় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্টরা
http://forex-bangla.com/customavatars/97500113.jpg