View Full Version : বোনাস সম্পর্কিত সমস্যা
FRK75
2024-01-28, 10:48 AM
ফরেক্স ফোরামে থেকে কি বোনাস বন্ধ করে দিল। বাংলাদেশ ফরেক্স ফোরামে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করতাছি এইযে ৪ মাসের পোস্টের এখনো পর্যন্ত ফোরামের সদস্য দের পোস্টের উপর কোন বোনাস প্রদান করা হচ্ছে না🥹। এতেকরে সদস্যরা ফোরাম থেকে দূরে সরে যাচ্ছে। কোন রূপ আলোচনা ও করতেছে না। এর একরা উত্তম সমাধান আশা করতেছি।
EmonFX
2024-01-29, 11:07 AM
বোনাসের আশা এবং ফোরামে পোস্ট করা দুটাই ছেড়ে দেন। অহেতুক সময় নষ্ট করে কোন লাভ নেই। ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সকল বোনাস কমপ্লিট হয়েছে বলে জানিয়েছে। যেখানে আমরা সবাই জানি যে জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসের মধ্যে শুধু আগস্ট মাসের বোনাস প্রদান করা হয়েছিল। নিচের লিংকে ক্লিক করে "ফোরাম ও পোর্টাল সম্পর্কিত সহায়তা" অংশে আপনার পোষ্টের রিপ্লাই দেখে নিন।
https://forex-bangla.com/threads/58768-julai-agst-septembr-maser-bonas-prsngge/topost-524927#post524927
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.