PDA

View Full Version : সিঙ্গাপুরের নতুন আকর্ষণ এমবিএসের চতুর্থ টাওয়ার



SaifulRahman
2024-01-30, 04:35 PM
সিঙ্গাপুরের ম্যারিনা বে স্যান্ডস (এমবিএস) চতুর্থ টাওয়ার নির্মাণের অনুমোদন পেয়েছে। এ উদ্যোগ পর্যটন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করছে দেশটির আরবান রিডেভেলপমেন্ট অথোরিটি (ইউআরএ)। নতুন টাওয়ারটি হবে বে ফ্রন্ট অ্যাভিনিউয়ে, বাকি তিনটি টাওয়ারের পাশেই। এতে ১ লাখ ৫৩ হাজার ১০০ বর্গকিলোমিটার জায়গাজুড়ে থাকবে হোটেল স্পেস। সেখানে ৫৮৭টি কক্ষ ও ১২ হাজার ১৮৫ বর্গমিটার এলাকা খুচরা ব্যবসার জন্য বরাদ্দ হবে। ২০১৯ সালে এমবিএস টাওয়ারে কক্ষ সংখ্যা এক হাজার হবে বলে জানিয়েছিল। কিন্তু এখন মনে করা হচ্ছে, সে পরিকল্পনায় কাটছাঁট হয়েছে। মালিকানা প্রতিষ্ঠান লাস ভেগাস স্যান্ডস (এলভিএস) জানিয়েছে, টাওয়ার নির্মাণের ব্যয় প্রত্যাশিত ৩৩০ কোটি ডলার অতিক্রম করবে। ২০১৯ সালে এ বাজেট ঘোষিত হলেও মূল্যস্ফীতি, মহামারীর অভিঘাত, উচ্চ মজুরি ও নির্মাণ সামগ্রীর উচ্চ দামের কারণে তা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। চতুর্থ টাওয়ারে ব্যবসায়ীদের অবকাশযাপন ও আবাসনে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। বাণিজ্যের কেন্দ্র হওয়ায় সিঙ্গাপুর নানা দেশের ব্যবসায়ীদের আবাস। এমবিএস ২০২৮ সালের এপ্রিলের আগেই চতুর্থ টাওয়ারের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। তারা জানায়, এ টাওয়ারে ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন প্রদর্শনী কক্ষ থাকবে। থাকবে সম্মেলন কেন্দ্র ও সুইমিং পুল।
http://forex-bangla.com/customavatars/950284812.jpg