PDA

View Full Version : ‘বিশাল ব্যাটারি’ হয়ে উঠছে ইউরোপের গভীরতম খনি



Montu Zaman
2024-02-08, 07:07 PM
ফিনল্যান্ডের একটি পরিত্যক্ত খনি রূপান্তরিত হচ্ছে বিশাল এক ব্যাটারিতে, যেখানে অতিরিক্ত উৎপাদন চলাকালীন নবায়নযোগ্য শক্তি সংরক্ষণ করা যাবে। দেশটির রাজধানী হেলসিঙ্কি থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত খনিটির নাম ‘দ্য ফাইহাসালমি মাইন’, যা ইউরোপের সবচেয়ে গভীর জিংক ও কপারের খনি। আর এর এক হাজার চারশ মিটার গভীর সুড়ঙ্গে দুই মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণ করা সম্ভব। http://forex-bangla.com/customavatars/1895750522.jpg