PDA

View Full Version : ট্রেড ম্যানেজমেন্ট কি ও এর কৌশল ব্যাবহার õ



Rayhan07
2015-09-17, 08:24 AM
আমি আজ আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যাকে ঠিক মানি ম্যানেজমেন্ট বলা চলেনা। চাইলে ট্রেড ম্যানেজমেন্ট বলা যেতে পারে। প্রপার ট্রেড ম্যানেজমেন্ট করতে না জানলে আপনি কখনোই সফল হবেন না। প্রথমে যতই লাভ করেন না কেন শেষ পর্যন্ত দেখা যাবে আপনি লসের মুখে পড়েছেন।
আমি আজ ট্রেড ম্যানেজমেন্ট নিয়ে যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে মূলত ট্রেড করার সময় আমি যে বিষয়গুলো মেনে চলি তারই প্রতিরুপ। আমি আশা করব আপনারাও নিজেরা ট্রেড করার সময় বিষয়গুলো মানবেন।
ট্রেড ম্যানেজমেন্ট আসলে কি?
ট্রেড ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি আপনার স্টপ লসকে কখনোই এমন ভাবে এডজাস্ট করবেন না যা আপনাকে বর ধরনের রিস্ক এ ফেলে দেয় এবং টার্গেট প্রফিট অর্জন অনিশ্চিত হয়ে পড়ে। এই বিষয়টা মেনে চললে আপনি একটা লো রিস্ক-রিওয়ার্ড রেশিও মেইনটেইন করে চলতে পারবেন। এটা লং রানে আপনাকে অনেক সুবিধাজনক স্থানে নিয়ে যাবে।
একটি উদাহারনঃ
ধরুন আপনি একটা সর্ট ট্রেডে এন্টার করেছেন। স্টপ লস ধরুন ৩০ পিপস আছে। প্রাইস ধীর গতিতে আপনার স্টপ লসের দিকে মুভ করছে। আপনি আশা করছেন যে মার্কেট আপনার অনুকুলে মুভ করবে তাই ঠিক করলেন যে স্টপ লস ৫০ পিপস ধরবেন। এক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয় যে দেখা যায় প্রাইস ঠিকই ৫০ পিপস এ স্টপ আউট হওয়ার ফলে আপনাকে বড় লসে পড়তে হয়। এই ক্ষেত্রে যা করা উচিৎ তা হল- যখনই দেখব প্রাইস স্টপ লসের দিকে এগোচ্ছে, ট্রেডার হিসেবে আমাদের এক্সেপ্ট করে নিতে হবে যে আমরা ভুল ট্রেডে আছি, ভুল টাকে শুদ্ধ করার জন্য স্টপ লস শিফট করব না, কারন এতে করে আরও বড় লস হতে পারে। সাধারণত নতুন ট্রেডাররা এই মিস্টেকটা খুব্ বেশি পরিমানে করে থাকে, কারন তারা ট্রেডিং এ লস টাকে এক্সেপ্ট করে নিতে পারেনা। তাই আমি আপনাদের সাথে আমার নিজের কিছু টেডিং আইডিয়া শেয়ার করব, যা এই ক্ষেত্রে বেশ কাজে দেবে। যখনই প্রাইস আমার পজিশনের বিপরীতে মুভ করবে, আমি আমার স্টপ লস ধরে রাখব। আল্টিমেটলি যদি প্রাইস আমার স্টপ লস ধরে ফেলে তাহলে এটা আমি এক্সেপ্ট করে নেব। এবং লস রিকভারের জন্য নতুন ট্রেডের অপেক্ষা করব।
অপরদিকে, প্রাইস যদি আমার অনুকূলে মুভ করে, আমি আমার স্টপ লসকে ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে যাব। অপেক্ষা করব কখন প্রাইস আমার টার্গেটকে হিট করবে। যদি এইক্ষেত্রে প্রাইস রিভার্স হয়ে এসে স্টপ আউট করে, তাতেও আমি একটা সিঙ্গেল পিপ লস খাবনা। এভাবেই আমি আমার ক্যাপিটালকে প্রটেক্ট করে থাকি।
আমি বলছিনা আপনি এই ভাবে আমাকে ফলো করেন। কিন্তু আপনি চাইলে চিন্তা করে এমন কিছু পদ্ধতি নিয়ে আসতে পারেন যাতে আপনার মানি ম্যানেজমেন্ট হবে সুন্দর ভাবে।
ট্রেড ম্যানেজমেন্ট কেন দরকার?
এখন ট্রেডার হিসেবে আপনার একটা জিনিস বুঝা খুব দ্রকার যে আপনাকে অবশ্যই আপনার ক্যাপিটাল সেভ করে চলতে হবে। একজন প্রফেশনাল ট্রেডারের কাছে নিজের ক্যাপটাল সেভ করাটা নতুন ট্রেডে জেতার চেয়েও বেশি দরকারি। আপনি যদি কখনও প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আপনাকে নিজের ট্রেড ম্যানেজমেন্ট এর দক্ষতাকে কে ট্রেডিং এ এপ্লাই করতে জানতে হবে।
ট্রেড ম্যানেজমেন্ট এর একটা সুন্দর উপায় :
আমি আপনাদের ট্রেড ম্যানেজমেন্ট এর আর একটা উপায় দেখাতে পারি- এটা আগেরটার তুলনায় একটু কনজারভেটিভ এপ্রোচ। এখানে একটা ট্রেড এর বদলে এই খানে আপনি দুইটি ট্রেড অর্ডার ওপেন করবেন। কিন্তু উভয় ক্ষেত্রেই আপনা স্টপ লস ও এবং এন্ট্রি প্রাইস সেইম হবে। একমাত্র পার্থক্যটি হল আপনি যে পরিমান টাকা রিস্ক নিতে রাজি আছেন তা দুইটি ভাগে ভাগ করা হয়ে গেল। ধরুন আপনি ২০০ ডলার রিস্ক নিতে চান, এক্ষেত্রে আপনি ১০০ ডলার করে দুটো আলাদা ট্রেড এ রিস্ক নিলেন। একটা ট্রেডের জন্য আপনার রিস্ক-রিওয়ার্ড রেশিও ধরেনঃ ১:১
অন্য ট্রেডে টার্গেট সেট যখন ১:১ টার্গেট হিট খাবে, আপনি পাবেন ১০০ ডলার। এখন এই ১০০ ডলার কিন্তু আপনার অন্য ট্রেডের রিস্কটি কভার করবে যেটা এখনও ওপেন আছে। এর ফলে আপনার সেকেন্ড ট্রেডটি একটা ফ্রি ট্রেডে পরিনত হয়েছে। কারন সেকেন্ড ট্রেডের স্টপ লস পয়েন্টে চলে এলেও আপনি কোন লস খাবেন না। প্রথম ট্রেডে ১০০ ডলার লাভ, পরের ট্রেডে লস। আপনার ক্যাপিটাল কিন্তু রয়ে গেল। শুধু মাত্র একটা উপায় আছে জার ফলে আপনি এই খানে একটা লস খেতে পারেন তা হল যদি আপনার ১:১ রেশিওর ট্রেডটি যদি হিট না করে টার্গেটে এবং আপনি ঐখানে তে লস খেয়ে যান। তাই ঐ ট্রেডটা আপনাকে অনেক বুঝে শুনে করতে হবে।
আজ এই পর্যন্ত।

Marufa
2015-09-17, 08:39 AM
এভাবে ট্রেড করা আরও বেশি ঝুকিপূর্ণ । কারন একটি ট্রেডে স্টপ লস হিট করার পর আর একটি ট্রেড টেক প্রফিটের কাছাকাছি গিয়ে আবার বেক করতে পারে । এই মার্কেটে ১ পিপেরও বিশ্বাস নেই । এজন্য পরস্পর বিপরীতমূখী ট্রেড না করাই ভাল ।

sharifulbaf
2015-12-18, 04:01 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড ম্যানেজমেন্ট না থাকলে ফরেক্স ট্রেড করে লাভ করা যায়। তাই অভার ট্রেড পরিহার করা।এনালাইসিস না করে ট্রেডিংনা করা।১০০ % থাকলে ম নে রাখতে হবে যে ২০% লস দেওয়ার প্রবণতা থাকলেই ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যায়।

HKProduction
2016-01-02, 06:21 PM
বুঝতে পারলাম আপনার সিস্টেমে ট্রেড করার আগে পাবনাতে একটি সিট রিজার্ভ করতে হবে। যাক সেসব বলে আর কোন লাভ নাই। আসল কথা হল আমাদেরকে প্রোপার মানি ম্যানেজমেন্ট রুল মেনে ট্রেড করতে হবে। এখানে নতুন কিছু আবিস্কার কিংবা পরিস্কার করার কোন প্রয়োজন নেই। প্রয়োজন শুধু প্রাকটিস করার।

basaki
2016-03-15, 09:19 AM
আপিনারা অনেকে অনেক কথা বলেছেন কিন্তু আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার যদি ভাল কিছু করতে চায় তবে তাকে সকল ব্যপারে ভাল জ্ঞান লাভ করে তবেই ফরেক্স মার্কেটে ট্রেড করলে ভাল করতে হবে আর মানি মেনেজমেন্ট আর ট্রেড মেনেজমেন্ট যদি কেউ ভাল করে করতে পারে তবে লাভ নিশ্চত।

yasir arafat
2016-04-04, 02:02 PM
বিস্তারিত জানানোর জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।জিনিসটা আগে আমার কাছে পরিষ্কার ছিল না।এখন কিছুটা হলেও বুঝতে পারছি।আশা করি আরো নতুন কিছু জানবো।:rules::o:dance::tie:

md mehedi hasan
2016-11-01, 12:23 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে।ফরেক্স মার্কেটে বেশি ভাগ ট্রেডার সঠিক ভাবে মানিম্যানেজমেন্টর অভাবে একাউন্ট শূন্য করে ফেলে।আপনি যদি সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড পরিচালোনা করে টিকে থাকতে পারবেন।

RUBEL MIAH
2016-12-14, 07:57 AM
ফরেক্স মার্কেটে যারা মানি ম্যানেজমেন্ট করতে পারে না তাদের উচিত হবে বেশী বেশী ডেমো ট্রেড করা । যে ট্রেডার বেশী বেশী ডেমো ট্রেড করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । আর আমরা অল্প অল্প ভলিউম দিয়ে ট্রেড করব এবং লোভ করব না । যে ট্রেডার লোভ করবে সে অবশ্যই তার লক্ষ্য বস্তুতে পৌছাতে পারবে না । অতএব আমরা মানি ম্যানজেমেন্ট করি এবং ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সাথে করার চেষ্টা করি ।

nbfx
2016-12-14, 11:02 AM
সোজা কথায় ট্রেড ম্যানেজমেন্ট হলো নিজস্ব মূলধন রক্ষা করে লাভ করা। ফরেক্স মার্কেটে ভুল করতে হবে এবং ভুল থেকেই শিখতে হবে।লস করতে হবে এবং লস থেকেই লাভ করতে হবে। এরজন্য দরকার প্রচন্ড আত্মবিশ্বাস, ধৈর্য্য এবং ডেমো চর্চার। স্টপলস টেকপ্রফিট কোন ঘটনা নয়। মার্কেটের গতি বুঝতে চেষ্টা করুন।

riponinsta
2016-12-24, 04:27 PM
আপনি অনেক উপকারি পোস্ট করছেন এই পোস্ট পরে আমারা খুব ভাল ভাবে ট্রেড ম্যানেজমেন্ট বুঝিয়েছেন আমি খুব ভাল ভাবে বুঝতে পারছি । আপনার দেওয়া উদাহারন তা আমার কাছে অনেক ভাল লাগছে । আপনার পোস্ট পরে বুঝাজাই ফরেক্স মার্কেট এ অনেক কিছু সিখার আছে লেগে থাকলে ফরেক্স মার্কেট এ ভাল লাভ করা যাই ট্রেড ম্যানেজমেন্ট করা অনেক জরুরী ।

shohanjacksion
2017-01-22, 12:35 PM
আপনার ট্রেড ম্যানেজমেন্ট সিস্টেমটি আমার কাছে খুব ঝুকিপূর্ণ বলে মনে হয়। ফরেক্স মার্কেটে লস ট্রেড মানতেই হবে। প্রত্যেকটি ট্রেডই যে সফল হতে হবে তা নয়। মানি ম্যানেজমেন্ট সঠিক রেখে যদি 80% উইন রেশিওর একটি স্ট্র্যাটেজি ব্যবহার করি তবেই ফরেক্স মার্কেট থেকে প্রফিট আশা করা যায়।

shohanjacksion
2017-02-08, 10:15 AM
বন্ধু এই টিপসগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।আমি আপনার মতের সাথে পুরোপুরি একমত। আমি আশাকরি এই ম্যানেজমেন্ট পদ্ধতি ব্যবহার করে ট্রেড ব্যবসায় লেগে থাকলে সফলতা অনেকটা নিশ্চিত বলা যেতে পারে।

Mamun13
2017-11-15, 06:24 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করার জন্য অবশ্যই মানি ও রিস্ক মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করে ট্রেড করতে হবে৷এজন্য রিস্ক রিওয়ার্ড রেশিও বুঝে ট্রেডে এন্ট্রী করতে হবে৷আর অবশ্যই লিভারেজ কম নিবেন এবং ওভারট্রেড কখোনোই করা যাবে না৷