PDA

View Full Version : থ্রেডস ট্রেন্ডিং ফিচার আনল মেটা



SumonIslam
2024-02-14, 06:06 PM
এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম থ্রেডসে ট্রেন্ড দেখার ফিচার নিয়ে আসবে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা বুঝতে পারবে প্ল্যাটফর্মটি কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। থ্রেডসের এক পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, যুক্তরাষ্ট্রের ‘টুডেস টপ টপিক’ নামে ফিচারটি চালু করা হয়েছে। প্ল্যাটফর্মটির সার্চ অপশনে ও ফিডের বিভিন্ন পোস্টের মাঝে মাঝে ট্রেন্ডিং বিষয় দেখানো যাবে। http://forex-bangla.com/customavatars/805985334.jpg