PDA

View Full Version : বিওয়াইডি নতুন গাড়ি বাজারে আনছে



Rakib Hashan
2024-02-20, 05:17 PM
নতুন লাইন আপ বাজারে আনছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। গতকাল প্লাগ-ইন হাইব্রিড সেডান কিন প্লাস ডিএম-আইয়ের একটি নতুন ভার্সন লঞ্চ করেছে চীনা কোম্পানিটি। গাড়িটির ভিত্তিমূল্য তুলনামূলক কম রাখা হয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সাশ্রয়ী মূল্যের সিরিজটি বাজারে আনা হচ্ছে বলে বিওয়াইডি সূত্র জানিয়েছে। নতুন মডেলের ইভির দাম শুরু হবে ৭৯ হাজার ৮০০ ইউয়ান বা ১১ হাজার ৯০ ডলার থেকে, যা আগের ভার্সনের দামের চেয়ে প্রায় ২০ শতাংশ সাশ্রয়ী। কিন প্লাস হাইব্রিড সবচেয়ে বেশি বিক্রি হওয়া গ্যাসোলিন সেডানের সঙ্গে প্রতিযোগিতা করবে। এর মধ্যে আছে নিশান, সিলফি, ভিডব্লিউ ও লাভিদার গাড়ি। http://forex-bangla.com/customavatars/105224108.jpg