PDA

View Full Version : প্রাইস এ্যাকশন কৌশল ব্যাবহার করুন



Rayhan07
2015-09-18, 08:58 AM
কেন প্রাইস একশন কৌশল ব্যবহার করা প্রয়োজন :
৩টি গুরুত্বপূর্ণ কারনে প্রাইস একশন ব্যবহার দরকার:
১।প্রাইস একশন দ্বারা সামস্টিকভাবে মানবিক আচড়নের প্রকাশ ঘটে । এ মানবিক আচড়ন মার্কেট এ বিভিন্ন প্যাটার্ণ গঠন করে।উক্ত প্যাটার্ণসমুহ পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ কারনেই রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস বাউন্স করে নীচে নামে এবং সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উর্দ্ধমূখী হয়।
২। প্রাইস একশন ফরেক্স মার্কেটে বিভিন্ন কাঠামো তৈরী করে। এ কাঠামোগুলো পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারনা পাওয়া যায়। এ ধারনা শতভাগ সত্য না হলেননও ৬০ ভাগ হতে ৮০ ভাগ ক্ষেত্রে সত্য হয়।
৩। প্রাইস একশন মিথ্যা সংকেত হৃাস করে। stochastic অথবা CCI indicator এর মত অনেক ইন্ডিকেটর মিথ্যা সংকেত প্রদান করে।সেক্ষেত্রে প্রাইস একশন চার্টের ব্যবহার অনেক বেশী নির্ভরযোগ্য।
আসলে প্রাইস একশান হল এমন একটা সিস্টেম যেটাকে বলা হয় যেখানে সব সিস্টেম ফেইল করে সেখান থেকেই প্রাইস একশান এর শুরু। এই সিস্টেম যে ধরতে পারবে তার কাছে ফরেক্স এর হলি গ্রেইল আর খুজতে হবে না। কেননা এ্টাই হল একমাত্র সিস্টেম যার উপর চোখ বন্ধ করে নির্ভর করা যায়। শিখার চেষ্ট করছি কিন্তু এখনও আগামাথা ধরতে পারছি না।
ফরেক্স এ প্রাইস একশন অনেক গুরুত্ত,কারন প্রাইস একশন না বুজলে মার্কেট সম্পরকে ভাল ধারনা থাকে থাকবেনা।আমি মনে করি ফরেক্স এ প্রাইস একশন অনেক জুরুরি,ফরেক্স মার্কেট কি হছে খকন করলে ভাল হবে কখন করলে ভাল হবে না ঈত্যাদি সম্পরকে ধারনা থাকে। তাই আমি মনে করি প্রাইস এ্যাকশন একটা গুরুত্বপূর্ন কৌশল তাই প্রাইস এ্যাকশন সম্পর্কে আরো ভালোভাবে জানার চেষ্টা করুন ।

basaki
2016-01-28, 06:28 PM
হা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে প্রাইস একশন ব্যবহার করা উচিত। কেননা প্রাইস একশন সম্পর্কে আপনার ধারনা যদি না থাকে তাহলে আপনাকে ফরেক্স মার্কেটে অনেক হিসাব কিতাব করে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায়।আর না জানলে খুব বেশি একটা ভাল করা যাবেনা ফরেক্স মার্কেটে।

nelson
2016-02-02, 04:23 PM
বাংলাদেশে পাইস এ্যাকশন নিয়ে অনেক ভূল বুজাবুজি আছে। কারন অনেকই মনে করে প্রাইস এ্যাকশন একটা স্ট্যাজি বা মেথড। এটা কয়টা চাট প্যাটেন নিয়ে গঠিত। পাইস এ্যাকশন শিখতে হবে ভাল করে। হ্যা যদি আপনি প্রাইস এ্যাকশন ভাল করে শিখে ট্রেড করতে পারেন তাহলে ইনডিকেটর ট্রেড থেকে ভাল রেজাল্ট বেরকেরে নিতে পারবেন। এর জন্য আপনাকে ভাল জায়গা থেকে শিখতে হবে। শুধু বলে দেই যারা সোসাল মিডিয়া দিয়ে শিখায় তারা ভূয়া। যারা ওয়েব সাইট নিয়ে করে তারা ভাল। বাংলাদেশও আছে।

Marufa
2016-02-02, 04:27 PM
শুধুমাত্র একটি বিষয়ের উপর নির্ভর করে প্রাইস একশন বোঝা সম্ভব নয় । কোন পেয়ার এর প্রাইস একশন বোঝা মানে ফরেক্স মার্কেট কে বোঝা । প্রাইস একসন বুঝতে হলে মার্কেটে যথেষ্ট সময় দিতে হবে বলে আমি মনে করি । এছাড়াও মার্কেট নিয়ে দীর্ঘ গবেষণা করতে হবে । মার্কেটের প্রতিটি মুভমেন্ট সম্পর্কে ধারনা রাখতে হবে প্রাইস একশনের মাধম্যে । এটি খুবই গুরুত্বপূর্ণ ।

MotinFX
2016-02-07, 09:52 AM
ফরেক্স মার্কেটে আমাদের প্রাইজ একশন দেখে ট্রেড করতে পারি কারন প্রইজ একশন আমার কাছে সঠিক একটি ইনডিকেটর যা দিয়ে এই মার্কেটে অনেক ট্রেডার ট্রেড করে। ফরেক্স মার্কেটে আমাদের এনালাইসিস করতে গিয়ে আমরা অনেক সময় সঠিক এনালাইসিস সম্পর্কে ভুলে যায়। তাই আমাদের প্রাইজ একশন সম্পর্কে আমাদের গভীর ভাবে জ্ঞান অর্জন করতে হবে।

real80
2016-02-08, 01:02 PM
ফরেকা মার্কেটের হাজার হাজার ট্রেডিং কৌশলের মধ্যে সবচেয়ে ভাল কৌশল হচ্ছে প্রাইস একশন ট্রেডিং। যেখানে বাকি সকল ট্রেডিং প্ল্যান ফেইল করে,সেখানে প্রাইস একশন নিজের খেলা দেখায়। প্রাইস একশন অনেক বেশি নির্ভরযোগ্য ও সঠিক একটি কৌশল। যাবতীয় ইনডিকেটর যেখানে মিথ্যা সংকেত প্রদান করে,সেখানে প্রাইস একশন অনেক নির্ভরযোগ্য সংকেত দেয়। প্রাইস একশন মেনে ট্রেড করা আমি মনে করি একজন সফল ট্রেডারের লক্ষন।

majidiqbal
2016-02-08, 02:37 PM
ফরেক্স মর্কেটে ট্রেড করতে হলে এবং লাভবান হতে হলে আমাদের প্রইস এ্যাকশন কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেননা আমরা মার্কেটে এনালাইসিস করতে গিয়ে ভুল করি । আবার বিভিন্ন ইনডিকেটর মিথ্যা সংকেত প্রদান করে। এসব বিভ্রান্ত থেকে নিজেকে বাচিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জনের জন্য আমাদের অবশ্যই প্রাইস এ্যাকশন কৌশল অবলম্বন করা প্রয়োজন।

fatemaakhter
2016-02-25, 07:34 PM
যেখানে বাকি সকল ট্রেডিং প্ল্যান ফেইল করে,সেখানে প্রাইস একশন অনেক বেশি নির্ভরযোগ্য ও সঠিক একটি কৌশল। যাবতীয় ইনডিকেটর যেখানে মিথ্যা সংকেত প্রদান করে,সেখানে প্রাইস একশন অনেক নির্ভরযোগ্য সংকেত দেয়। আমি নিজে যত টুকু বুঝি তত টুকু দিয়ে প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করি ।

majidiqbal
2016-02-25, 08:45 PM
প্রাইস একশন অনেক বেশি নির্ভরযোগ্য ও সঠিক একটি কৌশল। যাবতীয় ইনডিকেটর যেখানে মিথ্যা সংকেত প্রদান করে,সেখানে প্রাইস একশন অনেক নির্ভরযোগ্য সংকেত দেয়। প্রাইস একশন মেনে ট্রেড করা আমি মনে করি একজন সফল ট্রেডারের লক্ষন।

abdulguffer
2016-03-12, 04:47 PM
ফরেক্স ট্রেডিং এ প্রাইস একশন কৌশল অবলম্বন করতে অন্যান্য ইন্ডিকেটর থেকে বেশি সঠিক ট্রেড নির্বাচন করা যায় । এতে ভাল প্রফিট করা সম্ভব।প্রাইস একশন কৌশল এর জন্য একটি পরিশকার ক্যান্ডালস্টিক চার্ট ব্যবহার করা হয় । পিনবার, এংলাফ বার, টু বার রিভার্সাল প্রাইস একশন এর পরিচিতি কৌশল।

Md Akter Hossain
2016-03-12, 05:20 PM
ফরেক্স মার্কেটে আমরা যত দরনের ইন্ডিটেকর দেখছি তার বেশির ভাগই বেশির ভাগ সময় ভুল সিগনাল দেয় । একমাত্র প্রাইস এ্যাকশন ধরে ট্রেড করতে পারলে আপনাকে কখনোই কিছু হারাতে হবেনা । তবে এটা খুব সহজ ব্যাপার না । আমি নিছেও প্রাইস এ্যাকশন ধরে ট্রেড করছি গত ৬ মাস যাবদ । খুবই ভালো ফলাফল পাচ্ছি ।

md mehedi hasan
2016-11-01, 09:11 AM
ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে ট্রেড করতেছি অথছ প্রাইস একসন সমন্ধে আমার তেমন ধারণা ছিলোনা।তবে উপরোক্ত থেড গুলো দেখে প্রাইস একসন সমন্ধে সামন্য ধারনা পেলাম।হয়তো বা এই বিষয় এক বারে আমর মাথায় ঢুকবেনা তবে এ বিষয় সম্পর্কে আর একটু সহজ ভাবে কেউ যদি উপস্থাপন করে তাহলে আমার মত অনেকি উপকৃত হবে।

Mamun13
2017-09-19, 07:53 AM
প্রাইস একশান ট্রেডিং স্ট্র্যাটেজী-ই একমাত্র নির্ভরযোগ্য,বাস্তব-সম্মত,সঠিক,কার্যকরী এবং বিশ্বের সব অভিজ্ঞ-দক্ষ ট্রেডারদের সমাদৃত ট্রেডিং স্ট্র্যাটেজী৷প্রাইস একশান ট্রেডিং স্ট্র্যাটেজী হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার ঝঁকঝঁকা ট্রেডিং চার্ট যেখানে কোনোও প্রকার ইনডিকেটর ব্যাবহার করা হয় না৷ শুধুমাত্র ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখেই ট্রেড করা হয়ে থাকে৷

Nishpap Papi
2017-09-19, 09:50 AM
মার্কেটের আচরণ বোঝা যাই প্রাইস অ্যাকশন মেথডে

SaifulRahman
2019-04-10, 04:29 PM
ফরেক্সে ও স্টক মাকেটে বতমান সময়ে জনপ্রিয় ও বিশ্বাসী মাধ্যম হয়ে উঠেছে প্রাইস অ্যাকশন. আমরা অতীত মাকেট থেকে বতমান মাকেট সম্পকে ধারনা.এবং বতমান মাকেট থেকে ভবিষ্যত কোথায় যেতে পারে তার একটি ধারনা নেওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রাইস অ্যাকশন.এখন আপনাদের আমি প্রাইস অ্যাকশন কি? কিভাবে কাজ করে ? প্রাইস অ্যাকশন শিখা কেন প্রয়োজন ? এই তিনটি জিনিস সম্পকে ধারনা দিব-
১.প্রাইস অ্যাকশন. কি -
বন্ধুরা আমরা সকলে টেলিভিশনে আবহাওয়া সংবাদ শুনে থাকি. একটি দেশের আবহাওয়া সাধারনত সেই দেশের বাতাস ও মেঘের উপর ভিওি করে সেই দেশের আবহাওয়া কেমন হতে পারে আবহাওয়াবিদরা তা অনুমান করে থাকে। ঠিক তেমনি প্রাইস অ্যাকশনে মেঘমালা হল ক্যান্ডিলস্টিক এবং বাতাস হল ট্রেন্ডলাইন।যা থেকে আমারা মাকেটের ভবিষ্যতের কিছুটা ধারনা পাই।
২.প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে-
আমরা রাতের বেলা কোথায় ঘুরতে বেরিয়েছে কিন্তু আমাদের ঠিকনা জানা নেই তখন আমাদের ভুল রাস্তায় যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি প্রাইস অ্যাকশন জানা থাকলে সাপোট রেসিটেন্স আরও অনেক কিছু অনুধাবন করতে পারি.যা থেকে আমরা মাকেটের কোথায় বাই অথাবা সেল নিলে কত লাভ এবং কত লোকসান হতে পারে তা অনুমান করতে পারি

৩.প্রাইস অ্যাকশন শিখা কেন প্রয়োজন ?
ভাবুন আমি একটি দেশের রাজা, অন্যদেশের রাজা আমার দেশের উপর হামলা করতে চাইলো, এখন আমাদের দেশের রাজা অন্যদেশের সৈন্যর চেয়ে তিনগুন বেশি সৈন্য নিয়ে আক্রমন করতে চাইলো কিন্তু কোন সৈন্যর হাতে কোন অস্ত্র দিল না তাহলে কি আমরা যুদ্বক্ষেএে জয়ী হব বলেনতো
ঠিক তেমনি এখানে স্টক ও ফরেক্স মাকেট হল যুদ্বক্ষেএ প্রাইস আ্যাকশন হল হাতিয়ার বা অস্ত্র এবং মূলধন হল আমাদের সৈন্য তাহলে এখন আপনারাই ভাবুন বিনা অস্ত্রে যুদ্বক্ষেএে নামবেন কিনা আর বিনা অস্ত্রে যুদ্বক্ষেএে নেমে পরাজিত হলে দোষ যুদ্বক্ষেএের নই দোষ আপনার নিজেরই

SUROZ Islam
2019-05-05, 01:50 PM
যারা ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত এবং প্রাইস একশন নিয়ে ট্রেড করেন তারা হয়ত নিয়াল ফুলার এর নাম শুনে থাকবেন, অস্ট্রেলিয়ান এই ভদ্রলোক প্রাইস একশন ট্রেডিং নিয়ে নিরলস গবেষণা এবং সাধারন ট্রেডারদের মাঝে তার আইডিয়া শেয়ার করার মাধ্যমে নতুন এবং পুরাতন অনেক ট্রেডারকে নতুন রাস্তা দেখাচ্ছেন, উনি মূলত একজন ফরেক্স মেন্টর, তার বহুল পরিচিত সাইট লার্ন টু ট্রেড দ্যা মার্কেট এর মাধ্যমে তিনি নিদ্রিষ্ট কিছু ফি এর বিনিময়ে ফরেক্স ট্রেডিং শেখান, কিন্তু মজার ব্যপার হলো তার পেইড ভার্সন এর প্রায় সব লেসন তিনি ফ্রিতে ও তার ওয়েব সাইট এ উন্মুক্ত করে রেখেছেন। তার এই সাইটে তার সাপ্তাহিক মার্কেট প্রেডিকশন, মোটিভেশনাল লিখা, ট্রেডিং ষ্ট্র্যাটেজি নিয়ে সমৃদ্ধ।
7774
তো যারা ইতিমধ্যেই তার সাইট ভিজিট করেছেন কিংবা তাকে নিয়মিত অনুসরন করছেন তাদেরকে নতুন করে কিছু বলার নাই। কিন্তু যারা নতুন এবং প্রাইস একশন ট্রেডিং এ আগ্রহ আছে তাদের জন্য আমি উনার ট্রেডিং ষ্ট্র্যাটেজি সহজ করে উপস্থাপন করতে চাই। কিন্তু যারা নানান রকম ইন্ডিকেটর ছাড়া ট্রেড করার কথা চিন্তা করতে পারেন না তারা দূরে থাকেন, কারন উনার ষ্ট্র্যাটেজিতে ইনডিকেটর এর তেমন গুরুত্ত নাই, কিছু কিছু ক্ষেত্রে মুভিং এভারেজ ইউজ করা হয় শুধু ডায়নামিক সাপোর্ট-রেজিষ্ট্যান্স বুঝার জন্য, আর উনি নিউজ ট্রেডিং ও করেন না। তবে শুরু করার আগে একটি কথা বলে নেয়া ভাল আমার এই প্রচেষ্টার সাথে কোন রকম ব্যাক্তিসার্থ জড়িত নয়, আমি কাউকে ফরেক্স ট্রেডিং করার এর ব্যপারে উৎসাহিত করছি না , আর কোন রকম ভুল হলে ক্ষমা করে দিবেন আশা করছি।
আজকে আমি পিন বার ট্রেডিং সেটাআপ নিয়ে আলোচনা করব, পরবর্তিতে আন্যান্ন ষ্ট্র্যাটেজিগুলো আলোচনায় আসবে। পিনবার সেটআপ ঃ পিন বার প্রায় সব প্রফেশনাল প্রাইস একশন ফরেক্স ট্রেডারদের কাছে জনপ্রিয়। পিন বার হলো প্রাইস রিভারসাল সাইন, পিন বার সাপোর্ট বা রেজিষ্ট্যান্স এ দেখা গেলে বুঝা যায় এই লেভেলে মার্কেট প্রাইস রিজেক্টেড হয়েছে, এবং প্রাইস রিভার্স করার প্রবল সম্বাবনা তৈরি হয়। এছাড়া ও কোন শক্তিশালী ট্রেন্ড এর সাথে পিন বার প্রাইস কন্টিনিউশন এ ভাল ফলাফল পাওয়া যায়। পিন বার কিভাবে চিনবোঃ পিন বার এর চিনার উপায় হলো লম্বা শ্যাডো ও ছোট রিয়েল বডি থাকবে অর্থাৎ এই বার এর রিয়েল বডি ছোট আকৃতির হবে আর রিয়েল বডির তুলনায় আপার/লোয়ার শ্যাডো কমপক্ষে দ্বিগুণ/ তিনগুণ বড় হবে এবং রিয়েল বডির সামনে শ্যাডো খুব ছোট হবে বা থাকবে না। বুলিশ পিন বারঃ যখন পিন বার এর টেইল নিচের দিকে থাকবে এবং রিয়েল বডি উপরে থাকবে । (মার্কেট লং মুডে যাওয়ার সম্ভাবনা) বিয়ারিশ পিন বারঃ যখন পিন বার এর টেইল উপর দিকে থাকবে এবং রিয়েল বডি নিচের দিকে থাকবে। (মার্কেট সর্ট মুডে যাওয়ার সম্ভাবনা ) পিন বার দিয়ে ট্রেডিংঃ পিন বার দিয়ে মূলত কয়েক ভাবে মার্কেট এন্ট্রি নেওয়া যায় ।
১. ইনস্ট্যান্ট এন্ট্রিঃ পিন বার তৈরি হওয়ার সাথে সাথে এন্ট্রি নেওয়া , তবে এক্ষেত্রে প্রাইস যদি কোন গুরুত্তপুর্ন লেভেল না থাকে তাহলে রিস্ক বেশী থাকে, (এই ব্যপারে একটু পরে আলোচনা হবে)
২. স্টপ এন্ট্রিঃ এক্ষেত্রে মার্কেট স্টপ ইউজ করতে পারেন যাতে করে পিন বার তৈরি হওয়ায় পর আপনার এক্সপেক্টেড লেবেল থেকে ট্রেড ওপেন হয় । (মার্কেট স্টপ সম্পর্কে না জানলে গুগল সার্চ করে দেখে নিতে পারেন )
৩. লিমিট এন্ট্রিঃ এক্ষেত্রে এক্ষেত্রে মার্কেট লিমিট ইউজ করতে পারেন যাতে করে পিন বার তৈরি হওয়ায় পর আপনার এক্সপেক্টেড লেবেল থেকে ট্রেড ওপেন হয় । মার্কেট লিমিট ইউজ করার কারন হল পিন বার তৈরি হওয়ার পর যদি প্রাইস পিন বার এর শ্যাডোর ৫০% পর্যন্ত গিয়ে পিন বার সিগন্যাল অনুযায়ী মার্কেট মুভ করে তাহলে ট্রেড এ লাভ এর সম্ভাবনা বেড়ে যায়।
সাপোর্ট-রেজিস্ট্যান্স লেভেল এর সাথে পিন বারঃ প্রফেশনাল ট্রেডারদের মতে আপনি যদি সাপোর্ট-রেজিস্ট্যান্স লেভেল এর সাথে পিন বার সমন্বয় করে ট্রেড এন্ট্রি করা শিখতে পারেন তাহলে আপনার ফরেক্স এ ভালোভাবে টিকে থাকা সম্ভব, সাপোর্ট-রেজিস্ট্যান্স লেভেল এ পিন বার এন্ট্রি একটি ট্রেড এর লাভের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়, তাই আগে আপনি সাপোর্ট-রেজিস্ট্যান্স লেভেল গুলি বের করে নিন তারপর এই লেভেল গুলিতে যদি পিন বার তৈরি হয় তাহলে এন্ট্রি নিন, সাপোর্ট-রেজিস্ট্যান্স লেভেল বলতে শুধু আপনার আকা ম্যানুয়াল লেভেল না আপনি চাইলে ফিবোনাচ্চি লেভেল, রাউন্ড নাম্বার লেবেল, পিভট পয়েন্ট, মুভিং এভারেজ এর সাপোর্ট-রেজিস্ট্যান্স, এইগুলির সাথে সমন্বয় করে পিন বার দিয়ে ট্রেডিং করতে পারেন।
সবশেষে একটা কথা প্রাইস একশন অন্নান্য ট্রেডিং মেথড এর মতো টাইমফ্রেম খুবই গুরুত্তপুর্ন , কমপক্ষে ৪ ঘন্টা ট্রাইমফ্রেম ইউজ করা উচিত তবে ডে চার্ট এ পিন বার ভাল রেজাল্ট দেয়।

babubd
2019-05-05, 03:04 PM
ফরেক্সে প্রাইম এ্যাকশন কৌশলই আমার ধারনা মতে এক মাত্র বিশ্বাস যোগ্য ও সঠিক বাজার বিস্লেশন মাধ্যম । যার দ্বারা আপনি ফরেক্স বাজারের অতিত বর্তমান ভবিস্বৎ ধানরা নেওয়া যায় । তাই বিশ্বের সব দক্ষ ট্রেডাররা এ কৌশল অবলম্মন করেন বলে আমার ধারনা । তাই এ কৌশল সকল ট্রেডারের জানা থাকা অপরিহার্য্য ।

princeeyasin
2019-05-06, 11:12 AM
ফরেক্সে প্রাইম এ্যাকশন হল এক ধরনের কৌশলই বা অভিজ্ঞ ট্রেডার রা মার্কেটে গতি বিধি সমপারকে জানতে পারে বা যার দ্বারা আপনি ফরেক্স বাজারের অতিত বর্তমান ভবিস্বৎ ধানরা নেওয়া যায় । তাই সব দক্ষ ট্রেডাররা এ কৌশল অবলম্মন করেন বলে যে তাই এ কৌশল সকল ট্রেডারের জানা থাকা অপরিহার্য্য প্রাইস একশন চার্টের ব্যবহার অনেক বেশী নির্ভরযোগ্য।

princeeyasin
2019-05-06, 11:22 AM
ফরেক্সে প্রাইম এ্যাকশন হল এক ধরনের কৌশলই বা অভিজ্ঞ ট্রেডার রা মার্কেটে গতি বিধি সমপারকে জানতে পারে বা যার দ্বারা আপনি ফরেক্স বাজারের অতিত বর্তমান ভবিস্বৎ ধানরা নেওয়া যায় । তাই সব দক্ষ ট্রেডাররা এ কৌশল অবলম্মন করেন বলে যে তাই এ কৌশল সকল ট্রেডারের জানা থাকা অপরিহার্য্য প্রাইস একশন চার্টের ব্যবহার অনেক বেশী নির্ভরযোগ্য।

princeeyasin
2019-05-06, 11:35 AM
ফরেক্স মার্কেটে আমরা আমরা যারা ট্রেডার আছি তারা একাক জন একাক ধারনের ইন্টিগ্রেটর ব্যবহার করে থাকি কিন্তু তার মধ্যে মার্কেট গতি বিধি সমপারকে ধারনা নিতে পারি না যার কারনে আমাদের ট্রেডার অনেক বিবর্তন শিকার হতে হয়। আমি মনে করি তার চেয়ে প্রাইস একশন কৌশল অবলম্বন করতে অন্যান্য ইন্ডিকেটর থেকে বেশি সঠিক ট্রেড নির্বাচন করা যায় । এতে ভাল প্রফিট করা সম্ভ।

princeeyasin
2019-05-06, 12:27 PM
ফরেক্স মার্কেটে আমরা যত দরনের ইন্ডিকেটর দেখতে পাই তার মধ্যে অধিকাংশ ইন্ডিকেটার ভুল সিগনাল দেয় যার কারনে ট্রেডারা একটি আতকার মধ্যে পড়ে যায় একমাত্র প্রাইস এ্যাকশন ধরে ট্রেড করতে পারেন। তবে এটা খুব সহজ ব্যাপার না এটা সম্পার্কে জ্ঞান অর্জন করতে হবে । আমিও বিভরান্ত সিকার হয়ে এখন প্রাইস এ্যাকশন ধরে ট্রেড করছি।

SUROZ Islam
2019-05-06, 05:46 PM
আমরা অধিকাংশ ট্রেডার ই, একটা বা দুইটা ক্যান্ডেল বিপরিত দিকে গেলেই আমরা ক্লোজ করি অথবা এস এল হিট করে।কিন্তু এখানে দেখেন একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে কিন্তু ট্রেন্ড বোঝা পসিবল না! একটা ট্রেন্ড গঠন বা সেটা ব্রেক করতে কিন্তু অনেক সময় লাগে। আমরা বাস্তব অর্থে এই সময় নিয়ে একটা ট্রেড করতে রাজি নই।লং সময় ধরে একটা ট্রেড ধরে রাখার ধৈর্য আমাদের নেই।তাহলে আমরা যেটা শিখেছিলাম ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড এটা মানতেছিনা আর ফরেক্স লাইফে এত বড় একটা জিনিস না মানার অর্থ অবস্যই বুঝতে পারছেন কতটা ভয়াবহ হতে পারে। ট্রেড এর পক্ষেে ট্রেড দিয়ে নিশ্চিন্তে বসে থাকেন দেখবেন ঐ ট্রেডে অবশ্যই একদিন প্রফিট পাবেন।প্রাইস এ্যাকশন মেনে চলার চেস্টা করবেন।

bdunity
2019-05-07, 09:58 AM
হ্যাঁ, আমার জানা মতে ফরেক্সের প্রাইস এ্যাকশান কৌশল একটি চমৎকার এনালাইসিস বললে ভুল হবে না । কারন প্রাইস এ্যাকশানের মাধ্যমে আপনি ফরেক্স বাজারের অতিত বর্তমান ভবিস্বৎ সম্পর্কে ধারনা অর্জন হয় । তাই প্রাইস এ্যাকশান কৌশল ব্যাবহার করা প্রত্যেক টেডারের উচিৎ।

FXBD
2019-09-05, 12:52 PM
সারা বিশ্বের একটি বৃহৎ ব্যবসা হচ্ছে ফরেক্স ট্রেডিং ।এখান থেকে যেমন প্রচুর প্রফিট করা যায় ঠিক তেমনি নিমিষেই আপনার সমস্ত বিনিয়োগ লস হয়ে যেতে পারে। ফরেক্স মার্কেটের ইন্ডিকেটর গুলি কিছুটা দ্বিভাষীর মত কাজ করে, মানে এই ইন্ডিকেটরগুলি মার্কেটের ভাষা বুঝে সেটা আবার আপনার কাছে তুলে ধরে। কিন্তু আপনি যদি নিজেই ফরেক্স ভাষা বুঝেন তাহলে আপনাকে আর ইন্ডিকেটর এর পিছে ঘুরতে হবে না। কাউকে বলতে হবে না কোন ইন্ডিকেটরটি ভাল কাজ করে। ফরেক্স মার্কেটের ভাষা বোঝার জন্য প্রাইজ একশন শেখা দরকার, কেননা প্রাইজ একশন ট্রেডিং ই ফরেক্স সফলতার হাতিয়ার। আর আমার দেখা মতে যারা মার্কেটে থেকে নিয়মিত প্রফিট করছেন তাদের প্রায় সবাই প্রাইজ একশন ট্রেডিং এর ম্যাধ্যমে ট্রেড করে প্রফিট করছেন। যদিও ইন্ডিকেটর ট্রেডাররাও যে প্রফিট করছেন তা কিন্তু বলছি না। তবে তাদের সংখ্যা অনেক কম। বিশ্বের সকল বড় বড় সফল ট্রেডারগন প্রাইজ একশন ট্রেডিং ব্যবহার করেন। তাই-প্রাইজ একশন ট্রেডিং হলও মার্কেটের ভাষা বুঝে মার্কেট যে পথে চলছে সে পথে চলে মার্কেট থেকে প্রফিট তুলে নেওয়া। প্রাইজ একশন ট্রেডিং ট্রেডিং শিখুন ও প্রফিট করুন।

abcdilip
2019-09-08, 10:40 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একটা ভাল কৌশল বেছে নিতে হবে। তবে ফরেকা মার্কেটের হাজার হাজার ট্রেডিং কৌশলের মধ্যে সবচেয়ে ভাল কৌশল হচ্ছে প্রাইস একশন ট্রেডিং। যেখানে বাকি সকল ট্রেডিং প্ল্যান ফেইল করে,সেখানে প্রাইস একশন নিজের খেলা দেখায়। প্রাইস একশন অনেক বেশি নির্ভরযোগ্য ও সঠিক একটি কৌশল। যাবতীয় ইনডিকেটর যেখানে মিথ্যা সংকেত প্রদান করে,সেখানে প্রাইস একশন অনেক নির্ভরযোগ্য সংকেত দেয়। প্রাইস একশন মেনে ট্রেড করা আমি মনে করি একজন সফল ট্রেডারের লক্ষন।

abcdilip
2019-09-09, 09:12 AM
প্রাইস একশন দিয়ে ট্রেড করে অনেক ট্রেডার প্রফিট করে থাকে। প্রাইস একশন অনেক বেশি নির্ভরযোগ্য ও সঠিক একটি কৌশল। যাবতীয় ইনডিকেটর যেখানে মিথ্যা সংকেত প্রদান করে,সেখানে প্রাইস একশন অনেক নির্ভরযোগ্য সংকেত দেয়। প্রাইস একশন মেনে ট্রেড করা আমি মনে করি একজন সফল ট্রেডারের লক্ষন।

DhakaFX
2019-09-29, 02:58 PM
প্রাইস অ্যাকশান ছাড়া ফরেক্সে কন্টিনিউ প্রফিট করা কোনভাবেই সম্ভব না। সাপোর্ট রেসিস্টেন্স, ফিবোনাক্কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানি ম্যানেজমেন্ট এর উপর পড়াশোনা শুরু করে দিন এবং এই চারটার সংমিশ্রণে একটি স্ট্রাটেজি বানান। এই স্ট্রাটেজি কে ডেমো তে প্রাকটিস করতে থাকুন যতদিন পর্যন্ত কন্টিনিউ প্রফিট না আসে। আমাদের এই ফোরামেই সাপোর্ট রেসিস্টেন্স, ফিবোনাক্কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলোর উপর নাসিম ভাই এর অনেক সুন্দর পোস্ট আছে। ধন্যবাদ

sufianhoshen
2019-11-02, 07:25 PM
ট্রেডিং হ'ল মানুষের আচরণের বিরোধী। ট্রেডিং এমন একটি ক্যারিয়ার যেখানে আপনি নিজেকে আহত করা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা কয়েক বছরের অভ্যন্তরীণ প্রতিরক্ষার বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছেন। এবং যখন আপনি নিজেকে না জেনেই এই ধরণের ক্রিয়াকলাপে যুক্ত হন, তখন আপনি নিজেকে ক্ষতিগ্রস্থ হতে চলেছেন

FX7
2019-11-27, 01:58 PM
আমি নতুন ফরেক্স মাকেটে।তাই তেমন কিভু বুঝি না।আপনাদের মতামত গুলো সবই খুব হেল্পফুল আমার কাছে।আমি অস্তে আস্তে খুজছি আর বুঝে নেপয়ার চেষ্টায় আছি।প্রইজএকশন সম্পকে আমি কিছুই জানি না বা প্রাইজ একশন কি তা ও বুঝি না।তবে এটা কোথা থেকে একটু সহজে বোঝা যাবে কেও জানলে আমাকে একটু জানাবেন

DhakaFX
2020-06-02, 03:30 PM
আপনার indicator বা টুলস যে কোন সময় আপনাকে হতাশ করতে পারে।সবচেয়ে ভাল হয় যদি price action কিভাবে হয় সেটা বোঝার চেষ্টা করেন।candlestick,bar কিংবা line chart কখনোই ভুল ডিরেকপশান দিবে না যদি পূর্ণাঙ্গভাবে তার ব্যবহার জানেন। নতুনরা indicator বা যেভাবে ট্রেড করে ভাল লাগে,সেভাবে অভ্যস্ত হোন।তবে দীর্ঘমেয়াদিভাবে মার্কেটে টিকে থাকতে চাইলে price action এর বিকল্প নেই।তবে পূর্ণাঙ্গভাবে প্রাইস একশান ট্রেডার হওয়া কঠিন ও শ্রমসাধ্য কাজ।চেষ্টা করুন,প্রাইসকে ভালবাসুন,প্রফিট আপনাকে ভালবাসবে।

FREEDOM
2020-06-15, 04:17 PM
ফরেক্স মার্কেটে প্রাইস একসন দেখে ট্রেড করাই বেশি ভালো হবে বলে আমি মনে করি। কারন প্রাইস একসন বুজতে পারলে মার্কেটের পরবর্তী মুভমেন্ট সম্পর্কে ধারনা পাওয়া যা এবং সেক্ষেত্রে ভালো প্রফিটও করা সম্ভব হয়। আমি সাধারনত ডজি ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল এগুলো দেখে ও বুঝে প্রাইস একসন বোঝার চেষ্টা করি।

Rokibul7
2020-07-05, 03:19 AM
ভাই আপনারা সবাই প্রাইজ এক্যশান সম্পকে ধারনা দিলেন।কিন্তু আমি জানি না প্রাইজ একশ্যান কি বা কাকে প্রাইজ একশন বলে।আমাকে কে কি বতলে পারবেন প্রইজ এ্যাকশন কি।

SUROZ Islam
2020-09-27, 03:27 PM
ফরেক্স প্রাইস অ্যাকশন হল এমন এক ধরনের ট্রেডিং স্কিল বা যোগ্যতা যেখানে আপনি মার্কেটের যেকোন চার্টের প্রাইস বুঝতে পারবেন এবং সেই অনুসারে যেকোন টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন কোন রকম ইন্ডিকেটর ব্যাবহার ছাড়ায়। আর এটা করতে হলে আপনাকে অনেক অনুশীলন করতে হবে আর আপনাদের ছোট ছোট ধারনা দেওয়ায়র জন্য আমরা আছি সব সময় আপনাদের সাথে। প্রাইস অ্যাকশন হল একটি স্মার্ট ট্রেডিং পদ্ধতি যেখানে ট্রেডার চার্ট দেখে বুঝতে পারে অনুধাবন করতে পারে বর্তমান মার্কেট অবস্থা কি এবং কোন সময়ে কোন পেয়ারটির অবস্থা কি হতে পারে ইত্যাদি। আসলে প্রাইস অ্যাকশন একটা নাম মাত্র আপনি চার্ট দেখে কতটুকু বুঝতে পারছেন কিংবা আরেকজন ট্রেডার ঠিক একই চার্ট দেখে কি অনুধাবন করল এবং সেই মোতাবেক কতটুকু সঠিক ট্রেড করতে পারলো তাই বোঝায়।
কিভাবে আপনি প্রফিট করতে প্রাইস অ্যাকশন করবেনঃ
প্রাইস অ্যাকশন বুঝতে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে মুলত আপনি এই বিষয়গুলোর মাধ্যমেই প্রাইস অ্যাকশন বুঝবেন।বর্তমান অবস্থা বা বর্তমান ট্রেন্ডটি কি আছে?ট্রেন্ডটি কি কোন রেঞ্জ ব্লকে আছে কিনা?সাপোর্ট বা রেজিসটেন্স এর কতটুকু কাছাকাছি বর্তমান প্রাইসটি অবস্থান করছে?মার্কেট কি কোন রিভার্স ট্রেডিং এর ফর্ম তৈরি করেছে কিনা? উপরের চারটি পয়েন্টের সুন্দর সংযোজনই হল প্রাইস অ্যাকশন বের করার একটি সহজ পদ্ধতি। কোন ধরনের প্রাইস আকশনে ট্রেডাররা ট্রেড করতে পছন্দ করে?
প্রাইস অ্যাকশন ট্রেডিং এ আপনি যেকোন ফর্মুলায় ট্রেড ওপেন করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী যেকোন পদ্ধতিতে। তবে বেশিরভাগ ট্রেডার ক্যান্ডেলস্টিক কী ব্যাবহার করে থাকে প্রাইস অ্যাকশনে ট্রেড করার জন্য। তারমধ্যে জনপ্রিয় একটি কী হল ‘পিন বার ক্যান্ডেল’ ।
পিন বারঃ
হল একটি রিভার্সেল ট্রেডিং সিগনাল যা যেকোন টাইম ফ্রেমে পেতে পারেন। পিনবার হল একটি স্ট্রং প্রাইস রিভার্সেল সিগনাল যা একটি ক্যান্ডেলের সমন্বয়ে ঘটিত। পিনবার উভয় বায় এবং সেল ট্রেডে ঢুকতে একটি শক্তিশালী পদ্ধতি হিসেবে কাজ করে। মুলত এটি একটি ট্রেন্ড চেঞ্জ সিগনাল।