PDA

View Full Version : বিশ্বের শীর্ষ ধনী হয়ে উঠছেন এশিয়ার মিলিয়ন



HELPINGHAND
2015-09-18, 12:44 PM
আগামী বছর বিশ্বের প্রথম সারির ধনীদের তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিলিয়নেয়াররা। গতকাল বুধার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে এশিয়ার ভারত ও চীনের ধনীরা বিশ্বের শীর্ষ ধনীদের আসনে বসতে যাচ্ছে। খবর এএফপি।

বহুজাতিক কম্পিউটার সেবাদাতা প্রতিষ্ঠান ক্যাপজেমিনি ও আরবিসি ওয়েলথ ম্যানেজমেন্টের তৈরি ‘ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ধনী এ দেশ দুটির মিলিত সম্পদের পরিমাণ ২০১৪ সালের মোট সম্পদ ১৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং দক্ষিণ আমেরিকার স্থানটি দখল করে নেবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ ছিল ১৬ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি উচ্চ উপার্জনকারী ব্যক্তিদের (এইচএনডব্লিউআই) বসবাস রয়েছে। এ সংখ্যা ৪৬ লাখ ৯০ হাজার। অন্যদিকে উত্তর আমেরিকায় ৪৬ লাখ ৮০ হাজার উচ্চ উপার্জনকারী ব্যক্তি রয়েছে। এইচএনডব্লিউআই তাদের বলা হয়, তাদের কাছে বাড়ি ও অন্যান্য সংগৃহীত সম্পদের বাইরে ন্যূনতম ১ মিলিয়ন ডলার বিনিয়োগযোগ্য অর্থ রয়েছে।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামীতে বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্পদের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর সম্পদের আরো বৃদ্ধির সম্ভাবনার কারণে এমনটি আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন ও ভারতের সুবাদে সাম্প্রতিক বছরগুলোয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইচএনডব্লিউআইদের সম্পদের পরিমাণ বেড়েছে।

সারা বিশ্বের এইচএনডব্লিউআইদের সম্পদের প্রায় ১০ শতাংশ রয়েছে চীন ও ভারতের। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৬ সালের পর বৃদ্ধি পাওয়া বিশ্বের নতুন সম্পদের ১৭ শতাংশ রয়েছে দেশ দুটির কাছে। ২০১৪ সালে চীনে মিলিয়নেয়ারের সংখ্যা ৮ লাখ ৯০ হাজার, যাদের মোট সম্পদের পরিমাণ ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। আগের বছরের চেয়ে দেশটিতে মিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে ১৭ দশমিক ৫ শতাংশ এবং সম্পদ বেড়েছে ১৯ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে আন্তর্জাতিকভাবে ভারতে মিলিয়নেয়ারের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে; তাদের সংখ্যা ২৬ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার এবং সম্পদের পরিমাণ ২৮ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

shakawath
2015-10-26, 11:19 AM
নিউজটা পড়ে একটু গর্ববোধ করলাম। যদিও আমি নিউজ সম্বন্ধে তেমন কোন খোজ খবর রাখি না। এশিয়ায় যে এতো ধনী ব্যক্তি আছেন তাও প্রথম জানলাম। যাই হোক, চীন আর ইন্ডিয়াতে এতো মিলিয়নিয়র! বাংলাদেশে হাতে গোনা ১০/১৫ জন আছে। তারা আবার বেশিরভাগই নাকি নানারকম কেলেনকারির সাথে জড়িত। এদের নিয়েও ইন্টারন্যাশনাল নিউজ হবে আশা করি।

mlbasumata
2015-10-26, 12:22 PM
এশিয়াবাসী হিসেবে খবরটা সত্যি খুবই আনন্দদায়ক, কিন্তু ভাবতে অবাক লাগে যে ভারতের মত অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা দেশ থেকে বিশ্বে ধনির তালিকার শীর্ষস্থানে? চীন না হয় ঠিক আছে, প্রযুক্তির দিক দিয়ে ওরা অনেক এগিয়ে। তাহলে আমরা কি ভাবতে পারি এই ধনিরা শুধু নিজের পুঁজির কথাই ভাবে না দেশের জন্য কিছু ভাবছে?

RUBEL MIAH
2015-10-26, 12:30 PM
বিশ্বের মধ্যে শীর্ষ ধনী বর্তমানে এশিয়ার মিলিয়ন ব্যবসাইরা । এর কারণ হল তারা তো আজ এই ফরেক্স ব্যবসা দিয়ে এত উন্নত । তারা তাদের ইচ্ছা পূরণ এই ফরেক্স ব্যবসা দিয়েই করেছে । সুতরাং আমি বলব আপনারাও সকলে এই ফরেক্স ব্যবসা করে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করেন ।

TselimRezaa
2015-10-27, 09:39 PM
খবরটা খুবই ভালো। এশিয়া অঞ্চল থেকে মিলিয়নেয়ার রা উঠে আসছে ব্যপার তা আমাদের অঞ্চলের অর্থনীতির উপরও প্রভাব ফেলবে। তবে আমি বুঝতে পারছি না পোস্ট টা এই ফোরামের সাথে কতটা সংগতি পূর্ন । কারন এটা ফরেক্স রিলেটেড ফোরাম। এখানে আলোচনা হতে ফরেক্স রিলেটেড। আশা করি ভবিষ্যতে আপনি ব্যপার টা মাথায় রাখবেন। ভালো পোস্ট করার জন্য আহ্বান করছি।

raju0000
2015-10-27, 10:02 PM
যাক নিউস তা ভালো লাগলো, আমরা সাধারণ ফরেক্স এর প্রাইস রিলেটেড নিউস গুলি খেয়াল করি, জেতার সাথে দামের উঠা নামা সম্পৃক্ত থাকে. আমাদেরকে আসলে তাই সব দিক থেকে খেয়াল রাখা উচিত, এবং সকল নিউস খেয়াল করা উচিত, যাতে আমরা প্রত্যহ ঘটা নিত্য নতুন ঘটনার সাথে তাল মিলিয়ে চলতে পারি. এতেই আমাদের প্রকৃত সফলতা জড়িত.

basaki
2016-01-10, 06:37 PM
আসলেই এই রকম খবর শুনলে আমার খুবই ভাল লাগে। কারন পৃথিবির সবচেয়ে ধনি ব্যক্তিটি যদি আমাদের এশিয়ার মধ্যে হয় তাহলে আমাদের গর্ভবোধ হয়া উচিত। আর এই কারনে আমাদের দেশেও এই খরটা আসার পর আমাদের দেশের অর্থনিতির উপর অনেকটা প্রবাব পরবে বলে আমি মনে করি।

Marufa
2016-02-16, 07:45 PM
বিশ্বের এত সব বড় বড় ধনীর কথা শুনলে খুব ভাল লাগে । ইস যদি তাদের একশ ভাগের এক ভাগ সম্পদ ও আমার থাকত তাহলেই হত । ফরেক্স ট্রেডিং এ এরকম অনেক ট্রেডার রয়েছে যারা শুধুমাত্র ট্রেড করে হাজার হাজার মিলিয়ন অর্থ আয় করছে । তা্ই আমি মনে করি আমিও চেষ্টা করলে তাদের থেকেও ভাল করতে পারব ইনশাল্লাহ ।

md mehedi hasan
2016-02-17, 12:50 PM
ভাই আপনার এই নিউজটি পরে খুবি ভালো লাগলো।এশিয়া অঞ্চল থেকে যদি ভারত ও চীনের ধনীরা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় উঠে আসতে পারে তাহলে আমাদের দেশের অর্থনীতির উপরও প্রভাব ফেলবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ের সাথে সাথে আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে ও সেই সাথে বেকারত্ব কমে আসবে।

MotinFX
2016-02-17, 05:38 PM
বর্তমানে এশিয়ার রাষ্ট্র গুলোতে শীর্ষ ধনিদের নাম উঠে আসছে। এটাই আমাদের জন্য একটা সুখবর কারন আগে বেশি ভাগ ধনি লোক ছিল আমেরিকা ইউরোপে এবং এশিয়া সেই পাল্লাদিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা আমাদের জন্য ইতিবাচক নিউজ।

Realifat
2016-02-18, 07:53 AM
এমন খবর শুনে সত্যিই ভালো লাগলো। কারন এতোদিন শুনতাম বিশ্বের বড় বড় ধনীরা সবই ইউরোপ আমেরিকার।এতে করে ভাবতাম যে এশিয়াতে কি বিশ্বের বড় ধনীরা কেন নেই।বর্তমানে এমন ধরনের নিউজ শুনে এশিয়ার জনগন হিসেবে গর্বোবোধ করছি।আশা করি ভবিষ্যতে এশিয়া থেকে আরো অনেক বিশ্বধনী তৈরি হবে।

sharifulbaf
2016-03-29, 12:50 PM
বিশ্বের অনেক ধনী রাষ্ট্র আছে যাদের অনেক ধন সম্পদ আছে,তাই আমরা সেই রাষ্ট্রগুলির মত আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব তার জন্য আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আসছি যাতে আমরা ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করতে পারি,ফরেক্স মার্কেট হল আয়ের অন্যতম উতস্য যার দারা আমাদের দেশ অনেক উন্নতি লাভ করবে।

monirapk
2016-08-25, 08:14 PM
আমি এই বিষইয়ে সঠিক জানি না যে কে বা কন দেশ বিশ্বের শীর্ষ ধনী হয়ে উঠছেন । তবে আমি জানি যে ফরেক্স ব্যবসা করে খুব সহজে অনেক টাকার মালিক হওয়া যায় । আর ঠিক ভাবে লেগে থাকলে একটা সময়ে বিশ্বের শীর্ষ ধনী হওয়া যায় । আমি ফরেক্স ব্যবসাকে খুব ভালবাসি । আমি বিশ্বের শীর্ষ ধনী হতে চাই ।

sheam
2016-08-25, 08:33 PM
ভাই অনেক ভাল লাগল। নিজের মহাদেশে এত বড় এক কন ধনী ব্যক্তির নাম জানতে পেরে। ভাই এই রকম আরো নিউস জানালে আমরা উপকৃত হব। চালিয়ে যান ভাই।

spring
2016-11-29, 12:57 PM
সত্যি বলতে বিশ্বের এত সব বড় বড় ধনীর কথা শুনলে খুব ভাল লাগে । ইস যদি তাদের একশ ভাগের এক ভাগ সম্পদ ও আমার থাকত তাহলেই হত । ফরেক্স ট্রেডিং এ এরকম অনেক ট্রেডার রয়েছে যারা শুধুমাত্র ট্রেড করে হাজার হাজার মিলিয়ন অর্থ আয় করছে । তা্ই আমি মনে করি আমিও চেষ্টা করলে তাদের থেকেও ভাল করতে পারব ইনশাল্লাহ ।

Competitor
2016-12-30, 07:05 PM
এটা আমাদের জন্য সুখবর যে বর্তমানে এশিয়ার রাষ্ট্র গুলোতে অসংখ্যা ধনী র্শীর্ষ অবস্থানে আছে । যেটা অর্থনৈতিক উন্নয়েরই প্রমাণ করে । এটা অবশ্যই ইতিবাচক একটা নিউজ যেটা আমাদের ট্রেডিং এ প্রভাব ফেলতে পারে । আসলে বর্তমানে বিশ্বব্যাপি যে হারে অর্থনৈতিক বিপ্লব সংগঠিত হচ্ছে তাতে অনেক ধনী নিজের অবস্থান সেরাদের সেরার তালিকায় করে নিচ্ছে ।

Skfarid
2016-12-30, 09:18 PM
আমরাও হতে পারি কোন এক সময় তাদের একজন।এটি অবাস্তব কিছু না। যারা বিশ্ব ধনীর কাতারে তারা কিন্তু জন্ম হতে জানতেন না যে তার এক দিন বিশ্ব ধনির কাতারে দাড়াবেন। তাদের চেষ্টা, পরিশ্রম, মেধা দিয়ে তারা আজ বিশ্ব ধনীর কাতারে গিয়েছেন। কারো দয়া বা শুধু কল্পনা দিয়ে কিন্তু তারা ধনী হন নি। আপনিও চাইলে আপনার মেধা শ্রম, পরিশ্রম দিয়ে বিশ্ব ধনিদের কাতারে আসতে পারেন।

JOY33665577
2016-12-30, 11:21 PM
ভাই আপনাকে ফরেক্স মার্কেট হতে লাভ করতে চান তাহলে আপনাকে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে।আপনি আপনার রিয়েল একাউন্টের পাশাপাশি ডেমো প্রাক্টিস চালিয়ে যেতে হবে।অভার ট্রেড করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সঠিক ভাব মানিমানেজমেন্ট করে আপনাকে প্রতিটি ট্রেড ওপেন করতে হবে।লোভ ত্যাগ করতে হবে।

ONLINE IT
2016-12-31, 01:16 PM
নিউজটা পড়ে খুবই ভাল লাগল। যে বিশ্বের শীর্ষ ধনীরা এশিয়াতেও আছে। আসলে সফলতার মুল কথাই হল পরিশ্রম। তারা পরিশ্রম করেই এ স্থানে এসেছে। খোজ নিয়ে দেখুন কেউই পরিশ্রম ব্যতিত সফল হতে পারেনি। তাহলে আপনি কি করে ভাবলেন যে, পরিশ্রম না করেই ফরেক্স এ সফল হতে পারবেন। তাই ফরেক্স মার্কেটে বেশি বেশি সময় দিতে হবে। তবেই আপনার পরিশ্রম সার্থক হবে।

Nodi roy
2016-12-31, 06:10 PM
বিশ্বের শীর্ষ ধনির তালিকাই র*্য়েছে এশিয়ার মিলিয়ন রা। তারা ফরেক্স এর মাধ্যমে তাদের স্বপ্ন পূরন করেছেন আর আপনি ও পারবেন যদি আপনি চেষ্টা করেন এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ওই পর্যন্ত পৌছানো যাবে না। তাই ফরেক্স নিয়ে আপনাকে ওই পর্যন্ত পৌছাতে গেলে ফরেক্স নিয়ে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।

riponinsta
2017-04-06, 03:09 PM
আপনি অনেক ভাল কথা বলছেন এখন এশিয়া মানুষ বাবসা অনেক ভাল করছে তাই তারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারছে তেমনি ফরেক্স মার্কেট এ এশিয়া পেয়ার এ বেশি ট্রেড হসছে গত কয়েক বছর ধরে jpy পেয়ার এ অনেক ভাল ট্রেড হসছে তাই এই সব পেয়ার ট্রেড করে মানুষ ভাল লাভ করতে পারছে গত কয়েক বছর ধরে এশিয়া আর মানুষ ফরেক্স মার্কেট এ ট্রেড করে ভাল লাভ করতে পারছে

Mamun13
2017-04-06, 09:59 PM
এই ভালো খবরটি আমাদের এশিয়ানদের মনোবল,সাহস,অর্থনৈতিক শক্তিকে অনেক গুন বাড়িয়ে দিবে৷বিশ্বের বুকে আমরা এশিয়ানরা অনেক অনেক পিছিয়ে আছি৷বিশেষ করে দক্ষিন এশিয়ানরা অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল৷আর আমরা বাংলাদেশী জনগণ তো বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় জীবন যাপন করছি৷মাথা উচু করে দাড়াঁতে হলে অবশ্যই আমাদের অর্থনৈতিক মুক্তি লাভ করতে হবে৷এই লজ্জাজনক ঋণ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের দেশের শিক্ষিত বেকারদেরকে প্রচুর বৈদেশিক অর্থ উপর্জন করা উচিৎ৷গত কয়েক বছর ধরে আউট সোর্সিং এর কাজ করে আমাদের দেশে নিয়মিত প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে৷এগুলোর মধ্যে ফরেক্স ব্যাবসাও উল্লেখযোগ্য৷তাই আসুন আমরা শিক্ষিত বেকার ভাই-বোন সকলেই মিলে মিশে আয় রোজগার করি৷পরিবার,সমাজ,দেশ ও আমাদের সার্বিক অর্থনৈতিক পরিবেশকে আরোও উন্নত করি৷

H M R Al Amin
2017-04-07, 07:29 PM
নিউজটা শুনে খুবই ভাল লাগলো যে, বিশ্বের শীর্ষ ধনী হয়ে উঠেছে এশিয়ার মানুষ । তবে আমরা বাংলাদেশীরা কতুটুকো ধনী হতে পেরেছি সেটাই দেখার বিষয় । আমাদের দেশে যতগুলো শীর্ষ ধনী আছে সব হচ্ছে গরিবদের টাকা । তারা এক একজন গরিবদের টাকা খেয়ে দেশ সেরা কোটিপতি হয় । কিন্তু দেশের ৬২% মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে । এই ধনী হয়ে আমাদের লাভ কি ? এখনো হাজার হাজার মানুষ রাস্তায় রাত্র যাপন করে আমাদের দেশে !!!!!!