PDA

View Full Version : একটা স্ট্রাটেজী নিয়ে আলোচনা



HELPINGHAND
2015-09-18, 12:47 PM
আমাদের মধ্যে যারা নিয়মিত ফরেক্স করছি, বা যারা নতুন করে হলেও ফরেক্স দিয়ে নিজের লাইফের জন্য কিছু করার চেষ্ঠা করছি, তাদের সবারই নুন্যতম একবারের জন্য হলেও আফসোস করতে দেখা গেছে এই কারনে যে তারা তাদের স্ট্রাটেজীতে ব্যবহৃত টুলসগুলো মোবাইল ডিভাইসে সেট করতে পারছেন না। যার কারনে অনেক ট্রেড মিস হয়ে যায়। পিসি বা ল্যাপটপ তো সকল জায়গায় সব সময় সঙ্গে রাখা বা বের করা সম্ভব হয় না। যতটা সহজেই ব্যবহার করা যায় মোবাইল। এর মুল কারন হল, কাস্টম কোন টুলস, ইন্ডিকেটর বা টেমপ্লেট মোবাইল ডিভাইসে ইনপুট দেওয়া যায় না। ডিফল্ট টুলস যেগুলো থাকে, শুধুমাত্র সেগুলো দিয়ে কিছু করার থাকলে করা যায়। নাহলে আক্ষেপ ছাড়া কিছুই করা যায় না।

আজ আমি এমন একটা স্ট্রাটেজী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আপনার ট্রেডিং প্লাটফর্মের এই ডিফল্ট টুলস দিয়েই সাজানো হয়েছে। সুতরাং আপনি কম্পিউটার বা এন্ড্রয়েড ডিভাইস, যেটাই ব্যবহার করে থাকেন না কেন, সহজেই এই স্ট্রাটেজী দিয়ে ফরেক্স মার্কেট সঠিকভাবে এনালাইসিস করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ

যা যা লাগবেঃ

SMA 10
SMA 20
SMA 200

কেন মুভিং এভারেজঃ

দুইটি প্রধান কারনে মুভিং এভারেজ ব্যবহার করা অত্যন্ত কার্যকরী। কারন দুটো হলঃ

মুভিং এভারেজ মার্কেটের ট্রেন্ড খুজে পেতে সাহায্য করে।
ট্রেন্ড চেঞ্জ হবার পয়েন্ট খুজে পেতে সাহায্য করে।

ট্রেন্ড চেঞ্জিং পয়েন্ট যেভাবে বের করবেনঃ

যখন দেখবেন SMA 10 নিচে থেকে SMA 20 কে উপরের দিকে ক্রস করবে, তখন আপনি বুঝবেন ট্রেন্ড চেঞ্জ হয়ে আপট্রেন্ড হতে যাচ্ছে।

আবার যখন দেখবেন SMA 10 উপর থেকে SMA 20 কে নিচের দিকে ক্রস করবে, তখন আপনি বুঝবেন ট্রেন্ড চেঞ্জ চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ড হতে যাচ্ছে।

মুল স্ট্রাটেজীঃ

এই স্ট্রাটেজী H4, D1 টাইমফ্রেমে অত্যন্ত ভালো কাজ করে। যদিও অন্যান্য টাইমফ্রেমেও কাজ করে, তবে সাকসেস রেশিও বেশি হয়না। তাই H4, D1 একদম পারফেক্ট।
প্রথমতঃ বাই ট্রেডের ক্ষেত্রে, যখন দেখবেন SMA 10 নিচে থেকে SMA 20 কে উপরের দিকে ক্রস করছে, এবং ক্রস করার পয়েন্ট যে বাই ক্যান্ডেল বা আপ ক্যান্ডেল তৈরী হচ্ছে, আপনি সেই আপ ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ক্যান্ডেল শেষ হবার পর পর, যে প্রাইসে ক্যান্ডেল ক্লোজ হল তার থেকে ৫ পিপ্স নিচে একটা বাই লিমিট পেন্ডিং অর্ডার দিয়ে রাখুন।
স্টপ লস দিন মুভিং এভারেজের করস হওয়া পয়েন্টের ক্যান্ডেলের শুরুর প্রাইসের ৫ পিপ্স নিচে।
আর টেক প্রফিট দিন স্টপ লসের ২ গুনিতক। অর্থ্যাত, স্টপ লস ৫০ পিপ্স হলে টেক প্রফিট হবে ১০০ পিপ্স।
এবার সেল ট্রেডের ক্ষেত্রে, যখন দেখবেন SMA 10 উপর থেকে SMA 20 কে নিচের দিকে ক্রস করছে, এবং ক্রস করার পয়েন্ট যে সেল ক্যান্ডেল বা ডাউন ক্যান্ডেল তৈরী হচ্ছে, আপনি সেই ডাউন ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ক্যান্ডেল শেষ হবার পর পর, যে প্রাইসে ক্যান্ডেল ক্লোজ হল তার থেকে ৫ পিপ্স উপরে একটা সেল লিমিট পেন্ডিং অর্ডার দিয়ে রাখুন।
স্টপ লস দিন মুভিং এভারেজের ক্রস হওয়া পয়েন্টের ক্যান্ডেলের শুরুর প্রাইসের ৫ পিপ্স উপরে।
আর টেক প্রফিট দিন স্টপ লসের ২ গুনিতক। অর্থ্যাত, স্টপ লস ৫০ পিপ্স হলে টেক প্রফিট হবে ১০০ পিপ্স।
12030920_536616793154121_1162459196_n.jp

SMA 200 এর ব্যবহার এখানেঃ

এই স্ট্রাটেজী তে SMA 200 এর ব্যবহার শুধুমাত্র ট্রেডের প্রকৃতি বুঝতে ব্যবহৃত হয়। তা হলঃ

যখন SMA 10 & 20, SMA 200 এর উপরে থাকবে, তখন ট্রেড লং টার্মের জন্যও অপেন করতে পারবেন। অর্থ্যাত টেক প্রফিট স্টপ লসের ৩ গুনিতকও ব্যবহার করতে পারেন
আবার যখন SMA 10 & 20, SMA 200 এর নিচে থাকবে, তখন শর্ট টার্মের জন্য ট্রেড অপেন করতে পারবেন। অর্থ্যাত স্টপ লস আর টেক প্রফিট সমান সমান হবে।

shakawath
2015-09-24, 10:16 AM
মুভিং এভারেজ স্ট্রেটিজি বুঝতে সহজ। কিন্তু প্রয়োগ করতে গেলেই মন খারাপ হয়ে জায়। সিগ্নাল আসে দেরিতে। এন্ট্রি নিলেই তার কিছুক্ষণ পর ট্রেন্ড চেঞ্জের সিগনাল দেয়। তখনই হয় আত্মারাম খাঁচা ছাড়া। তবে সাক্সেস কিছু আসে। তবে তা উল্লেখ্যযোগ্য না।

HasanXM
2015-10-11, 04:32 PM
আমি মনে করি যে, মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী।

joynew
2015-10-12, 02:08 AM
এই নিবন্ধটি বেশিরভাগই তাদের জন্য ওয়াজিব হবে যারা তাদের ট্রেডিং এ প্রথম পদক্ষেপ ফেলতে যাচ্ছেন এবং এখনো কি ট্রেডিং কৌশল চয়ন করবেন তার সিদ্ধান্ত নেন নি। কৌশল নিজেই ট্রেডার এর ব্যক্তিত্বের উপর নির্ভর করে – কেউ কেউ ছোট টাইম ফ্রেম পছন্দ করেন কেউ বড় পছন্দ করেন, কিছু উপকরণ ধীর গতিতে মুভ করে কিছু দ্রুত কোন কোন ট্রেডার সপ্তাহে ১-২ টি ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ কেউ প্রতিদিনই কয়েক ডজন ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ইত্যাদি। ফরেক্স ট্রেডারদের মধ্যে বিভিন্ন প্রকৃতির ট্রেডার আছে। এক এক জনের ট্রেডের স্টাইল একেকরকম। কেউ কেউ অনেক বেশি ট্রেড করতে কিন্তু কম প্রফিট এ সন্তুষ্ট থাকেন। কেউ অল্প ট্রেড করে অনেক বেশি প্রফিট এর আশা করেন। কেউ সারাদিন চার্টের সামনে বসে থাকে। হাত খালি হাত চুলকায় এবং সুযোগ খুজে ট্রেড করার জন্য। আর কিছু ট্রেডার আছে ঝোপ বুঝে কোপ মারে। কেউ আবার শনি – রবিবার অস্বস্তিতে থাকে। রাতে ঘুমালেও টার্মিনাল চার্ট স্বপ্নে দেখা। আর ফেসবুকে স্টাটাস দেয়া ইসস কেনযে সপ্তাহে ৭ দিনই মার্কেট খোলা থাকেনা। দুনিয়াদারী ভুলে যায় ফরেক্স এর নেশায়। ফরেক্স এ এরকম বিভিন্ন প্রজাতির ট্রেডারদের কয়েকটি নামে ভাগ করা হয়েছে।

১. স্কাল্পার
২. ডে ট্রেডার
৩. সুইং ট্রেডার
৪. পজিশনাল ট্রেডার

Fxaziz
2015-10-16, 12:45 AM
আমারা যারা ফরেক্স মার্কেট কাজ করতেছি ।যারা এই খানে নতুন ।এই খানে যারা পুরাতন ।সবাই কে কম বেশি আফসস করতে দেখা গেসে।আর এক মাত্র কারন হচ্ছে আমারা যে কোন যাইগাই ল্যাপটপ নিয়ে যেতে পার না তাই এটা একটি ধারুন সমস্যা আমাদের দেশে আপনার কাসে যদি ভালো একটা মোবাইল থাকে আপনি যে কোন জাইগাই বসে ট্রেড করতে পারবেন ।আর এটা হুচে ট্রেড আর দের প্রিয় আফসচের কারন। একটা ভালো ফোন থাকলে আপনি কাজ করতে পারবেন

Momen
2015-10-16, 07:35 PM
অনেক ভাল একটা বিষয় শেয়ার করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক উপকারে আসবে আশা করছি।

basaki
2016-03-26, 12:35 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক স্টেটেজি থাকে আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে চান তবে আমি মনে করি আপনি যে কোন একটি স্টেটেজি ফলো করলে অনেক ভাল কিছু করতে পারবেন আর যদি সব কিছু নিয়ে শিখতে যান তবে আমি মনে করি সব কিছু এল মেলো হয়ে জাবে।

uzzal05
2016-03-28, 04:29 PM
ফরেক্স এ এমন কোন ট্রেডার নেই যে মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে না। ফরেক্স এ এমন ট্রেডার হয়তো পাওয়া যাবে না যে মুভিং এভারেজ ছাড়া ট্রেড করে না। প্রতিটি ট্রেডার এর চার্ট এ দেখা যায় মুভিং এভারেজ। তবে আমার মতে 50ema & 200ema মুভিং এভারেজ সবচেয়ে সেরা।

Sahed
2016-07-29, 03:41 PM
ফরেক্স মার্কেটে আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । লোভের বসে আপনার নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি পরিবর্তন করা মোটেও উচিত নয় । মার্কেটে আপনার ট্রেডিং প্লান ধরে রাখুন দেখবেন আপনি মার্কেটে সফলতা লাভ করবেন ।

milonkhanfx1993
2016-10-03, 10:31 PM
আমাদের মধ্যে যারা নিয়মিত ফরেক্স করছি, বা যারা নতুন করে হলেও ফরেক্স দিয়ে নিজের লাইফের জন্য কিছু করার চেষ্ঠা করছি, তাদের সবারই নুন্যতম একবারের জন্য হলেও আফসোস করতে দেখা গেছে এই কারনে যে তারা তাদের স্ট্রাটেজীতে ব্যবহৃত টুলসগুলো মোবাইল ডিভাইসে সেট করতে পারছেন না। যার কারনে অনেক ট্রেড মিস হয়ে যায়। পিসি বা ল্যাপটপ তো সকল জায়গায় সব সময় সঙ্গে রাখা বা বের করা সম্ভব হয় না। যতটা সহজেই ব্যবহার করা যায় মোবাইল। এর মুল কারন হল, কাস্টম কোন টুলস, ইন্ডিকেটর বা টেমপ্লেট মোবাইল ডিভাইসে ইনপুট দেওয়া যায় না। ডিফল্ট টুলস যেগুলো থাকে, শুধুমাত্র সেগুলো দিয়ে কিছু করার থাকলে করা যায়। নাহলে আক্ষেপ ছাড়া কিছুই করা যায় না।

আজ আমি এমন একটা স্ট্রাটেজী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আপনার ট্রেডিং প্লাটফর্মের এই ডিফল্ট টুলস দিয়েই সাজানো হয়েছে। সুতরাং আপনি কম্পিউটার বা এন্ড্রয়েড ডিভাইস, যেটাই ব্যবহার করে থাকেন না কেন, সহজেই এই স্ট্রাটেজী দিয়ে ফরেক্স মার্কেট সঠিকভাবে এনালাইসিস করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ

যা যা লাগবেঃ

SMA 10
SMA 20
SMA 200

কেন মুভিং এভারেজঃ

দুইটি প্রধান কারনে মুভিং এভারেজ ব্যবহার করা অত্যন্ত কার্যকরী। কারন দুটো হলঃ

মুভিং এভারেজ মার্কেটের ট্রেন্ড খুজে পেতে সাহায্য করে।
ট্রেন্ড চেঞ্জ হবার পয়েন্ট খুজে পেতে সাহায্য করে।

ট্রেন্ড চেঞ্জিং পয়েন্ট যেভাবে বের করবেনঃ

যখন দেখবেন SMA 10 নিচে থেকে SMA 20 কে উপরের দিকে ক্রস করবে, তখন আপনি বুঝবেন ট্রেন্ড চেঞ্জ হয়ে আপট্রেন্ড হতে যাচ্ছে।

আবার যখন দেখবেন SMA 10 উপর থেকে SMA 20 কে নিচের দিকে ক্রস করবে, তখন আপনি বুঝবেন ট্রেন্ড চেঞ্জ চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ড হতে যাচ্ছে।

মুল স্ট্রাটেজীঃ

এই স্ট্রাটেজী H4, D1 টাইমফ্রেমে অত্যন্ত ভালো কাজ করে। যদিও অন্যান্য টাইমফ্রেমেও কাজ করে, তবে সাকসেস রেশিও বেশি হয়না। তাই H4, D1 একদম পারফেক্ট।
প্রথমতঃ বাই ট্রেডের ক্ষেত্রে, যখন দেখবেন SMA 10 নিচে থেকে SMA 20 কে উপরের দিকে ক্রস করছে, এবং ক্রস করার পয়েন্ট যে বাই ক্যান্ডেল বা আপ ক্যান্ডেল তৈরী হচ্ছে, আপনি সেই আপ ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ক্যান্ডেল শেষ হবার পর পর, যে প্রাইসে ক্যান্ডেল ক্লোজ হল তার থেকে ৫ পিপ্স নিচে একটা বাই লিমিট পেন্ডিং অর্ডার দিয়ে রাখুন।
স্টপ লস দিন মুভিং এভারেজের করস হওয়া পয়েন্টের ক্যান্ডেলের শুরুর প্রাইসের ৫ পিপ্স নিচে।
আর টেক প্রফিট দিন স্টপ লসের ২ গুনিতক। অর্থ্যাত, স্টপ লস ৫০ পিপ্স হলে টেক প্রফিট হবে ১০০ পিপ্স।
এবার সেল ট্রেডের ক্ষেত্রে, যখন দেখবেন SMA 10 উপর থেকে SMA 20 কে নিচের দিকে ক্রস করছে, এবং ক্রস করার পয়েন্ট যে সেল ক্যান্ডেল বা ডাউন ক্যান্ডেল তৈরী হচ্ছে, আপনি সেই ডাউন ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ক্যান্ডেল শেষ হবার পর পর, যে প্রাইসে ক্যান্ডেল ক্লোজ হল তার থেকে ৫ পিপ্স উপরে একটা সেল লিমিট পেন্ডিং অর্ডার দিয়ে রাখুন।
স্টপ লস দিন মুভিং এভারেজের ক্রস হওয়া পয়েন্টের ক্যান্ডেলের শুরুর প্রাইসের ৫ পিপ্স উপরে।
আর টেক প্রফিট দিন স্টপ লসের ২ গুনিতক। অর্থ্যাত, স্টপ লস ৫০ পিপ্স হলে টেক প্রফিট হবে ১০০ পিপ্স।
12030920_536616793154121_1162459196_n.jp

SMA 200 এর ব্যবহার এখানেঃ

এই স্ট্রাটেজী তে SMA 200 এর ব্যবহার শুধুমাত্র ট্রেডের প্রকৃতি বুঝতে ব্যবহৃত হয়। তা হলঃ

যখন SMA 10 & 20, SMA 200 এর উপরে থাকবে, তখন ট্রেড লং টার্মের জন্যও অপেন করতে পারবেন। অর্থ্যাত টেক প্রফিট স্টপ লসের ৩ গুনিতকও ব্যবহার করতে পারেন
আবার যখন SMA 10 & 20, SMA 200 এর নিচে থাকবে, তখন শর্ট টার্মের জন্য ট্রেড অপেন করতে পারবেন। অর্থ্যাত স্টপ লস আর টেক প্রফিট সমান সমান হবে।

স্টাটেজি টা আমি সেটাপ দিয়েছি কিন্তু এটার সাথে আর কিছু কি ব্যবহার করা যেতে পারে যাতে করে এটা আর ও ভাল ভাবে ব্যাবহার করা যায়,???? আর এটা কি রেঞ্জিং মার্কেট এ ভাল কাজে দেয় নাকি ট্রেন্ডিং মার্কেট এ?

MoinFX
2016-10-05, 12:45 PM
ফরেক্স মার্কেটে আমাদের কে একটা স্ট্রেটেজি তৈরি করতে কারন ফরেক্স নিজের পর্মুলা তৈরি করা হল বুদ্দি মানের কাজ। ফরেক্স মার্কেটে আমাদের কে অবশ্যই সেটা করা লাগবে কারন সব সময় এনালাইসিস করতে হবে ঠিক তবে বেশি সময় ব্যায় না করে নিজের টেকনিক খাটিয়ে ট্রেড করতে হবে।

md mehedi hasan
2016-11-02, 02:32 PM
ভাই আমি আপনার এই স্ট্রেজি দিয়ে ট্রেড করে প্রথমের দিকে অনেক লস করে ছিলাম।পরে এই স্ট্রেজি আমি ডেমো একাউন্ট খুলে প্রোয়োগ করি।এবং আস্তে আস্তে এর সুফল পাচ্ছি।এখনো এই পদ্ধতি রিয়েল একাউন্টে প্রোয়োগ করার চিন্তা করছি।তবে এই স্ট্রেজি দ্বারা সরাসরি রিয়েল একাউন্টে ট্রেড না করে প্রথমে ডেমো একাউন্টে প্রোয়োগ করতে হবে।সফল হলে রিয়েল একাউন্টে প্রয়োগ করতে হবে।

Mamun13
2017-10-25, 07:41 PM
এই স্ট্র্যাটেজীতে আপনার ট্রেডিং চার্টে তিনটি লাল-নীল-সবুঝ রঙ্গের ইনডিকেটর চলে আসবে৷তখন আপনার ব্রেইনের ফোকাস ও দৃষ্টি থাকবে শুধুমাত্র এইসব ইনডিকেটরের দিকে৷যারা নতুন শিক্ষার্থী ট্রেডার তারা এসব 'সিম্পল স্ট্র্যাটেজী'(?) পড়ে মনে করে -'আহা অবশেষে সঠিক সিস্টেম পাইয়া গেছি' !! অথচ কিছুদিন পরেই তারা পরিষ্কার বুঝতে পারবেন এসব স্ট্র্যাটেজী নিয়মিত প্রফিট তো দিতে পারবেই না বরং তাদের মাথা নষ্ট করে দিচ্ছে...৷

riponinsta
2018-03-21, 11:58 AM
আমার দেখা মুভিং এভারেজ এর ট্রেডিং সিস্টেম গুল খুব ভাল কাজ করে ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা শুধু মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে আমি আগে এই ইনডিকেটর দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতাম এখন আর করি না তবে ২০০ মুভিং এভারেজ টা নিয়মিত দেখি আশা করছি আপনার এই ট্রেডিং সিস্টেম এ ভাল করবে