PDA

View Full Version : বুলিঙ্গার ব্যান্ড অন্যতম নির্ভরশীল এক স্



HELPINGHAND
2015-09-18, 12:55 PM
ফরেক্স মার্কেটে যত ধরনের স্ট্র্যাটেজী আছে, তার মাঝে বুলিঙ্গার ব্যান্ড অন্যতম নির্ভরশীল এক স্ট্র্যাটেজীর মাধ্যম। অত্যন্ত কার্যকরী এই ইন্ডিকেটর দিয়ে অনেক ধরনেরই স্ট্র্যাটেজী বানানো যায়। আমার নিজেরই প্রায় কয়েক ধরনের স্ট্র্যাটেজী আছে এই বুলিঙ্গার ব্যান্ড নিয়ে। সে যাই হোক, আপনাকে ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে হলে, সবার আগে আপনার ধৈর্য্য নিয়ে মনোঃ সংযোগ তৈরী করতে হবে। আমি আমার আগের পোস্টগুলোর ফিডব্যাকে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি দেখেছি সবাই কেমন যেন অস্থির একটা ভাব নিয়ে থাকেন। ফরেক্স আপনার অস্থিরতাকে কানা কড়িও মুল্য দেয়না। সুতরাং আপনাকে ফরেক্স এর ভাব বুঝে নিয়ে ট্রেড করতে হবে।

shakawath
2015-10-26, 11:24 AM
আপনি ঠিকই লিখেছেন। আমাদের আসলে ধৈর্যের বড়ই অভাব। বুলিঞ্জার ব্যান্ড একটা নির্ভরযোগ্য ইন্ডিকেটর। এর আপার ব্যান্ড রেসিসটেন্স আর লোয়ার ব্যান্ড সাপোর্ট হিসেবে কাজ করে। আর মিডিল ব্যান্ডটা কখনো সাপোর্ট আবার কখনো রেসিসটেন্স হিসেবে কাজ করে। বুলিঞ্জার ব্যান্ড নিজেই একটি কম্পলিট স্ট্রেটিজি। এর সাথে অন্য কিছু না হলেও চলে।

mlbasumata
2015-10-26, 11:34 AM
যে স্ট্র্যাটেজি নিয়ে আপনি সফল হয়েছেন সেই স্ট্র্যাটেজি যদি সবার সাথে শেয়ার করেন তবে নতুনদের খুবই উপকার হয়। আপনাদের মত সফল ট্রেডারদের অনুসরণ করার জন্যই তো ফোরামে যুক্ত হওয়া। আপনারা আমাদের পথ প্রদর্শক হবেন এই কামনা ও আশা করে আসছি এতদিন। পারবেন হাত বাড়িয়ে দিতে, হাত ধরে পথ দেখিয়ে দিতে?

shihab
2015-12-10, 02:06 PM
যদি আপনি জানেন যে টরেন্ট থেকে কিভাব সার্চ ও ডাউনলোড করতে হয় তাহলে Bollinger Band সম্পর্কে টরেন্ট এ বেশ কিছু ভাল বই এবং ভিডিও তিওতিরিয়াল আছে জা আপনাকে এর শম্পকে ভাল ধারনা নিতে অনেক শাহাজ্জ করবে।

majidiqbal
2015-12-10, 04:10 PM
বুলিঙ্গার ব্যান্ড সম্পর্কে আমি জানিনা, তবে এটা ঠিকই জানি যে, সত্যই ফরেক্স ধৈর্য্য নিয়ে মনোঃ সংযোগ তৈরী করতে হয়। যার মাধ্যমে নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হয়।তবে আপনার বুলিঙ্গার ব্যান্ড স্ট্র্যাটেজী শেয়ার করলে বেশ উপকৃত হতাম।

HKProduction
2015-12-10, 04:54 PM
আপনি বুলিঙ্গার ব্যান্ড দিয়ে অনেক কাহিনী তৈরি করেছন , শুনে খুশি হলাম। কিন্তু দুই, ছয়, আটটা ইতিহাস আমাদের সামনে এনে দেন। আমরা নতুনরা যাতে শিখতে পারি। আমি এই ব্যান্ডের শুধু মুখ প্রসারিত আর সংকুচিত হওয়ার বিষয়টাই জানি। আপনার বিস্তারিত পরিষ্কার করে জানাবেন। অপেক্ষায় রইলাম।

sharifulbaf
2016-01-09, 07:57 AM
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তেমনি এক টি হল বুলিঙ্গার বেন্ড এই টাকে আমরা ফরেক্স মার্কেট এর ইন্ডিকেটর হিসেবে ব্যাবহার করে ফরেক্স ট্রেড করে থাকু এই ব্যান্ড থেকে বুঝা যায় কখন বাই করতে হবে আর কখন ক্লোজ করতে হবে।

basaki
2016-01-09, 08:38 AM
ট্রেড করতে হলে অনেক ধরনের ইন্ডিকেটরের ব্যবহার করতে হয়। আত তেমনেই একটি ইন্ডিকেটরের নাম হচ্ছে ভুলিংগার বেন্ড। এই ইন্ডিকেটরের সাহায্য ট্রেড করতে পারলে আমার মনে হয় ফরেক্স ট্রেডিং করে অনেক সফল হয়া যাবে। কিন্তু এই ইন্ডিকেটরের ব্যবহার আমি করতে পারিনা।

force22
2016-03-13, 03:15 PM
বুলিংগার ব্যান্ড আমারও একটা প্রিয় ইন্ডিকেটর।এটি এক শাথে অনেক কাজ করে।মারকেট কি ওভার বোট না ওভার সোল্ড, সাপোর্ট কিংবা রেসিস্টেন্স,মারকেট ট্রেন্ড ইত্যাদি অনেক কিছুই জানা যায়।এটি ইওজ করলে অন্য ইন্ডি ইওজ না করলেও চলে।

Md Akter Hossain
2016-03-13, 08:33 PM
ফরেক্স মার্কেটে যত ধরনের ইন্ডিকেটর রয়েছে তাদের মধ্যে বুলিঙ্গার ব্যান্ড অন্যতম । বেশির ভাগ ট্রেডাররাই টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্যে বুলিঙ্গার ব্যান্ড কে অনুসরণ করে থাকেন । তবে আমার মতে বুলিঙ্গার ব্যান্ড সবথেকে ভাল কাজে দেয় তখন যখন মার্কেটের ব্রেক আউট সন্নিকটে থাকে ।

ONLINE IT
2016-12-03, 06:09 PM
আসলেই ফরেক্স মার্কেটে বুলিঙ্গার ব্যান্ড এর গুরুত্ব অনেক। আপনি যদি চান তাহলে এই একটি ইন্ডিকেটর ব্যবহার করেই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন। তবে বুলিঙ্গার ব্যান্ড কে আপনার মত করে সাজিয়ে নিতে হবে। সব সময় একই টাইম ফ্রেমে ব্যবহার করা উচিত। এর সেটিং সম্পূর্ন আপনার মত করে নিন। প্রয়োজনে ডেমোতে একাধিক বার ট্রেড করে দেখুন যে আপনার সাজানো বুলিঙ্গার ব্যান্ড ঠিক মত কাজ করছে কিনা।

uzzal05
2017-06-22, 11:27 AM
একটা স্ট্রেটিজি কমপক্ষে ছয় মাস পরীক্ষা করা উচিত। আপনি যদি কিছু দিন পর স্ট্রেটিজি খুজেন এবং পরিবর্তন করেন তাহলে ফরেক্স থেকে কিছু করতে পারবেন না। বোলিঙ্গার ব্যান্ড ইন্ডেক্টর এর সাহায্য ট্রেড করা অনেক ভালো। এই ইন্ডেক্টর মার্কেট এ ভোলাটাইল অবস্থা বুঝতে পারা যায়।

Mamun13
2018-01-29, 07:23 PM
বলিন্জার ব্যান্ড একটি বহুল ব্যাবহৃত ইনডিকেটর৷নতুন ট্রেডারদের কাছে বলিন্জার ব্যান্ড বেশ জনপ্রিয়৷আমি কোনো ইনডিকেটরই ব্যাবহার করি না তাই এসব স্ট্রাটেজী এড়িয়ে চলি৷তবে যারা এটি ব্যাবহার করেন কেবল তারাই বলবেন বলিন্জার ব্যান্ড দিয়ে তারা কতটুকু সফল ও লাভবান৷

samun
2021-10-26, 11:11 AM
ফরেক্স মার্কেটে শুরু থেকে আমি কখনো কোন ইন্ডিকেটর ইউজ করিনি এবং ইন্ডিকেটর সম্পর্কে আমার ভালো তেমন কোন ধারণা নেই তাই এ বিষয়ে সম্পর্কে আমি একেবারেই অনভিজ্ঞ তবে অভিজ্ঞ ট্রেডারদের মতামতের উপর ভিত্তি করে আমি সেটা করার চেষ্টা করি

Sakib42
2021-10-26, 11:49 PM
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই ইন্ডিকেটরটি আসলেই খুব উপকার যদি একটি ইন্দিকেটর। আপনি যদি বড় বড় ট্রেডারদের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বেশিরভাগ ট্রেডার এই ইন্ডিকেটর টির ব্যবহার করে থাকে। বুলিঙ্গার ব্যান্ড অন্যতম ইন্ডিকেটর যা খুব সহজ করে তোলে আমাদের অ্যানালাইসিস এবং বেশির ভাগ সময় এটি সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে যা প্রফিট অর্জন করতে অনেক সহায়তা করে থাকে।

Mas26
2021-10-27, 09:32 AM
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যাবহার করে ট্রেডিং করে থাকি।যে স্ট্র্যাটেজি নিয়ে আপনি সফল হয়েছেন সেই স্ট্র্যাটেজি যদি সবার সাথে শেয়ার করেন তবে নতুনদের খুবই উপকার হয়। আপনাদের মত সফল ট্রেডারদের অনুসরণ করার জন্যই তো ফোরামে যুক্ত হওয়া। আপনারা আমাদের পথ প্রদর্শক হবেন এই কামনা ও আশা করে আসছি এতদিন। পারবেন হাত বাড়িয়ে দিতে, হাত ধরে পথ দেখিয়ে দিতে।তেমনি এক টি হল বুলিঙ্গার বেন্ড এই টাকে আমরা ফরেক্স মার্কেট এর ইন্ডিকেটর হিসেবে ব্যাবহার করি।মারকেট কি ওভার বোট না ওভার সোল্ড, সাপোর্ট কিংবা রেসিস্টেন্স,মারকে ট্রেন্ড ইত্যাদি অনেক কিছুই জানা যায়।এটি ইওজ করলে অন্য ইন্ডি ইওজ না করলেও চলে।ফরেক্স ট্রেড করে থাকু এই ব্যান্ড থেকে বুঝা যায় কখন বাই করতে হবে আর কখন ক্লোজ করতে হবে।

Smd
2022-01-25, 12:44 PM
বিভিন্ন ধরনের টুলস ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তেমনি এক টি হল বুলিঙ্গার বেন্ড এই টাকে আমরা ফরেক্স মার্কেট এর ইন্ডিকেটর হিসেবে ব্যাবহার করে ফরেক্স ট্রেড করে থাকু এই ব্যান্ড থেকে বুঝা যায়। হলাম। কিন্তু দুই, ছয়, আটটা ইতিহাস আমাদের সামনে এনে দেন। আমরা নতুনরা যাতে শিখতে পারি। আমি এই ব্যান্ডের শুধু মুখ প্রসারিত আর সংকুচিত হওয়ার বিষয়টাই জানি। আপনাদের মত সফল ট্রেডারদের অনুসরণ করার জন্যই তো ফোরামে যুক্ত হওয়া। আপনারা আমাদের পথ প্রদর্শক হবেন।