PDA

View Full Version : মুদ্রাযুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতিতে শী&



HELPINGHAND
2015-09-18, 02:38 PM
অর্থনীতি সম্প্রসারণের ক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণের পরিকল্পনা গ্রহণ করেছে চীন। নিজেদের রফতানিকারকদের বাড়তি সুবিধা দিতে সম্প্রতি দেশটি মুদ্রার অবমূল্যায়ন করলে পুরো বিশ্বে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে, ধস নামে শেয়ারবাজারগুলোয়। এ অবস্থায় অর্থনীতির স্বার্থে আর আগ্রাসী না হওয়াকেই শ্রেয় মনে করছে চীন। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকপ্রধানরাও সদ্যসমাপ্ত জি২০ সম্মেলনে মুদ্রাযুদ্ধ এড়িয়ে চলা সাপেক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন। খবর ব্লুমবার্গ ও ইকোনমিক টাইমস।

গত শনিবার আঙ্কারায় দুই দিনব্যাপী জি২০ সম্মেলনটি শেষ হয়। এখানে অংশ নেয়া সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক প্রধানরা মুদ্রার মান প্রতিযোগিতামূলক অবমূল্যায়নের চর্চা থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে। চীন কেন মুদ্রার অবমূল্যায়ন করল দেশটির কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ঝু জিয়াওচুয়ান সে বিষয়ে সম্মেলনে ব্যাখা প্রদান করেন। চীনা পরিস্থিতির পরই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে দেয়।

শেয়ারবাজারের ধস নিয়ন্ত্রণে কী পরিকল্পনা নেয়া হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দেন পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসির) এ গভর্নর। তিনি জানান, যুক্তরাষ্ট্র সুদহার বৃদ্ধির প্রস্তুতি শুরুর পরই উদীয়মান অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে; যার পরিপ্রেক্ষিতে নিজেদের রক্ষা করতেই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

জি২০ সম্মেলন শেষে প্রকাশিত চূড়ান্ত ইশতেহারে আর্থিক বাজারে সাম্প্রতিক অস্থিতিশীলতাকে উল্লেখ করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় ঘটে কিনা, সে বিষয়ে পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে। এখানে আরো বলা হয়, আমরা প্রতিযোগিতাপূর্ণ মুদ্রার অবমূল্যায়ন থেকে বিরত থাকব। পাশাপাশি রক্ষণশীলতা থেকে দূরে থাকা হবে। অন্যদিকে বেইজিংয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনা নীতি নিয়ে বিশ্ব সম্প্রদায়কে উদ্বেগমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা কর্মকর্তারা।

বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এতে গতি আসবে বলে আশাবাদী জি২০। অন্যদিকে চীনের অর্থমন্ত্রী লুউ জিওয়েই এ সম্মেলনে জানান, তিনি আশা করছেন আগামী চার-পাঁচ বছর তাদের দেশের অর্থনীতি প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধির মধ্যে থাকবে।

উল্লেখ্য, গত মাসে হঠাৎ করেই মুদ্রার মান অবমূল্যায়িত করে চীন, যা শুধু আন্তর্জাতিক শেয়ারবাজারেই নয়, বিভিন্ন দেশের মুদ্রার মানেও অবনতি ঘটাতে থাকে। গত ২১ বছরের মধ্যে একসঙ্গে এত বেশি দেশের মুদ্রা অবমূল্যায়িত হয়নি। আশঙ্কা করা হয়, অবমূল্যায়িত ইউয়ানের কারণে চীনে পণ্য রফতানি করা দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

এ প্রসঙ্গে জি২০ সম্মেলনে চীনা অর্থমন্ত্রী জানান, এতটা দীর্ঘসময় ধরে ইউয়ান আর অবমূল্যায়িত হওয়ার কারণ দেখছেন না তিনি। আরো একবার জাপানের জন্য জি২০কে এ ধরনের বিবৃতি দিতে হয়েছিল। মুদ্রা নীতিমালা সংশ্লিষ্ট প্রণোদনার কারণে ডলারের বিপরীতে জাপানের ইয়েনের মান পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে

আসে। অন্যদিকে জুনে তিন মাসের সর্বোচ্চ অবস্থা থেকে সাংহাই কম্পোজিট ইনডেক্সটির ২০ শতাংশ পতন হলে ইউয়ান অবমূল্যায়িত করে চীন।

পিবিওসির আন্তর্জাতিক বিভাগের প্রধান ঝু জুন জানান, নিজেদের রফতানিকারকদের সুবিধা দেয়ার জন্য মুদ্রা অবমূল্যায়িত করেননি তারা। সরকার আশা করছে, বাজারের অস্থিতিশীলতা এখন শেষ হওয়ার পথে।

মার্কিন অর্থমন্ত্রী জ্যাক লু চীনের উদ্দেশে বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেয়ার আগে অবশ্যই আভাস দিতে হবে।

onlyfx
2015-11-01, 09:20 AM
ফরেক্সে সফলতার জন্য মানি ম্যানেজজমেন্ট হচ্ছে মুলমত্র । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড না করি তাহলে আমাদের পক্ষে সফল হওয়া কখনই সম্ভব নয় । সফল হতে হলে অবশ্যই আপনাকে যথাযথ ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে । টেকনিক্যাল এনালাইসিস এর সাথে নিউজ এনালাইসিস করেও ট্রেড করতে হবে । আর ট্রেড করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে ।প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট যোগ করতে হবে ।

sharifulbaf
2016-01-15, 05:40 PM
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট এই মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে অনেক যুদ্ধ করে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে ফরেক্স নিউজ দেখে,তার সাথে ফরেক্স মার্কেট এর মুভমেন্ট দেখে যদি কোন ট্রেডার ট্রেড করে তাহলে তার অনেক প্রফিট হবে,তাই আমাদের করতে হবে।

Marufa
2016-02-08, 07:41 PM
আপনার এ নিউজের যথার্থ প্রমান পাওয়া যাচ্ছে বর্তমানে । আসলে মুদ্রা যুদ্ধ বিশ্বের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে । অনেক দেশ তাদের মুদ্রার দাম কমায় শুধুমাত্র আমদানি কারকদের আকৃস্ট করার জন্য । এতে তাদের দেশের লাভ হলেও প্রভাবিত হয় সারা বিশ্ব । বিশেষ করে চীন সরকারের মুদ্রা নীতির উপর সারা বিশ্বের বিভিন্ন কিছু নির্ভর করে ।

basaki
2016-03-06, 05:29 PM
আসলে সব নিজের উপরেই চলে বিশ্বের মুদ্রাযুদ্ধ।ফরেক্স মার্কেটে আমি মনে করি এর অনেক প্রবাব ফেলে থাকে যার কারনে এর প্রমান মিলে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময়।আপনি যদি একজন ভাল ফরেক্স ট্রেডার হতে পারেন তবে এই যুদ্ধে আপনি জয় লাভ করতে পারবেন বলে আমি মনে করি।

Mamun13
2017-05-16, 09:52 PM
সারা পৃথিবীর সবক্ষেত্রেই কম বেশি যুদ্ধ আছে ও থাকবে৷এই মূদ্রাযুদ্ধের ভিতর দিয়েই আপনাকে প্রফিট বের করে নিয়ে আসতে হবে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সেন্টিমেন্টাল এনালাইসিস৷ সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷

uzzal05
2017-05-17, 04:58 PM
ফান্ডামেন্টাল ট্রেড আমাদের মার্কেট বিশেষভাবে প্রভাবিত করে। তাই বলে আমাদের বসে থাকা যাবে না। আমাদের বিভিন্ন প্রতিকূলতার মাদঝে ট্রেড করে প্রফিত বের করতে হবে। আর যদি নিউজ এর ভয়ে বসে থাকি তাহলে আমরা কিছুই করতে পারব না।

amreta
2020-03-13, 11:18 AM
আপনি যদি আপনার পাপা থেকে এসে এটি থেকে ভাল লাভ করতে চান তবে আপনি প্রয়োজন হিসাবে এটিতে বিনিয়োগ করতে পারেন এবং আপনার কাছে এসে ব্যবসায় করতে পারেন। আপনার যদি ফোন করা উচিত তবে আপনি এতে থাকবেনআপনি যদি বাড়িতে আসার পক্ষে যথেষ্ট উপযুক্ত হন এবং আপনি কীভাবে বাণিজ্য করতে জানেন তবে আপনিও পরিদর্শন করবেন এবং আপনি আরও উপার্জন করতে পারেন।

saraa
2020-03-14, 09:46 AM
বৈদেশিক মুদ্রার এমন সমস্ত লোকের জন্য উপলব্ধ যারা বিশদ বিশদ বিশ্লেষণ এবং বিশ্লেষণের জন্য যথেষ্ট বুদ্ধিমান। এটি ব্যক্তিদের চিন্তাভাবনার ধরণ এবং আরও ভালভাবে অর্থের পরিবর্তনের প্রতি তাদের মনোভাব বৃদ্ধিতে সহায়তা করে। পরিবারগুলি অর্থনৈতিক বেঁচে থাকার জন্য ফরেক্স বাণিজ্য করতে এবং জীবিকা নির্বাহ করতে পারে। আমি দারিদ্র্যের সাথে লড়াই করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে পৃথক পরিবারগুলির জন্য এটির সুপারিশ করতে পারি।