PDA

View Full Version : তৃতীয় বিশ্বযুদ্ধের আগে শুরু হয়েছে কারেন্



HELPINGHAND
2015-09-18, 02:43 PM
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মূলত শুল্কের যুদ্ধ। আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই শুরু হয়েছে মুদ্রাযুদ্ধ। প্রথম মহাযুদ্ধের পর গত শতাব্দীর ত্রিশের দশকে গোটা বিশ্ব ব্যাপক অর্থমন্দার মুখে পড়ে। কমে যেতে থাকে মানুষের ক্রয়ক্ষমতা। তখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপসহ ব্রিটিশ সাম্রাজ্যের সকল দেশই তাদের আমদানি শুল্ক বহুগুণ বাড়িয়ে দেয়। যাতে বৈদেশিক মুদ্রার ব্যবহার আর আমদানি কমে গিয়ে বেড়ে যায় নিজ দেশের রফতানি আয়। বাড়ে বাণিজ্য ভারসাম্য। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হতে থাকে ওই সময়ের প্রধান রফতানিকারক দেশ জার্মানী। বাজার হারিয়ে শিল্পোন্নত দেশ জার্মানীর বড় বড় কোম্পানিগুলো একের পর এক বন্ধ হতে থাকে। স্থবির হয়ে পড়ে জার্মানীর অর্থনীতি। পরিস্থিতি মোকাবেলায় জার্মানীর শাসক হিটলার তার পণ্যের আমদানিকারক দেশগুলোকে শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যখন ব্যর্থ হন, তখন বিদেশী বাজারগুলো পুনরুদ্ধারে যুদ্ধের সিদ্ধান্ত নেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর পুঁজিবাদী পশ্চিমা উন্নত দেশগুলো যে যার ইচ্ছেমতো আর আমদানি শুল্ক বাড়াতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে তারা জনস্বার্থে পণ্যের মূল্য কমিয়ে বাজার সম্প্রসারণে সবার আমদানি শুল্কে একটি ভারসাম্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নীতি গ্রহণ করে এবং ৪৫ বছর ধরে বহু দেন-দরবারের পর অবশেষে জাতিসংঘের ছত্রচ্ছায়ায় প্রতিষ্ঠা করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) বা বিশ্ববাণিজ্য সংস্থা। যার মূল কাজ- ক্রমান্বয়ে আমদানি শুল্ক রহিত করে বিশ্বকে একটি শুল্কবিহীন মুক্ত বাণিজ্যের দিকে নিয়ে যাওয়া। সুতরাং আমদানি শুল্ক বাড়িয়ে অর্থমন্দা মোকাবেলা ও নিজের বাজার রক্ষা করার কৌশল গ্রহণের দিন এখন শেষ। তাহলে মন্দা মোকাবেলার উপায় কি?

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার প্রায় ষাট বছর পর উন্নত দেশগুলো আবারও অর্থমন্দার কবলে পড়েছে। আর এই মন্দা মোকাবেলায় তারা শুরু করেছে এক নতুন যুদ্ধ। যার নাম মুদ্রা যুদ্ধ। বিশ্বের প্রধান প্রধান অর্থনীতির প্রায় সকল দেশই গত কয়েক বছর যাবৎ তাদের নিজ নিজ মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন করে চলেছে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা- ডলারের দেশ, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও গত এক দশকে তার মুদ্রার প্রায় ২৫ শতাংশ অবমূল্যায়ন করেছে। উদ্দেশ্য- আমদানিকে ব্যয়বহুল করে বিদেশী পণ্য আমদানি কমানো এবং নিজ দেশের পণ্য উৎপাদন ও রফতানি বাড়ানো। এই কৌশল মোকাবেলায় অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোও তাদের মুদ্রার মান কমিয়ে দিচ্ছে। এতে মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশী পণ্যের আমদানি এবং বাড়ছে নিজ দেশের পণ্য উৎপাদন, রফতানি ও রেমিট্যান্স আয়। বাণিজ্য ভারসাম্য থাকছে নিজেদের অনুকূলে। কিন্ত কেউই সরকারিভাবে এই কৌশল গ্রহণের কথা স্বীকার করছে না। তারা এর দায় চাপাচ্ছে বাজারের ওপর।

shakawath
2015-10-18, 03:35 PM
আপনিতো সুন্দরভাবে বুঝিয়ে লিখেছেন। আমি আজ প্রথম এভাবে জানলাম। ধন্যবাদ। মুদ্রাযুদ্ধ শুরু হয়েছে ভাল কথা কিন্তু বিশ্বযুদ্ধ টাইপের কিছু হবে বলে মনে হয় না। যুগের সাথে যুদ্ধের ও পরিবর্তন হয়েছে। এখন চলে স্নায়ু যুদ্ধ। মুদ্রার এই যুদ্ধের সুযোগ নিয়ে আমরা ভাল ট্রেড করে লাভবান হতে পাড়লেই ভাল।

basaki
2016-01-23, 05:16 PM
ভাই আমি আপিনাত কথা শুনে না হেসে পারলাম না। কথাটি আপনি যথার্ত বলেছেন। কারন ফরেক্স মার্কেটে আমি দেখেছি সবাই শুধু লাভ করতে চায় কেউ লস করতে চায় না। তাই আমিও মনে করি এটি একটি মুদ্রা যুদ্ধ।আর এই যুদ্ধে তারাই জয় লাভ করে যারা পরিশ্রম করে যুদ্ধের পদ্ধতি শিখতে পারে।

raju0000
2016-01-28, 11:56 PM
জি আসলেই অনেকে ইটা নিয়ে বেশি সময় চিন্তা করে থাকে যে ট্রেডিং কবে থেকে শুরু হয়েছি আসলে আমি ও ঠিক ভাবে জানি না, তবে আমাদের দেশের যুদ্ধের আগে যে ফরেক্স বেবসা সুরু হয়েছে সেটা নিয়ে আমি জানি, একটা বিষয় হয়তবা সত্যি যে ফরেক্স বাংলাদেশে চালু হলো ১০ বছরের উপরে চলে হয়তবা, তবে বিগত ৫ থেকে ৩ বছরে ফরেক্স অনেক পরিচিত হছে.

Marufa
2016-02-05, 08:41 AM
আসলে মুদ্রা বাজার ই বর্তমানে অর্থনীতি তথা বিশ্বের অর্থনিতীর মূল ভিত্তি । বর্তমানে বিশ্বের বড় বড় ব্যাংকগুলো সরাসরি মুদ্রা বাজার এর সাথে জড়িত । বিশেষ করে বিশ্বের কেন্দ্রয়ী ব্যাংক গুলো মুদ্রা বাজার এর সাথে সরাসড়ি জড়িত । এছাড়া বিশেব্র আমদানি রপ্তানি বানিজ্যের মূল চালিকাশক্তিই হচ্ছে এই মুদ্রা বাজার । তাই আমরা বলতে পারি যে মুদ্রা বাজার অর্থনীতির চালিকাশক্তি ।

MotinFX
2016-02-05, 09:10 AM
আপনি অনেক সুন্দর করে লিকেছেন ২য় বিশ্ব যুদ্ধ সম্পর্কে আমি প্রথম শুনলাম সুল্কের জন্য যুদ্ধ হয়েছে কারন াপপনি যেভাবে বলেছেন আমার মনে কথাটা সঠিক হতে পারে তারপরও আরো বেশি করে লিখলে বিস্তারিত জানতে পারব। ফরেক্স ফোরামের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় এবং অনেক গুরুত্বপুর্ন কথা জানা যায় এটাই তার প্রমান।

Sahed
2016-07-22, 06:34 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর পোস্টের জন্য । আপ*নার এই পোস্টের মাধ্যমে আমরা যারা ফরেক্স মার্কেটে একদম নতুন তারা অনেক কিছু জানলাম যা আগে আমাদের অজানা ছিল । বর্তমান প্রেক্ষাপটে ফরেক্স যোদ্ধ যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের চেয়ে প্রকট আকার ধারন করেছে তা আর বলার অপেক্ষা রাখে না ।

RUBEL MIAH
2017-04-25, 07:50 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক প্রভাব ফেলে । ফরেক্স মার্কেটে পুঁজিবাদী পশ্চিমা উন্নত দেশগুলোতাদের সীমাবদ্ধ থাকতে হবে । আমাদের অবশ্যই ফরেক্স বাজার সম্প্রসারণে সবার আমদানি শুল্কে একটি ভারসাম্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নীতি গ্রহণ করতে হবে ।

zobairi007bd
2017-04-25, 10:44 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর পোস্টের জন্য ।আপনি সুন্দরভাবে বুঝিয়ে লিখেছেন।
কথা শুনে না হেসে পারলাম না। কথাটি আপনি যথার্ত বলেছেন। কারন ফরেক্স মার্কেটে আমি দেখেছি সবাই শুধু লাভ করতে চায় কেউ লস করতে চায় না। তাই আমিও মনে করি এটি একটি মুদ্রা যুদ্ধ।

uzzal05
2017-06-16, 04:58 PM
আসলে এই ফোরাম থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা প্রায় সকল ট্রেডারদের অজানা ছিল। ফরেক্স মার্কেট বা মুদ্রা লেনদেন কখন শূরু হয় সেটা বেশিরভাগ মানুষ জানে না। এই পোস্ট থেকে আমরা পরিপূর্ন ধারনা পেলাম।

Mamun13
2018-01-25, 10:00 PM
ফরেক্স মার্কেট যেহেতু সারা বিশ্বব্যাপী তাই এখানে বিশ্বের সকল বড় বড় সুপার ব্যাংক থেকে শুরু করে সকল ফিনানসিয়াল প্রতিষ্ঠান এবং আমরা সবাই একযোগে ট্রেড করছি৷এজন্য এখানে লস ও প্রফিটের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছ- হবেই৷ব্যাবসায় কেউই লস করতে আসেনা,সবাই শুধু প্রফিটই করতে চায়৷যুদ্ধটা এজন্যই লেগে যায়৷তাও আবার নগদ ডলারের জন্য যুদ্ধ৷

expkhaled
2018-01-26, 06:38 PM
আপনি সুন্দর একটি তথ্য দিলেন যা আমার আগে জানা ছিল না। আসলে উন্নত বিশ্বের অর্থণৈতিক অবস্থা ভাল না যার কারনে সবচেয়ে বড় মুদ্রা বাজার ছিল ফরেক্স সেটা আগে উন্নত বিশ্বে করতো যা আমরা করতে পারতাম না। এখন আমাদের জন্য উন্মুুক্ত করেছে কারণ আমাদের দেশ থেকে তো আর শুধু লাভ করবে না লস ও তো করবে।

samun
2021-07-29, 10:48 AM
ফরেক্স ইতিহাস সম্পর্কে কিছু জানি না, ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার আসলে সেই হিসেবে আমি পড়েছি মার্কেটে অনেক কিছুই বুঝি না তাই অভিজ্ঞ ভাইদের মতামতের উপর ফোরামে পোস্ট করা হয় সেই পোষ্টটি পড়ে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি এজন্য অভিজ্ঞ ভাইদের অসংখ্য ধন্যবাদ তাদের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য

FRK75
2021-09-21, 10:39 AM
আপিনাত কথা শুনে না হেসে পারলাম না। কথাটি আপনি যথার্ত বলেছেন। কারন ফরেক্স মার্কেটে আমি দেখেছি সবাই শুধু লাভ করতে চায় কেউ লস করতে চায় না। তাই আমিও মনে করি এটি একটি মুদ্রা যুদ্ধ।আর এই যুদ্ধে তারাই জয় লাভ করে যারা পরিশ্রম করে যুদ্ধের পদ্ধতি শিখতে পারে।

samun
2021-11-15, 10:38 PM
ফরেক্স মার্কেট নিয়ে আমি কখনই এতো গভীরভাবে খতিয়ে দেখিনি। তবে আমি মনে করি এই মার্কেটে সব থেকে বেশি যে জিনিস প্রয়োজন তা হল অধ্যবসায়, ধৈর্য ও পরিশ্রম। এই কয়েকটি বিষয়ের সমন্নয়ে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব। আমার কাছে মার্কেট সংক্রান্ত তথ্য সংগ্রহ করা খুব বেশি গুরুত্বপূর্ণ, অন্য কিছু নয় ।

Mas26
2024-04-03, 03:24 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর পোস্টের জন্য ।আপনি সুন্দরভাবে বুঝিয়ে লিখেছেন।
কথা শুনে না হেসে পারলাম না। কথাটি আপনি যথার্ত বলেছেন। কারন ফরেক্স মার্কেটে আমি দেখেছি সবাই শুধু লাভ করতে চায় কেউ লস করতে চায় না। তাই আমিও মনে করি এটি একটি মুদ্রা যুদ্ধ।