PDA

View Full Version : বাইন্যান্সকে ১০০০ কোটি ডলার জরিমানা নাইজেরিয়ায়



Rassel Vuiya
2024-03-03, 06:46 PM
http://forex-bangla.com/customavatars/1215166205.jpg
ক্রিপ্টোকারেন্সি ফার্ম বাইন্যান্সের কাছ থেকে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে নাইজেরিয়া সরকার। অভিযোগে বলা হচ্ছে, ক্রিপ্টো মুদ্রার দামে হেরফেরের সঙ্গে এ সংস্থার যোগ রয়েছে। এ কারণে সাম্প্রতিক মাসগুলোয় ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা নাইরার বিনিময় হারে প্রায় ৭০ শতাংশ পতন ঘটেছে। গত সপ্তাহে বাইন্যান্সের দুই কর্মকর্তাকে গ্রেফতার করে নাইজেরিয়া পুলিশ। এর কয়েকদিন পর জরিমানার বিষয়টি প্রকাশ্যে এল। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় না আন্তর্জাতিক এ ক্রিপ্টো ফার্ম।
আফ্রিকার বৃহত্তম অর্থনীতি নাইজেরিয়া বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বাজারগুলোরও একটি। ২০২৩ সালের জুন পর্যন্ত নাইজেরিয়ার মোট জিডিপির প্রায় ১২ শতাংশের সমতুল্য ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়েছিল। গত সপ্তাহের দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওলায়েমি কার্ডোসো জানান, নাইজেরিয়া থেকে প্রায় ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ডলার তহবিল স্থানান্তর করেছে বাইন্যান্স, যার কোনো হদিস পাওয়া যায়নি।
কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক তিলেওয়া আদেবাজো এ বিষয়ে বলেন, ‘*বাইন্যান্সের বিরুদ্ধে আসা অভিযোগগুলো গুরুতর। সরিয়ে ফেলার অর্থের অংক অনেক বড়, যা নাইজেরিয়ার বার্ষিক রেমিট্যান্স আয় ২৪ বিলিয়ন ডলারের চেয়েও বেশি।’ নাইজেরিয়ায় ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ নয়। তবে সেখানে কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাগুলোকে নিবন্ধন নিতে হয়। নাইজেরিয়ার প্রেসিডেন্টের একজন উপদেষ্টা জানিয়েছেন, বাইন্যান্স নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।
গত বছর দায়িত্ব নেয়ার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু মুদ্রানীতিতে কিছু পরিবর্তন আনেন। এর মধ্যে রয়েছে ডলারের বিপরীতে বাজার নির্ধারিত হারে নাইরার ক্রয়-বিক্রয়। তবে নীতি পরিবর্তনের সঙ্গে সাম্প্রতিক বিনিময় হার পতনের ভূমিকা নেই বলে জানান উপদেষ্টা বায়ো ওনানুগা। এর পেছনে দায়ী বাইন্যান্সকে দায়ী করে তিনি বলেন, ‘*এ পরিস্থিতিতে সরকার হাত গুটিয়ে থাকতে পারে না।’
নাইজেরিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি প্লাটফর্ম বাইন্যান্স। সরকারের সাম্প্রতিক এ সিদ্ধান্ত হতাশ করেছে ক্রিপ্টো ব্যবহারকারীদের। এ সময় বাইন্যান্সের পাশাপাশি স্থগিত হয়েছে কয়েনবেস, ক্রাকেন, ফোরেক্সটাইম, অকটাএফএক্স, ক্রিপ্টো ও এফএক্সটিএমের মতো প্লাটফর্ম।
নাইরার বিনিময় হার পতনের পাশাপাশি বাইন্যান্সের বিরুদ্ধে আরো অভিযোগ এনেছে নাইজেরিয়া। বলা হচ্ছে, অর্থ-পাচার ও সন্ত্রাসে অর্থায়নের জন্য ব্যবহৃত হয় ক্রিপ্টোকারেন্সি নাইজেরিয়ান ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি বেনামী ব্যবহার ও গোপনীয়তার কারণে ব্যবহারকারীদের অবৈধ কাজের দিকে ধাবিত করে।
সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে দায়ী না করে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্ডোসো বলেছেন যে নাইজেরিয়ার কিছু ক্রিপ্টোকারেন্সি প্লাটফর্মে ‘অবৈধ আর্থিক প্রবাহ’ দেখা গেছে।
নাইরাকে স্থিতিশীল রাখার জন্য চাপের মধ্যে রয়েছে নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে এক ডলারের বিনিময়ে ১ হাজার ৫৯৫ নাইরা পাওয়া যায়, যা এক বছর আগে ছিল প্রায় ৪৬০ নাইরা। বৈদেশিক মুদ্রার লেনদেন রোধ করার উদ্দেশ্যে এরই মধ্যে নাইজেরিয়া হাজার হাজার এক্সচেঞ্জ কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
নাইরার বিনিময় হারে এ ধসের প্রভাব পড়েছে নাইজেরিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রায়। জ্বালানি ও পরিবহনসহ খাদ্য ও দ্রব্যমূল্যের উচ্চগতির কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশটির সড়কে নেমে আসে নাগরিকরা।