PDA

View Full Version : এক্সে চালু হলো সরাসরি ভিডিও



Rassel Vuiya
2024-03-03, 06:49 PM
http://forex-bangla.com/customavatars/2084415126.jpg
খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থাকা সরাসরি কথোপকথন সুবিধা স্পেসেসে এবার অডিওর পাশাপাশি ভিডিও যুক্ত করা হয়েছে। গত বুধবার এক্সের মালিক ইলন মাস্কের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং এক্সের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে ‘ডোজ ডিজাইনার’ নামে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। কীভাবে ভিডিও স্পেস চালু করা যায়, তা সেই বার্তায় দেখানো হয়েছে। আইওএস ও অ্যান্ড্রয়েড—উভয় অপারেটিং সিস্টেমে সুবিধাটি ব্যবহার করা যাবে। এ জন্য স্পেস তৈরি করার সময় ‘এনাবল ভিডিও’ টগলটি চালু করে দিতে হবে। তবে স্পেসে সরাসরি ভিডিও সুবিধা ব্যবহারেও এক্সের কিছু নীতিমালা মানতে হবে ব্যবহারকারীদের।