PDA

View Full Version : ৫০ ইমএ এবং ২০০ ইমএ দিয়ে ট্রেডিং করার কিছু ন



HELPINGHAND
2015-09-18, 03:03 PM
৫০ ইমএ হচ্ছে মুভিং এভারেজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কোন কোন ক্ষেত্রে সাপোর্ট আবার কোন কোন ক্ষেত্রে রেসিসটেনস হিসেবে কাজ করে।৫০ ইমএ অবস্থান দেখে নিলে আপনার ট্রেড গুলা অনেক ভালো হবে। সবসময় দেখবেন মার্কেট ৫০ ইমএ লাইনে এসে আটকে যায়। মার্কেট তখন রেঞ্জিং হয়ে থাকে।

৫০ ইমএ এবং ২০০ ইমএ দিয়ে ট্রেডিং করার কিছু নিয়মঃ

১। ৫০ ইমএ লাইন উপরে এবং ২০০ ইমএ লাইন নিচে থাকলেঃ

ক। রেট যদি ৫০ইমএ ক্রস করে উপরে উঠে তবে টেকপ্রফিট হবে নেক্সট রেসিসটেনট বা সাপোর্ট লাইন। এবং এই ট্রেড অবশ্যই বাই হবে।

খ। রেট যদি ৫০ ইমএ ক্রস করে নিচে নামে তবে টেকপ্রফিট হবে ২০০ ইমএ লাইন।এবং এই ট্রেড হবে সেল।

২। ২০০ইমএ উপরে এবং ৫০ইমএ নিচে থাকলেঃ

ক। রেট যদি ৫০ ইমএর দিকে মোভ করে অর্থাৎ উপরের দিকে তবে টেকপ্রফিট হবে ৫০ ইমএ।এক্ষেত্রে টেকপ্রফিট ৫০ইমএ টার্গেট থেকে ৩ পিপ নিচে দিতে হবে।

খ।৫০ইমএ ব্রেক করলে টেকপ্রফিট হবে ২০০ ইমএ।

এগুলো মার্কেট এ নিয়মিত ঘটে থাকে।আপনি একটু মার্কেট ওয়াচ করলেই এগুলো দেখতে পারবেন। এই সিস্টেম আপনার ট্রেডিং সিস্টেমের সাথে যোগ করলে মার্কেট কোথায় যেতে পারে সে সম্পর্কে ধারনা পাবেন ।

কিছু কথাঃ যদি আপনি পারেন কোন কিছু রপ্ত করতে সেটাই আপনার কাজে লাগবে, আজ এই স্ট্রেটেজি কাল ওটা এই রকম ভাবে করলে একটা বাজে অভ্যাস পরিনত হয় আমাদের তাই এগুলা বাদ দিয়ে প্রাইস একশন বেজ ট্রেড শিখার এবং রপ্ত করতে চেষ্টা করুন।

shakawath
2015-09-24, 10:01 AM
ভাই, এই মুভিং এভারেজ যেমন ভাল তেমন খারাপ। আপনি যদি সবসময় এর সিগনাল ধরে ট্রেড করেন তবে ইন টোটালে লসের সম্মুখীন হবেন বলেই ধারনা। তবে এর সাথে ফিল্টার যোগ করলে ভাল ফল পাওয়া সম্ভব। আসলে ফরেক্সে কোন কৌশলই ১০০% লাভের গ্যারান্টি দিবে না। এই দুটি মুভিং এভারেজ ভাল সিগনাল দিলেও ট্রেন্ড শুরু হওয়ার অনেক পরে সিগনাল দেয়।

basaki
2016-03-26, 12:42 PM
ভাই সব মুভিং এভারেজ সবার জন্য এক রকম হয় না। কারন কার একাউন্টে থাকে অনেক বেশি ডলার আবার কার একাউন্টে থাকে কম ব্যলেন্স। তাই আপনি যেটা দিয়েছে বা যেটা দিয়ে ট্রেড করেন আমি মনে করি সেটা দিয়ে আমি যদি ট্রেড করে যাই তবে আমি খুব একটা ভাল কিছু করতে পারবে না।

Tazul Islam
2016-03-26, 10:08 PM
ভাই ইমএ ৫০ এবং ইমএ ২০০ বুজতে পারি নাই। আমি ভাই নতুন তাই হয়ত বুজতে পারিনাই ভাই দয়া করে ইমএ এর অর্থ কি একটু যদি বলতেন। আপনার পোস্ট টা কপি করে রেখেছি । মাঝে মাঝে পড়ব। সেই মোতাবেক কাজ করব।

uzzal05
2016-03-27, 01:49 PM
আপনার এই ট্রেডিং এর কৌশল সমূহ আমার ভালো লেগেছে। আমি ফরেক্স যত স্ট্রেটিজি দেখেছি মুভিং এভারেজ এই স্ট্রেটিজি টি খুবই কারযকর। আমি ব্যক্তিগত ভাবে ৫০ema এবং ২০০ema মুভিং এভারেজ ব্যবহার করি। এটি সবচেয়ে ভালো এক্টি ট্রেডিং টুল। আপ্নারা যারা নতুন ট্রেডার আছেন তারা এই স্ট্রেটিজি ব্যবহার করে ভালো ফলাফল ব্যবহার করতে পারেন।

Sahed
2016-07-29, 03:48 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর স্ট্রেট্রেজি শেয়ার করার জন্য । ফরেক্স *মার্কেটে নিঃসন্দেহে মুভিং এভারেজ একটি ভাল ইন্ডিকেটর । এই ইন্ডিকেটর মার্কেট আপ হবে না ডাউন হবে তা নির্দেশ করে থাকে । ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ব্যবহার করে ভাল ফল পাওয়া যায় । তবে মুভিং এভারেজ বিভিন্ন পিপসে সেট করা যায়॥ এখন কোন পিপসে সেট করলে মুভিং এভারেজ ভাল কাজ করে তা জানা দরকার ।

milonkhanfx1993
2016-10-03, 10:24 PM
৫০ ইমএ হচ্ছে মুভিং এভারেজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কোন কোন ক্ষেত্রে সাপোর্ট আবার কোন কোন ক্ষেত্রে রেসিসটেনস হিসেবে কাজ করে।৫০ ইমএ অবস্থান দেখে নিলে আপনার ট্রেড গুলা অনেক ভালো হবে। সবসময় দেখবেন মার্কেট ৫০ ইমএ লাইনে এসে আটকে যায়। মার্কেট তখন রেঞ্জিং হয়ে থাকে।

৫০ ইমএ এবং ২০০ ইমএ দিয়ে ট্রেডিং করার কিছু নিয়মঃ

১। ৫০ ইমএ লাইন উপরে এবং ২০০ ইমএ লাইন নিচে থাকলেঃ

ক। রেট যদি ৫০ইমএ ক্রস করে উপরে উঠে তবে টেকপ্রফিট হবে নেক্সট রেসিসটেনট বা সাপোর্ট লাইন। এবং এই ট্রেড অবশ্যই বাই হবে।

খ। রেট যদি ৫০ ইমএ ক্রস করে নিচে নামে তবে টেকপ্রফিট হবে ২০০ ইমএ লাইন।এবং এই ট্রেড হবে সেল।

২। ২০০ইমএ উপরে এবং ৫০ইমএ নিচে থাকলেঃ

ক। রেট যদি ৫০ ইমএর দিকে মোভ করে অর্থাৎ উপরের দিকে তবে টেকপ্রফিট হবে ৫০ ইমএ।এক্ষেত্রে টেকপ্রফিট ৫০ইমএ টার্গেট থেকে ৩ পিপ নিচে দিতে হবে।

খ।৫০ইমএ ব্রেক করলে টেকপ্রফিট হবে ২০০ ইমএ।

এগুলো মার্কেট এ নিয়মিত ঘটে থাকে।আপনি একটু মার্কেট ওয়াচ করলেই এগুলো দেখতে পারবেন। এই সিস্টেম আপনার ট্রেডিং সিস্টেমের সাথে যোগ করলে মার্কেট কোথায় যেতে পারে সে সম্পর্কে ধারনা পাবেন ।

কিছু কথাঃ যদি আপনি পারেন কোন কিছু রপ্ত করতে সেটাই আপনার কাজে লাগবে, আজ এই স্ট্রেটেজি কাল ওটা এই রকম ভাবে করলে একটা বাজে অভ্যাস পরিনত হয় আমাদের তাই এগুলা বাদ দিয়ে প্রাইস একশন বেজ ট্রেড শিখার এবং রপ্ত করতে চেষ্টা করুন।

ভাই আমি মুভিং এভারেজ টা আপনার মত করে ব্যাবহার করেছি কিন্তু আসলে অনেক সময় পরে এর এন্ট্র্ই লেভেল টা আসে, আসলে অনেক সময় ক্রস না করে জাস্ট টাচ করে আবার উলটা দিকে চলে যায় সেক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন,আপনি কি শুধু এটাই ব্যাবহার করেন নাকি আরো কিছু আছে এর সাথে?

MoinFX
2016-10-05, 12:42 PM
ফরেক্স সম্পর্কে সব কিছু জানতে হলে আমাদের কে ফোরামের সাথে কাজ করতে হবে তাহলে ফরেক্স সম্পর্কে সব কিছু জানতে পারব।ফরেক্স এমন একটি মার্কেট আপনাকে অনেক জ্ঞানের অধিকারি হওয়া লাগবে।ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ হল জনপ্রিয় একটি ইনডিকেট।।

ssrahman00
2016-10-11, 06:42 PM
ফরেক্স এ ইন্ডিকেটর কি সত্যি কাজ করে। কারণ যখন আপনি ট্রেড বাই/সেল করবেন তখন ইন্ডিকেটর কিভাবে বুঝাবে।

md mehedi hasan
2016-11-02, 09:00 AM
ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ খুব জনপ্রিয় একটি ইন্ডিকেটর।প্রায় সকল ট্রেডার এই ইন্ডিকেটর ব্যবহার করে।আমিও এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকি।তবে আপনি মুভিং এভারেজ দিয়ে ট্রেড করার একটি কৌশল আমাদের মাঝে শিয়ার করেছেন এতে আমরা আশা করি অনেক উপকৃত হব।

RUBEL MIAH
2017-04-28, 02:44 PM
রেট যদি ৫০ ইমএ ক্রস করে নিচে নামে তবে টেকপ্রফিট হবে ২০০ ইমএ লাইন।এবং এই ট্রেড হবে সেল । কোন পিপসে সেট করলে মুভিং এভারেজ ভাল কাজ করে তা জানা দরকার । একটি কৌশল আমাদের মাঝে শিয়ার করেছেন এতে আমরা আশা করি অনেক উপকৃত হব ।

uzzal05
2017-06-11, 06:03 AM
আমার ফরেক্স মার্কেট এ দুইটা জনপ্রিয় টুল হলো মুভিং এভারেজ। আর একটা হলো আর এস আই। আমি মুভিং এভারেজ দিয়ে ট্রেন্ড সনাক্ত করতে পারি। আর এস আই দিয়ে আমি ওভার ব্রথ এবং ওভার সোল্ড নির্ধারন করতে পারি।

Mamun13
2017-11-19, 09:40 PM
বিভিন্ন মুভিং এভারেজ দিয়ে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজী তৈরি করা যায় যার নাম হলো- 'মুভিং এভারেজ ক্রস ওভার ট্রেডিং স্ট্র্যাটেজী'৷মুভিং এভারেজ বহুল ব্যাবহৃত একটি টেকনিক্যাল টুলস যা দিয়ে ট্রেডিং চার্টে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোর ধারনা নেওয়া যায়৷তবে এসব ইনডিকেটর বেইজড ট্রেডিং স্ট্র্যাটেজী সব সময়ই কাজ করে না তাই এগুলোর উপর কখোনোই নির্ভর করে ট্রেড করা প্রফিটেবল হয় না৷

Grimm
2018-01-13, 12:00 AM
ভাই, এই মুভিং এভারেজ যেমন ভাল তেমন খারাপ। আপনি যদি সবসময় এর সিগনাল ধরে ট্রেড করেন তবে ইন টোটালে লসের সম্মুখীন হবেন বলেই ধারনা। তবে এর সাথে ফিল্টার যোগ করলে ভাল ফল পাওয়া সম্ভব। আসলে ফরেক্সে কোন কৌশলই ১০০% লাভের গ্যারান্টি দিবে না। এই দুটি মুভিং এভারেজ ভাল সিগনাল দিলেও ট্রেন্ড শুরু হওয়ার অনেক পরে সিগনাল দেয়।

আমার মনে হয় না ভাল ট্রেডাররা শুধুমাত্র ইন্ডিকেটর সিগানাল দেখে ট্রেড করে, আর আমার মতে ইন্ডিকেটর এর সিগনাল দেখে ট্রেড করা উচিত নয়। কারণ ইন্ডিকেটর সবসময় সঠিক তথ্য দিতে পারে না। ইন্ডিকেটরগুলো হলো মার্কেট পর্যালোচনা করার জন্য। আপনি যদি ইন্ডিকেটর আপনার মার্কেটে প্রবেশ এর জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনি কখনও সফল ট্রেডার হতে পারবেন না।