PDA

View Full Version : ডাবল টপ প্যাটার্ন



HELPINGHAND
2015-09-18, 03:08 PM
ডাবল টপ প্যাটার্ন খুবই কমন একটা প্রাইস রিভারসাল প্যাটার্ন । ডাবল টপ প্যাটার্ন তখনই হয় যখন কারেন্সি আগের সুইং হাই প্রাইস লেভেল ব্রেক করতে পারে না ! এটা খুবই সহজ একটা প্যাটার্ন ।

এই প্যাটার্ন বুঝতে হলে মুলত তিনটি বিষয় দেখা হয়।

১। প্রাইস শর্ট টার্ম সুইং হাই তৈরি করবে।
২। তারপর এই প্রাইস লেভেল কিছুটা রিট্রেস করবে।
৩। এরপর প্রাইস আবার আগের সুইং হাই প্রাইস লেভেল পর্যন্ত যাবে।

অনেক সময় ডাবল টপ প্যাটার্ন তৈরি হয়ে আবার ট্রিপল টপ প্যাটার্নও তৈরি করে থাকে।

এখন এই ধরনের প্যাটার্ন কেন তৈরি হয় ?

সাধারণত ধারনা করা হয় মার্কেট প্রাইস তার মেমোরি অনুসরন করে। মার্কেট যখন আগের সাপোর্ট বা রেসিসটেন্স লেভেলে আসে তখন ট্রেডাররা ঐ লেভেলে বাই বা সেল দিতে শুরু করে । তখন আগের সুইং হাইয়ের কারনে যে সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল হয়েছে, মার্কেট আবার ঐ লেভেলে গিয়ে রিভার্স করে।সবার একটা ধারনা থাকে মার্কেট ঐ লেভেল থেকে রিভার্স করবে। তাই সবাই ঐ লেভেলে ট্রেড নেয়া শুরু করে।এই মেথড ভালই প্রফিট দেয় তবে মাঝে মাঝে যদি প্যাটার্ন ফেইল করে তখন ট্রেডারদের বেশ বিপদে পড়তে হয়। এই জন্য এ ধরনের প্যাটার্ন ব্যবহারের ক্ষেত্রে স্টপ লস ব্যাবহার করা হয়।

shakawath
2015-09-24, 09:55 AM
স্ট্রেটিজি টা ডিসকাস করার জন্য অসং্খ্য ধন্যবাদ। ভাল লাগে কেউ এইভাবে ডিটেইলসে জানালে। ট্রিপল টপ এর ব্যাপার টা জানালে ঊপকৃত হতাম। ডাবল টপ তো সবসময় মার্কেটে পাওয়া যায় না ভাই। অনেক কম। হয়ত আমি কম খুজে পাই। তবে অনেক সহজ সিস্টেম। এপ্লাই করব অবশ্যই।

Kawsar700
2015-10-02, 08:33 AM
ডাবল পার্টনার করলে পার্টনার থেকে হেল্প নেওয়া যায় এবং অনেক সাহায্য পাওয়া যায়

Momen
2015-10-17, 07:56 PM
আমি ফরেক্স এ নতুন। আপনার এই পোস্টের মাধ্যমে আমি ডাবল টপ প্যাটার্ন সম্পর্কে জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ পোস্ট টা করার জন্যে।

sharifulbaf
2015-12-18, 11:43 AM
ফরেক্স মার্কেট এ আমরা অনেক ধ রনের প্যাটার্ন দেখি তার মধ্যে একটি ডাব ল টপ প্যাটার্ন। আমরা যখন ট্রেডিং করি তখন মার্কেট অনেক উপরে উঠে আবার নিচে নেমে পুনঃ রাই উপরে উঠে সাপোর্ট পপর্যন্ত এই প্যাটার্ন দেখে আমরা বাই ট্রেড ওপেনিং করি।

yasir arafat
2016-04-04, 01:49 PM
ফরেক্স মার্কেটে আমরা চাইলে যেকোন একটা স্ট্রাটেজিকে ফলো করতে পারি।সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছায়।তাই ঘন ঘন স্ট্রাটেজি পাল্টানোটা ঠিক না ।আমরা চাইলে ভাল একটা স্ট্রাটেজি বিল্ড করতে পারি।এটা সম্পূর্ণ আমাদের উপর।

md mehedi hasan
2016-11-01, 12:27 PM
ফরেক্স মার্কেটে ডাবল টপ প্যাটার্ন একটি গুরুত্বপৃর্ণ প্যাটার্ন।কোন ট্রেডার যদি সঠিক ভাবে টপ ডাবল প্যাটার্ন নির্নয় করতে পারে তাহলে উক্ত ট্রেডার ফরেক্স মার্কেটে হতে প্রচুর ইনকাম করতে পারে।তবে উক্ত প্যাটার্নের বিপরীতে ট্রেড করা উচিত হবে না।ফরেক্স মার্কেটে বিভিন্ন প্রকার চার্ট প্যাটার্ন দেখা যায়।তবে এই প্যাটার্ন গুলো সঠিক ভাবে নির্নয় করা শিখতে হবে।

RUBEL MIAH
2017-04-29, 07:20 PM
সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল হয়েছে, মার্কেট আবার ঐ লেভেলে গিয়ে রিভার্স করে । সবার একটা ধারনা থাকে মার্কেট ঐ লেভেল থেকে রিভার্স করবে । ফরেক্স মার্কেটে বিভিন্ন প্রকার চার্ট প্যাটার্ন দেখা যায়।তবে এই প্যাটার্ন গুলো সঠিক ভাবে নির্নয় করা শিখতে হবে । আমরা বেশ করে এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-06-11, 05:39 AM
মারকেট ডাবল টপ প্যাটার্ন এ ট্রেড করলে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারন মার্কেট এ যখন ডাবল টপ এবং ডাবল বটম তৈরী হয় তখন মার্কেট এ রিভার্স করে। আর ট্রেডাররা এই সুযোগ কাজে লাগিয়ে ভাল প্রফিট করতে পারে।

Mamun13
2017-11-19, 09:17 PM
আমরা আমাদের ট্রেডিং চার্টে প্রায়ই এই ডাবল টপ/ডাবল বটম অথবা ট্রিপল টপ/ট্রিপল বটম প্যাটার্ণ গুলো দেখতে পাই৷এই প্যাটার্ণগুলো বিভিন্ন সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোতে তৈরি হয়ে থাকে৷এই প্যাটার্ণগুলো দেখে ট্রেডে এন্ট্রী করার একটা ভালো নির্দেশনা পাওয়া যায়৷এগুলোর নাম রিভার্সাল প্যাটার্ণ৷