PDA

View Full Version : Average directional index(ADX)



HELPINGHAND
2015-09-18, 03:12 PM
Adx মার্কেটের ট্রেন্ডের অবস্থা নির্দেশ করে। অর্থাৎ ট্রেন্ড চলতে থাকবে এবং এর ট্রেন্ড ধরে রাখার শক্তি এবং ট্রেন্ড তার অবস্থান পরিবর্তন করবে কিনা তা নির্দেশ করে।এই ইনডিকেটর থেকে প্রথম দেখেই ট্রেন্ড অবস্থা বুঝা যায় না তাই ট্রেডাররা এই ইনডিকেটর ব্যবহার না করে আরও বোধগম্য ইনডিকেটর ব্যবহার করেন।ট্রেডারদের ট্রেন্ড সবল বা দুর্বল সম্পর্কে ধারণা দেয় ।

Adx ট্রেড করার নিয়মঃ

এই ইনডিকেটরের দুটি লাইনঃ adx(সাদা),(সবুজ),(লাল) এবং দুটি হরাইজনটাল লাইন আঁকতে হবে ২০ লেভেল এবং ৪০ লেভেল।

১। মান ২০ নিচে নামলে বুঝতে হবে ট্রেন্ড দুর্বল এবং ট্রেন্ড দিক এখনো ঠিক হয় নাই।
এই সময় ননট্রেন্ড স্ট্রেটেজি ব্যবহার করতে হবে,তা না হলে ট্রেড লস হবার সম্ভাবনা বেশি।
চেনেল ট্রেডিং হচ্ছে নন ট্রেন্ড ট্রেডিং স্ট্রেটেজির উদাহরন।

২। adx মান যদি ২০ এবং ৪০ মধ্যে থাকে তবে ট্রেন্ড ট্রেডিং স্ট্রেটেজি ব্যবহার করতে হবে।
উদাহরনঃ পেরাবলিক ট্রেডিং বা মভিং এভারেজ ট্রেডিং।

৩। adx মান যদি ৪০ উপরে উঠে তবে মার্কেট ওভারবাই বা ওভারসেল অবস্থায় চলে গেছে। এই অবস্থায় ট্রেড বন্ধ করে দেয়া যেতে পারে বা স্টপ লস ব্যবহার করে কিছু প্রফিট ধরে রাখা যেতে পারে।

৪।+/-DI ট্রেড এন্ট্রি করার জন্য ব্যবহার করা হয় । যখন adx ২০ ক্রস করে উপরে উঠে এবং +DI , - DI কে ক্রস করে তখন বাই সিগনাল নিতে হবে।
সেলের ক্ষেত্রে এর উল্টা । - DI,+DI কে ক্রস করলে সেল সিগনাল বসাতে হবে। তবে adx লাইনের দিকে নজর রাখতে হবে।

Adx যখন ২০ লেভেল প্রথম ক্রস করে তখন লাইন ফ্ল্যাট দেখা যায় ।তখন ধারণা করা হয় নতুন ট্রেন্ড শুরু হচ্ছে এবং মার্কেট কিছুটা কারেকশন হচ্ছে। Adx সাথে অন্য ইনডিকেটর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।যেমনঃ পেরাবলিক ।

shakawath
2015-09-24, 09:48 AM
অনেক দিন পর আবার এই ইন্ডিকেটর এর কথা মনে উঠে আসলো। এই ইন্ডিকেটর অনেক্টা বিশস্ত। এর সিগ্নাল টা অন্য ঈন্ডিকেটর এর চে অনেক শক্তিশালী। এটি মুলত মার্কেট ভলিউম এর ভিত্তি করে। তাই এর গ্রহণযোগ্যতা ও বেশি। টবে কিছু কিছু সময় এটি ও ভুল সিগন্যাল দেয়। বড় টাইম ফ্রেমের সিগ্নাল দেখে শর্ট টাইম ট্রেডে এন্টার করলে ভাল ফল পাওয়া যায়।

basaki
2016-03-26, 12:45 PM
হা ভাই আপনার যে ঈন্ডিকেটর ব্যবহার করার কথা বলছেন তা নির্সন্দেহে খুব ভাল। আমিও মনে করি এটা দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে অনেক ভাল কিছু করা যাবে। তাওবে আমি। অনে করি কেউ যদি ফরেক্স মার্কেটে লোভ না করে কম কম লাভ করতে চায় তবে সে অনেক লাভ করতে পারবে।

rafiqul islam
2016-03-26, 12:49 PM
Adx মার্কেটের ট্রেন্ডের অবস্থা নির্দেশ করে। অর্থাৎ ট্রেন্ড চলতে থাকবে এবং এর ট্রেন্ড ধরে রাখার শক্তি এবং ট্রেন্ড তার অবস্থান পরিবর্তন করবে কিনা তা নির্দেশ করে।এই ইনডিকেটর থেকে প্রথম দেখেই ট্রেন্ড অবস্থা বুঝা যায় না তাই ট্রেডাররা এই ইনডিকেটর ব্যবহার না করে আরও বোধগম্য ইনডিকেটর ব্যবহার করেন।ট্রেডারদের ট্রেন্ড সবল বা দুর্বল সম্পর্কে ধারণা দেয় ।

yasir arafat
2016-04-06, 01:29 PM
মেটা ট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর হিসেবে এসব ইন্ডিকেটরের জনপ্রিয়তা রয়েছে।আর একসাথে দেওয়ার জন্য ধন্যবাদ।মার্কেট এনালাইসিসে এর বিশেষ ভূমিকা রয়েছে।আর মার্কেটের আবস্তা বুঝতে এর ভূমিকা রয়েছে।এখানে দেওয়ার জন্য ধন্যবাদ।

Mamun13
2017-09-12, 05:10 PM
Adx টেকনিক্যাল এনালাইসিসের জন্য ব্যাবহৃত একটি ইনডিকেটর৷কোনোও ইনডিকেটর যত ভালো সিগনালই দিক না কেন একসময় ঠিকই বুঝতে পারবেন যে ইনডিকেটর ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করার জন্য কখোনোই নির্ভর যোগ্য নয়৷তাই আমি ইনডিকেটর ব্যাবহার করি না৷