PDA

View Full Version : ফরেক্স মানি ম্যানেজমেন্ট



HELPINGHAND
2015-09-18, 03:57 PM
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে সেগুলো হলো স্ট্রাটেজি ও মানি ম্যানেজমেন্ট। অনেক নতূন ট্রেডার ও ফরেক্সে ঢুকে প্রফিট করতে পারে। কিন্তু কেন সে প্রফিট করতেছে তা নিজেও জানে না। এবং দুয়েকদিনের মধ্যে তার ব্যালান্স জিরো হয়ে যাবে কি না সেটাও সে জানে না। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা অবশ্যই বুঝতে পারেন যে কেন এই ট্রেড প্রফিট হয়েছে বা ঐ ট্রেড লস হয়েছে।
ধুম থ্রি মার্কা ট্রেড করে যেমন ধুমাধুম প্রফিট করা যায় তেমনি ব্যালান্স জিরো হতেও দেরি হয় না। তাই আপনি যদি ফান্ডামেন্টাল/টেকনিক্যাল ইত্যাদি না ও বুঝেন, তবুও আপনাকে প্রথমে দুটি বিষয় নির্ধারণ করে নিতে হবে।
১, মানি ম্যানেজমেন্ট। ২, স্ট্রাটেজি।
মানি ম্যানেজমেন্ট আপনার স্ট্রাটেজির উপর নির্ভর করে। আপনি কি একসাথে অনেকগুলো পেয়ারে ট্রেড করবেন, অথবা এক পেয়ারে অনেকগুলো ট্রেড গ্রিড স্টাইলে ওপেন করবেন। কত পিপস টার্গেট/রিস্ক নিবেন ইত্যাদি ইত্যাদি।
সর্বোত্তম মানি ম্যানেজমেন্ট হচ্ছে কখনও ব্যালেন্স এর দশ পার্সেন্ট এর বেশি রিস্ক না নেয়া। যেমনঃ
ধরে নিন আপনার ব্যালান্স আছে 1000 USD, এখন আপনি অনেকগুলো ট্রেড ওপেন করতে চান, তাহলে সব ট্রেড মিলিয়ে Equal রিস্ক যেন 100 ডলারের উপরে না যায়। কারণ একসাথে যদি এই 1000 ডলার থেকে 400/500 লস করে ফেলেন তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। আর মাথা গরম হয়ে গেলে ব্যালেন্স জিরো করার আকমটা কখন যে করে বসবেন সেটা নিজেও টের পাবেন না।
আর যদি সিঙ্গল ট্রেড এর কথা বলি, যদি এরকম হয় যে আপনি একই সময়ে একটির বেশি ট্রেড ওপেন করবেন না। তাহলে 1000 ব্যালেন্স হলে এই এক ট্রেডে কখনও 100 এর বেশি রিস্ক নিবেন না।
আর একটা ট্রেড লস হয়ে গেলে পাগলের মত উল্টাপাল্টা ট্রেড শুরু করবেন না। লস করলে মাথা গরম হয়ে যায়। তাই কখনও লস করে ফেললে কম্পিউটার বন্ধ করে দিয়ে মনটাকে হালকা করে নিন।
উপরের নিয়মগুলো ফলো করতে হলে অবশ্যই স্টপলস ইউজ করতে হবে। স্টপলস ইউজ না করলে কিভাবে বুঝবেন যে আপনি 100 নাকি 1000 রিস্ক নিচ্ছেন।

onlyfx
2015-10-22, 08:47 PM
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপুর্ন একটি বিষয় । মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেতে টিকে থাকার মুল্মন্ত্রই হচ্ছে মানি ম্যানেজমেন্ট । আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে দেখা যাবে আপনি অল্প একাউন্ট ব্যালেন্স নিয়েও অনেক ভালো করছেন এবং লাভ করতে পারছেন । কিন্তু কেউ যদি বেশি লোভ করে এবং মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে তাহলে কয়েখাজার একাউন্ট ব্যালেন্স থাকলেও সে লাভ করতে পারবে না ।

Fxaziz
2015-10-30, 11:49 PM
ফরেক্স এ কাজ করেত হলে মানি ম্যানেজমেন্ট করেতে হবে। এটা ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না । এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে কাজ করন তাহলে আপনি তেমন বেশি বালেঞ্চে নিয়ে কাজ করতে হবে না। আপনি মানেজমেন্ত করে আসলে আপনি লাভ করতে পারবেন এতে আমি নিশ্চিত। আমাদের মঘে অনেক এ আসে যারা বেশি লোভ করে মানেজমেন্ত ছাড়া ট্রেড করে ।সাবধান এটা কিন্তু করা যাবে আন আপনি লস করতে পারেন ।

MotinFX
2015-11-08, 10:54 AM
ফরেক্স করতে হলে মানি মেনেজমেন্ট করে মেনে চলতে হবে। তানাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কারণ মানি মেনেজমেন্ট না করলে একাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্বভাবনা থাকে। তাই সবার উচিত মানি মেনেজমেন্ট ফলো করে চলা।

Furkan
2015-11-10, 12:35 AM
ফরেক্র মারকেটে সব চাইতে গুরুত পূরণ সাইট হলো মানি ম্যানেজমেন্ট । এটি এমন একটি বিষয় এই বিষয় টি যদি ভাল ভাবে না যানেন তাহলে ফরেক্র মারকেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনি যদি ফরেক্র মারকেটে বেশি দিন টিকে থাকতে চান তাহলে মানি ম্যানেজমেন্ট বিষয় টি ভাল ভাবে জানি নেভেন।

Fxaziz
2015-11-17, 12:55 PM
ফরেক্স এ আসার মনোভাবই আপনাকে সব চেয়ে বেশি উদ্বুদ্ধ করবে । তাই ফরেক্স এ ট্রেড করার আপনি সব সময় নিজেকে আত্মবিশ্বাসী ভেবে ট্রেড করতে হয় । ট্রেড করার পূর্বে আমাদের কিছু রীতিনীতি মেনে চলা উত্তম । তেমনই মানি ম্যানেজমেন্ট এর মধ্যে একটি । ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনাল্যাইচিছ এর মধ্যে যদি আপনি ট্রেড বা কারেঞ্চি না বুজেন তাহলে মানি ম্যানেজমেন্ট দ্বারা আপনি ট্রেড করতে পারেন । তাই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানাও প্রয়োজন ।।

maziz6989
2015-11-19, 11:16 AM
আসলে মানি ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যা অস্বীকার করার কোন উপায় নেই। এই যেমন মানি ম্যানেজমেন্ট ফলো না করার কারণে আমার ১০৮০ ডলারের একাউন্ট এখন ৩৭০ ডলারে এসে ঠেকেছে। একেবারে ছেড়ে দিয়েছি যেখানে যেতে পারে যাক। কয়েকদিন আগে এক সিনিয়র ভাইয়ের লেখা পড়লাম। সে বলল আমাদের একাউন্টে যখন পর্যাপ্ত ডলার থাকে তখন আমরা মানি ম্যানেজমেন্ট এর কাছ দিয়েও যাই না। যখনই তলানীতে এসে ঠেকে তখন স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করি।

iqbalearth
2015-11-20, 01:32 PM
ফরেক্র মারকেটে সব চাইতে গুরুত পূরণ সাইট হলো মানি ম্যানেজমেন্ট । এটি এমন একটি বিষয় এই বিষয় টি যদি ভাল ভাবে না যানেন তাহলে ফরেক্র মারকেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনি যদি ফরেক্র মারকেটে বেশি দিন টিকে থাকতে চান তাহলে মানি ম্যানেজমেন্ট বিষয় টি ভাল ভাবে জানি নেভেন।

majidiqbal
2015-11-22, 03:43 PM
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ন বিষয়। এটি না মানলে এই মার্কেটে টিকে থাকার যেগ্যতা হারাতে সময় লোগেনা।

AbuRaihan
2015-11-26, 11:44 PM
ফরেক্স মানি ম্যানেজমেন্ট বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৤ কারণ ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমার নিজস্ব চিন্তা এবং বিশ্লেষণ অণুসারে প্রধানত ফরেক্স দক্ষতা এবং সঠিক মানি ম্যানেজমেন্ট এই ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম ৤ তাই মানি-ম্যানেজমেন্ট যত বেশি পরিকল্পনাভিত্তিকহবে তত বেশি ট্রেডিং সফলতা লাভ করবেন ৤ আপনার মোট মূলধনের উপর ভিত্তি করে পরিমিত পরিমাণে নিদ্দিষ্ট হারে ঝুঁকি গ্রহণ করাকে বলা হয় মানিম্যানেজমেন্ট ৤

amdad123
2015-11-27, 03:36 PM
ফরেক্সে একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম । ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন। আর মানি ম্যানেজমেন্টের মানে হচ্ছে আপনার এমন একটি ট্রেডই ওপেন করা যেটাতে আপনার লস করার সম্ভবনা থেকে লাভের সম্ভবনা ততগুন হবে । তাই একজন ভালো ট্রেডার হতে হলে মানি ম্যানেজমেন্ট অত্যান্ত জরুরী ।

sayem11
2015-11-27, 04:17 PM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তার জন্য যিনি ট্রেড করে সঠিক ভাবে নিজে পুঁজি ঠিক রেখে লাভ করতে চায় । মানি ম্যানেজমেন্ট সম্পর্কিত সঠিক জ্ঞান না থাকলে আপনি অনায়াসে আপনার অ্যাকাউন্ট টি হারাতে পারেন। সহজ ভাবে বললে, যদি আপনার ট্রেড টি লস এ থাকে তবে সর্বোচ্চ কত লস এ আপনার ট্রেড টি ক্লোজ করতে চান।এটা কে বলা যায় লিমিট অফ লস। মানি ম্যানেজমেন্ট এ বিভিন্ন বিষয় উঠে আসে যেমন মারজিন লেভেল, সঠিক স্টপ লস এর ব্যবহার। আর শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করার কারনে ফরেক্স মার্কেটে ৯০% নতুন ট্রেডার তাদের একাউন্ট জিরো করে থাকে ।

Marufa
2015-11-27, 04:20 PM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । মানি ম্যানেজমেন্টকে ফরেক্স এর প্রাণও বলা হয় সঠিক মানি ম্যানেজমেন্ট ছাড়া সফল হওয়া সম্ভব হয় না । তাই প্রত্যেকেরই সঠিক মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারনা থাকা দরকার।

dinner
2015-11-29, 11:40 AM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

basaki
2016-03-26, 12:20 PM
মানি মেনেজ মেন্ট ফরেক্স ট্রেড করতে হলে আমি মনে করি যে কোন ফরেক্স ট্রেডার কে এটা ফলো করেই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে হবে না হলে সে ব্যক্তিকে ফরেক্স মার্কেট থেকে খুব বেশি ভাল কিছু করতে পারবে না। তাই আপনাকে মানি মেনেজমেন্ট ভাল করে শিকেই ট্রেড করাটা অনেক ভাল।

Fasor
2016-03-27, 01:23 AM
আমি এই মানি ম্যানেজমেন্ট মানতাম না। এর ফলে আমি অনেকবার অ্যাকাউন্ট শূন্য করে ফেলেছি। এটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি না মানলে আপনি কখনই ফরেক্স এ টিকে থাকতে পারবেন না। মাথা গরম করে আপনি আপনার অ্যাকাউন্ট শূন্য করে ফেলবেন, এতা নিশ্চিন্তে থাকুন। অল্প করে ট্রেড করে মাথা ঠাণ্ডা রাখুন। মানি ম্যানেজমেন্ট সবসময় মেনে চলুন।

abdulguffer
2016-03-27, 07:50 PM
ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জানতে হবে । ভালো মানি ম্যানেজম্যান্ট না থাকলে ফরেক্স এ সফলতা লাভতো দুরের কথা ব্যালেন্স টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে যায়। ফরেক্স এ সফলতার 60% নির্ভর করে ভাল মানি ম্যানেজম্যান্ট এর উপর।

abdulguffer
2016-03-27, 08:06 PM
ফরেক্স এ ভালো মানি ম্যানেজম্যান্ট এর প্রথম শর্ত হচ্ছে কম রিস্ক এ ট্রেড করা। অর্থাৎ ছোট লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে এবং স্টপ লস এমন ভাবে সেট করা যাতে ট্রেড যদি লস এ বন্ধ হয়ে যায় ,লসটি যেন সহনিয় পর্যায় থাকে ও আপনার মুলধনের উপর এর কোন প্রভাব না পড়ে। সর্বোচ্চ 2% রিস্ক নিতে হবে এবং তা প্রতিটি ট্রেড এ ফলো করতে হবে।

Md Akter Hossain
2016-03-27, 08:32 PM
ফরেক্স মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করেই টিকে থাকতে হবে । অন্যথায় আপনি কখনোই এই মার্কেটে টিকে থাকতে পারবেন না । অামিও আগে মানি ম্যানেজমেন্ট করতাম না । ফলাফল যা হবার তাই হলো । অনেক লস করলাম ।

yasir arafat
2016-04-06, 11:56 PM
ফরেক্স করতে হলে আপনাক অবশ্যই মানি ম্যানেজমেন্ট রোল ফলো করতে হবে।তানাহলে একাউন্ট জিরো হয়ে যাবে।কারণ ফরেক্স করতে হলে আপনাকে আগে অবশ্যই মানি ম্যানেজমেন্টটা জানতে হবে।এর উপর ভিত্তি করেই আপনার একাউন্টের বাঁচা মরা।তাই গুরুত্বগুলো নিজের কাছে তুলে ধরে ট্রেড করাই শ্রেয়।

ASADUR RAHMAN
2016-04-07, 11:46 AM
ফরেক্স মানি ম্যানেজমেন্ট বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

Rahat015
2016-04-17, 08:40 AM
ফরেক্স এ ব্যলেন্স বাচানোর উপায় হল মানি মেনেজমেন্ট রুলস।। আর মানি মেনেজমেন্ট রুলস অনুসারে আপনার ব্যলেন্স এর ১০% রিস্ক নিবেন।। আর এই ১০% আপনি কতক্ষন মার্কেট এ টিকিয়ে রাখবেন সেই অনুসারে লট সেট করবেন।। আর সূত্রটা মনে রাখতে পারেন ।। লট = ইনভেস্টমেন্ট(১০%)/পিপস।।

dwipFX
2016-04-17, 09:48 PM
ফরেক্স করতে হলে আমাদের কে অনেক কিছু শিখতে হবে কারন এটা বিশাল মার্কেট যা সরা বিশ্বের মানুষ ট্রেড করে তাহলে আমাদের কে প্রতিটা নিয়ম মেনে ট্রেড করতে হবে। মানি মেনেজমেন্ট সম্পর্কে আমার সঠিক ধারনা নেই। সিনিয়র দের সহযোগিতা চাই।

sam0188
2016-04-18, 12:30 AM
এখানে অনেক ভাইদের দেকলাম ভাল মানি ম্যানেজমেন্ট জানেন বা ধারনা রাখেন। আমি ভাইদের কাশে জানতে চাই ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে রিক্স রেসিও কত হবে? আর একটা যিনিস আমার যদি ১০০০ ডলার থাকে আর আমি যদি ১০% রিক্স নেই মানে ১০০ ডলার পর্যন্ত সে ক্ষেত্রে আমির কি একাধিক ট্রেড বেসি ভাল না সিংগেল ট্রেড বেসি ভাল?

Rahat015
2016-04-19, 09:48 AM
ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে হলে সবচেইয়ে গুরুত্বপূর্ন বিষয় হল ব্যালেন্স ঠিক রাখা।। আর আপনার ব্যালেন্স ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই মানি মেনেজমেন্ট রুলস মেনে চলতে হবে।। নয়ত আপনার একাউন্ট ০ হওয়ার সম্ভাবনা খুব বেশি।। আর ঠিকে থাকার জন্য মানি মেনেজমেন্ট।।

basaki
2016-04-20, 10:41 AM
ফরেক্স মার্কেটে আপনি যদি লাভবান হতে চান তবে আমি মনে করি আপনাকে মানি মেনেজমেন্ট সপর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে কারন এটা যদি আপনি ভাল করে না করতে পারেন তবে আপিনার অনেক লস গুনতে হতে পারে বলে আমি মনে করি। তাই মানি মেনেজমেন্ট করাটা খুব ভাল একটা ব্যপার।

ahal
2016-04-23, 03:27 PM
আবশ্যই ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্য অনেক । সঠিক মানিম্যানেজমেন্ট না থাকলে খুব দ্রুতই ফরেক্স কে আপনার বিদায় বলতে হবে । কারন ফরেক্স করতে হলে আপনাকে মুল্ধন খাতাতে হবে , আর মুল্ধন খাটিয়ে যদি লাভ না হয় শুধু লসের মধ্যেই থাকেন তাহলে তো কোন মানেই হয়না ফরেক্স এ শুধু সময় ব্যায় করে । টাই আমি মনে করি প্রতি ত্রেদারের উচিত সঠিক মানি ম্যানেজমেন্ট এর সাথে ট্রেড করা , এবং নিজের মুল্ধনের উপর ঝুঁকি কমান ।

Realifat
2016-04-26, 03:27 PM
আপনি অনেক ভালো লিখেন। মানি ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা ফরেক্সের মত মার্কেটে অপরিসীম। কেননা মানি ম্যানেজমেন্টের মাধ্যমে ট্রেডাররা অ্যাকাউন্টে রিস্কের কম বেশি করে অ্যাকাউন্টে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে।এটাকেই মানি ম্যানেজমেন্ট বলে।আপনি সবসময়ই চেষ্টা করবেন মানি ম্যানেজমেন্টের প্রয়োগ করতে।

RUBEL MIAH
2016-04-26, 10:54 PM
ফরেক্স ব্যবসা মানি ম্যাসেজমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম । যে যত বেশী এই মানি ম্যানেজমেন্ট করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সকলে এই ব্যবসা করার আগে মানি মানেজমেন্ট করে নেব তাহলেই সফলকাম হতে পারব ।

basaki
2016-05-07, 10:30 AM
ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন্ট আমি মনেনকরি সব চাইতে খুব ভাল কাজ করে আপনি যদি ফরেক্স করতে গিয়ে মানি মেনেজমেন্ট ভাল করে না করতে পারেন তবে আপনার একাউন্ট বেশি দিন ঠিকবে বলে আমি মনেবকরি না তাই আগে ফরেক্স শিখতে হবে তারপর ট্রেড করতে হবে বলে মনে করি।

sharifulbaf
2016-05-18, 07:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকি কিন্তু অনেক ট্রেডার আছে ট্রেডিং করে কিন্তু মানি ম্যানেজ মেন্ট সিস্টেম জানেনা,তাই আমি বলতে চায় আমরা ফরেক্স মার্কেটে যা ডিপোজিট করি সেই ডিপোজটের থেকে যদি আমরা ১০% রিস্ক নিয়ে ট্রেডিং করে থাকি তাকে আমরা মানি ম্যানেজ মেন্ট বলে থাকি,এই সিস্টেম ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবেনা।

Sahed
2016-07-25, 05:11 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে মানি ম্যানেজমেন্ট না করার কারনে । এলোমেলো ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে সীমিত ট্রেড করাই উত্তম ট্রেডারের বৈশিষ্ট । মনে রাখতে হবে মার্কেটে মানি ম্যানেজমেন্ট না করলে লস করে একাউন্ট শূণ্য করার সম্ভাবনাই বেশি ।

milonkhanfx1993
2016-09-28, 12:37 AM
মানি ম্যানেজমেন্ট এর একটা উদাহারন দেই সেটি হচ্ছে,আপ্নার একটি আম পারতে হবে,হাতে আছে বড় একটি ঢিল।আপ্নি কি করবেন ঐ বড় ঢিল টাই ছুরবেন নাকি সেটা তিন চার টুকরা করে তিন চার বার চেষ্টা করবেন?
আপনার সঠিক উত্তর টাই মানি ম্যানেজমেন্ট এর জন্য ভাল উদাহরন

md mehedi hasan
2016-11-12, 02:09 PM
ফরেক্স মার্কেটে মানিম্যানেজমেন্ট একটি অতি গুরুতবপূর্ণ বিষয়।আপনি যদি ফরেক্স মার্কেটে সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে অতি দ্রুত আপনি আপনার একাউন্ট হারাবেন।আর ফরেক্স মার্কেটে সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট করতে পারলে আপনি কখনো আপনার একাউন্ট হারাবেন না।

Shimul77
2016-11-23, 05:45 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট টিক্যে রাখার মোক্ষম ওষুধ হল মানি ম্যনেজম্যান্ট।মানি ম্যনেজম্যান্ট হল আপনি কন ট্রেডে কত খানি রিস্ক নিবেন যে আপনার একাউন্টে লস কতটুক বহন করবেন যা আপনার একাউন্টে লস হবে ঠিকই কিন্তু বেশি একটা প্রভাব পড়বে না।আপনার একাউন্ট যত ইনভেস্ট আছে তার উপর ৫% রিস্ক নেওয়া উচিত।

sohrab
2016-11-23, 06:13 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য মানি ম্যনেজমেন্ট খুবই জরুরী । মানি ম্যনেজমেন্ট ছাড়া ট্রেড করা মটেও ঠিক নয় । কেননা কেউ যদি মানি ম্যনেজমেন্ট ছাড়া ট্রেড করলে যদি কখনো ট্রেড প্রতিকূলে যায় তাহলে ব্যলেন্স জিরো হওয়ার সম্ভবনা থাকে । তাই মানি ম্যনেজমেন্ট ছাড়া ট্রেড করা যাবেনা ।

nisho5533
2016-11-26, 08:14 PM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথা গুলো পাড়লাম আর এর থেকে অনেক কিছু জানতে বা বুঝতে পারলাম | আপনি যদি এমন ধরনের আর্ব অনেক অনেক পস্ট করেন তবে আপনার কাছ থেকে উপকারিত হব | ফরেক্স মাকেটে আয় করতে হলে আমি মনে করি মানি ম্যানিমানেজমেন্ট করা দরকার |

MADADEE
2016-11-27, 10:22 AM
ফরেক্স মাকেট করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে তবেই আপনি ফরেক্স মাকেটে টিকে থাকতে পারবেন আর না করলে আপনি অতি সহজে লস করতে পারেন |

জ্যাক কয়েন
2016-11-28, 12:36 AM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট করা সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন মানি-ম্যানেজমেন্ট ছাড়া কোন ট্রেডার কখনই সফল ট্রেডার হতে পারে না। মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করলে অ্যাকাউন্ট ভ্যানিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত।

MADADEE
2016-11-30, 12:04 AM
ফরেক্স মাকেটে আয় করতে হলে আমি মনে করি মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স মাকেট করা উচিত হবে | আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স করেন তবে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন আপনার একাউন্ট জিরো হবে না | ফরেক্স করেন আর ফরেক্স থেকে আর করেন ধন্যবাদ |

Mamun13
2017-11-08, 06:56 PM
মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো না করে নিজের ইচ্ছামতো ট্রেড করলে খুব দ্রূত আপনার পুরো ব্যালেন্সটাই জিরো করে ফেলবেন৷তাই ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হলে অবশ্যই মানি মেনেজমেন্ট কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷ব্যালেন্সের তুলনায় সঠিক ভলিয়মে ট্রেড ওপেন করা,সঠিক লিভারেজ নেওয়া,স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে সেট করা,সঠিক ভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও বুঝে ট্রেড করা...ইত্যাদি নানা জরুরী বিষয়গুলো এই মানি মেনেজমেন্টের অন্তর্ভূক্ত৷

expkhaled
2017-11-20, 06:38 PM
আমি মনে করি ফরেক্স করতে হলে প্রথমে মানি ম্যানেজমেন্ট এর ব্যাপারে জানতে হবে নইলে লস কেউ ঠেকাতে পারবে না। সুতরাং যত যা কিছু স্টাডি করুন না কেন মানি ম্যানেজমেন্ট আগে কারন একমাত্র মানি ম্যানেজমেন্টই পারে আপনাকে বেশী দিন টিকিয়ে রাখতে ফরেক্সে। ফরেক্স অত্যান্ত ঝুকিপূর্ন ব্যবসা, সুতরাং এটার ব্যপারে সঠিক জ্ঞান না থাকলে লস হবেই। ফরেক্স এর ব্যপারে জানতে ভালভাবে এবং স্টাডি করতে হবে প্রচুর পরিমানে।

morshed naim
2017-12-05, 03:18 AM
ফরেক্স মানি ম্যানেজমেন্ট বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী।আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স করেন তবে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন আপনার একাউন্ট জিরো হবে না | ফরেক্স করেন আর ফরেক্স থেকে আর করেন রেক্স মাকেটে আয় করতে হলে আমি মনে করি মানি ম্যানিমানেজমেন্ট করা দরকার |

Grimm
2018-02-07, 11:15 PM
ফরেক্স ব্যবসায় অর্থ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক অর্থ ব্যবস্থাপনা ছাড়া এই বাজারে টিকে থাকা একেবারেই সম্ভব নয়। আর সঠিক অর্থ ব্যবস্থাপনা সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে ফলে আমরা কখনই বেশি ঝুকি নিতে পারি না। আর যে ট্রেডার অর্থ ব্যবস্থাপনা ছাড়া এই বাজারে ট্রেড করে থাকেন আমার মনে হয় সে কখনই সফলভাবে মুনাফা উপার্জন করতে পারেন না।

Tofazzal Mia
2018-02-22, 04:35 PM
ফরেক্সে লেনদেনের ক্ষেত্রে, আপনাকে জানতে হবে কিভাবে বিনিয়োগের সঠিক ব্যবহার করতে হবে; তাহলেই পর্যাপ্ত পরিমাণ আয় করতে আপনার কি পরিমাণ তহবিলের প্রয়োজন হবে এবং যদি লোকসান হয়, সেক্ষেত্রে কিভাবে আপনার সম্পূর্ণ আমানত হারানো থেকে বেঁচে যাবেন।
এই লক্ষ্য অর্জনে রয়েছে বিশেষ মানি ম্যানেজমেন্ট মেথড (অর্থ ব্যবস্থাপনা কৌশল):
নো ইকুইটি ম্যানেজমেন্ট মেথড এ বেশিরভাগ ট্রেডার যখন একটা পজিশন খোলে, তারা তাদের তহবিলের সম্ভাব্য লাভ ক্ষতির হিসাব না করেই সেটা ব্যবহার করে, এটাকেও একটা কৌশল হিসাবে ধরা হয় কিন্তু মূলধন যদি খুব বেশি না হয়, সেক্ষেত্রে কয়েকটি ব্যর্থ লেনদেনে সম্পূর্ণ মূলধন শেষ হয়ে যেতে পারে।
একাধিক চুক্তি বৈদেশিক মুদ্রা বাজারে বিভিন্ন উপকরণে বিভিন্ন পজিশন খোলা হয়, উদাহরণ সরূপ, ইউরো/ মার্কিন ডলার এবং ইউরো/গ্রেট ব্রিটেন পাউন্ড, যদি মূল্যের ওঠানামা সঠিকভাবে হয় তাহলে একজন ট্রেডার মুনাফা অর্জন করতে পারে। এই উপার্জনের সময় লাভ অথবা লোকসান উভয়ই হতে পারে।
নির্দিষ্ট পরিমাণের তহবিলের উপর নির্ভরকরে, একজন ট্রেডার সিদ্ধান্ত গ্রহণ করে যে একটা পজিশন খোলার সময় সে কি পরিমাণ ঝুঁকি নিতে পারবে। এক্ষেত্রে ট্রেডারেরা চুক্তি করতে তার তহবিলের অধিক পরিমাণের চুক্তি করে না। br /> ফিক্সড ইকুইটি ইন্টারেস্ট রেট এই কৌশল পূর্বের কৌশলের মতই কিন্তু কিছু পার্থক্য আছে: ট্র্বেডারেরা ইকুইটি ইন্টারেস্ট রেট নির্ধারণ করে কিন্তু ইকুইটির পরিমাণ নির্ধারণ করে না।

লাভ লোকসানের হিসাব করে, সকল কার্যক্রম সম্পাদনের পরিসংখ্যান করতে হয় (লোকসানের পরিমাণ, মুনাফা এবং তাদের মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক)। আপনি যখন লাভ ও লোকসানের সম্পর্ক বুঝতে পারবেন, তখন আপনি আপনার ট্রেডিং এর ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে পারবেন। ইকুইটি কার্ভ ট্রেডিং বেশিরভাগ ট্রেডার মুভিং এভারেজ এর সাথে পরিচিত, যা মার্কেটে প্রবেশ বা প্রস্থান করার সঠিক সময় সম্পর্কে সিগন্যাল প্রদান করে।
এই পদ্ধতি অনুসারে, লেনদেনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস করতে মুভিং এভারেজ ব্যবহার করা হয়। যদি ইকুইটি কার্ভের স্বল্প সময়ের মুভিং এভারেজ দীর্ঘ সময়ের মুভিং এভারেজ এর উপরে হয়, সে ক্ষেত্রে একটা অবস্থান খোলা যেতে পারে এবং সেটা লাভজনক হবে বলে আশা করা যায়। যদি স্বল্প সময়ের মুভিং এভারেজ দীর্ঘ সময়ের মুভিং এভারেজ থেকে কম হয় সে ক্ষেত্রে অবস্থান খোলার পূর্বে কিছু সময় অপেক্ষা করা উচিত।

Md_MhorroM
2019-07-14, 01:41 AM
সফল হবার প্রধান শর্ত হলো মানি ম্যানেজমেন্ট করা। ।মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

Mazharul777
2019-07-14, 01:42 AM
আমরা জানি ফরেক্সে একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম । ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন। আর মানি ম্যানেজমেন্টের মানে হচ্ছে আপনার এমন একটি ট্রেডই ওপেন করা যেটাতে আপনার লস করার সম্ভবনা থেকে লাভের সম্ভবনা ততগুন হবে । তাই একজন ভালো ট্রেডার হতে হলে মানি ম্যানেজমেন্ট অত্যান্ত জরুরী ।

Hasinapx
2019-07-29, 11:36 AM
দীর্ঘদিনের ফরেক্স অভিজ্ঞতা যেটা বলে -তা হলো মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে মেনে না চললে আপনি যত বিনিয়োগই করেন না কেন ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না। এজন্য আপনার পূজি অনুযায়ী কত লটে কয়টা এন্ট্রি নিতে হবে সেটা আপনাকে পূর্বেই জেনে নিয়ে ট্রেড করতে হবে তাহলে আপনার পূজি যত কমই হোক না কেন একসময় ঠিকই সফল হতে পারবেন এবং বিন্দু বিন্দু করে এক সময় প্রফিটের সমুদ্র গড়ে তুলতে পারবেন- সন্দেহ নেই ।

Rokibul7
2019-08-13, 02:09 AM
আমি আপনাদের মাঝে একেবারে নতুন,আপনাদের মন্তব্যে যা বুঝলাম যে,ফরেক্স করতে হলে ফরেক্স সমন্ধে যথেষ্ট দক্ষ হতে হবে।অনেক নিয়ম ফলো করতে ও চেখ কান খোলা রাখতে হবে।আর মানিম্যনেজম্যান্ সম্পকে বুঝতে হবে এবং তা ফলো করতে হবে।তাহলে হয়তো ফরেক্স মাকেটে টিকে থাকা ও কিছু জানা যাবে।চেষ্টা করবো নিজেকে আপনাদের মত গড়ে তুলবো

abcdilip
2019-09-19, 09:02 AM
মানি ম্যানেজমেন্ট না মানলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশি। ফরেক্সে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপুর্ন একটি বিষয় । মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেতে টিকে থাকার মুল্মন্ত্রই হচ্ছে মানি ম্যানেজমেন্ট । আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে দেখা যাবে আপনি অল্প একাউন্ট ব্যালেন্স নিয়েও অনেক ভালো করছেন এবং লাভ করতে পারছেন । কিন্তু কেউ যদি বেশি লোভ করে এবং মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে তাহলে কয়েখাজার একাউন্ট ব্যালেন্স থাকলেও সে লাভ করতে পারবে না ।

DhakaFX
2019-11-20, 05:34 PM
ধরুন, আপনি ৫ পার্সেন্ট রিক্স নিয়ে ট্রেড করেন। তাহলে প্রতিটি ট্রেড এ আপনাকে প্রতিবার ৫ শতাংশ রিক্স নিতে হবে এর কম বেশি করা যাবে না। এখন আপনার ডিপোজিট যদি 100 ডলার হয় তাহলে প্রতিটি ট্রেডে আপনি 5 ডলার নিবেন অর্থাৎ আপনার এস এল হবে 5 ডলার এবং টিপি হবে 10 ডলার অথবা এর চেয়ে বেশি আপনার রিওয়ার্ড রেশিও অনুযায়ী। কোনভাবেই এর ব্যতিক্রম করা যাবেনা। আপনার সিস্টেমে ট্রেড আসলে তবেই আপনি ট্রেড অরডার প্লেস করবেন। এরপরে এস এল এবং টিপি যথা স্থানে বসিয়ে সেই ট্রেডের কথা ভুলে যাবেন। তারপর ঐ ট্রেডের দিকে আর না তাকলেই ভালো।
যদি টিপি হিট করার অনেক কাছে গিয়ে ফিরে এসে এস এল হিট করে তাহলে কোন সমস্যা নেই কিন্তু আপনি এস এল বা টিপি পরিবর্তন করবেন না। প্রতিটি ট্রেডে আপনাকে লাভ করার প্রয়োজন নেই আপনি যদি অন এভারেজ ৫০% প্রফিট করেন এবং বাকি ৫০% ট্রেড লস করেন তবুও আপনি বেশ লাভবান থাকবেন ১ঃ২ বা তার বেশি রেশিও ব্যবহার করার কারনে।

FX7
2019-11-20, 11:57 PM
এতদিন পরে কেমন জানি একটা ধারনা পেলাম।ব্যাপারটা বুঝতে পেরে খুব ভাল লাগলো।নতুন কিছু মাথায় এলো।এত দিন ধরে এমন ধারনা ভাবতেই পারিনি।ধন্য বাদ ভাই পোষ্ট শেয়ার করার জন্য,এত সুন্দর সাঝিয়ে বুঝিয়ে লেখার জন্য।

SUROZ Islam
2020-01-02, 05:17 PM
9716
সহজভাবে বলতে গেলে প্রফিট এবং লস কে সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে ফরেক্স মানি-ম্যানেজমেন্ট। ফরেক্স ট্রেডিং এর মূলমন্ত্রই হচ্ছে মানি-ম্যানেজমেন্ট। তাই মানি-ম্যানেজমেন্টকে ফরেক্সের প্রাণ বলা হয় । যে ফরেক্স ট্রেডার মানি ম্যানেজমেন্ট এর দিকে মনযোগ না দিয়ে SL আর TP ব্যাবহার করছে সে মুলত ট্রেডিং নয়, গ্যাম্বলিং করছে। কারণ ট্রেড যখন তার পক্ষে যাচ্ছে তখন সে লাভ করছে ট্রেড যখন তার বিপক্ষে যাচ্ছে তখন সে লস করছে যেহেতু SL এবং TP এর মাধ্যমে লাভ-লস পুর্বে থেকেই নির্ধারিত পরে কি হবে তার জানা নেই, যাকে মানি-ম্যানেজমেন্ট বলে না ।
মানি-ম্যানেজমেন্ট হচ্ছে একটি ট্রেড প্রফিটে গেলে তা পরিচালনা করে যেমন লাভ নিয়ে বাহির হওয়া টিক তেমনি একটি ট্রেড লসে গেলে তা পরিচালনা করে লাভ নিয়েই বাহির হওয়ার সু-কৌশল বা বিদ্যা অর্জন করা । এবার নিজেকে প্রশ্ন করুন কোন ট্রেড যদি লসে চলে যায় আর আপনি যদি তা ছেড়ে দেন তাহলে কি তা মানি-ম্যানেজমেন্ট হল? অবশ্যই না ।
.মানি-ম্যানেজমেন্টের জন্য আপনার যে বিষয়গুলো 100% জানতে হবে ।
১. পিপ্স ভ্যালু কি তা নয়, বরং জানতে হবে পিপ্স ভ্যালু এর ব্যাবহার ।
২. Balance অনুযায়ী Lots সাইজ এর ব্যাবহার ।
৩. Leverage এর ব্যাবহার । নতুনদের জন্য Leverage ব্যাবহার করা মানে স্বেচ্ছায় ব্রোকারকে নিজের $$$ গুলো দিয়ে আসা ।
৪. ফান্ডামেন্টাল নিউজ (Most Important) যা মার্কেট Trend Line যে কোন সময় ঘুরিয়ে দেয় ।
৫. Swap এর Positive and Negative সম্পূর্ণ ধারনা ।
৬. Scalping Strategy লস ট্রেডের ক্ষেত্রে লাভের জন্যএটেম বোম ।
৭. জনপ্রিয় নিউজ সাইটগুলোর উপর পরিপূর্ণ ধারণা ।
.আমি পুর্বে একটি পোষ্ট করে বলেছিলাম ‘’SL ছাড়া শুধু TP ব্যাবহার করার ফর্মূলা শিখুন দেখবেন ফরেক্সে লস বলে কিছু নেই, এজন্য আপনাকে মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হবে’’ । এখন আমার প্রশ্ন হচ্ছে যদি মানিম্যানেজমেন্ট ই না বুজেন তাহলে ‘’SL ছাড়া শুধু TP ব্যাবহার করার ফর্মূলা জানবেন কিভাবে ? অথচ একজনও বলেননি আমি মানিম্যানেজমেন্ট জানতে চাই !!! অনেকেই বলেছেন TP ফর্মূলা শিখতে চাই । অথচ আমি বলেছি TP ফর্মূলা ব্যাবহার জানতে হলে মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হবে । আর মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হলে উপরে উল্লেখিত বিষয়গুলোর উপর সূক্ষাতিসূক্ষ জ্ঞান রাখতে হবে।
কাজেই আমাকে যারা ফলো করেন তারা আমার পোষ্টগুলো ভালভাবে বুঝার চেষ্টা করুন আমি মূলত Forex Trading এর মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যা পরবর্তিতে Live সেমিনারের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ । যা আপনি অর্থ ব্যায় করেও শিখতে পারবেন না। কারণ বাজ্ঞালি নিতে জানে দিতে জানে না, যা আমার অভিজ্ঞতার আলোকে শিখেছি ।
.ভাল থাকুন সুস্থ থাকুন ২০২০ ইং নতুন বছর Trading সফলতা বয়ে আনুন***

mdmoshin1988
2020-01-04, 01:46 PM
ফরেক্স এ কাজ করেত হলে মানি ম্যানেজমেন্ট করেতে হবে। এটা ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না । এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে কাজ করন তাহলে আপনি তেমন বেশি বালেঞ্চে নিয়ে কাজ করতে হবে না। আপনি মানেজমেন্ত করে আসলে আপনি লাভ করতে পারবেন এতে আমি নিশ্চিত।

Goearn
2020-01-06, 12:44 PM
হ্যাঁ এখানে সবাই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বলছে কিন্তু আসলে মানি ম্যানেজমেন্ট সিস্টেম কোন ভাবে করা উচিত বা কিভাবে এটার সুবিধা পাওয়া যায় সেটা সম্পর্কে কেউ এখানে বলেনি হ্যাঁ ফরেক্স এ ট্রেড করার জন্য প্রথম ধাপ হলো আমাদের মানি ম্যানেজমেন্ট মানে হল যে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে তা দিয়ে আমরা কতটুকু সময় ধরে একটি ট্রেড করতে পারি তার ব্যবস্থা গ্রহণ করা, এটার একটি বিষয় রয়েছে যেমন আমরা সাধারণভাবে কেউ 10 টাকা অথবা কেউ 5000 টাকা নিয়ে ট্রেড করতে আগ্রহী হই কিন্তু এখানে যারা অনেক টাকা নিয়ে আসে তাদের জন্য একটু রিক্স কম কিন্তু যারা অধিক টাকা না নিয়ে আসে তাদের জন্য প্রচুর রিক্স হয়ে থাকে আমাদের এই ফরেক্স মার্কেট এবং তারা তাদের সর্বস্ব সব টাকা এখানে এক মুহুর্তে হারাতে পারে আরে হারানোটা অল্প টাকা নিয়ে আসা ব্যক্তিদের জন্য তাই আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো টা আগে হিসাব করা উচিত আমাদের প্রথমত লেভারেজ হিসাব করতে হবে আমি মনে করি যদি আমাদের 50 ডলারের একটি অ্যাকাউন্ট হয় তবে আমাদের 1.50 লিভারেজ নিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করা উচিত এর বেশি নয় এবং যদি আপনার 200 থেকে 500 ডলার হয় তবে আপনি 500 লেভারেজ নিতে পারেন 1.500 লেভারেজ নিয়ে কাজ করতে পারেন তবে আমি মনে করি 1.500 এটা সবথেকে সুন্দর একটি লেভারেজ।

তাহলে আমাদের লেভারের সম্পর্কে শেষ আমরা এবার জানবো কিভাবে একটি 100 ডলার একাউন্টে মানি ম্যানেজমেন্ট সিস্টেমে টেড করতে হয়

ধরেন আপনার একটি 100 ডলার একাউন্টে রয়েছে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে চাচ্ছেন তবে আপনাকে লেভারেজ ঠিক থাকার পর এই 100কে 1000 দ্বারা ভাগ করতে হবে যদি আপনার লেভারেজ 1.50 হয় আর যদি আপনার লিভারের 500 হয়ে থাকেন মানে 1.500 হয়ে থাকে তবে আপনাকে 100 কে 10000 দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর আপনি যে ফলাফল পাবেন ওইটাই হলো আপনার লট সাইজ যদি আপনার লট সাইজ 0.01 বা 0.05 হয়ে থাকে তবে আপনি 0.05 কে পাঁচটা 0.01 লট সাইজ নিয়ে পাঁচটা পেয়ারে করতে পারেন বা সর্বোচ্চ আপনি জিরো পয়েন্ট 0.05 এর একটি ট্রেড করতে পারেন।

Sohagzaman22
2020-01-09, 02:50 PM
মানি ম্যানেজমেন্ট সাধারনত আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে করে থাকি । আমি সাধারনত আমার ক্যাপিটাল এর একটি নির্দিষ্ট অংশ নিয়ে তার উপর ভিত্তি করে আমি ট্রেডের জন্য লট সাইজ বেছে নিয়ে থাকি । যেমন অনেকে তার মূল ক্যাপিটাল এর ২ থেকে ৫% প্রতিদিন রিস্ক নিয়ে থাকে । কিন্তু আমি একটু অন্নভাবে আমার ক্যাপিটাল রিস্ক নিয়ে থাকি । উদাহরণস্বরূপ কোন পেয়ার এর স্টপ লস ৫০ পিপ্স ব্যবহার করব সেক্ষেত্রে আমার লট সাইজ যদি .৩$ হয় তাহলে আমার স্টপ লস হিট করলে স্ট্যান্ডার্ড একাউন্ট এ ১৫$ লস হবে । তদ্রুপ ভাবে আমি যদি ১$ লট এ অনুরুপ ১৫ পিপ্স স্টপ লস ব্যব্বহার করি সেক্ষেত্রেও আমার ১৫$ লস হবে । একইভাবে যদি লাভ করতাম তাহলে .৩$ লট এ ৫০ পিপ্স এ প্রফিট করলে লাভ হত ১৫$ এবং ১$ লট এ ৫০ পিপ্স প্রফিঠ হলে লাভ হত ৫০$। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি যে লস সম পরিমান হলেও লাভ বেশি হবে যেখানে আমি যে লট সাইজই বেছে নেই না কেন । এক্ষেত্রে বুঝা যায় যে আমার লট সাইজ জাই হোক না কেন স্টপ লসের উপর আসলে নির্ভর করবে যে আমার লস আসলে কত হবে ?

Fxhuman
2020-01-12, 01:20 PM
ফরেক্স করতে হলে মানি মেনেজমেন্ট করে মেনে চলতে হবে। তানাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কারণ মানি মেনেজমেন্ট না করলে একাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্বভাবনা থাকে। তাই সবার উচিত মানি মেনেজমেন্ট ফলো করে চলা।

amreta
2020-01-25, 11:33 AM
লোকসানের পরে অযৌক্তিকভাবে লেনদেন করা আমাদেরকে বাজারে আরও ঝামেলার মধ্যে ফেলতে পারে এবং আপনি যেমন বলেছিলেন যে একবার ঘনিষ্ঠভাবে চার্ট হয়ে গেছে এবং কেবল এগিয়ে যেতে হবে এবং লাভ ফিরে পেতে চেষ্টা করার যে কোনও ভুলই হ'ল স্পষ্টভাবে সংবেদনশীল ব্যবসায়ের দিকে পরিচালিত করুন, মাত্র 200 ডলারের বেশি আপনার লাভ দেখেছেন $ আপনি এটা হত্যা করছেন ভাই, ভাল লাভ

FREEDOM
2020-06-18, 12:28 AM
ফরেক্স মার্কেটে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন সেটি হলো মানি ম্যানেজমেন্ট। একজন ট্রেডার যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারে সেক্ষেত্রে তার পক্ষে মার্কেটে টিকে থাকা সম্ভব হবে। আর মার্কেটে টিকে থাকলে ভালো প্রফিটও আশা করা যাবে। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনার ট্রেডে যেন মুল ব্যালেন্সের ৩% এর বেশি রিস্ক না হয়ে যায়।