PDA

View Full Version : বাজারমূল্যে টেসলাকে ছাড়িয়ে গেল নভো নরডিস্ক



SumonIslam
2024-03-12, 01:04 PM
স্থূলতা প্রতিরোধী নতুন ওষুধের প্রাথমিক ট্রায়ালের তথ্য প্রকাশের পর সম্প্রতি বেড়ে গেছে নভো নরডিস্কের শেয়ারের দাম। এতে বাজারমূল্যের দিক থেকে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা টেসলাকে ছাড়িয়ে যায় ফার্মাসিউটিক্যাল জায়ান্টটি। ট্রায়ালের তথ্য প্রকাশের পর নভো নরডিস্কের বাজারমূল্য দাঁড়ায় ৬০ হাজার ৪০০ কোটি ডলার। একই সময়ে টেসলার বাজারমূল্য ছিল ৫৬ কোটি ৯০০ কোটি ডলার। এমনকি এলভিএমএইচ ও ভিসাকে ছাড়িয়ে যায় নভো নরডিস্ক।
http://forex-bangla.com/customavatars/1857830984.jpg