Tofazzal Mia
2024-03-19, 05:52 PM
http://forex-bangla.com/customavatars/1009906728.jpg
মার্কিন সরকারের জন্য কয়েকশ স্পাই বা গুপ্তচর স্যাটেলাইট তৈরি করছে ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স। এইসব স্যাটেলাইট তৈরির লক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ‘ন্যাশনাল রিকনেসান্স অফিস (এনআরও)’-এর সঙ্গে একটি চুক্তি করেছে কোম্পানিটি। চুক্তির আওতায়, ঝাঁক বা দল বেঁধে কাজ করতে সক্ষম ও মাটিতে ‘লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে’ পৃথিবীর নিম্ন কক্ষপথে এমন কয়েকশ স্পাই স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। চুক্তি সংশ্লিষ্ট পাঁচ সূত্রের বরাতে এ তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
মার্কিন সরকারের জন্য কয়েকশ স্পাই বা গুপ্তচর স্যাটেলাইট তৈরি করছে ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স। এইসব স্যাটেলাইট তৈরির লক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ‘ন্যাশনাল রিকনেসান্স অফিস (এনআরও)’-এর সঙ্গে একটি চুক্তি করেছে কোম্পানিটি। চুক্তির আওতায়, ঝাঁক বা দল বেঁধে কাজ করতে সক্ষম ও মাটিতে ‘লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে’ পৃথিবীর নিম্ন কক্ষপথে এমন কয়েকশ স্পাই স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। চুক্তি সংশ্লিষ্ট পাঁচ সূত্রের বরাতে এ তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।