Log in

View Full Version : এআই খাতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব



SUROZ Islam
2024-03-21, 06:19 PM
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মাধ্যমে এ বিনিয়োগ করতে চায় দেশটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সৌদি সরকারের এ পদক্ষেপ দেশটির জ্বালানি তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভূরাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালনের উচ্চাকাঙ্ক্ষার অংশ।
http://forex-bangla.com/customavatars/1697960664.jpg
প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি তহবিলটি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে পরিচিতি দেবে সৌদি আরবকে। এ প্রযুক্তি তহবিল গঠন ও চালু করতে পিআইএফকে সহায়তা করেছে ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলো, যাদের প্রায় ৯০ হাজার কোটি ডলারের সম্পদ রয়েছে। পিআইএফের প্রতিনিধিরা নতুন তহবিলে একটি সম্ভাব্য অংশীদারত্বের বিষয়ে সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রসেন হোরোভিটজের সঙ্গে আলোচনায় রয়েছে।